20/03/2025
রিপোর্ট: সুনামগঞ্জ ভূমি অফিসে দুর্নীতি ও প্রশাসনিক স্থবিরতার বিরুদ্ধে অভিযোগ
প্রেরক: সুনামগঞ্জের ভুক্তভোগী সাধারণ জনগণ
প্রাপক: মাননীয় জেলা প্রশাসক, সুনামগঞ্জ ও বাংলাদেশ সরকারের মাননীয় ভুমি উপদেষ্টা।
বিষয়: ভূমি অফিসের দুর্নীতি, প্রশাসনিক স্থবিরতা ও জনদুর্ভোগের দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা
ভূমিকা:
সুনামগঞ্জের ভূমি অফিসে দুর্নীতির কারণে সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। দীর্ঘ আট মাস ধরে নামজারির (মিউটেশন) কার্যক্রম বন্ধ রয়েছে। জনগণ বারবার ভূমি অফিসে গেলেও শুধু আশ্বাসের বাণী শোনানো হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে জনগণের ক্ষোভ আরও বাড়বে এবং প্রশাসনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে।
দুর্নীতির প্রকৃতি ও প্রভাব:
১. দাফতরিক জটিলতা সৃষ্টি: দীর্ঘদিন ধরে ভূমি নামজারির কার্যক্রম বন্ধ থাকায় জনগণ চরম বিপাকে পড়েছে। সাধারণ মানুষ ও প্রবাসীরা দিনের পর দিন অফিসে ধরনা দিচ্ছেন, কিন্তু কর্মকর্তাদের অবহেলার কারণে কোনো অগ্রগতি হচ্ছে না।
2. জনগণকে মিথ্যা আশ্বাস: শুনানির জন্য আবেদনকারীদের ডেকে এনে দিনের পর দিন বসিয়ে রাখা হচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে শুনানি বাতিল করা হচ্ছে। সর্বশেষ ১২ তারিখে ডাকা হলেও দিনের শেষে জানানো হয়, শুনানি হবে না। এরপর থেকে আর কোনো নতুন তারিখও দেওয়া হয়নি।
3. ঘুষ ও অনৈতিক লেনদেনের সন্দেহ: অফিসের এই অদক্ষতা এবং উদ্দেশ্যপ্রণোদিত বিলম্বের পেছনে কি কোনো সিন্ডিকেট কাজ করছে? কর্মকর্তারা কি ঘুষের বিনিময়ে কাজ করছেন, নাকি সরকারের কার্যক্রম ব্যাহত করতে ইচ্ছাকৃতভাবে এই সমস্যা সৃষ্টি করছেন?
4. সরকারি রাজস্বের ক্ষতি: নামজারির কার্যক্রম বন্ধ থাকায় জমি রেজিস্ট্রেশন সম্ভব হচ্ছে না, ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। জনগণও তাদের জরুরি প্রয়োজনে জমি বিক্রি করতে পারছে না, যা অর্থনৈতিক সংকট তৈরি করছে।
প্রশাসনের প্রতি দাবি ও সুপারিশ:
১. ভূমি অফিসের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করা: আটকে থাকা নামজারি কার্যক্রম পুনরায় চালু করে জমির আইনি কার্যক্রম সহজতর করা হোক।
2. দুর্নীতির তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা: ভূমি অফিসের কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।
3. ঘুষমুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা: ভূমি সংক্রান্ত যেকোনো কাজে ঘুষ গ্রহণের প্রবণতা বন্ধে নজরদারি বৃদ্ধি করা হোক।
4. ভুক্তভোগীদের জন্য হেল্পলাইন চালু করা: নামজারির দীর্ঘসূত্রিতা বা দুর্নীতির শিকার হলে সাধারণ জনগণ যেন সরাসরি অভিযোগ জানাতে পারে, সে জন্য একটি হেল্পলাইন চালু করার দাবি জানাচ্ছি।
পরিশেষে, সুনামগঞ্জের জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট জোর দাবি জানাচ্ছি, ভূমি অফিসের এই দুর্নীতি ও প্রশাসনিক স্থবিরতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। যাতে জনগণ হয়রানি ছাড়া তাদের আইনগত অধিকার ফিরে পায় এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত না হয়।
সুনামগঞ্জের ভুক্তভোগী জনগণ