Amana Media

Amana Media Amana Media is an online TV, broadcaster live program with Islamic scholars on essential subject. tal

20/03/2025

রিপোর্ট: সুনামগঞ্জ ভূমি অফিসে দুর্নীতি ও প্রশাসনিক স্থবিরতার বিরুদ্ধে অভিযোগ

প্রেরক: সুনামগঞ্জের ভুক্তভোগী সাধারণ জনগণ
প্রাপক: মাননীয় জেলা প্রশাসক, সুনামগঞ্জ ও বাংলাদেশ সরকারের মাননীয় ভুমি উপদেষ্টা।

বিষয়: ভূমি অফিসের দুর্নীতি, প্রশাসনিক স্থবিরতা ও জনদুর্ভোগের দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা

ভূমিকা:
সুনামগঞ্জের ভূমি অফিসে দুর্নীতির কারণে সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। দীর্ঘ আট মাস ধরে নামজারির (মিউটেশন) কার্যক্রম বন্ধ রয়েছে। জনগণ বারবার ভূমি অফিসে গেলেও শুধু আশ্বাসের বাণী শোনানো হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে জনগণের ক্ষোভ আরও বাড়বে এবং প্রশাসনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে।

দুর্নীতির প্রকৃতি ও প্রভাব:
১. দাফতরিক জটিলতা সৃষ্টি: দীর্ঘদিন ধরে ভূমি নামজারির কার্যক্রম বন্ধ থাকায় জনগণ চরম বিপাকে পড়েছে। সাধারণ মানুষ ও প্রবাসীরা দিনের পর দিন অফিসে ধরনা দিচ্ছেন, কিন্তু কর্মকর্তাদের অবহেলার কারণে কোনো অগ্রগতি হচ্ছে না।
2. জনগণকে মিথ্যা আশ্বাস: শুনানির জন্য আবেদনকারীদের ডেকে এনে দিনের পর দিন বসিয়ে রাখা হচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে শুনানি বাতিল করা হচ্ছে। সর্বশেষ ১২ তারিখে ডাকা হলেও দিনের শেষে জানানো হয়, শুনানি হবে না। এরপর থেকে আর কোনো নতুন তারিখও দেওয়া হয়নি।
3. ঘুষ ও অনৈতিক লেনদেনের সন্দেহ: অফিসের এই অদক্ষতা এবং উদ্দেশ্যপ্রণোদিত বিলম্বের পেছনে কি কোনো সিন্ডিকেট কাজ করছে? কর্মকর্তারা কি ঘুষের বিনিময়ে কাজ করছেন, নাকি সরকারের কার্যক্রম ব্যাহত করতে ইচ্ছাকৃতভাবে এই সমস্যা সৃষ্টি করছেন?
4. সরকারি রাজস্বের ক্ষতি: নামজারির কার্যক্রম বন্ধ থাকায় জমি রেজিস্ট্রেশন সম্ভব হচ্ছে না, ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। জনগণও তাদের জরুরি প্রয়োজনে জমি বিক্রি করতে পারছে না, যা অর্থনৈতিক সংকট তৈরি করছে।

প্রশাসনের প্রতি দাবি ও সুপারিশ:
১. ভূমি অফিসের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করা: আটকে থাকা নামজারি কার্যক্রম পুনরায় চালু করে জমির আইনি কার্যক্রম সহজতর করা হোক।
2. দুর্নীতির তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা: ভূমি অফিসের কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।
3. ঘুষমুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা: ভূমি সংক্রান্ত যেকোনো কাজে ঘুষ গ্রহণের প্রবণতা বন্ধে নজরদারি বৃদ্ধি করা হোক।
4. ভুক্তভোগীদের জন্য হেল্পলাইন চালু করা: নামজারির দীর্ঘসূত্রিতা বা দুর্নীতির শিকার হলে সাধারণ জনগণ যেন সরাসরি অভিযোগ জানাতে পারে, সে জন্য একটি হেল্পলাইন চালু করার দাবি জানাচ্ছি।

পরিশেষে, সুনামগঞ্জের জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট জোর দাবি জানাচ্ছি, ভূমি অফিসের এই দুর্নীতি ও প্রশাসনিক স্থবিরতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। যাতে জনগণ হয়রানি ছাড়া তাদের আইনগত অধিকার ফিরে পায় এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত না হয়।

সুনামগঞ্জের ভুক্তভোগী জনগণ

06/01/2025

দারুল হিকমাহ আল-ইসলামিয়া সুনামগঞ্জ এর বার্ষিক ওয়াজ মাহফিলে যোগ দিতে সুদূর ইংল্যান্ড থেকে আগমন করেছেন জনাব মাহতাব মিয়া, এবং সৌদি আরব থেকে শাইখ জুবায়ের আহমেদ সাব

04/01/2025

সুনামগঞ্জ ৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল Mukhlisur Rahman Chowdhuryর দেশে আগমন উপলক্ষে বিশাল শোডাউন।

দারুল হিকমাহ আল ইসলামিয়া সুনামগঞ্জ এর প্রিন্সিপাল জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর প্রচার সম্পাদক , জমিয়তে উলামায়ে ইসলাম বা...
01/01/2025

দারুল হিকমাহ আল ইসলামিয়া সুনামগঞ্জ এর প্রিন্সিপাল জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর প্রচার সম্পাদক , জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী দারুল হিকমাহ আল ইসলামিয়া সুনামগঞ্জ এর আন্তর্জাতিক মহা সম্মেলনে যোগ দিতে মাতৃভূমির পথে আজ নিউক্যাসল এয়ারপোর্ট থেকে এমিরাতের একটি ফ্লাইটে রওয়ানা করে আগামীকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছবেন ইনশাআল্লাহ।

সংক্ষিপ্ত এই সফরে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক বিভিন্ন প্রোগ্রামে অংশ নিবেন। সময় সল্পতায় সবাইকে বলে যেতে না পারায় আন্তরিক দু:খ প্রকাশ করেছেন। সবার কাছে দোওয়া চাচ্ছেন আল্লাহ পাক যেন নিরাপদ সফর করে সহিসালামতে পরিবারের কাছে ফিরত যাবার তাওফিক দান করেন,আমিন।

আগামি ৬জানুয়ারি সোমবার দারুল হিকমাহ আল ইসলামিয়া সুনামগঞ্জ'র ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।এবারের প্রধ...
07/12/2024

আগামি ৬জানুয়ারি সোমবার দারুল হিকমাহ আল ইসলামিয়া সুনামগঞ্জ'র ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এবারের প্রধান আকর্ষণ পবিত্র মসজিদ বায়তুল মুকাদ্দাসের খতিব শায়খ আলী উমর ইয়াকুব আল আব্বাসী ফিলিস্তিন। বিশেষ আকর্ষণ খতিবে বাঙ্গাল মাওলানা জুনাইদ আল হাবিবসহ দেশীয় সকল অতিথিগণ উপস্থিত থাকবেন।
সফলতার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

সারাদেশ থেকে দাওয়াত ও তাবলিগের সাথী, উলামা মাশায়েখ, ছাত্র শিক্ষক ও তৌহিদী জনতার বহর ইতিমধ্যে ঢাকা অভিমুখে রওয়ানা হয়েছেন।...
04/11/2024

সারাদেশ থেকে দাওয়াত ও তাবলিগের সাথী, উলামা মাশায়েখ, ছাত্র শিক্ষক ও তৌহিদী জনতার বহর ইতিমধ্যে ঢাকা অভিমুখে রওয়ানা হয়েছেন।
যেভাবে জনস্রোত রাজধানীতে প্রবেশ করছে তাতে ধারনা করা হচ্ছে মধ্য রাতের মধ্যে সোহরাওয়ার্দী ময়দান পরিপুর্ণ হয়ে যাবে।
ময়দানে প্রবেশ করতে চাইলে ফজরের পুর্বে ঢাকায় প্রবেশ করতে হবে।

ফেনী পৌরসভা জমিয়তের আহবায়ক কমিটি গঠিত।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেনী পৌরসভার কমিটি গঠনের লক্ষে আজ ১৭অক্টোবর বৃহস্পতি...
17/10/2024

ফেনী পৌরসভা জমিয়তের আহবায়ক কমিটি গঠিত।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেনী পৌরসভার কমিটি গঠনের লক্ষে আজ ১৭অক্টোবর বৃহস্পতিবার বাদ এশা শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা ইসলামবাগ মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল কাইয়্যুম সাহেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের সহসভাপতি মুফতি মুজিবুর রহমান কাসেমী ও মাওলানা সৈয়দ আব্দুর রহমান।
সাবেক যুবনেতা মাওলানা রায়হান উদ্দীনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী সড়ক মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আজিজ। বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা বদরুল হুদা, ফেনী জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মঈনুদ্দীন, মাওলানা ইমরান আহমদ, মাওলানা মাহফুজুর রহমান হোজায়ফা প্রমুখ।

মতবিনিময় সভায় ফেনীতে জমিয়তের কাজ নব উদ্দ্যোমে শুরু করার বিষয়ে সবাই উপস্থিত ঐক্যমত পোষন করলে মাওলানা আব্দুল কাইয়্যুমকে আহবায়ক ও মাওলানা আব্দুল আজিজকে সদস্যসচিব করে ৯সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহবায়ক কমিটির মাধ্যমে নতুণ উদ্দ্যোমে জমিয়তের জয়গান পুরো ফেনিতে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।

05/10/2024

জে. ওয়াকার উজ জামান ছিলেন বিধায়ই আমরা সেনাবাহিনীকে দ্রুততম সময়ের মধ্যে ছাত্র জনতার পাশে পেয়েছি। সেনা বাহিনীর হস্তক্ষেপ ছাড়া ৫ আগষ্টের বিজয় সম্ভব ছিলোনা,এটাই বাস্তবতা। আজ সেনাবাহিনী ও জেনারেল ওয়াকার উজ জামান ও ড. মুহাম্মদ ইউনুস সাহেব কে নিয়ে কেউ কেউ অতিরিক্ত বিষদগার করতে ব্যস্ত, যা অত্যন্ত রাজনৈতিক জ্ঞান বহির্ভূত কাজ বলে আমি মনে করি।সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী না থাকলে আজ দেশে গৃহ যুদ্ধ লেগে যেতো। আইনশৃংখলার চরম অবনতি হতো। পুলিশের হাতকে শক্তিশালী করতে সেনাবাহিনীর ভুমিকা অপরিসীম।৫ আগষ্টের পরে সকল থানা প্রায় বন্ধ হয়ে যায়, যা আবার ফিরিয়ে আনতে সাহায্য করেছে সেনাবাহিনী। মেজিষ্ট্রিসি পাওয়ার না থাকায় সঠিক ভাবে আইন প্রয়োগ করা যায়নি কয়েকদিন।পরবর্তিতে মেজিষ্ট্রেসি পাওয়ার পাওয়ায় সব যায়গায় আইনশৃংখলার উন্নতি হচ্ছে।বিমান বাহিনী ও নৌ বাহিনী যৌথ ভাবে সহযোগীতা করে যাচ্ছেন সেনাবাহিনীকে।এই মুহুর্তে দেশ গঠনে তারা ঐক্যবদ্ধ। সেনা বাহিনীকে বিতর্কিত তাঁরাই করবে যারা আওয়ামীলীগের সহযোগীতা করতে বদ্ধপরিকর, কিংবা ভিনদেশি কারো এজেন্ডা নিয়ে কাজ করছে।
আপনি, আমি, আমরা গত ১৬ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে কখনোই সঠিকভাবে দাঁড়াতে পারিনি।কারণ, বিরোধী কাউকেই সরকার দাঁড়াতে দেয়নি। তখন কোন বাহিনীও আমাদেরকে সাহায্য করার উদ্দ্যোগ নেয়নি। এই প্রথম সেনাবাহিনী দেশবাসীর পাশে দাড়িয়ে বিজয় অর্জনে সাহায্য করেছে, যে কারণে জে. ওয়াকার উজ জামান সহ সবাইকে ধন্যবাদ জানানো দরকার। কোন কোন ব্যাক্তি ওয়াকার উজ জামান কে হাসিনার আত্বীয় বলে জুলাই বিপ্লব থেকে দূরে রাখতে চান, অথচ তিনিই আজ আমাদের সকলের কাছে মহানায়ক হওয়ার কথা।কারণ, গত ১৬ বছরে অন্য কোন সেনা প্রধান আমাদেরকে উদ্ধারে এভাবে পাশে দাড়ায়নি।আত্বীয়তা কখনোই সত্যিকারের আদর্শ দাবিয়ে রাখতে পারেনা।এই দেশে বহু রাজনৈতিক নেতার পরিবার অন্য রাজনৈতিক দলের আত্বীয়,তাহলে তারাও কি সবাই বেঈমান হয়ে যাবে?
সেনা প্রধানের আন্তরিকতার জন্যই আয়নাঘরে বন্দী জে. আমান আল আযমী, মীর আরমানকে মুক্ত পেয়েছি। জুলাই বিপ্লবের কারণেই আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত।সকল রাজনৈতিক দলের নেতারা মুক্ত ভাবে রাজনীতি করছে। আবার হাজার হাজার নেতাকর্মী জেল থেকে মুক্তি পাচ্ছে। শেখ হাসিনার আক্রোশে বন্ধ হওয়া জামায়াত শিবিরও রাজনীতি করতে পারছে, আবার সকল আদর্শের রাজনৈতিক দলও নিবন্ধন পাচ্ছে।এগুলো সবই আজ আমাদের আন্দোলন ও জুলাই বিপ্লবের সফলতা হিসেবে মনে করি। সেনা প্রধান কেন ক্ষমতা দেখাচ্ছে বলে কেউ মন্তব্য করছেন! আসলে আপনি জানেন কি যে এই সেনাবাহিনী ছাড়া তত্বাবধায়ক সরকার ১ দিনও টিকতে পারবেনা। এটা কোন নির্বাচিত সরকার নয়, এটা বিপ্লবের মাধ্যমে গঠিত তত্বাবধায়ক সরকার। এই সরকারকে ফাংশনিং করতে হলে যৌথ বাহিনীর সহযোগীতা লাগবেই। বরং আমিতো দেখছি, জেনারেল ওয়াকার উজ জামান চাইলে আরো ক্ষমতা দেখাতে পারতেন, কিন্তু তিনি তা দেখাচ্ছেন না। যখন যেই কাজ প্রয়োজন সেটাই তিনি করে যাচ্ছেন। একজন সৎ সেনা প্রধানের বিরুদ্ধাচারন করে কি করতে চাচ্ছেন? দেশে বিদেশী শক্তি বৃদ্ধি নাকি কারো এজেন্ডা বাস্তবায়ন?
ড. মুহাম্মদ ইউনুস সাহেব আজ তত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ায় আমরা বিশ্বের কাছে সম্মানীত হয়েছি। সবাই আমাদেরকে গ্রহন করে নিচ্ছে। জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস বিশ্বের কাছে পৌছে দিচ্ছেন তিনি। তাকে নিয়েও বিষদগার করা মানে এই সরকারকে অস্বীকার করা। ইউনুস সাহেব না থাকলে আমরা ভাবমূর্তি সংকটে পরে যেতাম।ইউনুস সাহেবের বিকল্প আমাদের কি আছে? ড. ইউনুস সাহেব ছাত্রদের প্রশংসা করছেন বলে আপনার অভিযোগ? তাহলে আবু সাঈদ কি ছাত্র নয়? বিশ্বের কাছে ছাত্রদের প্রশংসা করার মাধ্যমেই জুলাই বিপ্লবের গ্রহনযোগ্যতা তৈরি হচ্ছে। তাতেও দোষের কি দেখলেন? সেনা বাহিনী সরকারকে সাহায্য করছে, তাই তাদের প্রশংসা করছে ড. ইউনুস তাতেও সমস্যা কই পেলেন?
স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন। ৫ই আগষ্টের স্বাধীনতা অর্জনের পরে আমাদেরকে যেখানে ঐক্যবদ্ধ হওয়ার কথা সেখানে ঐক্য না হয়ে বিভাজন তৈরিতে কেউ কেউ কলকাঠি নাড়ছেন! যা মোটেও কাম্য নয়।এই সরকার শক্তিশালী হলেই আমরা গণতান্ত্রিক পথে আগাতে সহজ হবে। কিন্তু এই সরকারকে শত্রু বানিয়ে বা সাহায্য না করে কখনোই ভালো কিছু অর্জন করা সম্ভব নয়। আমাদের বাংলাদেশে এই প্রথম বিটিভিও স্বাধীনভাবে কাজ করছে, যা গত ৫৩ বছরে কেউ দেখেনি। এটাই স্বাধীনতা যে, সবাই সবার মত প্রকাশে এগিয়ে যাবে। তার পরেও কি কারণে সেনাবাহিনী, সেনা প্রধান ও ড. ইউনুস কে নিয়ে পরিকল্পিত মিথ্যাচার? এই মিথ্যাচারে কি কল্যান পাবে বাংলাদেশ?
সময় থাকতে সাবাইকে সচেতন হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায় অন্যায় বুঝে কথা বলতে হবে। বাস্তবতা মেনে নিয়ে পথ চলতে হবে। আমাদের এই মুহুর্তের সব চাইতে বড় অর্জন হাসিনা মুক্ত বাংলাদেশ। বাকী দোষর মুক্ত বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরন করে পথ চলতে হবে। ১৬ বছরের সব কয়লা এক দিনে মুছে যাবেনা, তাই সময় নিয়ে ধৈর্য ধরে পথ চলতে হবে।

✍️ড. ফয়জুল হক

বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়ত কর্তৃক আহুত ২৬ সেপ্টেম্বর গণ সমাবেশ সফলের লক্ষ্যে জেলার প্রবাসী জমিয়...
23/09/2024

বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়ত কর্তৃক আহুত ২৬ সেপ্টেম্বর গণ সমাবেশ সফলের লক্ষ্যে জেলার প্রবাসী জমিয়ত নেতৃবৃন্দের সাথে মত বিনিময় অনুষ্ঠিত।

গত ২২ সেপ্টেম্বর রবিবার ২৪ বাংলাদেশ সময় রাত দশটায় সুনামগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা তাফাজ্জল হক আজিজ ও সেক্রেটারি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জেলার প্রবাসী জমিয়ত নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালী মতবিনিময় করেন।
এতে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা তাফাজ্জুল হক আজিজ।

ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংএর শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন সাউদি আরব জমিয়ত নেতা হাফিয মোহাম্মদ এনাম উদ্দিন হিমেল। বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইকের সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, ওয়ান জমিয়তের সভাপতি মাওলানা রশিদ আহমেদ, ইউরোপ জমিয়তের সেক্রেটারি মুফতি মওসুফ আহমেদ, ইউকে জমিয়তের সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমেদ, সাউদি আরব জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল মুকসিত, যুগ্ন সেক্রেটারি মাওলানা আলিনুর, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর সহ-সাধারন সম্পাদক মুফতি বুরহান উদ্দিন হাফিজ মাওলানা সৈয়দ জুনেদ আহমেদ, মাওলানা আব্দুল কাইয়ুম কামালী, মাওলামা সৈয়দ সুহাইল আহমেদ, ইউকে জমিয়তের মাওলানা নাজমুল হাসান, ফ্রান্স জমিয়তের সদস্য সচিব মাওলানা খালেদ আহমেদ জায়ীম, গ্রীস জমিয়তের মাওলানা ফখরুদ্দিন মোবারক, সাউদি জমিয়তের মাওলানা আরফ রব্বানী, মাওলামা ফরিদ উদ্দিন, ওমান জমিয়তের মাওলানা আসিকুল ইসলাম, মাওলানা হাসান, মাওলানা মাওলানা সালেহ আহমেদ উসমানী, ইউরোপ জমিয়তের মাওলানা ইমদাদুর রহমান চৌধুরী, মাওলানা হেলাল আহমেদ, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা কয়েস আহমেদ প্রমুখ।

আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ জেলার যে সমস্ত জমিয়ত প্রেমীরা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের নিয়ে "প্রবাসী জমিয়ত স...
21/09/2024

আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ জেলার যে সমস্ত জমিয়ত প্রেমীরা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের নিয়ে "প্রবাসী জমিয়ত সুনামগঞ্জ জেলা" নামে একটি ওয়াটসাপ গ্রুপ খোলা হয়েছে।
প্রবাসে অবস্থানরত জমিয়তের যে সমস্ত ভাইদের নাম্বার আমাদের কাছে না থাকায় এখনো এড করা সম্ভব হয়নি, আপনাদের মোবাইল নাম্বারটা কমেন্ট অথবা ইনবক্সে দিলে গ্রুপে এড করে নিব ইনশাআল্লাহ।

উল্লেখ্য সুনামগঞ্জ জেলা জমিয়ত ইতিমধ্যে গণসমাবেশ এর ঘোষণা দিয়েছে, চলিত মাসের ২৬ তারিখে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এউপলক্ষ্যে আগামীকাল সুনামগঞ্জ জেলার প্রবাসী নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল মিটিং এর আয়োজন করা হয়েছে। আশা করি সবাই আগামীকালকের মিটিংয়ে উপস্থিত থেকে মুল্যবান পরামর্শ দিয়ে বাধিত করবেন।

11/08/2024

লাইভ টকশো আমানা মিডিয়া ১১/০৮/২০২৪

11/08/2024
আসসালামু আলাইকুম বন্ধুরা। ফ্যাসিবাদ সরকারের আমলে বাক স্বাধীনতা হরনের ফলে আপনাদের প্রিয় অনলাইন আমানা মিডিয়ার কার্যক্রম দী...
10/08/2024

আসসালামু আলাইকুম বন্ধুরা। ফ্যাসিবাদ সরকারের আমলে বাক স্বাধীনতা হরনের ফলে আপনাদের প্রিয় অনলাইন আমানা মিডিয়ার কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। তারা এতটাই স্বৈরাচারী হয়ে উঠেছিল যে সামান্য অনলাইন একটা মিডিয়াকে বরদাশত করতে পারেনি। সরাসরি ফোন করে হুমকি দিয়েছিল যদি কার্যক্রম বন্ধ রাখা না হয় তাহলে দেশে গেলেই গ্রেফতার/গুম করা হবে। ফলে বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ ছিল। এমনকি কেনো কার্যক্রম বন্ধ ছিল তা বলাও নিষিদ্ধ ছিল।

যাইহোক আল্লাহর রহমতে এই জালিম স্বৈরাচার থেকে দেশবাসীকে আল্লাহ মুক্তি দান করেছেন। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সবাই মুক্ত, আর কথা বলতে ভয় পেতে হবেনা। এখন থেকে আপনাদের আমানা মিডিয়া নিয়মিত কার্যক্রম চালু করবে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার বাংলাদেশ সময় নয়টায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে লাইভে আসব ইনশাআল্লাহ। কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই? এবিষয়ে আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসার উত্তর আলোচক বৃন্দ প্রদান করবেন। চোখ রাখুন আমানা মিডিয়ার ফেইসবুক এবং ইউটিউব চ্যানেলে।

আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন। শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। জাযাকুমুলহু।
09/04/2024

আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন। শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। জাযাকুমুলহু।

Address

Newcastle Upon Tyne
NE46PA

Alerts

Be the first to know and let us send you an email when Amana Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amana Media:

Videos

Share