13/02/2025
সিলেট মেট্রোপলিটন পুলিশের "অপারেশন ডেভিল হান্ট" অভিযানে ৭ জন গ্রেফতারঃ
গ্রেফতারকৃতরা হলেনঃ
১।সৈয়দ হাবিবুল্লাহ টিপু (৪৬), পিতা মৃত সৈয়দ সিরাজুল হক, মাতা মৃত মাহমুদা খাতুন, সাং বাসা নং ৪৩,নুরানী বনকলাপাড়া, সুবিদবাজার , থানা-এয়ারপোর্ট, জেলা সিলেট, সহসাংগঠনিক সম্পাদক, ৭ নং ওয়ার্ড, সিলেট সিটি করপোরেশন, বাংলাদেশ আওয়ামী লীগ।
২।মুকিত আহমদ তন্ময় (২৮), পিতা-মঈন মিয়া, সাং-ইসলামপুর, কলোনী, থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট, যুবলীগের আহবায়ক ৩২ নং ওয়ার্ড।
৩।আফজল হোসেন (৩৩), পিতা-মৃত আব্দুল বারী, মাতা- দিলারা বেগম, সাং-রায়খাইল, ওয়ার্ড না-০৭. ০৭নং জালালপুর ইউনিয়ন, থানা-মোগলাবাজার, জেলা- সিলেট।
৪। মোঃ বাদশা মিয়া (৫৫),তেতলি ইউপি আওয়ামী লীগ এর সহ-সভাপতি, পিতা-মৃত আকদ্দছ আলী, মাতা-দুলভী বেগম, সাং-বানেশ্বরপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট।
৫। রুহুল আমিন তারেক (৩০), সাংগঠনিক সম্পাদক-দাউদপুর ইউনিয়ন যুবলীগ, পিতা-মৃত উস্তার আলী, মাতা-রুকিয়া খানম, সাং-সুরিগাঁও, থানা- মোগলাবাজার, জেলা-সিলেট।
৬।রায়হান আহমদ (২৫), পিতা-মৃত হারুন মিয়া, সাং-নেহারীপাঢ়া ব্লক ডি, বাসা নং-৩১, ওয়ার্ড নং-৯, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, সহ-সভাপতি, ০৯ নং ওয়ার্ড ছাত্রলীগ, সিলেট মহানগর।
৭। কাওসার খান (৪৫), ১৬ নং ওয়ার্ড যুবলীগ, সহ-সভাপতি, সিলেট মহানগর, পিতা-মৃত ডাঃ আনান খান, সাং-বাসা আল-আমিন ৬৭, চারাদিঘীরপাড়, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট’দের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সূত্র :সিলেট মেট্রোপলিটন পুলিশ।