Mehazabien’s Story

Mehazabien’s Story বাচ্চা সহ নিজের পুরো পরিবারকে সুস্থ, সুন্দর এবং সমাজের একটি নিদর্শন তৈরী করুন আমাদের সঙ্গে ❤️

গত সপ্তাহের কিছু মূল্যবান মূহুর্ত  3feb-9feb 💫 week 6
09/02/2025

গত সপ্তাহের কিছু মূল্যবান মূহুর্ত 3feb-9feb 💫 week 6

এই সপ্তাহের কিছু মূহুর্ত  27jan -02feb 💫
02/02/2025

এই সপ্তাহের কিছু মূহুর্ত 27jan -02feb 💫

আজ আমি রান্না ঘরে ছিলাম আর এদিকে ইনায়া তার নিজেরই ক্রিম নিয়ে  অল্প অল্প করে গালে, হাতে মেখেছে এবং অনেকটা সে নিজের মাথায় ...
29/01/2025

আজ আমি রান্না ঘরে ছিলাম আর এদিকে ইনায়া তার নিজেরই ক্রিম নিয়ে অল্প অল্প করে গালে, হাতে মেখেছে এবং অনেকটা সে নিজের মাথায় শ্যাম্পুর মতো মেখেছে।👶
এই পরিস্থিতিতে আমি কাঁদবো না হাসবো কিছু বুঝতে পারছিলাম না।🤣🤣 একেই বলে toddler life . 🥴

সে শুধু ❤️হার্ট গুলোকে কালার করে এনে আমাকে বলছেইনায়া : মাম্মি  মাম্মি হার্ট❤️ লাভ ইউ টু ইউনিকন 🦄 (মানে সে ইউর্নিকর্নে ভা...
28/01/2025

সে শুধু ❤️হার্ট গুলোকে কালার করে এনে আমাকে বলছে

ইনায়া : মাম্মি মাম্মি হার্ট❤️ লাভ ইউ টু ইউনিকন 🦄
(মানে সে ইউর্নিকর্নে ভালোবাসে)🥴

আজ বিকেলে পেঁপে কেটে খাচ্ছিলাম আর ইনায়া দূর থেকে তাকিয়ে দেখছিল সে একবার কাছেও আসেনি পেঁপের,কারন তার আজকে পেঁপে খাওয়ার মু...
26/01/2025

আজ বিকেলে পেঁপে কেটে খাচ্ছিলাম আর ইনায়া দূর থেকে তাকিয়ে দেখছিল সে একবার কাছেও আসেনি পেঁপের,

কারন তার আজকে পেঁপে খাওয়ার মুড ছিলনা।🥴

24/01/2025

আপনার জীবনের চলার রাস্তা তখন সহজ হবে;

যখন আপনি আপনার নিজের অবস্থান শক্তি রাখবেন ।

ইনায়া এক সপ্তাহ হল আমাদের council এর play centre এ যাচ্ছে।  সে খুব খুশি।সে centre এ গিয়ে প্রথমেই রান্না ঘরের play kit  ন...
23/01/2025

ইনায়া এক সপ্তাহ হল আমাদের council এর play centre এ যাচ্ছে।
সে খুব খুশি।সে centre এ গিয়ে প্রথমেই রান্না ঘরের play kit নিয়ে খেলতে শুরু করেছে।সে দিনের অনেকটা সময় আমার সঙ্গে রান্না ঘরে কাটায় এবং সে এটা করতে ভালোবাসে❤️।🍴🍽️
hello

20/01/2025

বাচ্চাকে যে ৮টি আচরণ অবশ্যই শেখাবেন

পেছনে কালারফুল টাওয়ারটা তার বানানো। বানিয়ে সে কি হাসি 😁 আমি আর ওর বাাবা একটু কথা বলছিলাম, আর ইনায়া নিজের মতো খেলছিলোইনায়...
20/01/2025

পেছনে কালারফুল টাওয়ারটা তার বানানো। বানিয়ে সে কি হাসি 😁
আমি আর ওর বাাবা একটু কথা বলছিলাম, আর ইনায়া নিজের মতো খেলছিলো
ইনায়া : মাম্মি মাম্মি লুক টাওয়ার .
ইনায়ার বাবা: গুড গার্ল, কাম হেয়ার মাম্মা কিসেস টু ডেডু।
ইনায়া : ইয়্যাস, (গিয়ে ডেডু কে কিস করে দিল)
ইনায়ার মাম্মি: ইনায়া আমি কেও কিসি করো
ইনায়া: ইয়্যাস, মাম্মি, (মাম্মি কেও কিস করলো।
ইনায়া :লাভ ইউ টু মাম্মি❤️( ও সবসময় লাভ ইউ টু বলে)
ইনায়ার মাম্মি: লাভ ইউ টু ইনায়া❤️

শুভ রাত্রি সবাই কে😴
18/01/2025

শুভ রাত্রি সবাই কে😴

ইনায়া  এখন অনেকটা সময় আমার সঙ্গে রান্না ঘরে কাটায়  আর যতোক্ষণ  আমার সঙ্গে কাটায় তাকে আমি এই ধরনের কাজ দেয়। আজ আমি ওকে ভা...
18/01/2025

ইনায়া এখন অনেকটা সময় আমার সঙ্গে রান্না ঘরে কাটায় আর যতোক্ষণ আমার সঙ্গে কাটায় তাকে আমি এই ধরনের কাজ দেয়।
আজ আমি ওকে ভাজা ছোলার খোসা বেছে খেতে বলেছিলাম আর ও সেটাই করছিল।
এতে ওর ফাইন মোটার স্কিল বাড়ে।
বাচ্চার কাজের প্রতি দক্ষতা বাড়ে।

তার recent most favorite বই হল এটি। ডাইনোসর এর গল্প, উঠতে শুতে, বসতে  সব সময় এই বইটা পড়তে চাই। ঘন্টার পর ঘন্টা এই বই নি ...
17/01/2025

তার recent most favorite বই হল এটি। ডাইনোসর এর গল্প, উঠতে শুতে, বসতে সব সময় এই বইটা পড়তে চাই। ঘন্টার পর ঘন্টা এই বই নি সে ব্যস্ত থাকে, ছবি দেখে। আর বার বার জিজ্ঞেস করবে এটা কি ,ওটা কি?

এখানে যতগুলো সবজী আছে সব গুলোই ইনায়ার খুব পছন্দ। শাক দিয়ে ৫মিশালি সবজী বানিয়েছিলাম আজ। বড়ি সে খুব খেতে ভালোবাসে।আমার বাড়...
17/01/2025

এখানে যতগুলো সবজী আছে সব গুলোই ইনায়ার খুব পছন্দ। শাক দিয়ে ৫মিশালি সবজী বানিয়েছিলাম আজ। বড়ি সে খুব খেতে ভালোবাসে।
আমার বাড়ির সবাই এই ধরনের তরকারি হলে আর কিছু চাই না ভাতের সঙ্গে।

আমাদের আজকের ডিনার। চিকেন তান্দুরি উইথ পটেটো। ইনায়া চিকেন খেতে খুব ভালোবাসে, তাকে চিকেনের যে রেসিপিই দেওয়া হোক না কেন সে...
16/01/2025

আমাদের আজকের ডিনার। চিকেন তান্দুরি উইথ পটেটো। ইনায়া চিকেন খেতে খুব ভালোবাসে, তাকে চিকেনের যে রেসিপিই দেওয়া হোক না কেন সেটা সে খেয়ে নেয় চুপ চুপ, আর মাঝে মাঝে বলে টেষ্টি চিকেন 🍗।

ইনায়া ভাষ্য মতে তার রেড বেবি এবং পারপেল বেবি কে হাউসে রেখেছে। কিন্তু দেখা যাচ্ছে দুই বেবি ঘরে ওপরে বসে আছে আবার ঘর টাও উ...
16/01/2025

ইনায়া ভাষ্য মতে তার রেড বেবি এবং পারপেল বেবি কে হাউসে রেখেছে। কিন্তু দেখা যাচ্ছে দুই বেবি ঘরে ওপরে বসে আছে আবার ঘর টাও উল্টো 🤣🤣🥴

ইনায়াকে ডিম 🍳আমি সবসময় বাটার দিয়েই ভেজে দি।আজ সকালে ওর জন্য ডিম ভাজা শেষ করে আমি আমার ব্রেডে 🍞বাটার লাগানোর জন্য বাটার খ...
15/01/2025

ইনায়াকে ডিম 🍳আমি সবসময় বাটার দিয়েই ভেজে দি।আজ সকালে ওর জন্য ডিম ভাজা শেষ করে আমি আমার ব্রেডে 🍞বাটার লাগানোর জন্য বাটার খুলে দেখি এই অবস্থা। মানে আমি যখন ডিম ভাজ ছিলাম তখন পেছনে চুপি চুপি সে বাটার খাচ্ছিল। #

15/01/2025

একজন কেয়ারিং হ্যাসবেন্ড
টাকা-পয়সার চেয়ে অনেক মূল্যবান

বাচ্চার যখন থেকে সলিড খাওয়া শুরু হবে তখন থেকে তাকে নির্দ্বিধায় সব ধরনের ফল,সবজী খাওয়ানোর চেষ্টা করবেন, আপনি যে সবজী বা ফ...
14/01/2025

বাচ্চার যখন থেকে সলিড খাওয়া শুরু হবে তখন থেকে তাকে নির্দ্বিধায় সব ধরনের ফল,সবজী খাওয়ানোর চেষ্টা করবেন, আপনি যে সবজী বা ফল খেতে পছন্দ করেন সেটাও বাচ্চাকে দেবেন আবার যেটা পছন্দ করেন না সেটাও বাচ্চাকে দেবেন। তাহলে দেখবেন বাচ্চা খাবার নিয়ে picky eater হবেনা।🌽🥬🥝🥗
আমি যেমন যে সবজী গুলো পছন্দ করি সেইগুলোও ইনায়া খায় আবার যে সবজী(জুকিনি)গুলো পছন্দ করি না সেগুলোও ইনায়া খায়,তাই ওর কথা মাথায় রেখে আমার অপছন্দের সবজীগুলোও রান্না করতে হয়।কারন ইনায়াকে ছোট থেকে সব সবজী বা ফল খায়ে এসেছি। 🥑🍅🍐🥭

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehazabien’s Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehazabien’s Story:

Videos

Share