25/11/2023
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে যা হয়ে থাকে: (১) ডায়াবেটিক কিটো এসিডোসিস। (২)হাইপার অসমোলার কোমা। (৩)ব্রেইন ষ্ট্রোক। (৪)হার্ট এটাক। (৫)ক্রনিক কিডনী রোগ। (৬)ভাসকুলার ডিজিস। (৭)চোখের সমস্যা (Diabetic retinopathy). (৮)Diabetic neuropathy. (স্নায়ু সমস্যা) (৯) Diabetic nephropathy. (কিডনী সমস্যা) (১০) হাত পায়ে স্নায়ুবোধ শক্তি লোপ পাওয়া। (১১) ফুট আলসার (পায়ের পাতা ও পায়ে ঘা হওয়া)। (১২) Gangrene diabetic foot. ( গ্যাংগ্রিন - পায়ের পাতা,আংগুল বা পায়ে পচন এবং শেষ পর্যন্ত amputation বা পচন অংশ কেটে ফেলা।) (১৩) ইনফেকশন হলে ঠিক হতে সময় লাগা বা বারবার ইনফেকশন যেমন ফোঁড়া, মুত্রনালীর সংক্রমণ ইত্যাদি হওয়া। (১৪) যৌন শক্তি কমে যাওয়া। (১৫) জননাংগে বারবার ফাংগাল ইনফেকশন হওয়া। ইত্যাদি।