ভেলরী টেইলর ট্রাষ্ট এর উদ্যোগে এক চ্যারিটি ডিনার অনুষ্টিত হয়েছে বুধবার লেস্টারে।
আমাদের প্রতিনিধি বদরুল আলম জানান,
গত ৩০ সেপ্টেম্বর সোমবার লেষ্টারে বসবাসরত বঙ্গবন্ধু প্রেমিক কতপয় যুবক একটি রেষ্টুরেন্টে এক প্রতিবাদ সভার আয়োজন করেন।
বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী বদরুল আলমের রিপোর্টে।
গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন লেস্টার ১১বিশিষ্ট আহবাহক কমিটির ঊদ্দুগে রবিবার স্তানীয় একটি হলে এক সাধারন সভায় অনুষ্টিত হয়,
বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী বদরুল আলম।
প্রথমে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভাপতি তো করেন আহবায়ক কমিটির জনাব আলহাজ আব্দুল হান্নান,
উপস্তিথ সভায় গটনতন্ত সংগঠনের জনাব আবু তাহের এমবিএ ও আব্দুস সালামের যৌথ পরিচালনায়।
সিলেট বিভাগের ৪ জেলার নির্বাচন ধারা ৫১ জন নেতৃবৃন্দকে নিয়ে সংগঠন গঠিত হবে।
এতে বক্তব্য রাখেন
আমিনুর রশিদ তালুকদার,
আব্দুল মান্নান,
ফজলুর রহমান,
ফখরুল ইসলাম,
আনসার আহমেদ,
উক্ত আলোচনায় সংগটনের গটনতন্ত সদস্য ফি ১০০ থেকে পাউন্ড ৩০ করে মেম্বারশিপ নির্ধারণ করা হয়, এতে কমিটির কার্যক্রম ৫১ জন ছাড়া সাধারণ সদস্য হিসাবে সবাই মেম্বারশিপ
পরম জমা দিতে পারবেন
১১ বিশিষ্ট আহবাহক কমিটি জানান।
আগামী বৈঠকে ফোরাম জমা দ
এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন ডক্টর তোজাম্মেল টনি হক। ছিলেন শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক কূটনীতিবিদ। যুক্তরাজ্যে বর্ণবাদ বিরোধী আন্দোলন থেকে নিয়ে কমিউনিটির যে কোন প্রয়োজনে সবসময় নিঃস্বার্থভাবে সামনের কাতারে থাকতেন মহান মুক্তিযুদ্ধে প্রাবসের অন্যতম এ সংগঠক। তার অভাব এদেশে বাংলাদেশী কমিউনিটি প্রতি মুহুর্তেই অনুভব করবে।
বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী বদরুল আলমের
রিপোর্ট।
গ্রীস্মের ছুটিতে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে সাউথ সুরমা এসোসিয়েশন, মিডল্যান্ডস কভেন্ট্রি সিটিতে আয়োজন করে দিনব্যাপী এক সামার মেলা। নানারকম আয়োজনের মেলা উপভোগ করতে যুক্তরাজ্যের বিভিন্ন শহরের দক্ষিণ সুরমা প্রবাসী মানুষজন এবং স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম ঘটে। আমাদের সহকর্মি বদরুল আলমকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তালুকদার রায়হান।
বার্মিংহামের স্থানীয় একটি হলে ইসলামী ছাত্র মজলিসের সাবেক নেতৃবৃন্দ ও খেলাফত মজলিসের কর্মিদের নিয়ে যুক্তরাজ্য নর্থ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশ
বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির কারণে রূপ নেয় প্রতিবাদ সমাবেশে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী বদরুল আলম।
বার্মিংহাম শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য নির্বাচিত নির্বাচিত হওয়ায় ।এক সংবর্ধনার আয়োজন করা
বারবিহাম শ্রমিক লীগের পক্ষ থেকে।
বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী বদরুল আলম।
দেশ ও প্রবাসীদের মধ্যে ফুটবল খেলার মাধ্যমে দলমতের ঊর্ধ্বে বাঙালি ভাতৃত্ববোধকে পোক্ত করে তোলার প্রত্যয়ে সোনালী অতীত, কভেন্ট্রির উদ্যোগে রোববার অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট। বৃটেনের বিভিন্ন শহরের ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে এই টুর্নামেন্টে অংশ নেয় সোনালী অতীত সংগঠনের বাংলাদেশ ও যুক্তরাজ্যের চারটি ফুটবল দল। আমাদের সহকর্মী বদরুল আলম কে সাথে নিয়ে রিপোর্ট করছেন তালুকদার রায়হান।
যুক্তরাজ্য সফরত হবিগঞ্জের সাবেক কৃতি ফুটবলার বিশিষ্ট ব্যাবসায়ী ডায়াবেটিক হাসপাতালের অন্যতম প্রজেক্ট ম্যানেজার এনামুল মুহিত খাঁনের সম্মানে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বার্মিংহামে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সহকর্মী বদরুল আলম।
উৎসবমুখর পরিবেশে
লন্ডন বাংলা প্রেস ক্লাবের ২০২৪ দি- বার্ষিক নির্বাচন পালিত হয়েছে,
বিস্তারিত থাকছে কামরুল আই রাসেলের রিপোর্ট।
হবিগঞ্জের দরিদ্র, অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তির লক্ষ্যে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এডুকেশন ট্রাষ্ট কাজ করছে। এই ট্রাষ্টের কার্যক্রম ও পরিধি বাড়ানোর লক্ষ্যে বার্মিংহামে হবিগঞ্জবাসীর সাথে মতবিনিময় করা হয়।
বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী থাকছে বদরুল আলম।
আগামী ২৮ শে জানুয়ারি হতে যাচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন, গত ৩ তারিখে মোট ৩১ জন প্রার্থী নমিনেশন দাখিল করেন।
বিস্তারিত থাকছে বদরুল আলমের রিপোর্টে।