Anny Rahman

Anny Rahman Hllw everyone! Assalamualikum � I'm Anny Rahman, living in UK...

অনেক নারীকেই বলতে শুনেছি, "নারী তার বাবার রাজকন্যা হয়েই থাকে।" কথাটা সম্পুর্ন ভুল। তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ...
20/02/2025

অনেক নারীকেই বলতে শুনেছি, "নারী তার বাবার রাজকন্যা হয়েই থাকে।" কথাটা সম্পুর্ন ভুল।

তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো, যদি ভাগ্যক্রমে তোমার জীবনে এমন একজন সঠিক পুরুষ আসে, তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন।

সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর। তারা তাদের শখের নারীর প্রতি খুব যত্নশীল হয়!❤️🌸💗🔏

❤️
🏖🌊

আল্লাহ তায়ালা বলেছেন 'আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি' উপরিউক্ত কথাটি আমরা কমবেশি সবাই শুনেছি। এটি হাদিসে কু...
17/12/2024

আল্লাহ তায়ালা বলেছেন 'আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি'

উপরিউক্ত কথাটি আমরা কমবেশি সবাই শুনেছি। এটি হাদিসে কুদসির অংশ বিশেষ। ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, এর চারটি অর্থ হতে পারে :

১. দুআ কবুল হওয়ার ব্যাপারে আমি বান্দার সাথে তার বিশ্বাস অনুপাতে আচরণ করি। যদি সে বিশ্বাস করে যে আমি তাকে ফিরিয়ে দেবো না, তবে সত্যিই তাকে ফিরিয়ে দেবো না।

২. তাওবা কবুল হওয়ার ক্ষেত্রে আমি তার বিশ্বাস অনুযায়ী আচরণ করি। যদি সে পুরোপুরি আত্মবিশ্বাসী হয়, তাহলে তাকে ফিরিয়ে দিই না।

৩. ইস্তিগফারের ক্ষেত্রে আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি। যদি সে ক্ষমা পাবে বলে বিশ্বাস করে তাহলে তাকে ক্ষমা করে দিই।

৪. ইবাদাত কবুল হওয়ার ব্যাপারেও আমি তার সাথে একই রকম আচরণ করি।

[সহিহ বুখারি : ৭৪০৫; ফাতহুল বারি : ১৫/২৭০]

এই শহরে আমার একটা মায়ের বাসা বা বোনের বাসা খুব দরকার ছিল। মন খারাপ বা শরীর খারাপ হলে যেখানে বাচ্চা নিয়ে গুটিশুটি পায়ে ওঠ...
09/11/2024

এই শহরে আমার একটা মায়ের বাসা বা বোনের বাসা খুব দরকার ছিল।
মন খারাপ বা শরীর খারাপ হলে যেখানে বাচ্চা নিয়ে গুটিশুটি পায়ে ওঠা যাবে। ছেলেকে আম্মা খালারা নিয়ে ব্যস্ত থাকবে। খাওয়াবে, গোসল করাবে। আম্মা টেবিলে গরম তরকারি বেড়ে দিয়ে বলবে আমি রাখতেসি বাবুকে তুই খা গিয়ে। আর আমি মুরগীর হাড়গুলো আরাম করে চাবাতাম একদিন। কোন তাড়া থাকতোনা৷ রাতে আম্মা আর বোন বাচ্চা নিয়ে রাখতো আর বলতো তুই ঘুমা। আমি দুনিয়ার সব ভুলে একটা ঘুম দিতাম। একঘুমে মাস ছয়েক এর ক্লান্তি ভুলে যেতাম।






আসলে এগুলো অলস মস্তিস্কের কল্পনা✨️💭

03/11/2024

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
02/11/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

24/10/2024

Festive is coming ✨️🥰

20/10/2024

Delicious shamikabab recipe 🤩😋

আউট অফ টপিকঃ মেয়েরা বিয়ের পছন্দ কখনো নিজের হাতে থাকলে পুরুষ পছন্দ কইরো, ছেলে না। তোমাদের কখনো মনে হয় না, শীলা আহমেদ হুমা...
08/08/2024

আউট অফ টপিকঃ মেয়েরা বিয়ের পছন্দ কখনো নিজের হাতে থাকলে পুরুষ পছন্দ কইরো, ছেলে না। তোমাদের কখনো মনে হয় না, শীলা আহমেদ হুমায়ূন আহমেদের মেয়ে হয়ে, এত নাম-যশখ্যাতি থাকতে আসিফ নজরুলকে কেন বিয়ে করছিল? তখন এই উত্তর না জানা গেলেও, আজ সেই উত্তর আমাদের সামনে স্পষ্ট। তারপর তিশা কেন ফারুকীকে বিয়ে করল? তারও তো অপশন কম ছিল না। উত্তর এটারও এখন পেয়ে গেছি আমরা।

প্রেম ছেলেদের সাথে হলেও, সংসার করতে পুরুষ লাগে। যে তার বুক টান টান করে সামনে দাঁড়াতে পারে দেশের জন্য। আর যে পুরুষটা সবার জন্য এতকিছু পাবরে, ভাবো তুমি তার হলে তোমায় সে কতটা আগলে রাখবে? তাই , দায়িত্ববান পুরুষ খোঁজো যারে আজীবন দেখে ভাববা তোমার সিদ্ধান্ত ভুল ছিল না। যে তোমারে ভুল প্রমাণ হইতে দিবে না।

🤲😇

06/08/2024

ক্ষমতা পাবে এই আসায় আগেই যেই লাফালাফি শুরু করসে, যদি ক্ষমতা আসলেই পায় কি হবে এটাতো অনুমেয়।
ছাত্ররা ১৫ বছর একধারে শাসন করা মানুষকে যদি লাথি দিয়ে গদি থেকে নামাইতে পারে তাহলে এই নড়বড়ে চেয়ার ভাঙতে ১ মিনিট লাগবে না।
সাবধান⚠

We need a patriotic person who will reform Bangladesh in a good way, in a new way. 🇧🇩✌️🇧🇩
#কোটাআন্দোলন২০২৪

05/08/2024

দেশ যেমন কারো বাপের না,
কারোর জামাইয়েরও না,
আর কারোর ধর্মের তো মোটেও না।

🇧🇩

Dior এর ব্যাগ!আফা জিতছে🤣🤭
05/08/2024

Dior এর ব্যাগ!

আফা জিতছে🤣🤭

20/07/2024

কোটা না থাকলে হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি এর অনেকেই পাবলিক এ পড়তো. মেধা কারো কম না. নেক্সট টাইম প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি নিয়ে তর্ক করার আগে মনে রাখবেন বাপের টাকায় পড়া student রা ও এই কোটা আন্দোলনে যোগ দিয়েছিলো পাবলিক স্টুডেন্ট দের সাথে

18/07/2024

Huge Respect ♥️

13/07/2024

যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না 🥹 ! এমন একটা শুটকির রেসিপি থাকলে , এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে😋🥰

#শুটকিভর্তা

27/06/2024

আমার কাছে, কার status হল তার "ব্যবহার"। যার ব্যবহার যত ভাল তার status ততো হাই।

13/06/2024

রাসূল (ﷺ) বলেছেন -
আরাফা দিবসের রোজা, পূর্বের এক বছর ও পরের এক বছরের গুনাহের কাফফারা হয়ে যায়।
সুবহানাল্লাহ

Address

Manchester

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anny Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anny Rahman:

Videos

Share