Euro Bangla Channel

Euro Bangla Channel An online tv channel based on Bangladesh and Europe immigration and other important news.

08/06/2024

UK Student ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে কি?

10/04/2024
ঈদ মোবারক
10/04/2024

ঈদ মোবারক

ইউরো বাংলা চ্যানেল ডেস্ক: সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় শাহী ঈদগাহ ...
10/04/2024

ইউরো বাংলা চ্যানেল ডেস্ক:
সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতের ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হুরায়রা নোমান। নামাজের পূর্বে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।

সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় আঞ্জুমানে খেদমতে কোরআনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত।

জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেম অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী। আলীয়া মাঠে নারীদের জন্য ঈদের নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিবছরের ন্যায় এবারও কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় জামাতগুলো অনুষ্ঠিত হবে।

জামাতগুলোতে ইমামতি করবেন যথাক্রমে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানি, হাফিজ মিফতাহ উদ্দিন ও হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

ইউরো বাংলা চ্যানেল ডেস্ক:সম্প্রতি সময়ে নির্মাণশিল্পে ব্যাপক কর্মীর ঘাটতি দেখা গেছে যুক্তরাজ্যে। একারণে কর্মী ঘাটতি থাকা ...
07/04/2024

ইউরো বাংলা চ্যানেল ডেস্ক:
সম্প্রতি সময়ে নির্মাণশিল্পে ব্যাপক কর্মীর ঘাটতি দেখা গেছে যুক্তরাজ্যে। একারণে কর্মী ঘাটতি থাকা পেশার তালিকায় ভবন নির্মাণ শিল্পকে অন্তর্ভুক্ত করেছে দেশটি৷ একারণে নির্মাণ শিল্পে আরো বেশি বিদেশি কর্মী নিয়ে শ্রম ঘাটতি পূরণের সুযোগ পাচ্ছেন দেশটির নিয়োগকর্তারা৷

জানা গেছে, নতুন এই অন্তর্ভুক্তির কারণে রাজমিস্ত্রি, ছাদ নির্মাণকারী, ছাদের টাইলস বসানো ও প্লাস্টারকারীসহ এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত আরো বিভিন্ন পেশার বিদেশি কর্মীদের সহজে যুক্তরাজ্যে নিয়ে শ্রম ঘাটতি পূরণ সম্ভব হবে৷

এছাড়াও কিছু কিছু খাতে তীব্র শ্রম সংকটে ভুগছে যুক্তরাজ্য৷ ঘাটতি পূরণে নিয়োগকর্তারা বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে আগ্রহী৷ কিন্তু, বিদেশি কর্মী আনার বিষয়টি আবার প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির জন্য রাজনৈতিক মাথাব্যথার কারণ৷ কারণ, গত এক দশক ধরে এই রাজনৈতিক দলটি যুক্তরাজ্যের অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়ে আসছে৷

গতবছরের মার্চে নির্মাণ শিল্পকে শ্রম ঘাটতি যুক্ত পেশায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল ইনডিপেনডেন্ট মাইগ্রেশনস অ্যাডভাইজরি কমিটি৷ এরই মধ্যে এই তালিকায় পরিচর্যা কর্মী, গণপূর্ত প্রকৌশলী, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং স্বাস্থ্যসেবা খাতও আছে৷

একই বছর মে মাসে দেয়া এক পরিসংখ্যানে দেখা গেছে, ব্রিটেনে গত বছর রেকর্ড সংখ্যক ছয় লাখ ছয় হাজার অভিবাসী এসেছেন৷ অপরদিকে, অভিবাসন ঠেকানো সুনাক প্রশাসনের অগ্রাধিকারগুলোর একটি৷

ব্রেক্সিটের সমালোচকেরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার কারণে শ্রম ঘাটতি আরো বেড়েছে৷ ব্রেক্সিটের কারণে, ইউরোপীয় ইউনিয়নের নাগরিকেরা আর আগের মতো ব্রিটেনে কাজ করার জন্য ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন না৷

যুক্তরাজ্যে কাজের জন্য ভিসা পেতে অবশ্যই আবেদনকারীর কাছে নিয়োগকর্তার কাছ থেকে পাওয়া চাকরির প্রস্তাব থাকতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষতা লাগবে৷

সূত্রঃ রয়টার্স

ইউরো বাংলা চ্যানেল ডেস্ক:কবর থেকে লাশ চুরি করে হাড় দিয়ে বানানো হচ্ছে মাদক, বিপর্যস্ত যুবসমাজমানুষের হাড় থেকে তৈরি এক ধরন...
07/04/2024

ইউরো বাংলা চ্যানেল ডেস্ক:
কবর থেকে লাশ চুরি করে হাড় দিয়ে বানানো হচ্ছে মাদক, বিপর্যস্ত যুবসমাজ

মানুষের হাড় থেকে তৈরি এক ধরনের মাদক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে। মাদকটির নাম ‘কুশ’। মাদকটির প্রকোপ এতটাই বেড়ে গেছে যে দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কুশ নামের এই মাদকের অন্যতম উপাদান মানুষের হাড়। সাধারণত কবরস্থান থেকে মানুষের হাড় চুরি করে মাদকব্যবসায়ীরা এ মাদক তৈরি করে থাকে। এ জন্য সম্প্রতি কবরস্থানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সিয়েরা লিওন সরকার।

অতিরিক্ত মাত্রায় কুশ সেবনের ফলে মানুষের হাত–পা ফুলে যায়। সিয়েরা লিওনের রাস্তায় রাস্তায় এসব মাদকসেবীদের ঝিমাতে দেখা যায়। একজন মাদকসেবী বিবিসিকে বলেন, কুশের আসক্তি থেকে বের হওয়া প্রায় অসাধ্য।

এ পর্যন্ত কতজন কুশ সেবনকারী মারা গেছেন তার প্রকৃত হিসাব নেই সিয়েরা লিওন সরকারের হাতে। তবে বেশ কয়েকজন চিকিৎসক জানিয়েছেন, গত কয়েক মাসে শত শত কুশ সেবনকারী ‘অর্গান ফেইলিওর’ হয়ে মারা গেছেন। আর কতজন যে মানসিক ভারসাম্য হারিয়েছেন, তার হিসাব নেই।

সিয়েরা লিওনের একমাত্র মানসিক হাসপাতাল জানিয়েছে, সেখানে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কুশে আসক্ত রোগীর সংখ্যা ৪ হাজার শতাংশ বেড়েছে। বর্তমানে হাসপাতালটিতে রোগীর সংখ্যা ১ হাজার ৮৬৫ জন।

গত বৃহস্পতিবার দেশটির জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো বলেন, ‘আমাদের দেশ ভয়াবহ মাদক কুশের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির অস্তিত্বই হুমকির মুখে পড়েছে।’

কুশের অপব্যবহার ঠেকাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জাতীয় টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিটি জেলায় কুশবিরোধী কেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্রগুলোতে কুশ আসক্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হবে। এ জন্য প্রশিক্ষিত কর্মী নিয়োগ দেওয়া হবে।’

সূত্রঃ বিবিসি

ইউরো বাংলা চ্যানেল ডেস্ক:পবিত্র শবে কদরের রাতে মক্কার মসজিদ আল হারামে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। তিল ধারণের ঠাঁই ছিল ন...
07/04/2024

ইউরো বাংলা চ্যানেল ডেস্ক:
পবিত্র শবে কদরের রাতে মক্কার মসজিদ আল হারামে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। তিল ধারণের ঠাঁই ছিল না মক্কার মসজিদ আল হারামে। শুক্রবারের ৫ এপ্রিল রাত ছিল সৌদি আরবে পবিত্র শবে কদরের রাত। এ রাতে মসজিদ আল হারামে নামাজ আদায়ে অংশ নেন ২৫ লাখ মুসল্লি।

২৭ রমজানে জুমাতুল বিদা হওয়ায় সকাল থেকেই মুসল্লিরা মসজিদ আল হারামে উপস্থিত হতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকে।

সন্ধ্যার পরই এশার নামাজের পর তারাবির নামাজ শেষে মুসল্লিরা শবে কদরের নামাজ আদায়ে মসগুল হয়ে পড়েন। এ সময় মসজিদ আল হারামের পুরো এলাকা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

সূত্রঃ খালিজ টাইমস

ইউরো বাংলা চ্যানেল ডেস্ক: পর্তুগালের প্রবাসীরা বেশির ভাগই দেশটির প্রথম রেসিডেন্ট কার্ড পাওয়ার ৫ বছর পূর্ণ হওয়ার পরই পাসপ...
07/04/2024

ইউরো বাংলা চ্যানেল ডেস্ক:
পর্তুগালের প্রবাসীরা বেশির ভাগই দেশটির প্রথম রেসিডেন্ট কার্ড পাওয়ার ৫ বছর পূর্ণ হওয়ার পরই পাসপোর্ট আবেদন করতেন। এরপর নিজের পাসপোর্ট পাওয়ার পর স্ত্রী বা স্বামী ও ছেলে-মেয়েদের জন্য আবেদন করতেন।

তবে গত সপ্তাহে জাতীয়তা আইনের দশম সংশোধনী গেজেট আকারে প্রকাশিত হওয়াতে প্রবাসীদের জন্য সুখবর এলো। এখন সেফ বা এআইএমএ এন্ট্রি বা পর্তুগালের বসবাসের আবেদন থেকেই শুরু হবে নাগরিকত্ব (পাসপোর্ট) আবেদনের ৫ বছর।

সেফ বা এআইএমএ এন্ট্রি আবেদন অ্যাপ্রুভ হয়েছে এবং রেসিডেন্ট পেয়েছেন এরকম হতে হবে আবেদন করতে হলে। এই সংশোধিত আইনের মাধ্যমে প্রবাসীদের পাসপোর্ট পাওয়ার অনেক বড় একটা সময় হিসাবের মধ্যে চলে এলো। প্রবাসীদের জন্য এটা বড় সংবাদ। আসন্ন এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Euro Bangla Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other TV Channels in London

Show All