Mehazabien’s Story

Mehazabien’s Story বাচ্চা সহ নিজের পুরো পরিবারকে সুস্থ, সুন্দর এবং সমাজের একটি নিদর্শন তৈরী করুন আমাদের সঙ্গে ❤️

আমি কি খাচ্ছি বলোতো সবাই?  🍊
09/01/2025

আমি কি খাচ্ছি বলোতো সবাই? 🍊

salmon মাছ আমার বাড়িতে প্রতিদিনই হয়। হয় ইনায়ার জন্য নয় ওর বাবার টিফিনের জন্য। একটা হাই প্রোটিন 🍣, সবজী 🥗আর ফল🫐🥝
08/01/2025

salmon মাছ আমার বাড়িতে প্রতিদিনই হয়। হয় ইনায়ার জন্য নয় ওর বাবার টিফিনের জন্য। একটা হাই প্রোটিন 🍣, সবজী 🥗আর ফল🫐🥝

বাচ্চা চঞ্চল হলে তাকে দুষ্টু বাচ্চা বলে লেবেল লাগাবেন না, ❌বরং  তাকে সক্রিয় বা  active বলতে শিখুন।✅বাচ্চাটি বাঁচালের মতো...
08/01/2025

বাচ্চা চঞ্চল হলে তাকে দুষ্টু বাচ্চা বলে লেবেল লাগাবেন না, ❌
বরং তাকে সক্রিয় বা active বলতে শিখুন।✅

বাচ্চাটি বাঁচালের মতো প্রশ্ন করে এটি না বলে,❌
বরং বলুন বাচ্চাটি খুব কৌতুহলী বা জানার আগ্রহ প্রবল✅

বাচ্চা সবার সঙ্গে মিশতে পারে না এটি না বলে ❌
বরং বলুন বাচ্চাটি মিশতে সময় নেয় বা তার অন্যের প্রতি বিশ্বাস জন্মাতে
সময় লাগে ✅

মনে রাখবেন, আপনি যদি আপনার বাচ্চার ওপর লেবেলিং করেন তাহলে বাইরের লোক তো করবেই।
আপনি যখন আপনা। বাচ্চার সম্পর্কে এগুলি তার সামনে অন্য জনকে বলেন তখন বাচ্চা সেগুলি শোনে এবং নিজের প্রতি ও সেই রকম মতামতা ধারন করে।। তাই সব সময় বাচ্চা সামনে বা বাচ্চার পেছনে পজেটিভ থাকবেন।এতে বাচ্চা নিজের প্রতি আত্মবিশ্বাসী হবে।

ইনায়ার পাওয়া 2025 সালের 1st নিউ ইনায়ার গিফট।  পাশের বাড়ির uncle গিফট করেছে। magnetic  puzzle reindeer এবং snowman।সে আজ ...
07/01/2025

ইনায়ার পাওয়া 2025 সালের 1st নিউ ইনায়ার গিফট। পাশের বাড়ির uncle গিফট করেছে। magnetic puzzle reindeer এবং snowman
।সে আজ পুরো সন্ধ্যা বেলায়ই এই puzzle গুলো make করেছে।

তার বাবার টুপি আর হাত মোজা এখন তার 🧤🧣
06/01/2025

তার বাবার টুপি আর হাত মোজা এখন তার 🧤🧣

ইনায়া প্রতিদিন প্রায় অনেকটা সময়  রান্না ঘরে মাকে হেল্প করে রান্না করতে।  সে সব সবজী, সব মশলার নাম জানে।
06/01/2025

ইনায়া প্রতিদিন প্রায় অনেকটা সময় রান্না ঘরে মাকে হেল্প করে রান্না করতে। সে সব সবজী, সব মশলার নাম জানে।

it's smoothie time 🥤😋
05/01/2025

it's smoothie time 🥤😋

ইনায়ার প্রতিদিন যতই বই পড়ুক না কেনো....  সব বইয়ের মধ্যে তাকে এই my mother বইটা পড়িয়ে শোনাতেই হবে।এই বই কে ইনায়া মাম্মি ব...
05/01/2025

ইনায়ার প্রতিদিন যতই বই পড়ুক না কেনো.... সব বইয়ের মধ্যে তাকে এই my mother বইটা পড়িয়ে শোনাতেই হবে।
এই বই কে ইনায়া মাম্মি বুক বলে ডাকে।
বইয়ের মধ্যে ছবিটা দেখে আঙুল দিয়ে বলে বেবি অ্যান্ড মাম্মি।

কিনোয়া সালাদ খেতে দারুন স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। আমাদের সবার খুব প্রিয় একটি খাবার।
04/01/2025

কিনোয়া সালাদ খেতে দারুন স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। আমাদের সবার খুব প্রিয় একটি খাবার।

বিছানার চাদর হয়েছে আজে ইনায়ার ক্যানভাস বোর্ড। 🥴প্রথমে দেখে হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছিলাম না। নিজেকে অনেক কষ্ট করে ...
04/01/2025

বিছানার চাদর হয়েছে আজে ইনায়ার ক্যানভাস বোর্ড। 🥴
প্রথমে দেখে হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছিলাম না। নিজেকে অনেক কষ্ট করে control করলাম।এই চাদরের আজই ছিল শেষ দিন। 😌

মাম্মি - এটা তুমি কি সেজেছো?ইনায়া- ইটস রকেট 🚀আমি জানিনা রকেট কবে থেকে এরকম দেখতে হলো?প্লাস্টিক প্যাকেটে মোড়া, হাতে বেলুন...
03/01/2025

মাম্মি - এটা তুমি কি সেজেছো?

ইনায়া- ইটস রকেট 🚀

আমি জানিনা রকেট কবে থেকে এরকম দেখতে হলো?
প্লাস্টিক প্যাকেটে মোড়া, হাতে বেলুন নিয়ে🤣🤣।
হাসতে হাসতে আমি শেষ 🤣🤣

প্রতিদিন ইনায়ার  খাদ্য তালিকায় ৩-৪ রকম রং এর ফল রাখার চেষ্টা করি। লাল রং এর ফলে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সার প্র...
03/01/2025

প্রতিদিন ইনায়ার খাদ্য তালিকায় ৩-৪ রকম রং এর ফল রাখার চেষ্টা করি। লাল রং এর ফলে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। সবুজ ফল চোখের জন্য উপকারী। কালো রং এর ফল একাগ্রতা ও স্মৃতিশক্তি বাড়ায়।

আজ সে নিজের চুড়ি মায়ের চুড়ি দুটোই পড়ে বসে আছে।ইনায়া :আজ সব পেয়েছি হাতের কাছে, সব পড়ে বসে থাকবো।🤩
02/01/2025

আজ সে নিজের চুড়ি মায়ের চুড়ি দুটোই পড়ে বসে আছে।

ইনায়া :আজ সব পেয়েছি হাতের কাছে, সব পড়ে বসে থাকবো।🤩

প্রায় ইংল্যান্ডে প্রায় ১০০কোটি বছর পর সূর্যি মামার দেখা পেলাম। ☀️✨🫧🌊
02/01/2025

প্রায় ইংল্যান্ডে প্রায় ১০০কোটি বছর পর সূর্যি মামার দেখা পেলাম। ☀️✨🫧🌊

শসার মাঝের সুন্দর নরম অংশ বাড়ির ছোট সদস্যের আর বাদ দেওয়া বাকি অংশটা যে খাবারটি তৈরী করে তার মানে মায়ের। আমার বাড়িতে এরকম...
01/01/2025

শসার মাঝের সুন্দর নরম অংশ বাড়ির ছোট সদস্যের আর বাদ দেওয়া বাকি অংশটা যে খাবারটি তৈরী করে তার মানে মায়ের। আমার বাড়িতে এরকম ই হয় ,আর আপনাদের? 🥒🥒

বছরের শেষ দিনে মেয়েকে একটু ঘোরাতে নিয়ে গেছিলাম, পুরো পা থেকে মাথা পর্যন্ত গরম কাপড়ে মোড়া।  happy new year  সবাইকে নতুন ব...
31/12/2024

বছরের শেষ দিনে মেয়েকে একটু ঘোরাতে নিয়ে গেছিলাম, পুরো পা থেকে মাথা পর্যন্ত গরম কাপড়ে মোড়া।
happy new year সবাইকে নতুন বছরের শুভেচ্ছা , খুব ভালো কাটুক সবার 2025..

ইনায়া আজ যে ভাবে তার সকালের ব্রেকফাস্ট শেষ করেছে, সেটা দেখে আর খুব আনন্দ লেগেছে। বাচ্চারা ভালো মতো খাবার খেলে মায়েদের কত...
30/12/2024

ইনায়া আজ যে ভাবে তার সকালের ব্রেকফাস্ট শেষ করেছে, সেটা দেখে আর খুব আনন্দ লেগেছে। বাচ্চারা ভালো মতো খাবার খেলে মায়েদের কতোই না ভালো লাগে। আজ তাকে দেওয়া হয়েছিল ব্রেড সঙ্গে 🥪,চিজকোয়েল পাখির ডিম🥚, ব্লাকবেরি🫐 এবং স্ট্রবেরি🍓

husband's tiffin ... high protein (salmon baked) ,salad, fruits
29/12/2024

husband's tiffin ...
high protein (salmon baked) ,salad, fruits

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehazabien’s Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehazabien’s Story:

Videos

Share