Shaker Uzzaman

Shaker Uzzaman Around the work.

16/04/2024
*হাইকোর্টে একটি মামলায় সাক্ষী হিসাবে কাজের মাসি শিলার ডাক পড়েছে....বাদীপক্ষের দুঁদে উকিল 'প্রমথ বিশ্বাস' শিলা মাসি কে ঘা...
10/01/2024

*হাইকোর্টে একটি মামলায় সাক্ষী হিসাবে কাজের মাসি শিলার ডাক পড়েছে....
বাদীপক্ষের দুঁদে উকিল 'প্রমথ বিশ্বাস' শিলা মাসি কে ঘাবড়ে দেবার জন্য প্রথমেই জিজ্ঞাসা করলেন: *"আপনি আমায় চেনেন ??
শিলা মাসির উত্তর: *“ওমা চিনব না কেন ?? তুমি প্রমথ তো !! তোমায় ন্যাংটা বয়স থেকেই চিনি। পুরো বখে যাওয়া ছেলে ছিলে। মিথ্যা কথা বলতে। লোক ঠকানোয় ওস্তাদ ছিলে। লাগানি ভাঙানি ভালোই করতে। আরো অনেক গুন তোমার ছিল সে সব আর বলছি না। নিজেকে মস্ত কেউকেটা ভাবতে যদিও কানাকড়ির মুরোদ ছিল না। তোমাকে আমি ভালই চিনি।"*
প্রমথ বাবু স্তম্ভিত হয়ে গেলেন। ভেবে পাচ্ছিলেন না কি করবেন। কোর্ট ঘরের অপর প্রান্তে বিবাদী পক্ষের উকিল "অসিত ধরে"র দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন: *“ওনাকে চেনেন ??"*
শিলা মাসির উত্তর: *“ওমা চিনব না কেন ?? ওতো অসিত। খুব ভাল করেই চিনি। অলস অকর্মণ্য। কারো সাথে সদ্ভাব ছিল না। পাঁড় মাতাল। শহরের সবচেয়ে পিশাচ উকিল। বৌয়ের চোখে ধুলো দিয়ে তিনটে ছুঁড়ির সাথে ফষ্টিনষ্টি করে। তার মধ্যে একজন তোমার বৌ। ওকেও ছোট থেকেই চিনি।”*
*বিবাদী পক্ষের উকিল অসুস্থ বোধ করতে লাগলেন।*
এমন সময় জজ সাহেব দুই উকিলকে কাছে ডাকলেন। উকিলদ্বয় কাছে যাবার পর নিচু গলায় শান্তস্বরে জজ সাহেব বললেন:
*“দুই গর্দভের একজনও যদি ওই মহিলাকে প্রশ্ন করো যে আমায় চেনে কিনা তাহলে তোমাদের আমি ফাঁসি কাঠে চড়াব।

Harsh Truth 😵😣
15/10/2023

Harsh Truth 😵😣

Organogram: which one are you?
14/04/2023

Organogram: which one are you?

03/11/2022

How to deal with scam call...😂😂🤣🤣

খাবার দাবার...সাবধান!!!গিয়েছিলাম সেদিন এক পুষ্টিবিদের কাছে.. মনে হচ্ছিল, আমি যেন আসামী। সামনে জাঁদরেল পুষ্টিবিদ। - সকালে...
06/05/2022

খাবার দাবার...
সাবধান!!!
গিয়েছিলাম সেদিন এক পুষ্টিবিদের কাছে..
মনে হচ্ছিল, আমি যেন আসামী। সামনে জাঁদরেল পুষ্টিবিদ।
- সকালে কি খান?
- দুধ-চিনি দিয়ে চা আর বিস্কুট।
- দুধে "মিল্কোজ", চিনিতে সুক্রোজ, বিস্কুটে গ্লুকোজ। এসব দিয়ে চা 'হররোজ'? এগুলো বাদ দিন।
- চা - বিস্কুট বাদ?
- না না । সব বাদ দেবেন কেন? দুধ, চিনি, চা আর বিস্কুট বাদ দিন।
- তাহলে বাকী কি র‌ইল? 🤨
- কেন ? গরম জল বারন করেছি? ওটা খান।
- ঠিক আছে, যা বলবেন।
- ব্রেকফাস্ট করেন? ওটা কিন্তু অবশ্য‌ই করবেন ।
- ব্রেডটোস্ট খাবো?
- পাগল! ব্রেডে সোডিয়াম, মাখনে স‍‍্যাচুরেটেড ফ‍‍্যাট।
- ম্যাগি??
- হবে না।
- লুচি - বেগুনভাজা?
- রক্তে কোলেস্টেরল কোলাহল করবে।
- রুটি - আলুর চচ্চরি?
- সে তো 'কার্বো' কারখানা।
- তাহলে উপায়?
- 'ভুট্টার ছিবড়ে' চিবোতে পারেন। তবে দুধ খাবেন না - ডিটারজেন্ট থাকে। আপনার লিভার কেচে দেবে। ফল খাবেন - তাই বা বলি কি করে? কার্বাইড দেয়।
- এবার লাঞ্চে আসি।
- লাঞ্চ খুব ঘোরালো ব্যাপার। ওটা নিয়ে খুব সমস‍‍্যা।
- কেন?
- দেখুন, ভাত খাওয়া যাবে না - হাই ক‍‍্যালোরি। ডাল বেশী খেলে ইউরিক অ্যাসিড। সবজিতে বিষাক্ত পেস্টিসাইড আর রঙ। মাছে ফর্মালিন দেয়। ডিমে - মাটনে কোলেস্টেরল। চিকেনে ইনজেকশন। মশলায় রঙ। প্রসেসড খাবারে সোডিয়াম। তাই ভাবছি কি খেতে বলবো।
- যাব্বাবাঃ !! সব‌ই তো বাদ পরে গেল । তাহলে কি হাওয়া খেয়ে থাকবো? 🤔
- খবরদার না। হাওয়ার পলিউশন সম্বন্ধে কোন‌ও ধারনা আছে আপনার?
- ধুত্তোর! বেরিয়ে পড়লাম। 'পুষ্টি'র পাশেই 'অপুষ্টির পীঠস্থান' বিরিয়ানির দোকান। পেট খিদেয় কাতর, এদিকে মন শোকে পাথর। শরীর খারাপ লাগছে। শেষে "যা হবে হোক" বলে ঢুকে পড়লাম। পেট পুরে একপ্লেট স্পেশাল মাটন বিরিয়ানি খেয়ে পেটের জ্বালা জুড়োল, মনের‌ও। অনেকটা সুস্থ লাগছে।"
বিলটা পেমেন্ট করতে যাবো, উল্টোদিকের টেবিলে দেখি বসে বসে হাড় চিবোতে ব্যস্ত সেই পুষ্টিবিদ 🙄🙄
-সংগৃহিত

02/05/2022

A Heart Touching Short Film

01/05/2022

তেলবাজদের তেল কয় ??

🛢️🛢️🛢️🛢️🛢️

কাক হচ্ছে একমাত্র সেই পাখি যে ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে।এত সাহস অন্য কোনো পাখির নেই। মজার ব্যা...
17/04/2022

কাক হচ্ছে একমাত্র সেই পাখি যে ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে।এত সাহস অন্য কোনো পাখির নেই।
মজার ব্যাপার হচ্ছে,ঈগল কিন্তু কাকের সাথে লড়াই করে বা তাকে মেরে ফেলতে যেয়ে নিজের সময় ও শক্তির অপচয় করে না।
ঈগল যেটা করে সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে।
অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারণে এবং ঈগলের প্রচণ্ড গতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে ঈগলের ঘাড় হতে দ্রুত খসে পড়ে যায়।
ঠিক তেমনিভাবে আপনার জীবন চলার পথে কাছের মানুষ,আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব রূপী অনেক কাক আপনার পিছনে ঠোকর মেরে আপনাকে বিরক্ত করবে।
এদের সাথে লড়তে যেয়ে সময় এবং শ্রম অপচয় করার কোন দরকার নেই। আপনার চুড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন।
দেখবেন,আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে এইসব কাকেরা দুর্বল হয়ে এমনিতেই ঝরে পড়ে যাবে।

আমেরিকায় পনেরো বছরের একটি বালক দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়লো। বিচারক অপরাধের কাহিনী শুনে বালকটিকে জিজ্ঞাসা করলেন...
21/03/2022

আমেরিকায় পনেরো বছরের একটি বালক দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়লো। বিচারক অপরাধের কাহিনী শুনে বালকটিকে জিজ্ঞাসা করলেন - " তুমি কি সত‍্যিই কিছু চুরি করেছিলে ? রুটি- চিজের কোনো প‍্যাকেট ? "
মাথা নিচু করে ছেলেটি উত্তর দিলো - " হ‍্যাঁ "।
বিচারক - কেনো চুরি করলে ?
বালক - আমার প্রয়োজন ছিলো।
বিচারক - কিনে নিতে পারতে।
বালক - টাকা ছিলো না।
বিচারক - পরিবার থেকে নিলেই হতো।
বালক - আমার বাড়িতে শুধু মা আছেন। মা অসুস্থ, কর্মহীন। মায়ের জন‍্যই রুটি চিজ চুরি করেছিলাম।
বিচারক - তুমি কোনো কাজ করো না ?
বালক - গাড়ি ধোওয়ার কাজ করতাম। মাকে সেবা করার জন‍্য একদিন ছুটি নিয়েছিলাম। তাই আমার কাজ চলে গেলো।
বিচারক - কারও কাছে সাহায্য চাওনি ?
বালক - সকালে বাড়ি থেকে বেরিয়েছি। একটা কাজের জন‍্য প্রায় পঞ্চাশ জনের কাছে গিয়েছি। সবশেষে এই চূড়ান্ত পথটাই নিতে হলো।
ছেলেটির সাথে কথাবার্তার শেষে বিচারক রায় ঘোষণা করতে গিয়ে বললেন - "চুরি, বিশেষ করে রুটি চুরি একটি অত‍্যন্ত লজ্জাজনক অপরাধ। আর এই অপরাধের জন‍্য আমরা সবাই দায়ী। এই আদালতে উপস্থিত প্রত‍্যেকে, আপনাদের মধ‍্যে আমিও আছি, এই অপরাধের সাথে যুক্ত। তাই এখানে উপস্থিত প্রত‍্যেক ব‍্যক্তিকে দশ ডলার করে জরিমানা করা হলো। দশ ডলার এখানে জমা না দিয়ে কেউ এখান থেকে যেতে পারবে না।"
এই বলে বিচারক তার পকেট থেকে দশ ডলার বের করলেন এবং কলম তুলে নিয়ে লিখতে শুরু করলেন - এ ছাড়াও যে দোকান ক্ষুধার্ত ছেলেটিকে পুলিশের হাতে তুলে দিয়েছে সেই দোকানকেও আমি এক হাজার ডলার জরিমানা দিতে আদেশ করছি। জরিমানার টাকা যদি চব্বিশ ঘণ্টার মধ‍্যে জমা দেওয়া না হয়, আদালত দোকানটিকে সিল করে দিতে নির্দেশ দেবে। জরিমানার সমস্ত টাকা এই ছেলেটির হাতে তুলে দিয়ে আদালত তার কাছে ক্ষমা প্রার্থনা করবে।
বিচারকের রায় শোনার পর আদালতে উপস্থিত সকলের চোখে পানি। ছেলেটিও একেবারে বাকরুদ্ধ। বিচারককে সে বারবার দেখছিলো। চোখের পানি লুকিয়ে বিচারক আদালত ত‍্যাগ করলেন।
আমাদের সমাজ, প্রশাসনিক ব‍্যবস্থা, আদালত এমন সিদ্ধান্ত নিতে কি প্রস্তুত ? রুটি চুরি করতে গিয়ে যদি কোনো ব‍্যক্তি ধরা পড়ে, সেই দেশের জনগণের লজ্জিত হওয়া উচিত।

ইন্টারনেট থেকে সংগৃহীত

বডিগার্ড আন্ডারওয়্যার এর বিজ্ঞাপন। আপনার বিচিকে সংরক্ষিত করে রাখার জন্যই যার জন্ম! ব্র্যান্ডের নামও যেমন বডিগার্ড আবার ব...
18/03/2022

বডিগার্ড আন্ডারওয়্যার এর বিজ্ঞাপন। আপনার বিচিকে সংরক্ষিত করে রাখার জন্যই যার জন্ম!
ব্র্যান্ডের নামও যেমন বডিগার্ড আবার বিজ্ঞাপনও ব্র্যান্ড নেম অনুযায়ী বানিয়েছে। আপনার বিচিকে প্রটেক্ট করে রাখে।
যাই হোক, এবার আন্ডারওয়্যার নিয়ে কিছু মজার জ্ঞানের কথা বলি।
একটা সুচক আছে যার নাম পুরুষ জাঙ্গিয়া সুচক বা মেনস আন্ডারওয়্যার ইনডেক্স। অর্থনীতির সুচক।
আমরা এখন বেশ ঝগড়া করছি, দেশের অবস্থা ভাল না, সবাই অভাবে আছে, কেউ কেউ আবার বলছে, না দেশ ভাল আছে। ভাল না খারাপ আছে, এটা আপনি আপনার আন্ডারওয়্যার দেখেই বুঝতে পারবেন।
একটা দেশের অর্থনীতিকে কখন ভাল বলি? যখন দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। কিভাবে বুঝি যে ক্রয় ক্ষমতা বেড়েছে? মানুষ জনকে জিনিসপত্র কিনতে টিনতে দেখি।
মানুষ যখন তেমন জিনিসপত্র কিনে টিনে না তখন আমরা বুঝি, দেশের মানুষ ভাল নেই।
এই জিনিসটা বোঝা যায়, আন্ডারওয়্যার দেখে। আন্ডারওয়্যার খুবই প্রয়োজনীয় উপাদান। আবার এটি এমন এক উপাদান, যা দু দিন পরে কিনলেও আমার চলবে। মানুষ যখন আন্ডারওয়্যার কিনে বা আন্ডারওয়্যার বিক্রির পরিমাণ বেড়ে যায় তখন বোঝা যায়, দেশের মানুষ ভাল আছে। আর যদি দেখা যায় মানুষ আন্ডারওয়্যার কিনছে না, আন্ডারওয়্যার বিক্রির পরিমাণ কমে গেছে, বা মানুষ ভাবছে, একটু ছিদ্র হয়ে গেছে তাতে কি? আরও কিছুদিন চলবে, পরের মাসে কিনবোনে, তখন বুঝবেন দেশের অবস্থা ভালনা।
আপনাদের আন্ডারওয়্যার এর কি অবস্থা? সব কি ভাল অবস্থায় আছে? নাকি ছেড়া-ফাটা পরছেন? ১-২ মাস পরে কেনার চিন্তা করছেন?
যাই হোক অর্থনীতি বাদ দিয়ে এবার বাস্তব কথায় আসি। ছেড়া আন্ডারওয়্যার পরা ঠিক না। যদিও দেশের আন্ডারওয়্যারগুলোর কি যেন আছে, ১-২ মাস পরেই ছিদ্র হয়ে যায়। ভাবতে পারেন, ছেড়া হলো তো কি হলো, ভিতরেই থাকছে। তা ঠিক ভিতরে থাকছে, তবে যারা ডেটিং করেন, তারা ছিদ্রওয়ালা পরবেন না। আমি একটি সত্যি কাহিনী শুনেছি, এক মেয়ে নাকি ডেটিং-এ গিয়ে বয়ফ্রেন্ড এর ছেড়া আন্ডু দেখে প্রেমই ভেঙে দিয়েছে।
যাই হোক, এটা কিন্তু মেনস আন্ডারওয়্যার ইনডেক্স। আবার নারী আন্ডারওয়্যারের সাথে তুলনা কইরেন না। ছেলেদের মত ওটা অত প্রয়োজনীয় না।

02/02/2022

ভ্যাট দিতে হবে নিজের স্বার্থে, ভ্যাট ফাঁকি মানে নিজেকে ঠকানো।

Address

St Ives

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaker Uzzaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category