02/01/2024
#সৈয়দপুর পাইলট #হাইস্কুল #রিসার্চ, আপনার জানামতে স্কুল নিয়ে তথ্য, স্কুলের গৌরব গাঁথা, #গোল্ডেন #রেজাল্ট, ছাত্র ছাত্রীদের সাফল্য গাঁথা, কে কোথায়, স্কুল যেভাবে গড়ে উঠে, স্কুলের #উন্নয়ন, #ম্যানেজম্যান্ট, #শিক্ষকমন্ডলী, #গ্রাম #শহর #প্রবাসিদের নিরন্তর সাপোর্ট সহযোগীতা, এ ছাড়াও স্কুলের গৌরবময় ঐতিহ্য ইতিহাসের সাথে আপনি আরও যা যুক্ত করতে চান অথবা আপনার চিন্তা ভাবনা কিংবা স্কুল উন্নয়ন নিয়ে আপনি যা ভাবছেন, আপনি ও আপনার পূর্বপুরুষ যেভাবে স্কুলের সাথে জড়িয়ে ছিলেন, শিক্ষক ছাত্র ছাত্রীদের জায়গীরদার হিসেবে আপনার ও পরিবারের সাপোর্ট সহযোগীতা ইত্যাদি নিয়ে আপনার লেখা, মতামত, তথ্য, ছবি থাকলে ছবি সহকারে পাঠানোর অনুরোধ করছি।
এক সময় ঢাকা #বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঙ্গিনায় ও বড় বড় শহরে সৈয়পুর হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে পাশ করে একসাথে বেশ কজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন তখনকার সময়ে অত্যন্ত গর্বের সাথে আলোচনা করা হতো। সেই সব স্মৃতিমালা নিয়ে আপনার জানা সকল তথ্য এবং সেইসব গোল্ডেন রেজাল্টের অধিকারি ছাত্র ছাত্রী ও শিক্ষকমন্ডলিদের ভুমিকা নিয়েও লিখতে পারেন, বিভিন্ন সময়ে ম্যানেজম্যান্ট এর সাথে জড়িত ময় মুরুব্বীদ তরুণ যুবক ছাত্র ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম এবং প্রবাসি যারা নিজেদের শ্রম অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সেই সব তথ্যও জানাতে পারেন। আপনার দেয়া তথ্যগুলো নিয়েই সমন্বয় করে বইয়ে প্রকাশ করা হবে। সাথে আপনার নাম ও ছবি দিতে ভুলবেন না। আপনার দেয়া তথ্য প্রদান বা লেখক হিসেবে আপনার নাম সংযুক্ত হবে। যোগাযোগ পোষ্টারে সংযুক্ত করা আছে।
সৈয়দ শাহ সেলিম আহমেদ, লন্ডন ।