Rain/বৃষ্টি

Rain/বৃষ্টি # সত্য সন্ধানে বিশ্বময় #

গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য।
14/12/2024

গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য।

প্রধান উপদেষ্টার ডাকে সারা দিয়ে জাতীয় ঐক্যমতের সভায় সব পক্ষ।
04/12/2024

প্রধান উপদেষ্টার ডাকে সারা দিয়ে জাতীয় ঐক্যমতের সভায় সব পক্ষ।

02/12/2024

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে ভারতের হামলা।

19/11/2024

যুক্তরাজ্যে লুটনে ভারী তুষারপাত।

19/11/2024

২০১ গম্বুজ মসজিদ

17/11/2024

লন্ডনে গণসংবর্ধনা আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান

10/11/2024

আল্লাহর সৃষ্টি কত সুন্দর , সুবহানআল্লাহ

নিজের টাকায় যখন বিরিয়ানি কিনে খান তখন প্লেট চেটে চেটে খান। আইসক্রিম কিনলে তার লাঠিটা পর্যন্ত চুষে খান। কিন্তু একজন বাবা ...
06/11/2024

নিজের টাকায় যখন বিরিয়ানি কিনে খান তখন প্লেট চেটে চেটে খান। আইসক্রিম কিনলে তার লাঠিটা পর্যন্ত চুষে খান। কিন্তু একজন বাবা যখন সারা জীবনের কষ্টে উপার্জিত টাকা খরচ করে মেয়ের বিয়েতে আপনার ভালো ভালো খাবারের আয়োজন করেন তখন এভাবেই অপচয় করেন! এটাই কি আপনার ইনসাফ...

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক সম্মেলন সম্পন্ন 2024। সভাপতি :মোবারক আলী সাধারণ সম্পাদক :আতাউর রহমান চৌধুর...
05/11/2024

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক সম্মেলন সম্পন্ন 2024।
সভাপতি :মোবারক আলী
সাধারণ সম্পাদক :আতাউর রহমান চৌধুরী,
কোষাধক্ষ্য :আকমল হোসেন .
সাংগঠনিক সম্পাদক :সেরন মিয়া .
সমাজকল্যাণ সম্পাদক :আমির হোসেন।

01/11/2024

মেজর সৈয়দ জিয়াউল হক এর বিষয়ে কথা বলছেন উনার শিক্ষক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমদ (অব:)

30/10/2024

আল্লাহ্ ছাড়া সাহায্য কারী কেউ নেই। আমরা সবাই দোয়া করি আল্লাহ্ সাহায্য করুন।কি নিষ্পাপ চাহুনি।আল্লাহ্ আপনি সব কিছুর মালিক।

24/10/2024

১৯৪৭ দেশভাগের বেদনাদায়ক কিছু স্মৃতি

22/10/2024

হতে পারেন আপনি অনেক বুদ্ধিমান.......কিন্তু ওটা সব জায়গাতে না.........

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নতুন খতিব খতিব নিযুক্ত হয়েছেন ইসলামি আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালে...
18/10/2024

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নতুন খতিব খতিব নিযুক্ত হয়েছেন ইসলামি আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেক। হাদিসশাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি বাংলাদেশসহ পুরো মুসলিম বিশ্বে সুপরিচিত।

তিনি আব্দুর রশীদ নোমানীর কাছে তিন বছর উচ্চতর হাদিসশাস্ত্র এবং আলেম তাকি উসমানির কাছে দুই বছর ফিকহশাস্ত্র অধ্যয়ন করেছেন। পরবর্তীতে সৌদি আরবে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহর সাথে আড়াই বছর হাদিসশাস্ত্রে গবেষণামূলক কাজ করেন।

১৯৯৮ সালে তার রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ প্রকাশিত হয়, যা বিভিন্ন দেশে পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তিনি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার সহপ্রতিষ্ঠাতা, বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষাসচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধান। এই প্রতিষ্ঠানের মুখপত্র হিসেবে ২০০৫ সালে তার তত্ত্বাবধানে মাসিক আল কাউসার প্রকাশিত হয়। ২০১২ সালে তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য মনোনীত হন। এছাড়াও তিনি ভারতের ইসলামি ফিকহ একাডেমির সদস্য।

জন্ম
মুফতি আবদুল মালেক ১৯৬৯ সালের ২৯ আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাশপুরে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার বাবা শামসুল হক একজন আলেম ছিলেন।

শিক্ষাজীবন

পরিবারে কুরআন ও প্রাথমিক শিক্ষা অর্জনের পর তিনি চাঁদপুরের খিড়িহারা কওমি মাদ্রাসায় মিশকাত জামাত পর্যন্ত অধ্যয়ন করেন। ১৯৮৮ সালে তিনি পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়ায় দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। এরপর তিনি এই মাদ্রাসার উচ্চতর হাদিস বিভাগে ভর্তি হয়ে তিন বছর আব্দুর রশীদ নোমানীর তত্ত্বাবধানে হাদিস অধ্যয়ন করেন। ১৯৯২ সালে তিনি দারুল উলুম করাচিতে ভর্তি হয়ে দুই বছর তাকি উসমানির তত্ত্বাবধানে উচ্চতর ফিকহ ও ফতোয়া অধ্যয়ন করেন। ১৯৯৫ সালে তিনি সৌদি আরব গমন করে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহর তত্ত্বাবধানে ১৯৯৭ সাল পর্যন্ত প্রায় আড়াই বছর হাদিসশাস্ত্রসহ অন্যান্য গবেষণামূলক কাজের গবেষণা সহযোগী হিসেবে কাজ করেন।

কর্মজীবন
১৯৯৬ সালে তিনি সহ আরও কয়েকজন আলেম ঢাকায় উচ্চতর ইসলামি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষাসচিব ও উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া ঢাকার শায়খুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করছেন।

কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ২০১২ সালে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠিত হলে তিনি এর সদস্য মনোনীত হন। ২০১৯ সালে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা উপকমিটির প্রধান মনোনীত হন।

সাহিত্য ও গবেষণাকর্ম

২০০৫ সালে মুফতি আব্দুল মালেকের তত্ত্বাবধানে মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার মুখপত্র হিসেবে মাসিক আলকাউসার প্রকাশিত হয়। এ পত্রিকায় ইসলাম ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার লেখা প্রকাশিত হয়। আরবি ও বাংলায় তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে:

• আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ• উম্মাহর ঐক্য পথ ও পন্থা • আল ওয়াজিজ ফি শাইয়ি মিন মুসত্বলাহিল হাদিসিশ শরিফ • মুহাদারাত ফি উলুমুল হাদিস• ইনায়াতুর রহমান ফি আদাদি আয় আল কুরআন • তাসাওউফ তত্ত্ব ও বিশ্লেষণ • তালিবানে ইলম পথ ও পাথেয় • ঈমান সবার আগে • প্রচলিত ভুল • তাবলীগ জামাত: বর্তমান পরিস্থিতি ও উত্তরণের উপায়, ইত্যাদি।

বিশ্বখ্যাত আলেমদের স্বীকৃতি

মাওলানা আব্দুল মালেক শুধু বাংলাদেশেই বরেণ্য নন, তার পরিচয় ও খ্যাতি ছড়িয়ে পড়েছে পুরো মুসলিম বিশ্বেই। ভারত, পাকিস্তান, ও আরবের অনেক প্রখ্যাত আলেম তার যোগ্যতার স্বীকৃতি দিয়েছেন, তার প্রশংসা করেছেন। সিরিয়ার প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আওয়ামা (রহ.) মাওলানা আব্দুল মালেককে ‘মুহাক্কিক আলেম’ হিসেবে উল্লেখ করেছেন। সিরিয়ার আরেকজন প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহ.) তার সম্পর্কে বলেন, তিনি দাবি করেন, আমার কাছ থেকে তিনি উপকৃত হয়েছেন। অথচ আমি দেখি তার থেকে আমিই অনেক উপকৃত হয়েছি। সে তার অনেক উস্তাদের থেকেও এগিয়ে যাবে। সেই উস্তাদদের মধ্যে আমি হব প্রথমজন।

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদ আহমদ পালনপুরী (রহ.) তার কিতাব ‘আল-মাদখাল’ সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেন, আল্লাহর বিশেষ তওফিকপ্রাপ্ত ও ইলমব্যস্ত এই উস্তাদ ও শায়খের কিতাব আমাকে বিমোহিত ও বিস্মিত করেছে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে জামিয়া হাটহাজারির প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফী (রহ.) ও জামিয়া মাদানিয়া বারিধারার প্রয়াত মুহতামিম নুর হুসাইন কাসেমীও (রহ.) তাকে ‘বাংলাদেশের গৌরব ও সৌভাগ্য’ হিসেবে উল্লেখ করেছেন।

জুলাইয়ে পুলিশ কর্মকর্তার ছুবলে এক ছাত্রের এই অবস্থা।
10/10/2024

জুলাইয়ে পুলিশ কর্মকর্তার ছুবলে এক ছাত্রের এই অবস্থা।

26/09/2024

চ্যারিটি অর্গানাইজেশন (Greater Sylhet Welfare Association Luton Beds UK)মানবতার সেবায় রেখে যাচ্ছে অসাধারণ অবদান।

24/09/2024

ব্রেক্সিট হওয়ার পরে ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট নিয়ে এখনো কি ব্রিটেনে বসবাস করা যাবে?Md Parvaje Bhuiyan,Legal advisor,Saint Martin solicitors London।

 #আওয়ামিলীগ নেতা এম,এ মান্নান গ্রেফতারের প্রতিবাদ # রেইন মিডিয়া : সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব, এম এ মান্নান সাহেব কে গ্...
21/09/2024

#আওয়ামিলীগ নেতা এম,এ মান্নান গ্রেফতারের প্রতিবাদ #

রেইন মিডিয়া : সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব, এম এ মান্নান সাহেব কে গ্রেফতারের প্রতিবাদে,সুনামগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে দল মত নির্বিশেষে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা, উক্ত সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা জনাব দবির আহমদ, পরিচালনা করেন এস এম জুয়েল আহমেদ, উক্ত সভায় বক্তব্য রাখেন মাছুম খান,আবু তালেব, আব্দুল আলিম সহ প্রমুখ , সকলের একটি দাবী এম এ মান্নান একজন ভালো মানুষ তিনি সুনামগঞ্জ জেলার মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন করেছেন, উনার উপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি চাই, অবিলম্বে মুক্তি দিতে হবে।

Address

London

Telephone

+447424951944

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rain/বৃষ্টি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rain/বৃষ্টি:

Videos

Share

Category