Mustak Ahmed

Mustak Ahmed মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য Wait and Watch 😀

আচ্ছা বুঝলাম 🤣
29/04/2024

আচ্ছা বুঝলাম 🤣

28/04/2024

পহেলা বৈশাখ উপলক্ষে স্কটল্যান্ডে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান

Nowadays, My Newsfeed
21/03/2024

Nowadays, My Newsfeed

Don't die before your death Learn to fight alone 🖤
19/02/2024

Don't die before your death
Learn to fight alone 🖤

23/11/2023

সুন্দরী চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে...

#বাংলাগান #মনে_পড়ে #সিলেটি #সুন্দরী_চলেছে

আমাদের সন্তান, ভাই, বোনকে কী এজন্য স্কুলে পাঠানো হয়?আমাদের স্কুলে ক্লাস বন্ধ রেখে এখন 'ফেয়ার অ্যান্ড লাভলি'র গুণাগুণ প...
30/08/2023

আমাদের সন্তান, ভাই, বোনকে কী এজন্য স্কুলে পাঠানো হয়?

আমাদের স্কুলে ক্লাস বন্ধ রেখে এখন 'ফেয়ার অ্যান্ড লাভলি'র গুণাগুণ পড়ানো হচ্ছে! গত সোমবার শরীয়তপুরের ডামুড্যা উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় ডামুড্যা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে অষ্টম, নবম ও দশম শ্রেণির ক্লাস বন্ধ রেখে প্রায় ২ ঘণ্টা ধরে বিজ্ঞাপন পড়ানো হয়। এসময় ইউনিলিভারের ফেইস ওয়াশ, ক্রিম ও সাবানের উপকারিতা ও গুণাগুণ দেখানো হয়।

সেখানে সাংবাদিকরা উপস্থিত হলে ইউনিলিভারের কর্মীরা জানিয়েছেন, তারা এমন প্রোগ্রাম নাকি প্রায়ই করেন। কী সাংঘাতিক কথা! কী ভয়ঙ্কর কথা!! আমরা কোন দেশে বসবাস করছি?

আমার মনে হয়, এটা নিয়ে দেশে তুমুল হইচই হওয়া দরকার ছিল। স্কুলে যারা এগুলো করতে অনুমতি দিয়েছে তাদের প্রত্যেকের চাকরি যাওয়া উচিত্‌। ইউনিলিভারকে আইনের আওতায় আনা উচিত্‌।

29/08/2023

Try to not laugh🤣

29/08/2023

সাহস কতো 😎🤣

28/08/2023

এদের ভাষা বুঝিনা, কিন্তু এই ভিডিওটি দেখার পর কেনো জানিনা মনটা খুব খারাপ হয়ে গেলো।😓

এই দুনিয়ায় কেউ খেতে পায়না আবার কেউ খাবার অপচয় করে। 🙂

আলহামদুলিল্লাহ!  ছুম্মা আলহামদুলিল্লাহ! নিউইয়র্কে অফিসিয়ালি সকল মসজিদে মাইকে আজান দেওয়ার অনুমতি পেল।
26/08/2023

আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ!

নিউইয়র্কে অফিসিয়ালি সকল মসজিদে মাইকে আজান দেওয়ার অনুমতি পেল।

ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করে লাভ নেই। আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হবে।মিশরের রাজপুত্র রূপে বেড়ে উঠা যুবক কি পরিকল্পনা...
25/08/2023

ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করে লাভ নেই। আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হবে।

মিশরের রাজপুত্র রূপে বেড়ে উঠা যুবক কি পরিকল্পনা করেছিলেন তিনি ভেড়া চরাবেন? অথচ আল্লাহ তাকে মেষপালকই বানিয়ে দিলেন।

দরিদ্র মেষপালক হিসেবে সুন্দর সংসার করছিলেন - কিন্তু আল্লাহ একদিন ডেকে বললেন ফেরাউনের কাছে গিয়ে বল দাসদের মুক্ত করে দিতে।

মনে মনে তিনি চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ বললেন চিন্তা করো না মুসা। আমি আছি সাথে। তারপর থেকে তিনি আর চিন্তা করেন নি। মুসা আ. এর কথা কোরানে এতবার এতভাবে এসেছে যে আর কোন নবী রাসূলের কথা এমন আসেনি। ওনার সারাটা জীবন ছিল উত্থান পতনের।

যেদিন আল্লাহ তাঁকে বললেন রাতের অন্ধকারে দাসদের নিয়ে পালিয়ে যাও। সেই কথা অনুযায়ী পালানোর পরদিন সবাই দেখল ফেরাউন চলে এসেছে। সমানে সাগর পিছে ফেরাউন। সবাই মুসা আ. এর দিকে তাকিয়ে রইল। তাঁকেই দোষ দিতে লাগলো!

নবীর অবস্থা তখন চিন্তা করেন। যেখানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন উদ্ধারের সেখানে এ কি অবস্থা। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও তিনি শান্ত থাকলেন। হতাশ হয়ে বললেন না "আল্লাহ আপনি রক্ষা করার কথা বলে এ কেমন বিপদে ফেললেন।অস্থির জাতির স্থির প্রতিনিধিকে আল্লাহ তখন বললেন - মুসা, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত কর। সাগর দুই ভাগ হয়ে গেল। আল্লাহ তাদেরকে সেই যাত্রায় বাঁচিয়ে দিলেন।

এবার ভাবুনতো, একজন নিষ্পাপ নবীকে যদি আল্লাহ এত উত্থান পতনের মধ্যে দিয়ে পার করাতে পারেন, আপনাকে আমাকে কেন করবে না? তাই জীবন নিয়ে সব দুশ্চিন্তা ছেড়ে দিন। পরিকল্পনা করার জন্য তিনিই যথেষ্ঠ।

মোহাইমিন পাটোয়ারী।

24/08/2023

বাচ্ছাদের দুষ্টুমি কার না ভালো লাগে৷ 🤣🤣

এক কানাডা প্রবাসী বাংলাদেশি আটাশ বছর বয়সে এসে বিয়ে করবেন বলে দেশে আসলেন। বাবা-মা হুলুস্থুল হয়ে মেয়ে খুজছে, মেয়ে হতে হবে ...
24/08/2023

এক কানাডা প্রবাসী বাংলাদেশি আটাশ বছর বয়সে এসে বিয়ে করবেন বলে দেশে আসলেন। বাবা-মা হুলুস্থুল হয়ে মেয়ে খুজছে, মেয়ে হতে হবে বাঙালি, লম্বায় পাচ ফুট তিন থেকে পাচ ইঞ্চি। এর কম না, বেশি না। রঙ ফর্সা কিংবা উজ্জ্বল শ্যামলা, উচ্চ বংশ, পড়ালিখা অনার্স পাশ।
ষোল আনা চাই পরিবারের
তিন মাসের বাংলাদেশ ভ্রমণ, এক মাসের মাথায় মেয়ে ঠিকঠাক। ষোল আনা পেয়েছিল কিনা জানিনা, তবে ছেলের জ্বলজ্বল করা চোখ দেখে মনে হল যা চেয়েছে তার চেয়ে বেশি গুণবতী মেয়ে। আমি আগ্রহ নিয়ে দাওয়াত পাওয়ার অপেক্ষ্যা করছিলাম। দাওয়াতের উদ্দেশ্য মুরগীর রোস্ট চাবানোর জন্য না,
ষোল আনা পারফেক্ট মেয়েটাকে দেখা
কথা অনেক এগিয়েছে শুনেছিলাম, তবু কেন জানি ছেলেটা পরিবার নিয়ে কানাডায় ফিরে গেল। আমার আর মেয়েটাকে দেখা হল না। নিশ্চয় কানাডায় বড় হওয়া ছেলেটা মেম সাহেব নিয়ে জীবন কাটানোর চিন্তা করেছে।
তিনমাস পর ছেলের বাবা ফিরে এল। গ্রামের বাড়ি, জায়গা জমি কি ছিল তার আবছা মনে আছে। সেই আবছা মন নিয়ে সব বিক্রি করলেন অল্প সময়ে। সব সম্পদ ক্যাশ করে যেদিন ফিরে যাবেন, সেদিন এয়ারপোর্ট এ দেখা।
মানুষটা বুড়ো হয়ে গেছে কম সময়ে। এই বয়সে দরকার ছিল দেশে এসে ছোটবেলার বন্ধুদের সাথে চা দোকানে আড্ডা দেয়া, ডায়াবেটিক নিয়ে বউয়ের ভয়ে লুকিয়ে সন্দেশ খাওয়া, প্রতি ওয়াক্ত নামাজ শেষে দেশ কিভাবে ধংস হচ্ছে এসব আলোচনা করা। এসব না করে যাচ্ছে কানাডায় কানটুপি পড়ে পার্কের টুলে বসে থাকতে।
ভবিষ্যৎ প্ল্যানিংটাই ভুল।
বিমানের জন্য অপেক্ষ্যা করছেন দেখে জিজ্ঞেস করলাম সব সম্পদ বিক্রি করে চলে যাচ্ছেন, দেশে ফিরবেন না আর? ছেলের বিয়ে হল?
উত্তর পাইনি, অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছেন। তার বিমানের ঘোষণা চলছে এয়ারপোর্ট এ। আমি উঠে দাঁড়ালাম। সালাম দিয়ে আসার সময় মানুষটা আমার হাত ধরে রাখল।
"আমার ছেলে মারা যাচ্ছে বাবা। দেশে আসার পর বিয়ে ঠিকঠাক, হুট করে ছেলের পেটে যন্ত্রনার কারনে ডাক্তার দেখালাম। ছেলে যন্ত্রনায় কু কু আওয়াজ করত। দুইদিনের মাথায় জানা গেল ছেলের ক্যান্সার। বাচবে সর্বোচ্চ এক বছর। কানাডায় নিয়ে গেলাম উন্নত চিকিৎসা করাব। সেই সুযোগ নেই,
কঠিন রোগ শরীরে লুকিয়ে ছিল।
এখন দামী ওষুধ, দামী হাসপাতাল দিয়ে যতদিন বেচে থাকে। সব বিক্রি করে নিয়ে যাচ্ছি। আমার ছেলের জন্য দোয়া কর বাবা, আলৌকিক কিছু যেন হয়।"
মানুষটার বিমান ছেড়ে দিবে, লম্বা পা ফেলে চলে যাচ্ছেন। চোখে পানি নেই, হয়ত সব পানি শুকিয়ে গেছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিলাম, কিছুই বলার ছিল না।
ছেলেটা এক মাসের মধ্যে মা/ রা গেল। আলৌকিক কিছু বাঁচাতে আসেনি। আমি যেদিন তার মৃ/ত্যু/ র খবর শুনেছি সেরাতে অফিস থেকে ফিরে তার ফেসবুক দেখলাম। মৃ/ত্যু/ র দুদিন আগে তার শেষ স্ট্যাটাস ছিল দুই লাইনের একটা শত কোটি টাকার দামী বাক্য;
"যদি তোমার একটা সুস্থ শরীর থাকে, তবে,
খোদার কাছে আর কোন বিষয়ে অভিযোগ কর না"।

লেখাঃ সাখাওয়াত সাব্বির

আমাদের বাজপাখি 🕶️
20/08/2023

আমাদের বাজপাখি 🕶️

20/08/2023

লন্ডনে মদ খেয়ে টাল হয়ে দেখুন কিভাবে মা*রামারি করে। 🤣🤣

      ভেতরে পঞ্জি স্কিম আর ওপরে ফরেক্স পোর্টাল বানিয়ে তারা বাগিয়ে নিচ্ছে লাখো মানুষের কষ্টার্জিত মূলধন। এগুলো তো এমনিতেই...
08/08/2023





ভেতরে পঞ্জি স্কিম আর ওপরে ফরেক্স পোর্টাল বানিয়ে তারা বাগিয়ে নিচ্ছে লাখো মানুষের কষ্টার্জিত মূলধন। এগুলো তো এমনিতেই বিনিয়োগের উপযুক্ত না। একজনের টাকা থেকে অন্যজনকে দিয়ে সিস্টেম টিকিয়ে রাখে। এরপর একদিন গা ঢাকা দেয়।

এর চেয়েও বড় প্রতারণা দেখুন:

১. তারা বলে যে তারা অনেক বছর ধরে ব্যবসা করছে। কিন্তু এখানে দেখুন, তারা কানাডার অন্টারিওতে ইনকরপোরেট করেছে কেবল ২০২১ এর ডিসেম্বরে, ২০২২ এর জানুয়ারিতে Money Services Business (MSB) লাইসেন্স পেয়েছে।

দেখুন: https://www10.fintrac-canafe.gc.ca/msb-esm/public/detailed-information/msb-details/7b226d73624f72674e756d626572223a3136363732322c227072696d617279536561726368223a7b226f72674e616d65223a224d6574617665727365222c2273656172636854797065223a317d7d/

২. তারা সবসময় কানাডার লাইসেন্সের কথা বলে। অথচ কানাডার অন্টারিও সিকিউরিটিস কমিশন জুলাই ৬, ২০২৩ (১ মাস আগে) তাদের বিরুদ্ধে ইনভেস্টর এলার্ট ইস্যু করে লিখেছে:

Metaverse Foreign Exchange Group Inc., found at www.mfte.ca, is not registered in Ontario to engage in the business of trading in securities.

অর্থাৎ, mtfe.ca সাইটে পরিচালিত প্রতিষ্ঠানটি অন্টারিওতে সিকিউরিটিস ট্রেডিং এর জন্য নিবন্ধিত নয়।

দেখুন: https://www.securities-administrators.ca/investor-alerts/metaverse-foreign-exchange-group-inc/

কানাডায় ক্রিপ্টো স্ক‍্যাম নতুন না, এ বিষয়ে প্রায়সই কানাডা সরকার মানুষকে সতর্ক করে। ২০২২ এ রিপোর্টেড ফ্রডের পরিমাণ ৩০৮ মিলিয়ন কানাডিয়ান ডলার, যা প্রায় ২৫০০ কোটি টাকা। গত মার্চে কানাডা সরকারের মূল ওয়েবসাইটে দেয়া ওয়ার্নিং দেখুন: https://www.canada.ca/en/competition-bureau/news/2023/03/quick-easy-money-sometimes-its-a-quick-easy-lie.html (এই লিংকে সরকারের পক্ষ থেকে প্রতারণা থেকে বাঁচতে কিছু টিপস দেয়া হয়েছে, স্ক্রিনশট সংযুক্ত করা হলো)

যে প্রতিষ্ঠান একেবারে বেসিক বিষয়েই প্রতারণার আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে রেগুলেটরি এলার্টও ইস্যু করা হয়, তার সঙ্গে লেনদেন করবেন কিনা তা ভেবে দেখুন। আর হ‍্যাঁ, শরীয়াহ কখনো এমন প্রতারণামূলক বিনিয়োগ সমর্থন করে না।

®

আগে এবং পরে 😲
03/08/2023

আগে এবং পরে 😲

02/08/2023

কাকা অন ফায়ার 🤣

এক ভদ্র মহিলা একটি মাংস ডিস্ট্রিবিউশন কারখানায় কাজ করতেন। একদিন রুটিন কাজ শেষে তিনি ফ্রীজার রুমে গেলেন কিছু পরীক্ষা করতে...
01/08/2023

এক ভদ্র মহিলা একটি মাংস ডিস্ট্রিবিউশন কারখানায় কাজ করতেন। একদিন রুটিন কাজ শেষে তিনি ফ্রীজার রুমে গেলেন কিছু পরীক্ষা করতে, কিন্তুু দূর্ভাগ্যবশত রুমের দরজাটি ভিতর থেকে আপনা আপনি বন্ধ হয়ে গেলো।

তিনি চিৎকার করে, সমস্ত শক্তি দিয়ে দরজায় শব্দ করতে লাগলেন, কিন্তুু কেউ তাঁর ডাকে সাড়া দিলেন না কারণ সব কর্মচারী চলে গেছেন। তাছাড়া ফ্রীজার রুমের ভিতর থেকে বাহিরে শব্দ শোনানো অসম্ভবই বটে। ৫ ঘন্টা পর তিনি যখন মৃত্যুর মুখোমুখি,ঠিক তখনই কারখানার নিরাপত্তা রক্ষী দরজা খুলে দিলেন, কাকতালীয়ভাবে সেদিন ভদ্র মহিলা প্রাণে বেঁচে যান।

পরবর্তীতে ভদ্র মহিলা যখন নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞেস করলো সে কিভাবে এখানে আসলো, কেনো দরজা খুললো, এটাতো তাঁর রুটিন কাজ ছিলো না, তখন সে উত্তরে বললো আমি এই কারখানায় ৩৫ বছর যাবত কাজ করছি, এখানে ১০০ জনেরও বেশি শ্রমিক কাজ করে কিন্তুু অনেকের মধ্যে আপনিই একজন যিনি প্রতিদিন আমাকে সকালে শুভেচ্ছা জানাতেন আর বিকেলে বিদায় জানাতেন।

অনেকের কাছে আমি কিছুই না, একজন নিরাপত্তা রক্ষী ব্যতীত। যাই হোক, অন্যান্য দিনের মতো আপনি আজকে কাজে যোগদানের সময় যথারীতি স্বাভাবিক সৌজন্যতা স্বরুপ আমাকে ‘হ্যালো’ বলে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তুু কৌতুহল বশতঃ খেয়াল করলাম প্রতিদিনের মতো কাজ শেষে যাওয়ার সময় ‘বাই, সি ইউ টুমোরো’ বলেননি। আমি আপনার এই মূল্যায়নটাকে সম্মান করি, কারন এই শব্দ গুলো আমাকে মনে করিয়ে দেয় যে, নিরাপত্তা রক্ষী হলেও আমিও একজন মানুষ।

তাই সিদ্ধান্ত নিলাম কারখানাটা সার্চ করবো, আমার মন বলছে আপনার কোন একটা বিপদ হয়েছে বা হতে পারে এবং এভাবেই কারখানা বিভিন্ন জায়গায় সার্চ করতে থাকি।

শিক্ষা:
আমাদের প্রত্যেককে আমাদের আশে পাশের মানুষ গুলোর প্রতি বিনয়ী হওয়া উচিত, সম্মান করা উচিত, কারণ আমরা জানি না আগামীকাল কি ঘটবে আমাদের জীবনে, কাকে প্রয়োজন হবে বিপদের দিনে আমাদের পাশে।

Collected

বৃহস্পতিবার ইসলাম গ্রহণ, শুক্রবারে মৃত্যু আর শনিবারে দাফন।ইংল্যান্ডের Birmingham এলাকার বাসিন্দা Anthony Wainwright কাজ ...
01/08/2023

বৃহস্পতিবার ইসলাম গ্রহণ, শুক্রবারে মৃত্যু আর শনিবারে দাফন।

ইংল্যান্ডের Birmingham এলাকার বাসিন্দা Anthony Wainwright কাজ করেন একটি সুপার স্টোরে। হঠাৎই ক্যান্সার ধরা পড়ে। তা ও Stage 4 . আশেপাশে উনার আত্মীয় স্বজন না থাকায় কাজের কলিগদের বলেন উনি চান না তার মৃত্যুর পর তার লাশ church এ নিয়ে গিয়ে দাফন কাজ সমাধা করা হোক। তিনি চান তার মৃত্যুর পর তাঁর দাফন যেন Green lane masjid এ করা হয়।তখনও তিনি অমুসলিম। কলিগদের অনেকেই মুসলিম হওয়ায় তাকে ইসলামের দাওয়াত দিলে তিনি গত বৃহস্পতিবার বিকেলে ইসলাম গ্রহণ করেন এবং 24 ঘন্টার ভিতর গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত শনিবার তার ইচ্ছা অনুযায়ী Green lane masjid এ জানাযার সালাত আদায় করা হয়। তাকদীর সম্পর্কে রাসূল ( স:) এর হাদীসের বাস্তব প্রমাণ Anthony Wainwright. আল্লাহ সুবহানাতাআলা Anthony Wainwright কে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন

🤣
31/07/2023

🤣

মেয়েরা সোস্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার থেকে বিরত থাকুননাম মেনশন করছিনা বিভিন্ন bot আছে যাএতটাই পাওয়ার ফুল আপনি বুঝতে পার...
30/07/2023

মেয়েরা সোস্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার থেকে বিরত থাকুন
নাম মেনশন করছিনা বিভিন্ন bot আছে যা
এতটাই পাওয়ার ফুল আপনি বুঝতে পারবেন না
এতটা নিখুঁত ভাবে ড্রেস রিমুভ করে Nudity & Bikini বানিয়ে দেয়৷
যা আপনার পরিবার এবং আপনার জন্য মারাত্মক ভয়ংকর
বোঝার সুবিধার্থে জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিছি৷

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নাম 'মুহাম্মদ'।
30/07/2023

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নাম 'মুহাম্মদ'।

29/07/2023
সকালে বিয়ে হয়েছেসন্ধ্যায় শশুর মাথা ফাটায় দিছে! #অপরাধ: শশুরের সামনে বিড়ি ধরাইছিলো😬৪টা সেলাই দিয়ে বাসর রাতের জন্য পেশেন্ট...
29/07/2023

সকালে বিয়ে হয়েছে
সন্ধ্যায় শশুর মাথা ফাটায় দিছে!

#অপরাধ: শশুরের সামনে বিড়ি ধরাইছিলো😬

৪টা সেলাই দিয়ে বাসর রাতের জন্য পেশেন্টকে রেডি করে দিলাম!!

#রোগীর_ভাষ্য:
শশুর আমার খালু!
আগেও একসাথে বিড়ি খাইছি!!
বিয়ের পরেই খালু শশুর হয়ে গেছে!!!🫡

আপনি কি জানেন তালায় এই ছোট্ট ছিদ্র কেন থাকে ?১৫০০ বছর আগে তুরষ্কের রাজা বিয়ে করার জন্য মেয়ে খুঁজছিলেন। রাজার আদেশে রা...
28/07/2023

আপনি কি জানেন তালায় এই ছোট্ট ছিদ্র কেন থাকে ?
১৫০০ বছর আগে তুরষ্কের রাজা বিয়ে করার জন্য মেয়ে খুঁজছিলেন। রাজার আদেশে রাজ্যের ২০ টি সুন্দরী মেয়েকে উপস্থিত করা হয়, রাজা সবাইকে একটি করে বীজ দিলেন এবং বললেন, যে মেয়েটি ০৬ মাস পর এই বীজ থেকে গোলাপ ফুল ফুটাতে পারবে আমি তাকে বিয়ে করবো

ছয় মাস পর সব মেয়েরা এলো, সবার হাতে একটা করে গোলাপ, কারো হাতে লাল, কারো হলুদ, কারো হাতে সাদা। শুধু একটি মেয়ের হাতে গোলাপ ফুল ছিল না।

রাজা তাকে জিজ্ঞেস করলো তোমার গোলাপ কোথায় ?
মেয়েটি উত্তর দিল, রাজামশাই আপনি যে বীজটি দিয়েছিলেন তা গোলাপের বীজ ছিল না।
তার সততায় খুশি হয়ে রাজা তাকে বিয়ে করেন।

আর তালায় এই ছোট্ট ছিদ্রটি কেন থাকে সেটা আমারও জানা নাই :)

একটি মুরগিকে কিভাবে বোকা বানানো যায় দেখুন। 🤣
27/07/2023

একটি মুরগিকে কিভাবে বোকা বানানো যায় দেখুন। 🤣

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Mustak Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mustak Ahmed:

Videos

Share

Category

  • 457Games

    457Games

    92 the larches, Palmers Green


You may also like