London Bangla Channel

London Bangla Channel When mainstream media fails to be people's voice, London Bangla Channel delivers inclusive social and

London Bangla Channel quickly won the heart of the people including sophisticated and fastidious readers due to its in-depth news, rich content, and presentation. It broke all the circulation and readership records of the online media industry of Bangladesh. London Bangla Channel is Bangladesh’s most watched online tv channel. London Bangla Channel maintains as highest standard of journalism in Ba

ngladesh with impartial and authentic news presentation. Instead of taking traditional role it always keeps reinventing itself to stay a step ahead than others. The source of London Bangla Channel's inspiration is its viewer; they are its final arbiters, its ultimate owner. London Bangla Channel is duty bound to satisfy viewers' thirsts for information and entertainment through in-depth news as well as with the portfolio of attractive and diversified supplements each and every day.

 : CPJ is alarmed that police have filed charges against exiled Bangladeshi journalist Abdur Rab Bhuttow under the Digit...
24/06/2024

: CPJ is alarmed that police have filed charges against exiled Bangladeshi journalist Abdur Rab Bhuttow under the Digital Security Act over his reporting on foreign minister Hasan Mahmud.

We call for the charges to be immediately dropped and for the Bangladesh government to end its apparent efforts to silence critical coverage from abroad.

Our earlier statement:

https://www.facebook.com/share/p/uJnMa47UxQisXPfp/

On January 11, 2023, the Chawkbazar police station in Bangladesh’s southern Chattogram district opened a Digital Security Act investigation into U.K.-based Bangladeshi journalist Abdur Rab Bhuttow and the privately owned digital news platform London Bangla Channel, where Bhuttow serves as editor, ...

লুটালীগের সহযোগিতায় মহারাজ পালিয়ে গেলেন!
24/06/2024

লুটালীগের সহযোগিতায় মহারাজ পালিয়ে গেলেন!

চুলকানি রোগে আক্রান্ত হয়েছে মহারাজ
17/06/2024

চুলকানি রোগে আক্রান্ত হয়েছে মহারাজ

17/06/2024

ঈদ মুবারক

বাড়ির পর বাড়ি। জমি এবং ফ্ল্যাটের সারি। কী নেই সাবেক পুলিশ কর্মকর্তা আছাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। তব...
15/06/2024

বাড়ির পর বাড়ি। জমি এবং ফ্ল্যাটের সারি। কী নেই সাবেক পুলিশ কর্মকর্তা আছাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। তবে শুধু নিজের নামে নয়। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপি’র সাবেক এই কমিশনার। মানবজমিনের অনুসন্ধানে তথ্য-প্রমাণ মিলেছে আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়ের। অনেক সম্পদের নথিও এসেছে আমাদের হাতে। সরজমিন যার সত্যতা মিলেছে।

পূর্বাচলের নিউ টাউনের ১ নম্বর সেক্টরের ৪০৬/বি রোড। এখানে ১০ কাঠা জমি রয়েছে আছাদুজ্জামানের নামে।
পাশের একটি প্লটের কেয়ারটেকার হালিম বলেন, এটা এক পুলিশ কর্মকর্তার জমি বলে আমরা জানি। এখানে তিনি মাঝেমধ্যে এসে ঘুরে দেখে যান। তবে তাদের নামে কোনো সাইনবোর্ড দেয়া হয়নি। স্থানীয় বাসিন্দা এবং জমি কেনাবেচার সঙ্গে যুক্ত মো. শামীম বলেন, পূর্বাচলের এই প্লটের প্রতি কাঠা জমির মূল্য এক কোটি টাকারও বেশি। পূর্বাচলের সেক্টর ৪, রোড ১০৮-এ ৫৩ নম্বর প্লটটি আছাদুজ্জামানের স্ত্রীর নামে ছিল। ৫ কাঠার এই প্লটটি বিক্রি করে দেয়া হয়েছে। জমিকেনা বেচায় যুক্ত স্থানীয় এক বাসিন্দা বলেন, প্লটটি শুনেছি তারা বিক্রি করে দিয়েছেন। আগে এখানে তারা আসলেও এখন আসেন না।

আফতাবনগর ৩ নম্বর সেক্টরের, এইচ ব্লকের ৮ নম্বর রোড দিয়ে প্রবেশ করলে স্থানীয় মসজিদের সামনে বাউন্ডারি দেয়া ৩৬ নম্বর প্লটে ২১ কাঠা জমি রয়েছে। এই প্লটটিও আছাদুজ্জামান মিয়ার। এই প্লটটি ৮ নম্বর রোডের সবচেয়ে বড় প্লট। এখানে প্রতিটি প্লট সর্বোচ্চ ৫ কাঠা ও তার সামান্য কিছু বেশি। নিরাপত্তার দায়িত্বে থাকা একজন জানান, আছাদুজ্জামান মিয়া পরিবারসহ মাঝে মধ্যে এসে প্লট দেখে যান। বাউন্ডারি দিলেও কোনো সাইনবোর্ড দেননি।

বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন-১ এ ১৬৬ এবং ১৬৭ নম্বরে ১০ কাঠার উপর ৬ তলাবিশিষ্ট আলিশান বাড়িটি আছাদুজ্জামানের স্ত্রীর নামে। স্কুলের কেয়ারটেকার জানান, বাড়িটি বর্তমানে ভাড়া দেয়া। যা স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাড়িটির বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। নিকুঞ্জ-১ এর ৮/এ রোডের ৬ নম্বর বাড়িটি আছাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদীনের নামে। ভবনের পাশের একজন বাসিন্দা নাম-পরিচয় গোপন রেখে বলেন, সম্প্রতি তারা বাসার নেমপ্লেট খুলে রেখেছেন। কেন রেখেছেন জানি না। বাড়িটির মূল্য ১০ কোটি টাকার বেশি।

সিদ্ধেশ্বরী রূপায়ন স্বপ্ন নিলয় ৫৫/১-এর বহুতল ভবনে খোঁজ নিয়ে জানা যায়, ৩ নম্বর ভবনে ৩ হাজার ৮শ’ থেকে ৪ হাজার স্কয়ার বর্গফিটের একটি ফ্ল্যাট রয়েছে আছাদুজ্জামানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। বাড়ির এক নিরাপত্তা প্রহরী বলেন, আয়েশা সিদ্দিকা বর্তমানে এই বাসায় নেই। ফ্ল্যাটটি তার নামে রয়েছে। ইস্কাটন গার্ডেন ১৩/এ প্রিয়নীড়ে আছাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী বলেন, ফ্ল্যাটটি বর্তমানে ফাঁকা পড়ে আছে। কেউ থাকেন না। এ সময় তিনি ভবনের সকল ফ্ল্যাট মালিকদের নামের লিস্ট বের করে দেখান। এদিকে ধানমণ্ডির ১২/এ সড়কের ৬৯ নম্বর বাড়ির বি/২/৫ ভবনে যোগাযোগ করে জানা যায় ভবনটিতে এককাঠা জমিসহ আছাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এ বিষয়ে ভবনের দায়িত্বে থাকা সাইদ বলেন, ৬ তলাবিশিষ্ট ভবনটিতে ২০টি ফ্ল্যাট রয়েছে। এখানে ফ্ল্যাটের মূল্য ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকা পর্যন্ত। এই ভবনটি আছাদুজ্জামান মিয়া স্যারের বলে আমরা জানি। ভবনটি খালি পড়ে আছে। বর্তমানে সংস্কার কাজ চলছে।

অন্তত দু’টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে আছাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানার। আছাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা, ফরিদপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে। ২০১৮ সালে তিনি রাজউক থেকে একটি প্লট বিশেষ কোটায় বরাদ্দ পান। অথচ রাজউকের নীতিমালা অনুযায়ী, স্বামী-স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় আফরোজা জামানের নামে ৪১ শতাংশ জমি রয়েছে। যা কেনা হয়েছে ২০১৭ সালে। একই মৌজায় একই বছরের ১৬ই নভেম্বর তার নামে কেনা হয় আরও ২৬ শতাংশ জমি। একই মৌজায় তার নামে ২০১৯ সালের ৫ই ফেব্রুয়ারি কেনা হয় আরও ৩৯ শতাংশ জমি।

আছাদুজ্জামানের স্ত্রীর নামে ২০২০ সালে জোয়ার সাহারা মৌজায় ৫ কাঠা জমি কেনা হয়। একই বছরে একই মৌজায় কেনা হয় ১০ কাঠা জমি। একই বছরে গাজীপুরের চাঁদখোলা মৌজায় ৩১ শতক জমি ক্রয় করেন আফরোজা। এ ছাড়া আফরোজা ২০১৮ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৈয়ামসাইল- কায়েতপাড়া মৌজায় দশমিক ২৮ একর জমি কেনেন। একই বছরে একই মৌজায় আরও ৩২ শতক জমি কেনেন তিনি। ওই বছরই রূপগঞ্জের কৈয়ামসাইল-কায়েতপাড়া মৌজায় দশমিক ৬০ একর জমি তার নামে কেনা হয়। পরে তা বিক্রি করে দেয়া হয়। এ ছাড়াও ২০১৯ সালে কৈয়ামসাইল-কায়েতপাড়া মৌজায় দশমিক ৫৭ একর জমির পাওয়ার অব অ্যাটর্নি পান আছাদুজ্জামানের স্ত্রী। একই বছরে আবার সেই জমি বিক্রিও করেন। দুটি কোম্পানির অংশীদার হয়েছেন আছাদুজ্জামানের স্ত্রী আফরোজা। এর মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি। এ কোম্পানিতে তার চার হাজার শেয়ার রয়েছে। আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন। সে সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেয়া হয়।

এই মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান সোহান। তিনি আছাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের সৎ ভাই। এক সময় তিনি লেবার ভিসায় সৌদি যান। পরে দেশে এসে ব্যবসা শুরু করেন। বর্তমানে রাজধানীর নিউমার্কেটে তাদের নিজস্ব জুয়েলারি দোকান রয়েছে। এ ছাড়া শেপিয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেড নামে আরেকটি কোম্পানির চেয়ারম্যান আফরোজা জামান। এই কোম্পানির পরিচালক আছাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহাদাত।

আছাদুজ্জামানের এক শ্যালক নূর আলম ওরফে মিলন। তার নামে গাজীপুরের শ্রীপুরে দেড় একর জমি রয়েছে। ভাগ্নে কলমের নামেও গাজীপুরে জমি আছে দেড় একর। অথচ আজীবন গ্রামে থাকা মিলনের নির্দিষ্ট কোনো আয় নেই। অন্যদিকে ভাগ্নে কলমও গ্রামের বাসিন্দা। তিনি বনে গেছেন কয়েক কোটি টাকা দামের জমির মালিক। এই কলম আবার আছাদুজ্জামানের গ্রামের বাড়ির তত্ত্বাবধায়ক।

সিভিল সার্ভিস ক্যাডারের ৮৫ ব্যাচের পুলিশ কর্মকর্তা আছাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। পরে ২০১৯ সালের সেপ্টেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের ১৪ই সেপ্টেম্বর তার নিয়োগের ৩ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। আছাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার ছিলেন।

সম্পদের বিষয়ে জানতে একাধিকবার আছাদুজ্জামান মিয়াকে ফোন দিলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ফোন রিসিভ করে তিনি তা কেটে দেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও তার সাড়া পাওয়া যায়নি। এ ছাড়া তার স্ত্রী আফরোজা ও বড় ছেলে আসিফ শাহাদাতকে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। মেয়ে আয়েশা সিদ্দিকাকে একাধিকবার ফোন ও ক্ষুদেবার্তা পাঠালেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে আছাদুজ্জামানের শ্যালক নুর আলম মানবজমিনকে বলেন, তার নামে জমি আছে এ তথ্য সঠিক নয়।

মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান সোহান বলেন, আমি এক সময় প্রবাসে থাকলেও বর্তমানে একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত। আমার নিজস্ব গোল্ড ও জুয়েলারির ব্যবসা রয়েছে। এ ছাড়া একাধিক কোম্পানি রয়েছে। তিনি কীভাবে এত সম্পদের মালিক হলেন এবং এ সকল সম্পদ তার বোন জামাই আছাদুজ্জামানের কিনা জানতে চাইলে হারিসুর বলেন, আমার ব্যবসায় প্রায় আরও ৮ থেকে ১০ জন পার্টনার রয়েছে। এটা পুরোটাই আমার নিজস্ব মালিকানাধীন। এর সঙ্গে আমার বোন জামাইয়ের কোনো সম্পৃক্ততা নেই।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মানবজমিনকে বলেন, রাজনৈতিক আশীর্বাদ ছাড়া এ ধরনের দুর্বৃত্তায়ন সম্ভব নয়। একদিকে প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ অবস্থান অপরদিকে রাজনৈতিক আশীর্বাদ একত্রিত হয়ে তাদের দুর্নীতি এবং অসামঞ্জস্য আয় বৃদ্ধি পাচ্ছে। তারা আইনের সুরক্ষার পরিবর্তে ভক্ষক হয়ে গেছেন। তারা অপরাধ নিয়ন্ত্রক। তার মানে তারা জানেন কোন অপরাধ কীভাবে করতে হয়। এটা জেনে বুঝেই করেছেন। তারা যে অসামঞ্জস্য অপরাধগুলো করেছেন প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এক ধরনের সহযোগী আছে। তাদের অনেকেই হয়তো জেনে বা না জেনে অংশীদার হয়েছেন। এ অবস্থায় সব অপরাধের ক্ষেত্রে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ছাড়া অন্য কোনো ম্যাজিক বুলেট নেই।

মানব জমিন প্রতিবেদন।
https://mzamin.com/news.php?news=114621

14/06/2024

স্বামীর পরামর্শে সেন্টমার্টিন মায়ানমারকে দিয়ে দিছে হাসুরানি
এবার কি পারবে ঠ্যালা সামলাতে

আট থেকে দশজন বিশ্বস্ত অধিনস্থ পুলিশ অফিসারের একটি মূল 'টিম' বেনজির আহমেদের জন্য শত কোটি টাকা তোলার জন্য কাজ করেছিল যখন ত...
08/06/2024

আট থেকে দশজন বিশ্বস্ত অধিনস্থ পুলিশ অফিসারের একটি মূল 'টিম' বেনজির আহমেদের জন্য শত কোটি টাকা তোলার জন্য কাজ করেছিল যখন তিনি বাংলাদেশ পুলিশ এবং ভয়ঙ্কর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কে পরিচালনা করেছিলেন।

যাইহোক, আহমেদের কথিত দুর্নীতির অনুশীলনগুলি তার অধীনে বিভিন্ন ক্ষমতায় দায়িত্ব পালনকারী আট থেকে দশজন সিনিয়র অফিসারের একটি বাছাই করা গ্রুপ দ্বারা আরও এগিয়েছিল। সবচেয়ে কুখ্যাত একজন হলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের মাসরুদ রহমান।

দুদকের স্ক্যানারে আসা অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কক্সবাজারের সাবেক পুলিশ সুপার বি এম মাসুদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদ আলম, অতিরিক্ত আইজি লুৎফুর কবির (১৫তম বিসিএস ব্যাচ), খুলনার এসপি এসএম শফিউল্লাহ (২৪তম বিসিএস ব্যাচ), মাহবুব হাসান। (এসপি, খুলনা; ২৪তম বিসিএস ব্যাচ), মহিউদ্দিন ফারুকী (২২তম বিসিএস ব্যাচ ও সাবেক র‌্যাব কর্মকর্তা), আলমগীর কবির (অতিরিক্ত ডেপুটি আইজি), অতিরিক্ত ডি আইজি আয়েশা সিদ্দিকা (২৪তম বিসিএস ব্যাচ) এবং আরিফুল হক (অতিরিক্ত ডি আইজি; ২৪তম বিসিএস ব্যাচ)। .

8 to 10 Bangladesh Police officers ‘fed’ former IG Benazir Ahmed’s corrupt ways, sources allege

06/06/2024

ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে
চলছে হরিলুট
কয়েক মিলিয়ন ডলার
গায়েব

ধরা খাইছে হাসুরানি
04/06/2024

ধরা খাইছে হাসুরানি

বুঝলনতো বেনজির কিভাবে দেশ ত্যাগ করেছে।
03/06/2024

বুঝলনতো বেনজির কিভাবে দেশ ত্যাগ করেছে।

03/06/2024

৯ মাসেই দেশে ফেরেনি রপ্তানির ১৪ বিলিয়ন ডলার
পাচারের সর্বোচ্চ রেকর্ড

02/06/2024

সাতক্ষীরায় রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে
৪৮ বিঘার ইটভাটা দখলে নেন বেনজীরের শ্যালক

সবই হয়েছে হাসুরানির আশীর্বাদে
31/05/2024

সবই হয়েছে হাসুরানির আশীর্বাদে

30/05/2024

হুংকার করা মহারাজ পালিয়ে গেছেন দেশ ছেড়ে!
Vedio Courtesy: Channel 24

30/05/2024

সব ব্যাংকের একাউন্ট থেকে টাকা তুলে নিষেধাজ্ঞা জারির আগেই সপরিবারে দেশ ত্যাগ করেছেন বেনজির আহমেদ।

তাহলে মহারাজের কি জব্দ করলো পেটিকোর্ট?
30/05/2024

তাহলে মহারাজের কি জব্দ করলো পেটিকোর্ট?

30/05/2024

বিদেশে বাংলাদেশি বিনিয়োগের দুই-তৃতীয়াংশই গেছে ভারতে

29/05/2024
ইন্টারপোলের রেড ওয়ারেন্ট ভুক্ত আন্তর্জাতিক স্বর্ণচোরাচালান গ্যাং এবং হুন্ডি কারবারী, হত্যা মামলার আসামী, আনোয়ারুল হক আনা...
22/05/2024

ইন্টারপোলের রেড ওয়ারেন্ট ভুক্ত আন্তর্জাতিক স্বর্ণচোরাচালান গ্যাং এবং হুন্ডি কারবারী, হত্যা মামলার আসামী, আনোয়ারুল হক আনার। বাড়ি ঝিনাইদহ। ২০০৭/৮ সালের দিকে তিনি সুযোগ বুঝে স্বর্ণপাচার গ্যাংয়ের ৪০০০ কোটি টাকার স্বর্ণ মেরে দেন। পরবর্তীতে সংসদ নির্বাচনের সময় হাসিনার হাতে শত কোটি টাকা তুলে দিয়ে কিনে নেন নৌকা। মেরে দেয়া চোরাচালানীদের টাকা রাজনীতিতে বিনিয়োগ করে হয়ে গেলেন সরাসরি ল’মেকার! ঝিনোদা-৪ আসনের এমপি। এরপর আর পিছু তাকাতে হয়নি আনারকে। অবৈধ অর্থের প্রয়োগ আর রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে কোর্টকাচারীকে কবর দিলেন, অতীতের সকল পাপমোচন করে জনদরদী জনপ্রতিনিধি বনে গেলেন এক সময়ের স্মাগলার -কাম-মার্ডারার। তার নামে খবর বের হতো তিনি পুলিশ ছাড়াই চলাফেরা করেন!

সময় পার হয়, আনার ভাবে সব মুছে গেছে - আমি তো এখন রাজা! দেড়যুগ পরে রাষ্ট্রীয় লাল পাসপোর্ট নিয়ে ভিআইপি সেজে কোলকাতায় বেড়াতে গেলেন আনার! গিয়ে ওঠেন এক সোনা কারবারীর ডেরায়! ৪০০০ কোটি টাকা মেরে দেয়া তার পুরোনো গ্যাংরাও আড়ালে -আবডালে ছিল। তাদের এলাকায় ঘুরতে গেলে পুরোনো পাপীকে সম্ভবত নারী দিয়ে টোপ ফেলে সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে নেয়া হয়। তারপরে বাগে পেয়ে ভিআইপি সাজা সাবেক স্মাগলারকে কেটে পিস পিস করলো! ফুল বডি এখনও উদ্ধার হয়নি! সেটাও স্বর্ণের মত পাচার হয়ে গেছে!!
আহা কী জীবন!

দেশের মানুষের সাথে এভাবে প্রতারণার দায়ে হাসিনারও বিচার করা প্রয়োজন!

20/05/2024

সাবেক সেনা প্রধান জেনারেল
আজিজ আহমেদ সহপরিবারে
মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ

ঢাকা সেনানিবাসের আল্লাহু মসজিদের পাশের এই আলিশান বাড়ির মালিক বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ বাচ্চু।
19/05/2024

ঢাকা সেনানিবাসের আল্লাহু মসজিদের পাশের এই আলিশান বাড়ির মালিক বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ বাচ্চু।

মাংস রান্না করিতেছেন মহারাজ
18/05/2024

মাংস রান্না করিতেছেন মহারাজ

18/05/2024

ভৈরবে র‌্যাবের নির্যাতনে
সুরাইয়া খাতুন নামে এক মহিলার মৃত্যু

18/05/2024

বিরোধীদলের নেতাদের জেলে ভরে নির্বাচনে জয় করেছেন শেখ হাসিনা
মোদিজী একই ভাবে নির্বাচনে জয়লাভ করতে চান
: দিল্লির মুখ্যমন্ত্রী

ভারতীয় পত্রিকার প্রতিবেদন।ঋণের ভারে জর্জরিত বাংলাদেশ। দিনে দিনে সেই মাত্রা ছাপিয়ে যাচ্ছে বিপদ সীমা। বছরভর বিভিন্ন খাতে ...
16/05/2024

ভারতীয় পত্রিকার প্রতিবেদন।

ঋণের ভারে জর্জরিত বাংলাদেশ। দিনে দিনে সেই মাত্রা ছাপিয়ে যাচ্ছে বিপদ সীমা। বছরভর বিভিন্ন খাতে বাংলাদেশ যে পরিমাণ রাজস্ব আয় করে তার অধিকাংশ পরিমাণই এখন চলে যাচ্ছে সুদ দিতে। দিনে দিনে বিদেশী ঋণের হার একপ্রকার বোঝা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের শেখ হাসিনার সরকারের ওপর।

সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থাৎ আইএমএফ-র হিসাব অনুযায়ী ২০২০-২১ পর্যন্ত পর্যন্ত বিভিন্ন দেশ এবং সংস্থার কাছ থেকে বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল ৭২২৯ কোটি ডলার। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৭ লাখ ৫৯ হাজার কোটি টাকা।

বাংলাদেশের বিদেশী ঋণ দাতাদের তালিকায় মূলত আইএমএফ, কিংবা বিশ্ব ব্যাংক ছাড়াও রয়েছে আরও অন্যান্য দেশ। যার মধ্যে অন্যতম ভারত। আইএমএফ-র তথ্য বলছে বাংলাদেশের ঋণের পরিমাণ বর্তমানে ঝুঁকি সীমার মধ্যেই রয়েছে।

যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে শেখ হাসিনার সরকারের কপালে। কিছুদিন আগেই বাংলাদেশের জন্য নতুন করে ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে আইএমএফ। হিসাব অনুযায়ী বিশ্ব ব্যাংক এবং আইএমএফ -র মত আন্তর্জাতিক সংস্থার কাছে বর্তমানে বাংলাদেশের ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৩৪৯০ কোটি ডলার, যা নাকি ইতিমধ্যেই বাংলাদেশের জিডিপির ৮ শতাংশের বেশি ছাড়িয়ে গিয়েছে। শুধু তাই নয় বিভিন্ন দেশের থেকে বাংলাদেশের ঋণের পরিমাণ বর্তমানে ২১৬৭কোটি ডলার। যা বাংলাদেশের জিডিপির ৫ শতাংশের বেশি।

কার কাছে কত ঋণ?
বাংলাদেশ সবথেকে বেশি পরিমাণে ঋণ নিয়েছে বিশ্বব্যাঙ্কের কাছ থেকে। বর্তমানে এই ঋণের পরিমাণ ১৮১৬ কোটি ডলার। আর তারপরেই এরপরেই এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-র থেকে ১৩২৮ কোটি ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ। এছাড়াও তালিকায় রয়েছে জাপান, রাশিয়া এবং চিনের মতো প্রভাবশালী দেশগুলিও। জানা যাচ্ছে জাপানের কাছ থেকে ৯২৩ কোটি টাকা আর রাশিয়া এবং চিনের কাছে যথাক্রমে ৫০৯ কোটি ডলার এবং ৪৭৬কোটি ডলার ঋণ নিয়েছে শেখ হাসিনার দেশ। এছাড়াও আইএমএফের থেকে আরও ৪৭০কোটি ঋণ নিয়েছে বলে জানা যাচ্ছ। তার আগেও নাকি তাদের কাছে থেকে ৯৮কোটি ডলার নিয়েছিল বাংলাদেশ।

ভারতের কাছে কত বাকি?
আইএমএফ-র দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে জাপান, রাশিয়াসহ প্যারিস ক্লাবের সদস্যভুক্ত দেশগুলির থেকেও মোট ১৫৫১কোটি ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ। প্যারিস ক্লাবের সদস্য নয়, এমন দেশের থেকেও বাংলাদেশের ঋণের পরিমাণ ৬১৬কোটি ডলার। আর এই তালিকাতেই নাম রয়েছে ভারতের। জানা যাচ্ছে ভারতের কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ ১০২কোটি ডলার।
তবে ঋণ শোধ করার বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ছমাসে ১০৫কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে। হিসাব অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে হাসিনা সরকারকে মোট ২৭৮কোটি ডলার অর্থ পরিশোধ করতে হবে। যা ২০২৪-২৫ অর্থবর্ষে বেড়ে দাঁড়াবে ৪০২ কোটি ডলারে।

16/05/2024

র‌্যাবের স্যাংশন প্রত্যাহারের দাবি মিথ্যা
: স্টেট ডিপার্টমেন্ট

16/05/2024

গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন
রাষ্ট্রপতি চুপ্পুর ছেলে
আরশাদ আদনান রনি

15/05/2024

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়
তালিকায় ৩৯৪ বাংলাদেশি
আছেন মন্ত্রী এমপি আর সরকারি কর্মকর্তা

Address

19/21, Great Portland Street, Marylebone
London
W1W8QB

Alerts

Be the first to know and let us send you an email when London Bangla Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other TV Channels in London

Show All