28/08/2024
আমি এবং আমার বন্ধু পরিবার পরিজন কিছু ফান্ড তুলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বি-বাড়ীয়ার বানবাসীদের জন্য সহযোগিতা চেষ্টায় যখন আস সুন্নাহ ফাউন্ডেশনকে নির্ভরযোগ্য মনে করলাম ঠিক তখনই আমার চোখে পড়ল আস সুন্নার একদিনের ২০ কোটি গেল কই শিরোনামের রকিবুল নামের এক ভদ্রলোকের পোষ্ট (https://www.facebook.com/share/p/am51X2ugDaZXmL8B/?mibextid=oFDknk)
এরপর সিদ্ধান্ত পরিবর্তন করলাম ভাবলাম কার কাছে দিলে ফান্ডের শতভাগ কাজে আসবে। এরপর ভেসে আসল দৈনিক আজাদীর এই প্রতিবেদনটি ( https://www.facebook.com/share/v/iH3LsJ3vrseiWtv9/?mibextid=oFDknk)
এরপর দেখলাম ইনসানিয়াত বিপ্লব নামক সংগঠনটির ফেনী কুমিল্লা বি-বাড়ীয়া শাখার প্রতিনিধিরা ৫০ টিরও অধিক টিমে ভাগ হয়ে প্রায় সব জায়গায় শুরুর দিন থেকেই উদ্ধার তৎপরতা ও খাবার বিতরণ কর্মসুচী চালিয়ে যাচ্ছে যা তাদের ফেইসবুক ঘেটে দেখলাম। সিদ্ধান্ত নিলাম এদের মাধ্যমে দিলেই সবার কাছে পৌছানোর সম্ভাবনা আছে। আপনারাও তাদের সহযোগীতা করতে পারেন। নিচে তাদের কয়েকজনের ফেইসবুক আইডি শেয়ার করলাম।
https://www.facebook.com/hasanwsm?mibextid=ZbWKwL
https://www.facebook.com/mohammadrezaul.mustafa?mibextid=ZbWKwL
https://www.facebook.com/profile.php?id=100069450960311&mibextid=ZbWKwL
https://www.facebook.com/taherul.islam.1840?mibextid=ZbWKwL
https://www.facebook.com/erfan.sarker?mibextid=ZbWKwL
https://www.facebook.com/mdaminul.islam.7370013?mibextid=ZbWKwL
https://www.facebook.com/munju.ahmed.1?mibextid=ZbWKwL
https://www.facebook.com/kft.Shuvo?mibextid=ZbWKwL