K. A. Mumin

K. A. Mumin একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমন জীবন গড়ো, যাতে মৃত্যুর পর মানুষ তোমাকে মনে রাখে!!
(4)

13/08/2024
Alhamdulillah 🥰
13/08/2024

Alhamdulillah 🥰

13/08/2024

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল ঘোষণা🇧🇩

12/08/2024

জুলাই হোক শোকের মাস
আগস্ট হোক বিপ্লবের🇧🇩

শিবির যেভাবে মানুষকে হ★ত্যা করে জানলে অবাক হবেন। একটি বাস্তব ঘটনা (২০১৬ সাল)____________________________"কলেজ পালিয়ে যে...
11/08/2024

শিবির যেভাবে মানুষকে হ★ত্যা করে জানলে অবাক হবেন।
একটি বাস্তব ঘটনা (২০১৬ সাল)
____________________________

"কলেজ পালিয়ে যে বই পড়া হচ্ছে, বাসায় জানে?"

শুনে চমকে উঠলাম। হাতে তখন আবু ইসহাকের পদ্মার পলিদ্বীপ। এক রাশ আতঙ্ক নিয়ে পেছনে তাকিয়ে দেখি, হাফিজুর ভাই।

আমার মুখে হাসি চলে আসে। হাফিজুর ভাই আর যাই হোক, বই পড়ার জন্য বাসায় বিচার দেবে না, আমি জানি।

লাইব্রেরিতে জোরে কথা বলা যায় না। ফিসফিস করে বললাম, চলো বাইরে যাই। পড়তে বিরক্ত লাগতেসে।

রাজশাহী সেন্ট্রাল লাইব্রেরি নিউ ডিগ্রী কলেজের পাশেই। বহু পোলাপাইন এখানে বসে ফোন টিপতে আসে, প্রেম করতে আসে। আমি সত্যিকার অর্থেই বই পড়তে আসতাম।

বই পাইলে আমার মাথা কোনকালেই ঠিক থাকতো না।

তবে হাফিজুর ভাই ছিলো বইয়ের চেয়েও ইন্টারেস্টিং। এলাকার বড় ভাই। কলেজের বড় ভাই। তবে রাজনীতি করতেন আমার উল্টোটা। আমি তখন অনিমেষ পড়ে বাংলাদেশে বাম বিপ্লবের স্বপ্ন দেখি। আর হাফিজুর ভাই শিবির করে দেশে ইরানি স্টাইলে ইসলামি বিপ্লবের স্বপ্ন দেখেন।

কঠিন তর্ক করতাম সেই সময়। বেশিরভাগ সময়ই হাফিজুর ভাই আমার সাথে তর্কে হেরে যেতেন। তখন তো বুঝি নাই, এখন বুঝি উনি ইচ্ছা করে হারতেন আমাকে খুশি করার জন্য।

একবার কোন এক কারণে ইস্কুল থেকে বাসায় আসবো। রিকশা নাই। হাফিজুর ভাই দেখে বললেন, আমার সাইকেলে উঠো। দিয়ে আসি। আজকে ধর্মঘট।রিকশা পাবা না।

ছোটবেলা থেকেই আমি নাদুস নুদুস। সেই আমাকে নিয়ে গ্রীষ্মের দুপুরে ভাই হাপাতে শুরু করলেন। থামলেন দুইবার। আমার খটকা লাগলো। ভাইয়ের শক্তি এতো কম কেন?

বাসায় এসে দেখি আব্বুও আমাকে নিতে গেছে। আমি চলে এসেছি। আম্মু বললো, কীভাবে এলি? আমি বললাম হাফিজুর ভাই এর সাইকেলে।

আম্মু আতকে উঠলো। ওর সাইকেলে তুই উঠেছিস কেন? জানিস না ওর ক্যানসার?

আমি কিছু বলি না। এতো হাসিখুশি মানুষেরও ক্যান্সার থাকে? কই কোনদিন বলেনাই তো?

হাফিজুর ভাই মূলত ছিলেন লিউকোমিয়ার রোগী। তিনমাস পর পর রক্ত চেঞ্জ করতে হতো। অথচ এই লোকটা কত বড় অভিনেতা চিন্তা করেন, আমাদের কাউকে কখনও জানতে দেয় নাই।

এরপর ঐ লাইব্রেরির কাহিনী।

লাইব্রেরি থেকে বের হয়ে মালোপাড়ার দিকে একটা একটা ঘর দেখালেন। বললেন, কোচিং দিচ্ছি। তুমি তো সায়েন্স এ থাকবা, আর্টসে গেলে পড়তে পারতা।

ভাই তখন পড়েন রাজশাহী ইউনিভার্সিটির পাবলিক এডমিনস্ট্রেশনে।

আমি ভাবলাম, যাক। আড্ডার আর ঝগড়ার আরেকটা জায়গা আমাদের হলো।

আমি যখনই বাম বিপ্লব নিয়ে কোন বই পড়তাম, ভাইকে বিপরীতে কল্পনা করতাম। কল্পনায় তাকে হারিয়ে দিয়ে বিরাট মজা পেতাম।

এমনই একদিন হুট করে আব্বু এসে বললো শালবাগানে রাবির এক টিচার খুন হয়েছে।

সারাদেশে হইচই পড়ে গেল। আমরা আগ্রহ নিয়ে ওয়েট করতে শুরু করলাম। আব্বু বাজার না করেই চলে এসেছে। পরদিন আম্মু বললো ডিম নিয়ে আয় দোকান থেকে।

আমি ডিম আনতে গেছি। দোকানে অনেক ভীড়। সম্ভবত বাংলা ভিশনে বলা হলো, রাবির টিচার হত্যা মামলায় হাফিজুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।

আমি বাসায় আসলাম দৌড়াতে দৌড়াতে। আম্মুকে বললাম, হাফিজুর ভাইকে পুলিশ ধরেছে। আম্মু বললো ধুর, এইটা এই হাফিজুর না। অন্য হাফিজুর। যে ছেলে বড় গলায় একটা কথা বলতে পারে না, তারে পুলিশ কেন ধরবে?

অথচ আম্মুর জানা ছিলো না, একটা মাছি না মারতে পারা মানুষকে সাধারণ পুলিশ ধরতে না পারলেও হাসিনার পুলিশ ধরতে পারে।

হাফিজুর ভাইয়ের বাবার ভাষ্য ছিলো, ফজরের নামাজ পড়ে ভাই ঘুমাইছিলো। বাসা থেকেই ডিবি তারে তুলে নিয়ে যায়। ইভেন প্যান্ট পরার সুযোগ তারে দেওয়া হয়নি। টি শার্ট আর লুঙ্গি পরা অবস্থাতেই তাকে তুলে নেওয়া হয়।

সবচে বড় কথা, একজন ক্যান্সারের রোগীকে ওষুধ নেওয়ার সুযোগও পুলিশ তাকে দেয়নাই।

তাকে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছিলো যতদূর মনে পড়ে।

দুইদিনের মাথায় অনেক চেষ্টা চরিত করে ভাইয়ের বড় ভাই ওষুধ নিয়ে সেলে যাইতে পারছিলেন।

বাট তার আর দরকার হয় নাই।

কারণ এর কিছুক্ষণ পরেই হাফিজুর ভাই পুলিশ হেফাজতে মারা যান। বড় ভাইয়ের কাছে অভিযোগ করেছিলেন, তাকে ওষুধ দূরের কথা, পানিও খাইতে দেওয়া হয় নাই।

হাফিজুর ভাইয়ের লাশ আসার পর অদ্ভুতভাবে বৃষ্টি নামলো। এলাকার সমস্ত মানুষ হাউমাউ করে কানতে লাগলো। আমার দাদির মৃত্যুর পরেও আব্বুরে আমি কানতে দেখিনি। অথচ সেইদিন আব্বুও পারলো না, বললো, এই ছেলেটারেও এমনে মেরে ফেললো?

হাফিজুর ভাইয়ের বড় ভাই বললেন, ছোটবেলা থেকেই আমাকে খুব জ্বালাইসে। তিন মাস পর পর রক্ত দিতে হতো, কত ঝামেলা। আমার আর কোন ঝামেলা থাকলো না। বলে শিশুর মতো কানতে লাগলেন।

আমি দেখলাম, লাশ নিয়ে আসা পুলিশ সদস্যরা রুমাল দিয়ে চোখ মুছতেসে।

এই মৃত্যুর পর এই পরিবারটাই তছনছ হয়ে গেল। ভাইয়ের বাবা স্ট্রোক করলেন, মা প্যারালাইজ হলেন। এতো জুলুম সহ্য করা তাদের পক্ষে আর সম্ভব হয়নি, মানুষ কতই বা আর পারে?

রেজাউল করিম হত্যা মামলা নিয়ে সবার আগ্রহ শেষ হলেও আমার হয়নি। আমি শেষদিন পর্যন্ত এই মামলার খোঁজ খবর রেখেছি।

চার্জশিট দেওয়া হয়েছে। অপরাধীদের সেই লিস্টে সম্ভবত সাতজনের নাম ছিলো। না, সেখানে হাফিজুর রহমান নামে কোন নাম ছিলো না।

এর অর্থ হলো, ইভেন হাসিনার বানানো করাপ্টেড কোর্টও এই মামলার সাথে তার নূন্যতম সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি।

তাহলে আমার হাফিজুর ভাইকে মরতে হলো কেন? এই প্রশ্নের উত্তর দূরের কথা, এই প্রশ্ন করার স্বাধীনতাও আমরা পাইনি কোনদিন।

৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর অনেকেরই অনেকের কথাই মনে পড়েছে। আমার মনে পড়েছে হাফিজুর ভাইয়ের কথা ।

কলেজ পালিয়ে যে বই পড়া হচ্ছে, বাসায় জানে?

আমি খুব শক্ত ছেলে। অথচ যতবার এই কথাটা মনে পড়ে, আমি আর চোখ খোলা রাখতে পারি না।

হাফিজুর ভাই হিরো নন। ছিলেন না কোনদিন। তিনি অনিমেষ ছিলেন না, ক্ষুদিরাম ছিলেন না, ছিলেন একজন ক্যান্সারের রোগী। সাধারণ রাজনীতি করা পাবলিক ইউনিভার্সিটির একজন সাধারণ ছাত্র।

সেই মানুষটাকেও শেখ হাসিনা খুন করিয়েছিলেন। তাকে ওষুধ তো দূরের কথা, পানিও খাইতে দেওয়া হয়নি।

আজকাল বিকেলে বৃষ্টি হলেই হাফিজুর ভাই এর কথা মনে পড়ে খুব। মনে পড়ে, ক্যান্সার আক্রান্ত একটা হাসিখুশি মানুষ নিজের অসুস্থতা ভুলে একটা রুম নিয়েছিলো কোচিং সেন্টার চালাবে বলে।

কিন্তু সেই কোচিংটা তিনি আর কখনও খুলতে পারেননি।

ভয়ঙ্কর খুনি ড্রাকুলা হাসিনার কাছে থেকে রক্তশূন্য একজন লিউকোমিয়ার রোগীও ছাড়া পায়নি।

© সাদিকুর রহমান খান

*****
এভাবে হাসি★না অসংখ্য জ্ঞানীগুণী নিরিহ শিবিরের ছেলেকে হ/ত্যা করেছে। কাউকে আবার শিবির বানিয়ে হঅত্যা করেছ্বে।
হাসি★না সহ যারা এসব কাজে জড়িত ছিলো, এদের সর্বোচ্চ শাস্তি যেনো আল্লাহ দুনিয়াতেই দেন, এটাই চাওয়া।

07/08/2024

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান শহীদ আবু সাঈদের পরিবারকে নগদ ছয় লক্ষ টাকা প্রদান করেন এবং নতুন আধুনিক মডেলের বাড়ি তৈরি করে দিবেন যার কাজ আজকে থেকে শুরু করে দিয়েছে। শহীদ আবু সাঈদের পরিবারকে সারাজীবন এর জন্য দায়িত্ব পালন করবেন বলে কথা দিয়েছেন।

“প্রতিশোধ নেয়ার মাঝে কোন কল্যান নেই,ক্ষমা করার মাঝেই কল্যাণ রয়েছে”“সংখ্যালঘু বলতে বাংলাদেশে কোন কথা নেই,বাংলাদেশে যে-ই জ...
06/08/2024

“প্রতিশোধ নেয়ার মাঝে কোন কল্যান নেই,
ক্ষমা করার মাঝেই কল্যাণ রয়েছে”

“সংখ্যালঘু বলতে বাংলাদেশে কোন কথা নেই,
বাংলাদেশে যে-ই জন্মগ্রহন করেছে সে-ই বাংলাদেশের নাগরিক”

🎤 মুহতারাম আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান

ইন্টারিম গর্ভমেন্টের তালিকা প্রকাশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান: ড. মোহাম্মদ ইউনুসবাকি সদস্যরা হলেন-১. ড. সলিমুল্লাহ খান২...
06/08/2024

ইন্টারিম গর্ভমেন্টের তালিকা প্রকাশ
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান: ড. মোহাম্মদ ইউনুস

বাকি সদস্যরা হলেন-

১. ড. সলিমুল্লাহ খান
২. ড. আসিফ নজরুল
৩. বিচারপতি (অব.) মোঃ আব্দুল ওয়াহাব মিঞা
৪. জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া
৫. মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন
৬. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
৭. মতিউর রহমান চৌধুরী
৮. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
৯. ড. হোসেন জিল্লুর রহমান
১০. বিচারপতি (অব.) এম এ মতিন।
#আশা_করি_আপনারা_দেশ_টাকে_সুন্দর_করে_গড়ে_তুলবেন।

#সাধারণ_মানুষদের_ন্যায্য_দাবিগুলো_বিবেচনায়_দেশটাকে_সুন্দর_করে_সুসজ্জিত_করবেন।

05/08/2024

৩০ 'র' এর এজেন্ট কে গ্রেফতার করেছে সেনাবাহিনী
এরা স্নাইপার দিয়ে নিরীহ মানুষদেরকে মেরেছিলো
Declared by BD Army

বিদায় স্বৈরাচার 05/08/2024
05/08/2024

বিদায় স্বৈরাচার
05/08/2024

05/08/2024

আসুন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করি। দেশ ও দেশের মানুষ ও দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার

05/08/2024

আলহামদুলিল্লাহ।
শহীদের রক্ত বৃথা যায় না। বিজয় নিশ্চিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

04/08/2024

‘আর অত্যাচারীরা অচিরেই জানতে পারবে, তাদের গন্তব্যস্থল কোথায়?’
(সুরা আশ-শুআরা : আয়াত ২২৭)

03/08/2024

লাশের ভিতর জীবন দে,
নইলে গদি ছেড়ে দে!!

03/08/2024

উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই!
নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই!

03/08/2024

অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনা:

১। কেউ কোন ধরণের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না।

২। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোন ধরণের বিল পরিশোধ করবেন না।

৩। সকল ধরণের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন।

৪। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে।

৫। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোন ধরণের রেমিটেন্স দেশে পাঠাবেন না।

৬। সকল ধরণের সরকারি সভা, সেমিনার, আয়োজন বর্জন করবেন।

৭। বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না! কোন ধরণের পণ্য খালাস করবেন না।

৮। দেশের কোন কলকারখানা চলবেনা, গার্মেন্টসকর্মী ভাই বোনেরা কাজে যাবেন না!

৯। গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না।

১০। জরুরি ব্যাক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে।

১১। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যাতিত কোন ধরণের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু মাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে।

১২। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রান্জেকশন বন্ধ থাকবে।

১৩। বিজিবি ও নৌবাহিনী ব্যাতিত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে।

১৪। আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না।

১৫। বিলাস দ্রব্যের দোকান, শো রুম, বিপনী-বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে।

★হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন-ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণ, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহণ, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী পরিবহণ সেবা চালু থাকবে।

★নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১-১টা পর্যন্ত খোলা থাকবে!

আসিফ মাহমুদ
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

03/08/2024
02/08/2024

বিশেষ বার্তা!

ইন্ডিয়া এবং সরকার তাদের বি-টিম মাঠে এক্টিভ করা শুরু করেছে।
যদি শেখ হাসিনা সরকারকে তারা রক্ষা করতে ব্যার্থ হয় সেক্ষেত্রে মাঠে নামাবে তাদের বি-টিম।
এর প্রমান হিসাবে আমরা দেখেছি সাবেক সেনা প্রধান ইকবালুর করিম ভুইয়া সহ কিছু সুশীল এক্টিভ হয়েছে ইতিমধ্যে।

জনগনের দাবীতে যদি শেখ হাসিনা ক্ষমতা ছাড়ে তবুও মাঠ ছাড়া যাবে না যতক্ষন পর্যন্ত না গণহত্যার দায়ে খুনীদের গ্রেফতার না করা হয়।
ডিবি,পুলিশ, বিজিবি,আর্মী, ডিজিএফআই এর যারা খুনের সাথে জড়িত ছিলো তাদের গ্রেফতার করতে হবে।
জেলায় জেলায় নিয়োজিত খুনি ডিসি,এসপিদের গ্রেফতার করতে হবে।
দেশের পাচার করা টাকা ফেরত আনার জন্য সকল লুটেরাকে দ্রুত গ্রেফতার করতে হবে,তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করে ফেলতে হবে।
সকল অবৈধ এমপি-মন্ত্রীকে জিম্মি করতে হবে।

এমন কিছু দাবী আদায় না হওয়া পর্যন্ত কোন ভাবে মাঠ ছেড়ে আসা যাবে না।
collected.

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লামা সাঈদি কুরআনের পাখি আর নেই, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম...
14/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লামা সাঈদি
কুরআনের পাখি আর নেই, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন।🤲
😭😭😭😭😭

24/07/2023

পিকাডিলি সার্কাস লন্ডনের একটি বিখ্যাত জায়গা দেখা যাক এখানে কি হয় প্রতিদিন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন।
Khayrul Alam Mumin












































23/07/2023

লন্ডনের বিখ্যাত চায়না মার্কেট। চায়নিজ আভিজাত খাবারের সমারোহ!!


Khayrul Alam Mumin










































22/07/2023

লন্ডনের মত জায়গায় লোকটি মুখ দিয়ে কি করছে দেখুন!!

Khayrul Alam Mumin





























19/07/2023

লন্ডনের ট্রাফালগার স্কোয়ার খুব সুন্দর জায়গা



Khayrul Alam Mumin










































Congratulations 🎉 ❤️🥰Well done team Bangladesh ❤️❤️❤️
16/07/2023

Congratulations 🎉 ❤️🥰
Well done team Bangladesh ❤️❤️❤️

16/07/2023

চলুন স্কটল্যান্ডের ইনভারনেস দেখতে যাই খুব সুন্দর জায়গা

































15/07/2023

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Khayrul Alam Mumin

Address


Alerts

Be the first to know and let us send you an email when K. A. Mumin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K. A. Mumin:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share