11/01/2025
সৈয়দপুর শামসিয়া সমিতির ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি
'সংগঠনকে আরো গতিশীল ও মানুষের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেয়ার প্রত্যয় ঘোষণা'
লণ্ডন, ৯ জানুয়ারী : বিলেতে বাংলাদেশী কমিউনিটির পুরানো একটি সংগঠন সৈয়দপুর শামসিয়া সমিতি। এ সংগঠনের পক্ষ থেকে গত ৭ জানুয়ারী পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। নতুন সভাপতি সৈয়দ জিল্লুল হকের সভাপিত্বে ও নতুন সাধারণ সম্পাদক সৈয়দ সফর আলীর পরিচালনায় এই পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। পূর্ব লণ্ডনের মক্কা গ্রীলে অনুষ্ঠিত এই সভায় শুরুতে তরজমাসহ কুরআন তেলওয়াত করেন মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম। এরপর স্বাগত বক্তব্য রাখেন সভাপিত সৈয়দ জিল্লুল হক।
সভাপতির স্বাগত বক্তব্যে সংগঠনকে আরো গতিশীল ও মানুষের দ্বারপ্রান্তে এর সেবা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বিদায়ী সভাপতি আহমদ কুতুবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কুতুব ভাইয়ের নেতৃত্বে আমরা দীর্ঘদিন সংগঠনের ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছি। তাঁর সুশৃঙ্খল নেতৃত্ব আমাদের আগামীতে আরো অনুপ্রেরণা যোগাবে। তিনি সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল হক ধলা ও সাবেক কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৈয়দ জিল্লুল হক একই সঙ্গে সকলের সহযোগিতা কামনা করেন। এরপর পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন নতুন সাধারণ সম্পাদক সৈয়দ সফর আলী।
অনুষ্ঠানে একই সঙ্গে বিদায়ী কমিটিকে বিদায় সম্ভাষণ জানানো হয়। বিদায়ী কমিটি নতুন কমিটিকে সাদরে বরণ করে নেন। বিদায়ী ভাষণে সভাপতি আহমদ কুতুব বলেন, সৈয়দপুর শামছিয়া সমিতি আমাদের অগ্রজদের রেখে যাওয়া একটা পবিত্র আমানত। ১৯৫৮ সাল থেকে সাদাক্কায়ে জারিয়ার মান্যতা দিয়ে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আমরাও এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। আমরা প্রত্যাশা রাখবো আজকের নবগঠিত কমিটি সেই ধারাবাহিকতার মান্যতা দিয়ে এবং সংগঠনের অতীত ঐতিহ্য রক্ষা করে সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করবে, ইনশাআল্লাহ। নতুনের অগ্রাযাত্রা অব্যাহত থাকুক এবং এই কমিটি নতুন প্রজন্মের প্রতি আরো অধিক গুরুত্ব দেবে বলে আমার বিশ্বাস রাখি।
নবনিযুক্ত সৈয়দপুর শামছিয়া সমিতির কোষাধ্যক্ষ সৈয়দ সুহেল আহমদ সকলের প্রতি ধন্যবাদ ও সহযোগিতা কামনা করেন। সাবেক সহ-সভাপতি মাষ্টার সৈয়দ শহীদুল ইসলাম নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। সাবেক উপদেষ্টা মওলানা সৈয়দ সালেহ আহমদ ঐক্য ও পরামর্শ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করার জন্য নতুন কমিটির প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, সৈয়দপুর শামসিয়া সমিতি যেন এক বছরের একটি পরিকল্পনা গ্রহণ করে এবং সে অনুযায়ী কাজ পরিচালনা করে। সুরমার সাবেক সম্পাদক ও কবি আহমদ ময়েজ তাঁর বক্তব্যে নতুন কমিটিকে অভিনন্দিত করেন।
নতুন কমিটিকে স্বাগত জনিয়ে আরো ব্যক্তব্য রাখেন সংগঠনের অন্যতম অভিভাবক মুহাম্মদ রফিকুল বারী, সংগঠনের সাবেক সহ-সভাপতি সৈয়দ আবু জাফর মিসবাহ, সাবেক কোষাধ্যক্ষ শেখ আব্দুল গফুর, সাবেক সদস্য সচিব আমিরুল ইসলাম আনা, কাউন্সিলার সৈয়দ শেখুল ইসলাম, সৈয়দপুর শামছিয়া সমিতির সাবেক সভাপতি সৈয়দ আশরাফ হোসেন, সাবেক সহ-সভাপতি মওলানা সৈয়দ তামিম আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব ও গ্রামের মুরুব্বি সাদেক কোরেশি, সৈয়দ ফরীদ প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন সৈয়দ আরশাদ মিয়া, সৈয়দ মুফতি আহমদ, সৈয়দ মিজান আহমদ, সৈয়দ হামজা মিয়া, মো. আলী আহমদ, সৈয়দ আলী হাসান, সৈয়দ রাইনুর আহমদ, সৈয়দ জাহিদ আহমদ, আহমদ জিয়ান, আইমান আহমদ, সৈয়দ ইশহাক আলী, সৈয়দ ইমদাদ হক প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর, ২০২৪ ইস্টসাইট কমিউনিটি সেন্টার হলে এডহক কমিটির আমন্ত্রণে অনুষ্ঠিত এক সভায় সাবেক সভাপতি আহমদ কুতুবকে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়। সে অনুযায়ী সাবেক সভাপতি সৈয়দপুর শামছিয়া সমিতির আগামী তিন বৎসরের জন্য (২০২৪—২৭) নির্বাহী কমিটি গঠনের লক্ষে ৫ সদস্যের শোরা বা পরামর্শ কমিটি গঠন করেন।
শোরা সদস্যরা যথাক্রমে, সাবেক সভাপতি আহমদ কুতুব, সাবেক সহ-সভাপতি মাষ্টার সৈয়দ শহীদুল ইসলাম, মাষ্টার মোহাম্মদ রফিকুল বারী, সাবেক সহ-সভাপতি সৈয়দ মারুফ আহমদ খোকন, সিনিয়র সদস্য সৈয়দ আমিরুল ইসলাম আনা। দীর্ঘ আলোচনার পর উক্ত পাঁচ সদস্যের ঐক্যমতের ভিত্তিতে একটি কমিটি উপস্থিত সকলের কাছে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই নতুন কমিটিকে স্বাগত ও অভিনন্দিত করে বক্তব্য রাখেন।
পরিশেষে মাষ্টার সৈয়দ শহীদুল ইসলাম, সৈয়দ আবু জাফর মিসবাহ ও সৈয়দ জিল্লুল হক এডহক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন যথাক্রমে সৈয়দ জিল্লুল হক, সেক্রেটারী সৈয়দ সফর আলী ও কোষাধ্যক্ষ সৈয়দ সোহেল আহমদ। বাকী দায়িত্বশীলদের মনোনীত করার দায়িত্বভার এই ৩ জনের উপর ন্যাস্ত করা হয়। পরবর্তীতে নতুন তিন দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে ১২১ সদস্যবিশিষ্ট এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
উপদেষ্টাদের মধ্যে রয়েছেন:
সৈয়দ রফিকুল হক, সৈয়দ তাজুদ মিয়া, সৈয়দ শহীদুল ইসলাম, আহমদ কুতুব, সৈয়দ ইউনুছ আলী, শেখ শফিক মিয়া, সৈয়দ ফয়জুল হক, মোহাম্মাদ শেখ আব্দুল মুকিত, মাস্টার মোহাম্মদ রফিকুল বারী, সৈয়দ খসরুল ইসলাম, সৈয়দ আবু জাফর মিছবাহ, মাওলানা সৈয়দ সালেহ আহমদ, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, প্রফেসর সোজা উল্লাহ তালহা, সাদিক কোরেশী, সৈয়দ আশরাফ হোসেন, সৈয়দ আবুল মনসুর লিলু, শোভা মিয়া, সৈয়দ হাসান আহমদ, সৈয়দ জামান আক্তার রানু, সৈয়দ মারুফ আহমদ খোকন, সৈয়দ আমীরুল ইসলাম আনা, সৈয়দ হোসেন আহমদ।
সৈয়দপুর শামছিয়া সমিতি লণ্ডনের পূর্ণাঙ্গ কমিটির মধ্যে আরো যারা রয়েছেন তারা হলেন সহ-সভাপতি যথাক্রমে সৈয়দ শামীম আহমদ, সৈয়দ আজিজুর রহমান, সৈয়দ আসাদ হক, মাওলানা সৈয়দ বদরুল ইসলাম, সৈয়দ সিরাজুল ইসলাম, সৈয়দ আরশাদ মিয়া, মাওলানা সৈয়দ তামীম আহমদ, শেখ মোহাম্মদ আব্দুল গফুর। জয়েন সেক্রেটারী যথাক্রমে সৈয়দ বিলাল আহমদ, সৈয়দ হাবীবুর রহমান শিশু।
কোষাধ্যক্ষ সৈয়দ সোহেল আহমদ। সাংগঠনিক সম্পাদক শহীদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুফতি আহমদ।
অফিস সেক্রেটারি সৈয়দ হামজা মিয়া। শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মুস্তাক আহমদ, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক সৈয়দ মাজুর আহমদ, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ আলী আসরাফ আহমদ রুমী, সহকারী সৈয়দ ইমরান হক। ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আজাদ মিয়া, সহ-ধর্মসম্পাদক সৈয়দ নুরুল আমীন। প্রচার সম্পাদক সৈয়দ আলী আকবর, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মিজান আহমদ। ক্রীড়া সম্পাদক সৈয়দ বোরহান আহমদ। সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ শানুর আলী, সহ-সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ ইসহাক আলী। আইটি বিষয়ক সম্পাদক সৈয়দ ইমদাদ হক, সহ-আইটি বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেদী ইসলাম। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ ইউসুফ ইসলাম, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নাহিদ সৈয়দ আমীন। মহিলা বিষয়ক সম্পাদক লীমা কোরেশী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শেখ হাসিনা।
সদস্যরা হলেন:
আহমদ ময়েজ, সৈয়দ রফিকুল হক ধলা, আফজল কোরেশী, সৈয়দ হাসান নূর, সৈয়দ মুরাদ আহমদ, সৈয়দ রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম খান, সৈয়দ শাকিল আহমদ, মাওলানা আলা উদ্দীন, শেখ ফখরুল ইসলাম, সৈয়দ রেজওয়ান আহমদ, সৈয়দ হিলাল সাইফ, সৈয়দ কবীর আহমদ, সৈয়দ শাহনূর আলী, সৈয়দ আমীর হামজা, সৈয়দ শাব্বির আহমদ, মোহাম্মদ মুরসালিন আহমদ, সৈয়দ আমিনুর রহমান, মাওলানা শেখ জাকারিয়া আহমদ, মুহাম্মদ ওয়াহিদ নোমান, শেখ আব্দুল কুদ্দুস, সৈয়দ রাজু মিয়া, মুহাম্মদ আব্দুল মুমিত নিজাম, সৈয়দ সাজ মিয়া, সৈয়দ তোফায়েল আহমদ, সৈয়দ আনোয়ার হোসেন, সৈয়দ রাজু মিয়া, সৈয়দ কামরুল হাসান, মোহাম্মদ রেজওয়ান আহমদ, সৈয়দ শায়েজ আহমদ, সৈয়দ ফয়েজ আহমদ, সৈয়দ আবেজ রায়হান, তানবির হোসেন কোরেশী, ফয়সল হোসেন কোরেশী, সৈয়দ জাহিদ হক, সৈয়দ আমিনুর রহমান, সৈয়দ তালহা মিয়া, সৈয়দ আফিফ আহমদ, শেখ জয়নুল ইসলাম, সৈয়দ শাকির আহমদ, শেখ আইনুল ইসলাম, সৈয়দ মোমিন আহমদ, শেখ আব্দুল মতিন, সৈয়দ আবিদ আহমদ, সৈয়দ এমরান, সৈয়দ ইমরান, শেখ জুলকারনাইন, আইমান আহমদ, আহমদ জিয়ান, সৈয়দ ইউসুফ ইসলাম মোবিন, সৈয়দ আলী হাসান, সৈয়দ কাউসারুল হাসান, সৈয়দ রাহিনুর রহমান, সৈয়দ নাঈম আহমদ, সৈয়দ ইব্রহিম ইসলাম, নাসিম শহীদ, মেহদী মুহাম্মদ বারী, শেখ নাসির আহমদ, শেখ আবু হুরায়রা, সৈয়দ নাজমুস সাকিব, তানজিম হাসান কোরেশী, তামীম হোসেন কোরেশী।