Channel S

Channel S Channel S TV (SKY 777) has taken the ride to prepare the 800,000 British Bangladeshi audience for one
(173)

16/11/2024
10/11/2024

Watch today!

10/11/2024

Watch now

06/11/2024
04/11/2024

আওয়ামী লীগ : গণতন্ত্র এবং ফ্যাসিবাদ ও স্বৈরাচার সমীকরণ
দেখুন অভিমত
আজ রাত ১০:৩০ টায়

26/10/2024

ইরানে হামলা শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার জবাব দেওয়া সম্পন্ন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

হ্যাগারির এ ঘোষণার আগে ইসরায়েলি হামলা প্রতিহত করার কথা জানায় ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ড্রোনগুলো আকাশেই ধ্বংস করার দাবি করে। এ–সংক্রান্ত ভিডিও ফুটেজ অনলাইনে দেখা গেছে।
আজ শনিবার সামাজিকমাধ্যম এক্সে পাঠানো এক বার্তায় ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ‘ইরানে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আমরা সুনির্দিষ্ট হামলা চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে তাত্ক্ষণিক হুমকিগুলো নস্যাৎ করে দিয়েছি।’
অবশ্য হ্যাগারি হুমকি দেন, যদি ইরান পাল্টা হামলা চালায়, তবে ইসরায়েল প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে।

এর আগে গতকাল শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরান ও পাশের কারাজ শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের এ হামলার সময় সে দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাংকারে আশ্রয় নেন।
ইসরায়েলি হামলার পর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। এ ছাড়া, কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের অন্য একটি সংবাদমাধ্যমে বলা হয়, তেহরান ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননেও সম্প্রতি ব্যাপক হামলা শুরু করেছে তারা।
ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ছয় মাসের মধ্যে ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা ছিল এটি।

ওই ঘটনায় গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছিলেন, ইসরায়েলের ক্ষতি করার চেষ্টার জন্য শত্রুদের ‘চড়া মূল্য’ দিতে হবে।

26/10/2024

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। নির্বাচন সামনে রেখে এখন শেষ পর্যায়ের প্রচারে ব্যস্ত দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের দিকে সারা বিশ্ব নজর রাখছে। সবার আগ্রহ, কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। কমলা নাকি ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেক পরাশক্তি চীনের দ্বন্দ্ব তীব্র হচ্ছে। এমন প্রেক্ষাপটে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চীনা জনগণের গভীর আগ্রহ যেমন আছে, তেমনি রয়েছে উদ্বেগও। তাঁরাও এই নির্বাচনের দিকে তীক্ষ্ণদৃষ্টি রাখছেন।

নির্বাচনে জিতে যিনিই হোয়াইট হাউসে যান না কেন, নতুন মার্কিন প্রেসিডেন্টের আগমনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরে কী ঘটতে পারে, তা নিয়ে চীনা নাগরিকেরা উদ্বিগ্ন।

এ প্রসঙ্গে জিয়াং নামের এক চীনা নাগরিক বিবিসিকে বলেন, ‘আমরা কেউ যুদ্ধ দেখতে চাই না।’

চীনের রাজধানী বেইজিংয়ের রিতান পার্ক। এখানে সম্প্রতি অন্য জ্যেষ্ঠ চীনা নাগরিকদের সঙ্গে নাচ শিখতে এসেছিলেন জিয়াং। তাঁরা এখানে নিয়মিতই জড়ো হন। পার্কটির অবস্থান বেইজিংয়ে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন থেকে মাত্র কয়েক শ মিটার দূরে।

পার্কে আসা ব্যক্তিদের ভাবনায় নতুন নাচের মুদ্রা শেখার বিষয়টি যেমন আছে, তেমনি আছে আসন্ন মার্কিন নির্বাচনের প্রসঙ্গ।

এমন একসময়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, যখন দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাইওয়ান, বাণিজ্য ও আন্তর্জাতিক নানা ইস্যুতে উত্তেজনা চলছে।

জিয়াংয়ের বয়স ষাটের ঘরে। তিনি বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন বাড়ছে দেখে আমি চিন্তিত। আমরা শান্তি চাই।’
বেইজিংয়ের পার্কটিতে এই আলাপ শুনতে লোকজনের ভিড় জমে যায়। জমায়েত হওয়া ব্যক্তিদের বেশির ভাগই নিজেদের পুরো নাম বলতে নারাজ।

তবে ব্যাপারটি এমন নয় যে চীনে মার্কিন প্রেসিডেন্টের বিষয় নিয়ে কথা বলায় নিষেধাজ্ঞা আছে। এ নিয়ে কথা বলাই যায়। কিন্তু সমস্যা অন্য জায়গায়। তাঁরা যদি নিজ দেশের নেতাকে নিয়ে সমালোচনা করেন, তাহলে ঝামেলায় পড়তে পারেন। তবুও তাঁরা কেন যেন নিজেদের পুরো নাম বলতে চান না।

পার্কে জড়ো হওয়া চীনা লোকজন বলেন, তাঁরা যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন। বেইজিং-ওয়াশিংটনের মধ্যকার সম্ভাব্য সংঘাত নিয়ে তাঁদের যেমন উদ্বেগ আছে, তেমনি মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়েও তাঁরা চিন্তিত।

পার্কে আসা মেং নামের এক চীনা নাগরিক এই উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে বলেন, তাঁর আশা, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হবেন।

26/10/2024

সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোই সাংবিধানিক পথে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘যদি সাংবিধানিক পথে যাত্রা ভুল হয়ে থাকে, তাহলে সেটা এই আন্দোলনে থাকা সবার ভুল।’

‘গণতন্ত্রের অভিযাত্রা: আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমিতে প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান ব্রেইন যৌথভাবে এই সভার আয়োজন করে।

সভায় আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ কীভাবে সাংবিধানিক পথে গেল, তার ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘সাংবিধানিক পথে কারা গিয়েছিল? প্রথম যে মিটিংটা ছিল, সেনাপ্রধানের পক্ষ থেকে আমাকে একজন ফোন করলেন। আমি তো হতবাক। আমি তো বুঝতেই পারছিলাম না যে আমাকে মারার জন্য ফোন করেছে নাকি কথা বলার জন্য। আমার ওয়াইফ (স্ত্রী) হু হু করে কান্না শুরু করল। আমাকে বলল যে তুমি যেয়ো না, তোমাকে মেরে ফেলবে। তারপর গেলাম যখন, দেখি বাংলাদেশের সকল রাজনৈতিক দল সেখানে, কেবল আওয়ামী লীগ আর তার দোসররা ছাড়া। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, হেফাজত, গণতন্ত্র মঞ্চের প্রতিটি দল, জাতীয় পার্টির তিনটি অংশ—সবাই ছিল। ওনারা সবাই মিলে সাংবিধানিক পথে যাত্রা শুরু করেছে।’

আসিফ নজরুল বলেন, ‘তারপর যখন বঙ্গবভনে আলোচনায় বসলাম, এত বড় টেবিল, যার কোনায় বসে ছিলাম আমি। সবচেয়ে জোর দিয়ে একটি কথা বলেছিলাম, খালেদা জিয়াকে আজকেই ছাড়তে হবে।’

তারপর আরও আলোচনা হয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরাও উপস্থিত ছিলেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘এই যে পুরো আলোচনা প্রক্রিয়ায় কেউ তো তখন বলেন নাই যে আমরা কেন শপথ নেব, সাংবিধানিক পথে যাব, চলেন বিপ্লবী সরকার গঠন করি?’

সাংবিধানিক পথে যাওয়া দোষের ব্যাপার নয় উল্লেখ করে আসিফ নজরুল বলেন, তখন এমন একটা পরিস্থিতি ছিল যে খুব সময় নিয়ে সুচিন্তিতভাবে চিন্তা করার মতো পরিবেশ ছিল না। আর যদি সাংবিধানিক পথে যাত্রা ভুল হয়ে থাকে, তাহলে সেটা এই আন্দোলনে থাকা সবার ভুল।

23/10/2024

এসো কুরআন শিখি

Address

Prestige House 36 Clifford Road
London
E174JE

Alerts

Be the first to know and let us send you an email when Channel S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel S:

Videos

Share

Nearby media companies


Other Film & Television Studios in London

Show All