Sristy Roy

Sristy Roy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sristy Roy, Media/News Company, London.

23/01/2025
10/12/2024

মজা পেলাম 😂😂

আমরা 90's এর কিড যারা, তারা কপাল করে বাপ মা পাইছিলাম মা শা আল্লাহ।

যারা কিনা পোলাপানের লাইফের থেকেও তরকারি পুড়ে যাওয়াকে বেশি ইম্পর্ট্যান্ট মনে করতো 🥱🥱।

ছেলে মেয়ের মুড সুইং এর একমাত্র সমাধান ছিল তাদের কাছে বিছানা ঝারা শলা বারি 🙄🙄।

আর "মাই লাইফ, মাই রুলস" এর প্রতিউত্তরে তারা বলতো- "তোর গাল, আমার জুতা" 🤦‍♀️🤦‍♀️।

তাদের কাছে একমাত্র সার্বক্ষণিক কোমল অস্ত্র বলতে থাকতো গাল মুচড়ানি। যেটা তারা যেখানে সেখানে, যত্রতত্র ভাবে প্রয়োগ করতো 😷😷।

যাদের কাছে পোলাপানের এক্সাম, রেজাল্ট, মার্কশীট, ক্লাস এটেন্ডেন্স এসব নিয়া কোন টেনশন ছিল না, শুধুই টেনশন ছিল চিল্লায় পড়লে রান্নাঘর থেকে পড়া শোনা যাবে কিনা 🤷‍♀️🤷‍♀️।

তারা এতোটাই সহজ সরল ছিল যে, তাদের পোলাপান বাহিরে গিয়ে কারো হাতে মাইর খেয়ে আসলে তারা আবার মাইর দিতো। যেন নেক্সট টাইম ওখানে আর না যাই 😄😄।

তাদের ছেলে মেয়ের নামে কেউ বিচার দিলে তারা আগে একচোট মাইর দিয়ে তারপর জিজ্ঞেস করতো ঘটনা সত্য কিনা। যদি ঘটনা মিথ্যা হইতো তাহলে কান্না থামানোর জন্য আবার একচোট মাইর দিতো 😂😂😂।

আমরা 90's কিড, আমাদের টিফিনের টাকা জমায় আবেগ কেনার সুযোগ থাকত না, কারন আমাদেরকে টিফিন বাবদ রুটি-আলু ভাজি ব্যাগের ভিতর দিয়ে দেয়া হইতো 🫣🫣।

এখন যেমন বাচ্চারা ভ্যাকেশনে কক্সবাজার, সিলেট বা দেশের বাহিরে যায়, আমরাও যাইতাম। বাট ডেস্টিনেশন সবসময়ই সেম, মামার বাড়ি দাদার বাড়ি 🥱🥱।

আমরা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এসব শব্দ জানতামই না স্যান্ডেলের বারির ভয়ে।

আমরা মুখে যতোই বলতাম আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই, আসলে আমরা ওসব কিছুই হতে চাইতাম না। আমরা শুধু বড় হইতে চাইতাম, আব্বা আম্মার সমান বড়। ঠিক যতোটা বড় হলে আর কারো মাইর না খাওয়া লাগে।

Collected

04/12/2024

একটা পুরো জেনারেশন নিঃশ্বাস বন্ধ করেও ভালো আছি বলতে শিখে গেছে, একটার পর একটা মানসিক আঘাতেও ঠোঁটের কোণে হাসিটুকু ধরে রাখতে শিখে গেছে। স্বপ্ন ভাঙার ব্যাথা লুকিয়েও চিল করতে শিখে গেছে।

হ্যা এই জেনারেশনটা খুব অল্প বয়সেই অনেকটা বড়ো হতে শিখে গেছে।

এই জেনারেশনের মানুষগুলো জানে না আদেও আজ দুপুরে যে সাথে আছে, সে কাল ভোরে থাকবে কিনা, তবুও ওই মুহূর্তটিকে জাপটে ধরে বাঁচার এক অনবদ্য চেষ্টায় ব্যস্ত হতে শিখে গেছে। এখানের প্রতিটা মানুষ একটু আদর পেলেই গলে গিয়েও মস্ত অনাদরেও নিজেকে সামলে রাখতে শিখে গেছে ।

খুব গাঢ় দুঃখে চোখে এক পশলা বৃষ্টি এলেও আবার কাজল লেপ্টে নিজেকে সাজিয়ে নিতে শিখে গেছে মানুষগুলো। বুকের এক আকাশ মেঘ দিব্যি স্কুল,কলেজ,অফিসের ব্যাগের নিচে চাপা পড়ে গেছে। কেউ কেউ বর্তমান নিয়ে এগোচ্ছে, কেউ কেউ আবার অতীতের ঢেঁকুর নিয়ে এগোচ্ছে, কিন্তু কেউ থেমে নেই, জীবন যতোই একরাশ খারাপ বাতাস এনে দিক তবুও মানুষগুলো একমুখ হাসি নিয়ে স্ট্রেস ফ্রি ছবিটা ফেসবুকে আপলোড করবে, দু চারটে কমেন্ট পড়ে চিল করবে। মিম দেখে হাসবে, সারাদিন ফোনে মুখ গুঁজে পড়ে থাকার জন্য গাল খেয়েও গন্ডারের মতো চামড়া নিয়ে ফোন নিয়ে বসে থাকবে।

আসলে এই জেনারেশন টা দিনের পর দিন একটু একটু করে মরতে মরতেও বেচেঁ থাকার একটা অভিনয় করে যাচ্ছে, মানিয়ে নিতে নিতে স্বপ্নের খুন হতে দেখেও নির্বিকারে হেসে যাচ্ছে, ভেতরে গুমরে মরে গিয়েও ' ভালো আছি ' টা রিপ্রেজেন্ট করতে শিখে গেছে।

এইভাবে একটা উচ্ছনে যাওয়া জেনারেশন ভীষণভাবে ভালো আছে, এইভাবে একদল মৃত মানুষ প্রতিনিয়ত পিষে যেয়েও জীবিত হয়ে উঠছে শুধুমাত্র নিজেদের চেষ্টায়, এইভাবে ' তোদের দ্বারা কিচ্ছু হবেনা ' ট্যাগলাইন এর একটা জেনেরেশনের দ্বারা অনেক কিছুই হয়ে যাচ্ছে।

আর এই জেনারেশন নিয়ে আমরা গর্বিত।

26/11/2024
26/11/2024



OVO Arena Wembley

21/11/2024

Thank you for making me stronger, all of you will always be remembered🙏

New phone, New adventures to capture😊Ready to make memories with this little upgrade💖
06/11/2024

New phone, New adventures to capture😊
Ready to make memories with this little upgrade💖

03/11/2024

Value না দিলে আমিও আর same energy দেখাই না, সেইটা যেই হোক। আমার জীবনে priority অনেক বড় ভূমিকা রাখে। ১০১টা পথ চিনলেও আমি সবাইকে সব কিছু দেখাই না। মানুষের উপর ছোট ছোট investment করে দেখবেন, সেই investment হইতে পারে সময়, মেধা, সুযোগ, কায়িক শ্রম কিংবা ভরসা। Investment এর কিচ্ছু রিটার্ন দরকার নাই শুধু দেখবেন, সেইম spark টা কাজ করে কিনা। যদি না করে? সেই স্টেইজ কিংবা প্লাটফর্ম আপনার না।

Save your energy, Execute your plan B 💙

So accurate 🤣
28/10/2024

So accurate 🤣

সপ্তমী পূজা🔱
11/10/2024

সপ্তমী পূজা🔱

সবাইকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা…                   শুভ শারদীয়া 🙏
10/10/2024

সবাইকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা…
শুভ শারদীয়া 🙏

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sristy Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sristy Roy:

Videos

Share