Corruption in Bangladesh

Corruption in Bangladesh বাংলাদেশের দুর্নীতি নিয়ে কাজ করে এই ও?

02/12/2022

এস আলম গ্রুপ কৃর্তক লুটপাট-১
হঠাৎ করেই এসআলম গ্রুপের নজিরবিহীন ঋণ কেলেংকারির খবর ফাঁস হচ্ছে । ইসলামি ব্যাংক সহ এস আলম গ্রুপের মালিকানাধীন ৭ টি ব্যাংক থেকে লোপাট এবং বিদেশে পাঁচার করা হয়েছে কয়েক লাখ কোটি টাকা। বছরে পর বছর ধরে চলে আসা এই লুটপাট হঠাৎ কেনো সামনে আনা হলো। সরকার দলের অন্যতম ডোনার এস আলম গ্রুপের ঋণ জালিয়াতির সামনে আনার পিছনে কি দরবেশের হাত আছে? সরকার কি আগে থেকে জানতো না,এস আলমের এই দুর্নীতির খবর… এসব প্রশ্নের উত্তর প্রতিবেদনে।

সম্প্রতি নিজের সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে আরিফুল হক সোহানের স্ত্রী তাহমিনা খান তিথির একাধিক ফেসবুক পোস্ট অনেকের ...
20/09/2022

সম্প্রতি নিজের সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে আরিফুল হক সোহানের স্ত্রী তাহমিনা খান তিথির একাধিক ফেসবুক পোস্ট অনেকের দৃষ্টি কাড়ে। ইংরেজিতে লেখা স্ট্যাটাসটির স্ক্রিনশট আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। দীর্ঘ পোস্টে তিথি তুলে ধরেছেন তার স্বামী সোহানের ইসলামিক লেবাসের অন্তরালে ভয়াবহ লাম্পট্যপানার নানা দিক। ঘনিষ্ঠ মহিলাবন্ধুদের সঙ্গে অবৈধ সম্পর্ক ও তিথির পড়ালেখার সূত্র ধরে মতের অমিল শুরু হয়। সোহানের কাছ থেকে ও তার পরিবারের কাছ থেকে নিপিড়ীত তিথি শেষ পর্যন্ত উচ্চ শিক্ষা অর্জনে যুক্তরাজ্য পাড়ি জামান।

এখন তিনি সেখানে পিএচডি করছেন। ২০২২ এর এপ্রিল থেকে বাচ্চাদের খরচ পাঠানো বন্ধ করে দেয়। জুলাইয়ের শেষ দিকে সোহান যুক্তরাজ্যে গিয়ে তিথিকে ভুলিয়ে ভালিয়ে ফেরত পাঠানোর শর্তে সন্তানদেও নিয়ে আসেন। কিন্তু এখন আর সন্তানদের ফেরত দিচ্ছেন না। উল্টো ডিভোর্সেও হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, সোহানকে একজন নারী নির্যাতনকারী উল্লের করে তার প্রতিষ্ঠা করা স্কুল ও ইউনিভার্সিটে কাউকে ভর্তি না করানোর আকুতি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় কিনে জামাতের আখড়া তৈরির চেষ্টা সুহানের! রিভেরি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ভাইস চেয়ারম্য...
10/09/2022

বিশ্ববিদ্যালয় কিনে জামাতের আখড়া তৈরির চেষ্টা সুহানের!

রিভেরি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফুল হক সোহানের বিরুদ্ধে পারিবারিক প্রতারণা, ব্যবসায়িক অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে এক সোহানের হাতেই জিম্মি হয়ে আছে গোটা বিদ্যুৎ সেক্টর। বাংলাদেশে বিদ্যুতের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো যেমন- ডেসকো, ডিপিডিসি, নেসকো, পিডিবি, পল্লী বিদ্যুৎ, পিজিসিবি, ওজোপাডিকোসহ প্রায় সকল প্রতিষ্ঠানের বিভিন্ন সাপ্লাই ও ঠিকাদারী ক্ষেত্রে একচ্ছত্র নিয়ন্ত্রণের নীলনকশা বাস্তবায়ন করছে সোহানের মালিকানাধীন রিভেরী পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

একশ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজেশে নিম্নমানের সামগ্রী দ্বিগুণ-তিন গুণ দামে সরবরাহ করে এরই মধ্যে এ সেক্টরের বারোটা বাজিয়েছে রিভেরী পাওয়ার। তাদের সরবরাহকৃত সাবস্টেশন, ট্রান্সফরমারসহ নানা বৈদ্যুতিক যন্ত্রাদি নির্ধারিত সময়ের আগেই বিকল হয়ে পড়ছে।

যার প্রভাব পড়ছে দেশের বিদ্যুৎ সেক্টরে। মূলত এ ধরনের প্রতিষ্ঠানের লাগামহীন দুর্নীতির কারনেই প্রধানমন্ত্রীর শতভাগ বিদ্যুতায়নের উদ্যোগ বাধাগ্রস্থ হচ্ছে।

বৈদ্যুতিক সেবা সংক্রান্ত প্রতিষ্ঠানে কর্মরত একাধিক প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে রিভেরি পাওয়ারের দুর্নীতির নানা তথ্য। মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তাদের উচ্চবেতনে নিয়োগ নিয়ে তাদেরকে ব্যবহার করে বিভিন্ন ইঞ্জিনিয়ার ও পিডিদের নিয়ন্ত্রণে আনা হয়। এক্ষেত্রে কমিশন বাণিজ্য থেকে শুরু করে ব্ল্যাকমেইলিং পর্যন্ত করা হয়। অনেক ক্ষেত্রে কাউকে কাউকে সুন্দরী মেয়ের ফাঁদে ফেলেও কাজ হাতিয়ে নিচ্ছেন। এসব কারনে দুর্বল কোম্পানি ও মানহীন পণ্য ও ওভারপ্রাইসড হওয়া স্বত্বেও বারবার কাজ পাচ্ছে রিভেরী।

ফলে একদিকে আরিফুল হক সোহান যেমন হয়ে ওঠছেন অপ্রতিরোধ্য, তেমনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে রাষ্ট্র।সম্প্রতি ডিপিডিসি ও পিজিসিবির দুই অসাধু কমকর্তাদের হাতে নিয়ে রাসটের প্রায় দেড় হাজার কোটি টাকা আত্মসাতের একটি নিল নকশা একেছেন সোহান। একে একে আমরা সোহানের সাথে জড়িত অসাধু বিদ্যুৎ খাতের সিন্ডিকেটের নাম প্রকাশ করবো। সোহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি জামাতের অর্থায়নে নিয়মবহির্ভুতভাবে স্কলারস ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় কিনে নিয়েছেন।

সাড়ে আট একর জমিসহ কিনে নেয়া দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স এর ভাইস চেয়ারম্যান সোহান। অভিযোগ রয়েছে ইসলামী শিক্ষার নামে বিশ্ববিদ্যালয়টি জঙ্গি তৈরির কারখানা হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। আধুনিকতার লেবাসে মূলত জামায়াতী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সোহান। শুধু তাই নয়, রিভেরি পাওয়ারের ব্যবসার আড়ালে মূলত জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের বিদ্যুৎ খাতকে ধ্বংস করার পায়তারা চালিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় ছাড়াও রিভেরী স্কুল নামে আরো একটি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন সুহান। এই রিভেরী স্কুলের মালিকানায় সুহান থাকলেও এর অর্থায়ন জামাতের মাধ্যমে হয়েছে। এব্যাপারে প্রশ্ন করা হলে সুহান স্বীকার না করলেও রিভেরী স্কুলের স্টুডেন্টের প্যারেন্টসরা জানিয়েছেন,কঠোর ধর্মীয় অনুশাসনের আড়ালে উগ্র ইসলামী শিক্ষা দেয়া হচ্ছে। সুহান পারিবারিকভাবে জামায়াতপন্থী পরিবারের সদস্য। সুহানের বাবা এমদাদুল হক গোলাম আজমের ঘনিষ্ট বন্ধু। এমনকি মগবাজার কাজী অফিস লেনে গোলাম আজমের প্রতিষ্ঠিত মসজিদের মসজিদ কমিটি নিয়ন্ত্রণ করেন সুহানের বাবা এবং সুহান। অথচ গত ১০ বছরে আওয়ামী লীগের মাথায় কাঠাল ভেঙ্গে শুধুমাত্র বিদ্যৎ খাত থেকে লোপাট করেছে কয়েকশো কোটি টাকা।....চলবে...

03/09/2022

একটি ফ্রী ল্যান্সিং প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে তাদের বিরুদ্ধেই হত্যা চেষ্টা মামলা দিয়েছে একাত্তর টিভি...

সরকারের বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট এবং বিদ্যুৎ সেক্টরে নিম্নমানের যন্ত্রপাতি এবং কাঁচামাল সাপ্লাই দিয়ে দুর্নীতির মাধ্যমে প...
01/09/2022

সরকারের বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট এবং বিদ্যুৎ সেক্টরে নিম্নমানের যন্ত্রপাতি এবং কাঁচামাল সাপ্লাই দিয়ে দুর্নীতির মাধ্যমে প্রায় ৭০০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক আরিফুল হক সুহান।

অবৈধ টাকায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার নামে একটি বিশ্ববিদ্যালয়ের মালিকানা কিনেছেন,সেখানেও দুর্নীতির আশ্রয় নিয়েছেন।

রিভেরি পাওয়ার এন্ড অটোমেশন নামে প্রতিষ্ঠানের আড়ালে কয়েকশো কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

নারী কেলেংকারি পরকীয়া সহ গুরুতর অভিযোগে অভিযুক্ত সুহানের বিরুদ্ধে নারী নির্যাতনে অভিযোগ আছে। জামাত শিবিরের রাজনীতিতে জড়িত সুহানের হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া সুহানের অপকর্মের বিস্তারিত আসিতেছে....

22/08/2022

Demanding a pay hike, tea plantation workers in Sylhet, Habiganj and Moulvibazar blocked the Dhaka-Sylhet highway at least for two hours yesterday.

22/08/2022

ঢাকা মহানগর পুলিশের রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের বিপুল সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্ন....

Address

Stratford
Stratford
E201EJ

Website

Alerts

Be the first to know and let us send you an email when Corruption in Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Stratford

Show All