Arotime Tv

Arotime Tv News & Media service

Proud of our Bangladeshi British mp and Congratulations to everyone.
07/07/2024

Proud of our Bangladeshi British mp and Congratulations to everyone.

06/07/2024

Broadstairs sea beach, London, United Kingdom

30/03/2024

Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

কানাডার জন্য সর্তকতা অবলম্বন করুন প্লিজ।স্বপ্নের দেশ কানাডা এখন অনেকের কাছেই বাস্তবের। একসময় কানাডার ভিসা প্রাপ্তি নিয়...
27/02/2024

কানাডার জন্য সর্তকতা অবলম্বন করুন প্লিজ।

স্বপ্নের দেশ কানাডা এখন অনেকের কাছেই বাস্তবের। একসময় কানাডার ভিসা প্রাপ্তি নিয়ে যে পরিমাণ সম্ভব ছিলো না; বর্তমানে সেটি সম্ভাবনাতেই রুপ নিয়েছে।
আমাদের পরিচিত,অপরিচিত বাংলা কমিউনিটির বড় একটি অংশ বিশ্বের অন্যান্য দেশের চাইতে এখন অধিকাংশ ক্ষেত্রেই কানাডামুখী। কানাডায় আসার পর এখানকার স্বচ্ছ বাস্তবতা অনেকের সামনেই এক কঠিন -জটিল এবং অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি করে দিচ্ছে।
তারপরও যাদের প্রস্তুতি আছে; মানসিক দৃঢ়তা এবং আর্থিক সচ্ছলতা কিংবা পরিস্থিতি মোকাবেলা করার মত সংগতি রয়েছে; তারা নিঃসন্দেহে কানাডার অর্থনীতি এবং সমাজনীতিতে একসময় শুধু যুক্তই হবেন না; অর্থনৈতিক চালিকা শক্তির স্ট্রিয়ারিং এ বসে হয়তো নেতৃত্ব ও দিবেন। ইমিগ্রান্ডদের দেশ কানাডাতে অরিজিন খুজাঁ আটলান্টিকে ঝিনুক খুজাঁ প্রায় সমার্থক। এখানে রেসিজম যা আছে সেগুলির চামড়ার। দক্ষিন এশিয়ার মতো পদবির নয়; তবে সেখান হতে আসা কিছু সংখ্যক সেই ইর্ষাবেড়ায় আটকা আছে এখানেও। তাদের জন্য স্যরি বলুন।নিজেকে শক্ত রাখুন।
কানাডায় এই ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে অনেকেই নিজে প্রসেস করতেছেন। আবার বড় একটি অংশ কোনো না কোনো এজেন্ট কিংবা কোন তৃতীয় মাধ্যমে তাদের ভিসা প্রাপ্তি নিশ্চিত করেছেন কিংবা করতেছেন।
এই ভিসা প্রাপ্তি নিশ্চিত হবার পর যে বা যারা কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন; তারা নিশ্চয়ই দেশের স্থাবর- অস্থাবর সকল কিছু গুছিয়ে স্থায়ীভাবে চলে আসার জন্য যে প্রস্তুতি ও নিচ্ছেন। এজন্য ফ্লাই করার ক্ষেত্রে সময়ক্ষেপন ও হচ্ছে।
অনেকেই তাদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যে সকল ডকুমেন্ট দিয়েছেন; সেটার সাথে বাস্তবের কোন মিল নেই। সেজন্য কানাডায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্বপ্রণোদিত হয়ে কিংবা কখনো তৃতীয় কারো ইন্দনে ডকুমেন্ট ভেরিফিকেশন কিংবা রেনডমলি ইন্টার্নাল ইনভেস্টিগেশন চালাচ্ছে। যাহা একটি স্বাভাবিক প্রক্রিয়া ও বটে।
এই প্রক্রিয়ার মধ্যে পড়ে অনেকেই ফেঁসে যাচ্ছেন অর্থাৎ তথ্যে গরমিলের কারণে কিংবা তথ্যগোপনের সূত্র ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভিসা ডিএক্টিভ করে দিচ্ছে।
এক্ষেত্রে এজেন্ট মাধ্যমে ভিসা প্রাপ্তরা তাদের চুক্তিবদ্ধ টাকা লেনদেন করে ফেললে পরবর্তীতে সেটি যেমন ফেরত পাচ্ছেন না; তেমনি কানাডা অভিমুখে ও যাত্রা করতে পারতেছেন না। যাহা সব দিক দিয়ে এসব ভিসা প্রাপ্তদের জন্য এক বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর্থিক এবং সামাজিকভাবে তারা এক অস্বস্তিকর পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।
এই লেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা নিজে অথবা এজেন্ট মাধ্যমে ভিসা প্রাপ্ত হয়েছেন তাহারা বিমানের টিকেট কনফার্ম করার পূর্বে; এমনকি যাত্রার প্রারম্ভে আপনাদের ভিসার ভ্যালিডিটি চেক করুন অথবা ভ্যালিডিটি চেক করে তবেই টিকেট কাটুন। টাকা লেনদেনের ক্ষেত্রে মধ্যস্থতাকারীর সাথে ফ্লাইং পর্যন্ত চুক্তিকরুন।
ইতিমধ্যে চারপাশে চেনাজানা অনেকেরই ভিসা ডিএক্টিভের সংবাদ অনেকেই শুনেছেন; আমিও শুনেছি। এবার পরিচিত একজনের কাছে আসা ইমেইল পেয়ে তাহার সত্যতা নিশ্চিত হওয়ার কারণে এই সতর্কতামূলক লেখাটির উদ্দ্যেশ্য হলো- হয়তো কারো উপকারে লাগতে পারে।।
ভিসা ইনভ্যালিড হওয়ার সম্ভাব্য প্রধান কারন হলো আবেদনের ক্ষেত্রে কোন প্রকার ভুল তথ্য প্রদান করা হয়েছে যা পরবর্তীতে কর্তৃপক্ষ কিংবা ভিসা অফিসারের কাছে ধরা পড়েছে। যার কারনে ভিসা ডিএক্টিভ করা হয়েছে। বিমান বন্দরের ইমিগ্রেশন থেকে ফেরৎ পাঠানোর কারন হচ্ছে ইমিগ্রেশনে আপনার ভিসা যাচাই করতে গিয়ে ইমিগ্রেশন অফিসার সেটি ডিএক্টিভ কিংবা ইনভ্যালিট দেখতে পাচ্ছেন। এমন কি অনেকের ক্ষেত্রে অনলাইন টিকেট খুজে না পাওয়ার ঘটনা ও ঘটেছে। গত সাপ্তাহে ঢাকা হতে ফ্লাই করে ট্রানজিট পয়েন্ট হংকং থেকে ফিরত এসেছেন আমাদের পরিচিত দুইজন।
ভিসা ডিএক্টিভ বা ইনভ্যালিড করার সাথে সাথে আইআরসিসি থেকে আপনার আবদেনকৃত মাধ্যমে ইমেইলে জানানো হয়; কিন্তু আপনি মেসেজ/ইমেইল চেক করেননি বা যিনি আপনার ফাইল প্রসেস করেছেন তিনি আপনাকে সেটা জেনে ও জানাননি।
আর্থিক ক্ষতি এড়াতে টিকিট কনফার্ম করার পূর্বে এবং বিমান বন্দরে যাবার পূর্বে আপনার ভিসার ভ্যালিডিটি চেক করুন। এটা চেক করা খুবই সহজ ।আপনার জিসি কি একাউন্টে ডুকলেই ভিসা স্ট্যাটাস ভ্যালিড / ডিএক্টিভ অথবা ইনভ্যালিড লেখা থাকবে৷ এছাড়া ইমেইলে মেসেজ আসবে জিসি কি চেক করার জন্য।
আইআরসিসি যদি মনে করে আপনি তাদেরকে কোন ভুল তথ্য দিয়ে ভিসা পেয়েছেন এবং ভিসা ইস্যু করার সময় সেটা ধরা পড়েনি পরবর্তীতে সেটা ধরা পড়েছে; তখন তারা আপনার ভিসা বাতিল/ ডিএক্টিভ /পেন্ডিং করার সিদ্ধান্ত নেয়।
এক্ষেত্রে ভিসা বাতিল/পেন্ডিং করার জন্য আপনার পাসপোর্ট তাহারা যেহেতু পাচ্ছে না সেজন্য সংশিস্ট সব জাগয়ায় ইমেইল করে জানিয়ে দিচ্ছে!। কারণ আপনাকে বললে ও আপনি নিশ্চয় ভিসা বাতিল করার জন্য পাসপোর্ট আবারো তাদের কাছে জমা দিবেননা।
তাই কর্তৃপক্ষ আপনার আবদেনের সাথে অটো জেনারেটেড ইউসিআই নাম্বার বা ভিসা নাম্বার ব্লক করে দেয় অনলাইন সিস্টেমে। এই ব্লক করার নাম হচ্ছে ভিসা ইনভ্যালিড/ ডিএক্টিভ /পেন্ডিং কিংবা বাতিল।
বিশ্বের যে কোন দেশেই আপনার যাত্রা শুভহউক। ট্রাভেলিং এর ক্ষেত্রে নানাবিদ ও সমস্যা আসতেই পারে তবে বর্তমান পরিস্থিতে কানাডা ভিজিটের ক্ষেত্রে আপনার সর্তক পদক্ষেপ আর্থিক এবং মানসিক ক্ষতির হাত থেকে রক্ষা করবে আপনাকে এবং আপনার পরিবার কে।

ইউকে ইমিগ্রেশন এর নতুন নিয়ম: Rule 1: আগামী ১১ মার্চ এর পর থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় কোন ডিপেন্ডেন্টকে ভিসা দেওয়া হবে না।...
08/02/2024

ইউকে ইমিগ্রেশন এর নতুন নিয়ম:

Rule 1: আগামী ১১ মার্চ এর পর থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় কোন ডিপেন্ডেন্টকে ভিসা দেওয়া হবে না। কেয়ার ওয়ার্কার ভিসার এই নিয়মটি ইন কান্ট্রি ভিসা সুইচ এবং কামিং ফ্রম এব্রোড উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
অর্থাৎ কেউ যদি এখন বাংলাদেশ থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় ইউকে আসে তাহলে কোন ডিপেন্ডেন্ট সাথে নিয়ে আসতে পারবে না এবং উক্ত ভিসায় থাকা অবস্থায় কখনো ডিপেন্ডেন্ট এর জন্য ভিসা এপ্লাই করতে পারবে না।
এমনকি ইউকেতে অবস্থানরত কোন স্টুডেন্ট যারা গ্রেজুয়েশন কম্পলিট করেছে অথবা PSW তে রয়েছে তারাও ডিপেন্ডেন্টসহ কেয়ার ওয়ার্কার হিসেবে ভিসা সুইচ করতে পারবে না
তবে ১১ মার্চের পূর্বে কেউ যদি কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করে তাহলে একই সাথে অথবা ১১ মার্চের পরে ভিসা বহাল থাকা অবস্থায় যেকোনো সময় ডিপেন্ডেন্ট আনতে পারবে।

Rule 2: আগামী ৪ এপ্রিলের পর কেয়ার ওয়ার্কার ছাড়া অন্য যেকোনো স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করলে বাৎসরিক সেলারী মিনিমাম ৩৮৭০০ পাউন্ড দেখাতে হবে। এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভিসা পাবে, সমস্যা নেই।

Rule 3: আগামী ১১ এপ্রিলের পর ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বাৎসরিক সেলারী মিনিমাম ২৯০০০ পাউন্ড দেখাতে হবে।

কক্সবাজার - সেন্টমার্টিন- কক্সবাজারশীপ টিকেট :কর্ণফুলী এক্সপ্রেস পর্যটকবাহী জাহাজের নতুন ভাড়ার তালিকা।ভাড়ার তালিকা (আসা-...
04/11/2022

কক্সবাজার - সেন্টমার্টিন- কক্সবাজার
শীপ টিকেট :
কর্ণফুলী এক্সপ্রেস পর্যটকবাহী জাহাজের নতুন ভাড়ার তালিকা।

ভাড়ার তালিকা (আসা-যাওয়া):
===========================
Per Person...

Lavender- 3,200/-
Marigold - 3,200/-
Gladiolus - 4,000/-
Open Deck - 4,000/-
Lilac Lounge - 4,000/-
Chrysanthemum Lounge - 4,500/-

ভি ভি আই পি কেবিন: 28,000/-- (২ জন)
ভি আই পি কেবিন : 20,000/- (২ জন)
টুইন বেড কেবিন : 12,000/- (২জন)
সিঙ্গেল বেড কেবিন : 7,500/- (১জন)

শুধু যাওয়া বা আসা:-

Lavender- 1,700/-
Marigold - 1,700/-
Gladiolus - 2,100/-
Open Deck - 2,100/-
Lilac Lounge - 2,100/-
Chrysanthemum Lounge - 2,300/-

ভি ভি আই পি কেবিন: 15,000/-- (২ জন)
ভি আই পি কেবিন : 11,500/- (২ জন)
টুইন বেড কেবিন : 6,500/- (২জন)
সিঙ্গেল বেড কেবিন : 4,000/- (১জন)

(প্রতিটি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য,সিঙ্গেল কেবিনে ১জন প্রযোজ্য। অতিরিক্ত জনপ্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে)

প্রতিটি টিকেট এর সাথে সৌজন্য মূলক সকাল এবং বিকেলের নাস্তা অন্তঃভুক্ত রয়েছে।

সময় সুচী:
কক্সবাজার বি আই ডব্লিও টি এ ঘাট হতে ছাড়বে সকাল: ৭.০০ মিনিট।
সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল: ৩. ৩০ মিনিট।

(জাহাজে যাত্রীদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সব সময় নিয়োজিত থাকবে।)

যোগাযোগ: Arosa travel & tours
mobile: 01888405151

যারা ইন্ডিয়াতে চিকিৎসা করাতে চান,বা চিকিৎসার জন্য যেতে চান  তাদের কাজে আসতে পারে।তামিলনাড়ু রাজ্যে রয়েছে চারটি বিখ্যাত হা...
03/11/2022

যারা ইন্ডিয়াতে চিকিৎসা করাতে চান,বা চিকিৎসার জন্য যেতে চান তাদের কাজে আসতে পারে।
তামিলনাড়ু রাজ্যে রয়েছে চারটি বিখ্যাত হাসপাতাল। এদের যেকোনো একটিতে চিকিৎসা করাতেই পারেন। কিন্তু কোন হাসপাতালে আপনার যাওয়া সঠিক হবে তা জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

১. অ্যাপোলো (Apollo Hospital) –
অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে ভালো। এখানে রয়েছে সবচেয়ে উন্নত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার। কিন্তু এখানে খরচ দক্ষিন ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এখানে চিকিৎসা করাতে সময় লাগে দক্ষিন ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম। সুতরাং কম সময়ে ভালো চিকিৎসা করাতে চাইলে এখানে চলে আসুন। তবে চিকিৎসার খরচ পড়বে অন্য হাসপাতালের থেকে অনেক বেশি। অবস্থান – অ্যাপোলো হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশান থেকে মাত্র ৪ কিমি এবং চেন্নাই এগমোর রেল স্টেশান থেকে ৩ কিমি দূরে অবস্থিত। হাওড়া অথবা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। এই হাসপাতাল চেন্নাই এয়ারপোর্ট থেকে ১৫ কিমি দূরে অবস্থিত।

ঠিকানা –
Apollo Hospitals, Greams Road
21, Greams Lane
Off Greams Road
Chennai – 600006
ফোন – +91-44-28290200 / +91-44-28293333
+91-44-28294429

থাকা ও খাওয়া –
চেন্নাইয়ের অ্যাপোলোতে গেলে ভাষা নিয়ে একটু সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক অ্যাপোলো হাসপাতালের পাশেই রয়েছে অনেকগুলি বাঙালী হোটেল। কম খরচে বাঙালীর মাছ-ভাত জুটে যাবে। তবে নিজেরা রান্না করেও খেতে পারবেন। তাঁর জন্য আলাদা হোটেল আছে। সেখানে থাকতে হবে। ওখান থেকে রান্না করার জন্য বাসন ভাড়া নিতে পারবেন। ভাষা নিয়েও খুব একটা সমস্যা হবে না। সমান্য হিন্দি বা ইংরাজীতে জ্ঞান থাকলেই চলে যাবে। থাকার জন্য রয়েছে দামী, কমদামী অনেক হোটেল। চেষ্টা করবেন হাসপাতালের সবচেয়ে কাছে থাকার। তাহলে প্রতিদিন হাসপাতালে যাওয়ার খরচ বেঁচে যাবে।

সময় –
১। টুকটাক ডাক্তার দেখানোর জন্য গেলে ৮ থেকে ১০ দিনের প্ল্যান করলেই চলবে। ২। বড় মাপের চিকিৎসা অথবা অপারেশানের জন্য কমপক্ষে ২০ দিনের মতো সময় নিয়ে যেতে হবে।

রেজিস্ট্রেশান :
এ্যাপোলো হাসপাতালে ঢোকার মুখেই ডান দিকে প্রথমে যে বিল্ডিংটা রয়েছে তার নাম “সুন্দুরি ব্লক/Sundoori Block”। এই ব্লকেই হয় রেজিস্ট্রেশান।

২. শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টার (Sri Ramachandra Medical Centre) –
পকেটে টাকা কম থাকলে তাহলে আপনি চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারে চিকিৎসা করাত পারেন। তবে এখানে চিকিৎসার জন্য সময় লাগবে সি.এম.সি ভেলোরের তুলনায় অনেক কম। শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠা হয় চেন্নাই এর পোরুর নামক জায়গায়। তবে সেরকমভাবে এর পরিচিতি না থাকায় আমরা অনেকেই এই মেডিকেল সেন্টার সম্পর্কে কিছুই জানিনা। কিন্তু এখানে চিকিৎসা দানের পদ্ধতি অনেক ভালো আর খরচও বেশ কম। বিশেষ করে মেডিকেল সেন্টারটির পরিবেশ আর চিকিৎসার ব্যবস্থাপনা চোখে লাগার মতো।

ঠিকানা –
এই হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ১৭ কিমি দূরে অবস্থিত।
Sri Ramachandra Medical Centre
No.1 Ramachandra Nagar, Porur
Chennai, Tamil Nadu,

৩. ভেলোরের সি.এম.সি হাসপাতাল –
কম খরচে ভালো মানের চিকিৎসার চিকিৎসার জন্য বিখ্যাত দক্ষিন ভারত। দক্ষিন ভারতের তামিলনাডু রাজ্যের ছোট এক জেলা শহর ভেলোর। সি.এম.সি হল ভারতের একেবারে প্রথম শ্রেনীর হাসপাতাল। এই হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। রুম ভাড়াও তুলনামূলক ভাবে অনেক কম। কম খরচে চিকিৎসা করাতে চাইলে সি.এম.সি সবচেয়ে ভালো। তবে অত্যধিক ভিড়ের জন্য এখানে চিকিৎসা করাতে সময় লাগে অনেক বেশি।

কেন ভেলোরে চিকিৎসা করবেন?
ভেলোরে রয়েছে ভারতের বিখ্যাত সিএমসি হাসপাতাল। এই হাসপাতালে পাবেন বিশ্বমানের চিকিৎসা তুলনামূলক ভাবে অনেক কম খরচে। কারণ এটি খ্রিস্টান মিশনারী পরিচালিত একটি অলাভজনক হাসপাতাল।

ঠিকানা –
এই হাসপাতেলে যেতে গেলে আপনাকে নামতে হবে কাটপাটি স্টেশনে। কোলকাতা থেকে কাটপাটি স্টেশনে অনেকগুলি ট্রেন দাঁড়ায়। কাটপাটি স্টেশন থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন।
Address :
Ida Scudder Road, Vellore, Tamil Nadu 632004
Phone: 0416 228 1000

কোথায় থাকবেন?
সিএমসি এর আশে পাশেই অসংখ্য হোটেল, লজ পাবেন। লজগুলোতে পাবেন রান্নার সুবিধা এবং রুম ভাড়াও তুলনামূলক ভাবে কম।

৪. শ্রী নারায়নী হাসপাতালে (Sri Narayani Hospital & Research Centre) –
অল্প খরচ এবং অল্প সময়ে ভালো চিকিৎসা পেতে হলে ভেলোরের শ্রী নারায়নী হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। সি.এম.সি ভেলোর হাসপাতাল থেকে এই শ্রী নারায়নী হাসপাতালের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। ভেলোর একটি ছোট শহর হলেও এখানে রয়েছে দুটি বিশ্বমানের হাসপাতাল। কাটপাটি স্টেশন থেকে এই হাসপাতালের দূরত্ব হল ২৮ কিলোমিটার।

ঠিকানা –
Sri Narayani Hospital & Research Centre
Azad Road, Sripuram, Thirumalaikodi, Vellore, Tamil Nadu 632055
Phone: 0416 220 6301

৫. মানিপাল হাসপাতাল (Manipal Hospital) –
মনিপাল হাসপাতাল বেঙ্গালুরুর একটি প্রধান হাসপাতাল। এটি একটি ৬০০ বেড বিশিষ্ট একটি হাসপাতাল। আরো ৩০০ বেড এখানে শিগ্রই যুক্ত করার পরিকল্পনা চলছে। এখানে চিকিৎসার খরচ চেন্নাইএর অ্যাপোলোর তুলনায় অনেকটা কম।
এই হাসপাতালের অনেকগুলি ইউনিট আছে যেমন মনিপাল হার্ট ইনস্টিটিউট, মিনিপাল ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি, মনিপাল ইনস্টিটিউট অব নিউরোলজিকাল ডিসঅর্ডার, মনিপাল কম্পিভেনশিয়াল ক্যান্সার সেন্টার এবং মনিপাল ইনস্টিটিউট অব ক্যান্সার সেন্টার। এই সব সেন্টার গুলি সাফল্যের সাথে কাজ করে চলেছে।

ঠিকানা –
Manipal Hospital HAL Airport road
Manipal Hospital
98, HAL Airport road,
Bangalore – 560 017
Appointment Helpline: 1800 3001 4000
Enquiries: +91 80 40119000/2502 4444

কিন্তু যাদের সময় ও ধৈয্য আছে তারা চিকিৎসা করাবেন সি.এম.সি তে। সিএমসিতে চিকিৎসা বিশ্বমানের কিন্তু রোগীর আধিক্যের কারনে ডাক্তারের এ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই সময় লাগবে বেশি। এখানে লাইনে দাড়াতে হবে, ওয়েটিং রুমে দীর্ঘ সময় বসে থাকতে হবে। যাদের সময় কিংবা ধৈয্য কম কিন্তু টাকা আছে তাদের সাজেস্ট করব চেন্নাই এ্যাপোলোতে চিকিৎসা করতে। আর যাদের সময়, ধৈয্য এবং টাকা সবই কম তাদের জন্য পরামর্শ দেব শ্রি রামচন্দ্র বা নারায়নী হাসপাতালে চিকিৎসা করতে। দুইটির মধ্যে শ্রি রামচন্দ্র হাসপাতাল কিছুটা হলেও এগিয়ে।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Arotime Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arotime Tv:

Videos

Share

Category

  • 457Games

    457Games

    92 the larches, Palmers Green