মাসিক সুরমা দর্পণ

মাসিক সুরমা দর্পণ Editor- SUHEL AHMED “ Surma Dorpon” is a 24 hour News Portal of Bangladesh.
(10)

ভা'র'তের আগরতলাস্থ বাংলাদেশ হাইকমিশনে উ'\গ্র স\'ন্ত্রা\'সীদের হা\'ম\'লার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ...
02/12/2024

ভা'র'তের আগরতলাস্থ বাংলাদেশ হাইকমিশনে উ'\গ্র স\'ন্ত্রা\'সীদের হা\'ম\'লার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ।

02/12/2024

জামায়াত নেতাকে আওয়ামী লীগের মেম্বারের মা..রধর, প্রতিবাদে সমন্বয়ক ও জামায়াত নেতাদের বিক্ষোভ

02/12/2024

ভারতের আগরতলায়, বাংলাদেশ উপ- হাই কমিশনের উপর হামলার তীব্র নিন্দা জানাই।
-দর্পণ পরিবার-

২০২৫ সালের ক্যালেন্ডার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আগামী বছরের আগস্ট মাসের পাতায় ২৪শের জুলাই -গণ-অ...
02/12/2024

২০২৫ সালের ক্যালেন্ডার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

আগামী বছরের আগস্ট মাসের পাতায় ২৪শের জুলাই -গণ-অভ্যুত্থানের- সৃতিচারণ।

02/12/2024

বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের দলে দলে ভারতে পালানোর তথ্য সঠিক নয়: দ্য হিন্দু

01/12/2024

শ্বেতপত্র কমিটির প্রতিবেদন

"ফ্যাসিবাদী" হাসিনার আমলে বছরে গড়ে পাচার ১৬ বিলিয়ন ডলার।

01/12/2024

মীরসরাইয়ে জামায়াত-যুবদলের মধ্যে সংঘর্ষ, আহত ২০

30/11/2024

সাংবাদিক মুন্নী সাহা গ্রে*প্তার।

হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার মুহতারাম অধ্যক্ষ আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী অবসর গ্রহণ উপলক্ষ্...
30/11/2024

হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার মুহতারাম অধ্যক্ষ আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী অবসর গ্রহণ উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখছেন, অধ্যক্ষ আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।

৩০ নভেম্বর, ২০২৪
সোবহানীঘাট, সিলেট

29/11/2024

Live >> মোগলাবাজার ইউনিয়ন জামায়াতে ইসলামীর -ইউনিয়ন সম্মেলন ২০২৪-। দক্ষিণ সুরমা, সিলেট।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান সাহেব, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী।

জুলাই বিপ্লব দিচ্ছে ডাক; ফি*লি*স্তি*ন মুক্তি পাকছবি: ৫ অগাস্ট, ২০২৪
29/11/2024

জুলাই বিপ্লব দিচ্ছে ডাক; ফি*লি*স্তি*ন মুক্তি পাক

ছবি: ৫ অগাস্ট, ২০২৪

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী খু*নের প্রতিবাদ ও বাংলাদেশে ইস*কনের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে সিলেটে তালামীযে ইসলামিয়...
29/11/2024

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী খু*নের প্রতিবাদ ও বাংলাদেশে ইস*কনের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে সিলেটে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল।

২৯ নভেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের বৈঠকশুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের...
28/11/2024

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের বৈঠক

শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে, ডা. শফিকুর রহমান।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, দল-মত-ধর্ম ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

আমীরে জামায়াত আরও বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি যেসব বিষয় জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করছে সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে, যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে দ্রব্যমূল্য। এছাড়া সামনে রমজান। সে সময় যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীরে জামায়াত বলেন, ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়া উচিত। আমরা ৪০ এর অধিক সংস্কার প্রস্তাবনা তৈরি করেছি। তবে অন্তর্বর্তী সরকারকে ১০টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি। ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে।

আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন।

28/11/2024

সরাসরি >> দাউদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর -ইউনিয়ন সম্মেলন ২০২৪-
দক্ষিণ সুরমা, সিলেট।

28/11/2024

একটু পরেই আমরা লাইভে আসছি। সাথে থাকুন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বৃহস্পতিবার শহীদ আবু সায়েদের সাহসিকতা ও ত্যাগে মুগ্ধ হয়ে নিজেকে রংপুরের সন্তান হিসেবে অভ...
28/11/2024

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বৃহস্পতিবার শহীদ আবু সায়েদের সাহসিকতা ও ত্যাগে মুগ্ধ হয়ে নিজেকে রংপুরের সন্তান হিসেবে অভিহিত করেন।
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৪:

"আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন," বলেন অধ্যাপক ইউনুস, তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে আবু সায়েদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে।

এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শহীদ আবু সায়েদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সায়েদের পরিবারের হাতে তুলে দেন। আবু সায়েদের বাবা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন, এবং অনুষ্ঠানে তাঁর ভাতিজা মো. লিটন মিয়াও উপস্থিত ছিলেন।

অধ্যাপক ইউনুস আবু সায়েদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের প্রতি সরকারের সকল সহযোগিতার আশ্বাস দেন।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী খু-নের ঘটনায় তালামীযে ইসলামিয়ার তীব্র নিন্দা : বাংলাদেশে ইসকনের কার্যক্রম নি*ষি*দ্ধের ...
28/11/2024

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী খু-নের ঘটনায় তালামীযে ইসলামিয়ার তীব্র নিন্দা : বাংলাদেশে ইসকনের কার্যক্রম নি*ষি*দ্ধের আহবান।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর রাষ্ট্র-দ্রোহ মামলায় গ্রেপ্তারকে কেন্দ্র করে গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের ন্যাক্কা_র_জনক হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নির্মমভাবে নি-হ-ত হন। এ সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আ-হত হন অন্তত ৩৭ জন। ইসকন স*ন্ত্রা*সীদের এ ধরনের ন্যাক্কারজনক হামলায় আইনজীবী খু-নে-র ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন এক বিবৃতিতে এ নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সম্প্রতি ইসকন স*ন্ত্রা*সী*দের ঘৃণ্য ষ-ড়-যন্ত্র গভীরভাবে লক্ষ্য করছি আমরা। এর সর্বশেষ পরিণতি হিসেবে আমরা দেখতে পেয়েছি, উ-গ্র-বাদী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে দিনেদুপুরে কু-পি-য়ে আইনজীবী হ*ত্যা করেছে ইসকন স*ন্ত্রা*সীরা। আমরা এর তীব্র নিন্দা জানাই। স্বাধীন বাংলাদেশে ধ*র্মীয় দা-ঙ্গা ও বিভেদ সৃষ্টির নোংরা প্রচেষ্টা এটি।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসকন আর সনাতন সম্প্রদায় এক নয়। ইসকন ধর্মীয় লেবাসধারী স*ন্ত্রা*সী সংগঠন। এমনকি পত্রপত্রিকায় ইসকনের বিরুদ্ধে মন্দির আত্মসাতের ব্যাপারে নিউজ রয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নানা অপকর্মের তথ্য রয়েছে। সেজন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ ইসকনকে অবিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় এদেশে তাদের আস্ফালন বৃদ্ধি পেতে থাকবে।

নেতৃবৃন্দ এ হ-ত্যা-কাণ্ডের বিচারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান এবং নিহত আইনজীবীর রুহের মাগফেরাত কামনা করেন।

Address

Whitechapel Road
London
E11BJ

Alerts

Be the first to know and let us send you an email when মাসিক সুরমা দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাসিক সুরমা দর্পণ:

Videos

Share

Category

  • 457Games

    457Games

    92 the larches, Palmers Green