bdnewseu24.com

bdnewseu24.com This page only for newspaper and news related information about আমরা সব সময় দর্শকদের জন্য সবার আগে সঠিক সংবাদ পৌছিয়ে থাকি
(4)

ডক্টর ইউনুস সরকার প্রধান হিসেবে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিবেন: পররাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত জানতে ন...
22/09/2024

ডক্টর ইউনুস সরকার প্রধান হিসেবে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিবেন: পররাষ্ট্র উপদেষ্টা
বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন
https://bdnewseu24.com/archives/17962

উষ্ণ অভিনন্দন রনি মুহাম্মদ সহ সবাইকে:পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি - রনি মোহাম্মদসহ সভাপতি  এস এম আজাদ,...
22/09/2024

উষ্ণ অভিনন্দন রনি মুহাম্মদ সহ সবাইকে:

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি - রনি মোহাম্মদ
সহ সভাপতি এস এম আজাদ,সমীর দেবনাথ ও মনির হোসাইন।
সাধারণ সম্পাদক এনামুল হক ,
সহ-সাধারণ সম্পাদক --আবুল হোসেন আসাদ, মোহাম্মদ শাহজাহান।
সাংগঠনিক সম্পাদক মুহি উদ্দিন
সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন
অর্থ সম্পাদক -জাহিদ কায়সার
প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ
ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পাদক আর এ এহসান
নির্বাহী সদস্য : রাসেল আহম্মেদ,শহীদ আহমদ (প্রিন্স) ও শাহ মোহাম্মদ তানভীর।
সহ নবনির্বাচিত সকল সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন

গ্রিক বাংলা প্রেস ক্লাব, গ্রিস
সভাপতি
জহিরুল ইসলাম

সাধারণ সম্পাদক
প্রদ্বীপ কুমার সরকার

জেলা ভিত্তিক বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ফোন নাম্বার যা স্থানীয় লোকজনের প্রয়োজন মেটাতে সক্ষম
21/09/2024

জেলা ভিত্তিক বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ফোন নাম্বার যা স্থানীয় লোকজনের প্রয়োজন মেটাতে সক্ষম

20/09/2024

ভোলায় মাসব্যাপী চলমান পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

20/09/2024

ভোলার বিসিক শিল্প সমিতি কার্যালয়ে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত শিক্ষক, এডভোকেট সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমূখ।

ভোলা সদর উপজেলার আবহাওয়া অফিস রোডে অবস্থিত মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন নান্নু মিয়ার বাসা তল্লাশি করে ২...
20/09/2024

ভোলা সদর উপজেলার আবহাওয়া অফিস রোডে অবস্থিত মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন নান্নু মিয়ার বাসা তল্লাশি করে ২টি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বিস্তারিত আসছে প্রতিবেদনে.....!!

https://bdnewseu24.com/archives/17959

নতুন ভার্সনে তামিম ইকবাল খান:---------------------------"বেশ কিছুদিন আগে প্রস্তাবটা পাই বিসিসিআই থেকে। বেশ ভালো প্রস্তাব...
20/09/2024

নতুন ভার্সনে তামিম ইকবাল খান:
---------------------------
"বেশ কিছুদিন আগে প্রস্তাবটা পাই বিসিসিআই থেকে। বেশ ভালো প্রস্তাব মনে হয়েছে। এই সময়টায় আমার অন্য কোনো কাজ নেই। ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা নেই। এজন্যই তখন রাজি হয়েছি, করে দেখি কেমন লাগে। ধারাভাষ্য দেওয়ার একটা ইচ্ছে তো সবসময় ছিলই। ভবিষ্যতে এটাই করব কি না, তা জানি না। তবে সবকিছু মিলিয়ে এবার সবদিক থেকে মিলে গেছে বলে এই সিরিজটা করছি।"

"অবশ্যই কিছুটা নার্ভাস আছি, নাভার্স লাগছে! খেলার সময়টায় ম্যাচের আগে নার্ভাস থাকতাম যে, খেলা কেমন হবে, রান করতে পারব কী পারব না, কোন বোলারকে কীভাবে সামলাব, দল ভালো করতে পারবে কি না। এখন হলো - কথা কীভাবে বলব, মাঠের মুহূর্তগুলোকে ঠিকঠাক তুলে ধরতে পারব কি না, বড় কোনো ভুল করে বসি কি না।"

"ধারাভাষ্য ব্যাপারটা যতটা সহজ মনে হয়, আসলে এটা ততটাও সহজ নয়। তাৎক্ষণিক কথা বলার একটা ব্যাপার তো আছেই, এছাড়াও প্রযুক্তিগত অনেক ব্যাপার আছে, মাইক্রোফোনের ব্যবহার, প্রডিউসারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, এসবের সঙ্গে অভ্যস্ততার ব্যাপার আছে। আমি ধরে নিয়েছি, এসবে অভ্যস্ত হতে দুই-তিন সিরিজ অন্তত লাগবে।"

"ইংরেজি বলতে পারলেই ধারাভাষ্য দেওয়া যাবে, ব্যাপারটি তা নয়। কোন সময়ে কোনটি বলতে হবে, সবচেয়ে উপযুক্ত কথাটি বলা এবং লোকে যা দেখছে, সেটিই ভিন্নভাবে তুলে ধরতে হবে, অনেক কঠিন কাজ। আমি হয়তো ইংরেজিতে ভালোভাবে কথা বলছি। কিন্তু গোটা দিন বা পাঁচ দিন ধরে ধারাভাষ্য দিতে গেলে একই শব্দ বারবার বলা বা ভুল কোনো শব্দ কিংবা টার্ম ব্যবহার করা, কোনো টার্ম হয়তো বেশি ব্যবহার করে ফেলব, এসব হতে পারে প্রথম কয়েক সিরিজ বা শুরুর এক-দেড় বছর। যদি নিয়মিত ধারাভাষ্য দেই, তাহলে আস্তে আস্তে এভাবেই নিজেকে প্রস্তুত করতে হবে।"

ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্য করা নিয়ে গণমাধ্যম কে দেয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল খান

ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন https://bdnewseu24.com/archives/17952
20/09/2024

ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা
বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন
https://bdnewseu24.com/archives/17952

ল’ইয়ার্স ইউনিয়ন বাংলাদেশ" আইন অঙ্গনের মানুষদের দ্বারা সৃষ্ট একটি স্বেচ্ছাসেবী, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। আইনজীবী/ সচে...
19/09/2024

ল’ইয়ার্স ইউনিয়ন বাংলাদেশ" আইন অঙ্গনের মানুষদের দ্বারা সৃষ্ট একটি স্বেচ্ছাসেবী, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। আইনজীবী/ সচেতন নাগরিক হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে জনসাধারণের মাঝে আইন, সাংবিধানিক, অধিকার এবং দায়িত্ব বিষয়ে সচেতনতা ও কার্যকরী অংশগ্রহণের লক্ষ্যে কাজ করে আসছে।

এরই ধারাবাহিতকায় ২০ সেপ্টেম্বর ২০২৪, রোজ শুক্রবার, বিকাল ৩ ঘটিকায়, জাতীয় প্রেস ক্লাবের ২য় তলায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে "সংবিধান ও জনমত ” শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করবেন.... ব্যারিস্টার সাইফ রানা ভাই।

উক্ত আলোচনায় সঞ্চালনা করবেন শ্রদ্ধেয় বড় ভাই Adv Abdul Awal Sumon ভাই। লয়ার্স জোন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা।

উক্ত আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাবেক জজ, সংবিধান, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষক জনাব ইকতেদার আহমেদ সাহেব, সভাপতিত্ব করবেন ল’ইয়ার্স ইউনিয়ন বাংলাদেশের উপদেষ্টা পর্ষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও মহামান্য হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ড. মোঃ আবু তারিক সাহেব।

উক্ত গোল টেবিল এ বৈঠকে আপনার উপস্থিতি, আলোচনা, পর্যালোচনা ও পরামর্শ আগামীর কল্যাণকর বাংলাদেশ গড়তে অবদান রাখবে বৈকি ।

অসংখ্য ধন্যবাদ Adv Abdul Awal Sumon ভাইয়া ল’ইয়ার্স ইউনিয়ন বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠক এবং সংবিধানও জনমত উপস্থিত হতে পারার জন্য।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতারবিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক ক...
19/09/2024

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার

বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন
https://bdnewseu24.com/archives/17948

18/09/2024

ভোলা সদরের ৯ নং ভেদুরিয়া ইউনিয়নের টেকের-হাট নামক এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুটি বসতবাড়ি পুড়ে ছাই! ঘটনার তারিখ ১৭ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১০ টা।

বাংলাদেশের সেনাবাহিনী কে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের জন্য বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক কর...
17/09/2024

বাংলাদেশের সেনাবাহিনী কে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের জন্য
বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন
https://bdnewseu24.com/archives/17941

যৌথ বাহিনীর অভিযানে কল্লা কাটা মিজান সহ আটক ৭ বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন https://bdnewseu24.com/archives/179...
17/09/2024

যৌথ বাহিনীর অভিযানে কল্লা কাটা মিজান সহ আটক ৭
বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন
https://bdnewseu24.com/archives/17938

পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তিবিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন https:/...
17/09/2024

পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি

বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন

https://bdnewseu24.com/archives/17935

অষ্ট্রেরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন https://bdnewseu24.com/archives/17932
17/09/2024

অষ্ট্রেরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫

বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন
https://bdnewseu24.com/archives/17932

17/09/2024

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের শোভাযাত্রা পূর্বে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

স্থান:কাজির দেউরি, চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর ২০২৪ ইং

রাজনীতির নামে গুম খুনের নেশায় মত্ত যারা ছিলেন সেই সব আওয়ামী দোসরদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন।...
17/09/2024

রাজনীতির নামে গুম খুনের নেশায় মত্ত যারা ছিলেন সেই সব আওয়ামী দোসরদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। বসে থাকার সময় নাই। বাংলাদেশের পক্ষের শক্তি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামুন। বিভক্তি হলে সেই নরপিশাচরা মাথা চাড়া দিয়ে উঠবে আবার।

গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা করা হয়েছে বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে...
16/09/2024

গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা করা হয়েছে
বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন
https://bdnewseu24.com/archives/17917

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরতের জন্য বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনাবিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লি...
16/09/2024

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরতের জন্য বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনা
বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন
https://bdnewseu24.com/archives/17922

বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান গুনতে হচ্ছে ৬৬ কোটি টাকা বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন https://bdnewseu24.com...
16/09/2024

বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান গুনতে হচ্ছে ৬৬ কোটি টাকা
বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন
https://bdnewseu24.com/archives/17925

অস্ট্রিয়া সহ পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশ সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়ার কবলে বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন ...
16/09/2024

অস্ট্রিয়া সহ পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশ সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়ার কবলে
বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন
https://bdnewseu24.com/archives/17928

সীমান্তে বিএসএফের হত্যা কান্ড নিয়ে বাংলাদেশ কঠোর অবস্থানেবিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন https://bdnewseu24.com/...
16/09/2024

সীমান্তে বিএসএফের হত্যা কান্ড নিয়ে বাংলাদেশ কঠোর অবস্থানে
বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন

https://bdnewseu24.com/archives/17911

গ্রিসের বেশ কিছু অঞ্চলকে আগুনের উচ্চ ঝুঁকি পূর্ণ ঘোষণা করা হয়েছে বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন https://bdnewse...
16/09/2024

গ্রিসের বেশ কিছু অঞ্চলকে আগুনের উচ্চ ঝুঁকি পূর্ণ ঘোষণা করা হয়েছে

বিস্তারিত জানতে নিউজ লিঙ্কে ক্লিক করুন

https://bdnewseu24.com/archives/17914

শেখ হাসিনার পদত্যাগ পত্র
16/09/2024

শেখ হাসিনার পদত্যাগ পত্র

15/09/2024
15/09/2024

১৬ সেপ্টেম্বর সোমবার প্রিয় নবীজীর জন্ম দিন।
আলহামদুলিল্লাহ🤲🤲

লেখকের বাসা : শিলা আহমেদ আমার বাবা ছিল লেখক মানুষ। তার ছোট্ট কাঠের একটা টুল ছিল। সেটা নিয়ে যেখানে সেখানে লিখতে বসে যেত। ...
15/09/2024

লেখকের বাসা : শিলা আহমেদ

আমার বাবা ছিল লেখক মানুষ। তার ছোট্ট কাঠের একটা টুল ছিল। সেটা নিয়ে যেখানে সেখানে লিখতে বসে যেত। আমাদের খেলা-ঝগড়া-হাসাহাসি কোন কিছু্ তার লেখালেখিতে সমস্যার সৃষ্টি করতে পারতো না।

এবার প্রথম আমার বরকে দেখলাম লেখক হিসেবে। একেবারে বাবার উল্টো। ওর লেখার জন্য পিসফুল মাইন্ড লাগে। চুপচাপ বাসা লাগে। আর লেখার সময় কেউ ওর সাথে কথা বলতে পারবে না। বেচারারা জন্য বিরাট ঝামেলা হয়ে গেল!

পিসফুল মাইন্ড সম্ভব না, কারণ ছোটবেলা থেকে আমি খুব ঝগড়াটে। চুপচাপ বাসাও সম্ভব না, কারণ বাসায় চারটা বাচ্চা। আর ওকে একটু পর পর ডাকাডাকি করা আমার স্বভাব।

এতো ঝামেলার মধ্যেও যখন সে একটা উপন্যাসের অর্ধেকের মত লিখে ফেললো, তখন আমাকে পড়তে দিলো। বললো- পড়ে দেখোতো কেমন হয়েছে? কোন জায়গা ঠিক করতে হলে, বোলো! আমি বললাম- অবশ্যই পড়বো, কিন্তু কোন জায়গা ঠিক করতে হবে কিনা, বলতে পারবো না।

আমি লেখকের মেয়ে, সারাজীবন দেখেছি লেখকরা আলোচনা সহ্য করতে পারে না। বাবাকে কোন লেখা নিয়ে একটু কিছু বললে প্রচন্ড রেগে যেতো। এমন বকাবকি শুরু করতো যে ভয়ে অনেকক্ষণ সামনে যেতাম না!
ও হাসতে হাসতে বললো- আরে ধুর আমি কি তোমার বাবার মতো ছেলেমানুষ নাকি! আমাকে চিনো না? আমি খুব ভালোভাবে সমালোচনা নিতে পারি। তুমি নির্দয়ভাবে সমালোচনা করবে।

: কেমন হয়েছে?
:ভালো!
:ভালো মানে কি? ঠিকমতো বলো।
আমি ওকে অল্পকিছু বলি। মনে হয় এই জায়গাটায় একটু তাড়াহুড়া করছো...।

কিছুক্ষণ স্বাভাবিকমুখে আমার কথা শুনে। তারপর রাগীরাগী হয়ে যায়। আমাকে বলে- থাক তোমার আর বলা লাগবে না। আমি তো দেখলাম তুমি লাইন বাদ দিয়ে দিয়ে পড়ছিলে। তোমার মন ছিলনা পড়ার মধ্যে।

আমি ওর হাত ধরে বলি- রাগ করছো কেন? ও আরো রেগে যায়। উঠে চলে যায় আমার সামনে থেকে। রাতে ভাত খায় না ঠিকমতো। আমি বকা খাওয়ার ভয়ে তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। অনেক সকালে ও আমাকে ডেকে তোলে। বলে- আসোতো, পড়ে দেখো এখন। আমি ঠিক করেছি।

ওর লেখা পড়তে গিয়ে আমার কান্না চলে আসে। কতদিন পর আবার এক রকম ঘটনা ফিরে আসলো! বাবাও তো কিছুক্ষণ পর পর ডাকতো- শীলা বাবা, এখন পড়ে দেখতো ঠিক করেছি। যেন আমি কতবড় একজন ক্রিটিক! যেন কতকিছু যায় আসে আমার ভালো লাগায়, আর না লাগায়!

আমার বাবা ছিলেন একজন লেখক। আর আমার কাছে আমাদের বাসাটা ছিল লেখকের বাসা। ছোট্ট কাঠের টুলে বাবা লিখতো। মা চা বানিয়ে দিতো একটু পরপর।
প্রকাশকরা আসতেন। মা প্রুফ দেখে দিতো। ধ্রুব এষ প্রচ্ছদ নিয়ে এসে চুপচাপ বসে থাকতেন ঘরের কোণায়! বই বের হলে বইয়ের সাথে সাথে বাসায় মিষ্টি আসতো। আমরা চারজন (মা, নোভা, আমি আর বিপাশা) চারটা বই খুলে বসতাম। বাবা পায়চারী করতে করতে সিগারেট খেতো। বই পড়তে পড়তে কখনো হেসে উঠলে সাথে সাথে জিজ্ঞেস করতো- কোন জায়গাটা পড়ছো বাবা? বই পড়া শেষ হলে বলতো- বাবা চোখে পানি এসেছে?

আমার বরের উপন্যাস লেখা শেষ হয়। একরাতে ও আমার হাতে ওর নতুন বইয়ের একটা কপি তুলে দিয়ে বলে- এটা তোমার জন্য! তুমি খুশিতো?

প্রিয়তম স্বামী, আমি প্রচন্ড খুশি। তোমার বই মাষ্টারপিস হয়েছে অথবা কিছু্ হয়নি তার জন্য খুশি না। খুশি এজন্য যে তোমার এই বই আর বই লেখার জার্নি আমাকে প্রাউড করেছে, নষ্টালজিক করেছে, একটু একটু জেলাস (প্রথম প্রেম নিয়ে উপন্যাস লিখলে তো একটু জেলাস হবোই!) করেছে।

হ্যা এটা ঠিক যে, আমাদের এখন কোন ছোট্ট লেখার টুল নাই, প্রকাশকদের আড্ডা নাই, চুলায় সারক্ষণ চা নাই, ধ্রুব এষের প্রচ্ছদ নিয়ে আসা নাই (এখন প্রচ্ছদ নেটে চলে আসে), মিষ্টিও নাই । তাতে কি! এটা না হয় আমাদের অন্যরকম লেখকের বাসা হলো ❤️🙏
[লেখাটি ঈষৎ পরিমার্জিত]
#শিলা আহমেদ : হুমায়ুন আহমেদের কন্যা, আসিফ নজরুলের স্ত্রী)
©️
Democracy with Monjiur

সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার ঘাঁটি প্রাসঙ্গিক আলোচনা:বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দেয়া হচ্ছে, এ কথা শু...
15/09/2024

সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার ঘাঁটি প্রাসঙ্গিক আলোচনা:

বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দেয়া হচ্ছে, এ কথা শুনে আসছি , (১৯৯০-৯১) তখন থেকে কিংবা আরো আগে থেকে। সাম্প্রতিককালে এই শোরগোল আবার চাউর হয়েছে। এ-প্রসঙ্গে আমাদের কিছু বিষয় জানা থাকা দরকার।

বিশ্বে ৮০টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫০টি সামরিক ঘাটি আছে। এসব ঘাঁটির জন্য যতটুকু এলাকা প্রয়োজন তা হচ্ছে: কমপক্ষে ৪০,০০০ হেক্টর জমি। বর্হিবিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৬,০০০ হেক্টর জমির সামরিক ঘাঁটিও আছে। উক্ত ঘাঁটিসমূহে ১০ থেকে ৪০,০০০ সৈন্য থাকে। একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর থাকে যার রানওয়ের দৈর্ঘ্য হবে কমপক্ষে ১০,০০০ ফুট যেন সি-১৩০ হারকিউলিস বিমান ফুল লোড হয়ে নামতে পারে। সি-১৩০ হারকিউলিস বিমান ফুল লোড হয়ে যখন নামে তখন এর ওজন থাকে ১,৫৫,০০০ পাউন্ড।

আমরা সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে আলোচনা করি :

দ্বীপটির আয়তন ছেঁড়াদ্বীপ ও অন্যান্য চর সহ ৪.৩ বর্গকিলোমিটার অর্থাৎ ৪৩০০ হেক্টর (প্রয়োজন কমপক্ষে ৪০,০০০ হেক্টর)। দ্বীপটির মৃত্তিকা বিশ্লেষণ করলে দেখা যায় যে, এর উপরিভাগে বালু থাকলেও অনধিক ৩ ফুট নিচেই মূলত প্রবাল ও শৈবাল স্তর। এ-কারণে ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়েই ভূতাত্ত্বিকরা শংকিত। এমন দুর্বল ভূমিতে কিভাবে সি-১৩০ হারকিউলিস বিমান ১,৫৫,০০০ পাউন্ড ফুল লোড হয়ে ওঠানামা করবে? এই আয়তনের দ্বীপে কিভাবে ১০-৪০০০০ সৈন্য থাকবে তাদের অফিস, আবাসন, অস্ত্রাগার , মিসাইল লঞ্চার ও অন্তত ২ ডজন যুদ্ধ বিমান নিয়ে?

উপরন্তু এর মহীসোপানের গভীরতা এত কম যে এখানে ডেস্ট্রোয়ারের মতো বড়ো যুদ্ধজাহাজ দূরের কথা ফ্রিগেটও ভিড়তে পারবে না।

সবার প্রতি অনুরোধ রইল
যেকোন বিষয়ে প্রকৃত তথ্য উপাত্ত জেনে কথা বলা সবার উচিত।
সংগৃহিত

শোক সংবাদ:আরো একজন রেমিট্যান্স যোদ্ধা ঝরে গেল
14/09/2024

শোক সংবাদ:
আরো একজন রেমিট্যান্স যোদ্ধা ঝরে গেল

Address

Voulgari 17 , Omonia
Athens
10437

Alerts

Be the first to know and let us send you an email when bdnewseu24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to bdnewseu24.com:

Videos

Share


Other News & Media Websites in Athens

Show All

You may also like