MrMonir DEMOs

MrMonir DEMOs Video Creator : Author, Human rights defenders (HRDs)

এই মাদারিদের এত বড় স্পর্ধা হয় কি করে নির্বাচন নিয়ে কথা বলে। গত ১৭ বছর ধরে এদেশের মানুষকে নির্বাচনের বাহিরে রাখার কারিগর...
16/12/2025

এই মাদারিদের এত বড় স্পর্ধা হয় কি করে নির্বাচন নিয়ে কথা বলে। গত ১৭ বছর ধরে এদেশের মানুষকে নির্বাচনের বাহিরে রাখার কারিগর হলো জাতীয় পাটি। বাংলাদেশে এদের কখনো আর পলিটিক্স করতে দেওয়া ঠিক হবে না। বাংলাদেশ নিয়ে এই দলের কোন মিশন ভিশন কিচ্ছু নাই, এরা শুধু ভারতের পারপাস সার্ভ করার জন্যই এদেশে রাজনীতি করে। এদের এসব দোকান এখনি বন্ধ করতে হবে। ১৪শ তরুনকে হত্যার সহযোগী হয়ে এরা এখন সংবাদ সম্মেলন করার মত স্পর্ধা দেখায়।

16/12/2025

হাসিনার সকল জ*ঙ্গি নাটকের সহযোগী এবং ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করা 'বাংলা ট্রিবিউন' দিকে একটু খেয়াল কইরেন।এদের কালচারাল ফ্যাসিস্টরা আবারও সক্রিয়।

15/12/2025

হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেপ্তার। সিসিটিভি ক্যামেরাতে হাদির অফিসের রেকি করা এই লোকটা সেই কবির।

১৪শ তরুনকে হত্যা করার পরও বাংলা ট্রিবিউন এই উদ্ধত্বকে কি বলবেন? ১৪ লাখ মানুষকে হত্যা করে যদি এই খুনির দল ক্ষমতায় থাকতো ত...
15/12/2025

১৪শ তরুনকে হত্যা করার পরও বাংলা ট্রিবিউন এই উদ্ধত্বকে কি বলবেন? ১৪ লাখ মানুষকে হত্যা করে যদি এই খুনির দল ক্ষমতায় থাকতো তাহলে হয়তো বাংলা ট্রিবিউন খুব হতো।

15/12/2025
এদের পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে এরা এখনো সেনা ইন্টেলিজেন্সের আন্ডাপে বাংলাদেশে আছে। আর যেহেতু সায়ের ছবিটি পোষ্ট...
14/12/2025

এদের পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে এরা এখনো সেনা ইন্টেলিজেন্সের আন্ডাপে বাংলাদেশে আছে। আর যেহেতু সায়ের ছবিটি পোষ্ট করেছে তাহলে ১০০% নিশিত এটা কাদের কাজ।

14/12/2025

ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুরে নেয়া হবে৷

Breaking...ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে চিহ্নিত করতে স...
13/12/2025

Breaking...

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছে দ্য ডিসেন্ট। তার নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। তার ফেসবুক পোস্টের জিওট্যাগে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’ এর নাম ব্যবহার করতেন।

তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদীর গণসংযোগের সময় গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে দ্য ডিসেন্ট।

৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদীর নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন যেখানে তার চেহারা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে (লাল চিহ্নিত ছবি)।

এরপর ১২ ডিসেম্বর দপুরে মতিঝিলে হাদীর গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এবং কালো ব্লেজার ও মাস্ক পরা দুই ব্যক্তি অংশ নেয়ার পর তারা উভয়ে বাইকে চড়ে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গুলি করেন হাদীর ওপর। গুলিকারী ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে যার নাম ফয়সাল করিম মাসুদ।

ওই বাইকটি চালান কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তিটি, যার গলায় চাদর ঝুলানো ছিল। দ্য ডিসেন্ট এর বিশ্লেষণ বলছে, এই বাইক চালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, এক পাশের চোখের ভ্রু, হাতের গড়ন ইত্যাদি মিলে যায় আলমগীরে সাথে।

আলমগীরের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানান তথ্য পাওয়া গেছে যেগুলো আরও বিশ্লেষণ শেষে প্রকাশ করা হবে।

The Dissent

বাংলাদেশে RAW যে কতটা শক্তিশালী তা আমাদের কল্পনার বাহিরে। নতুন বাংলাদেশে সম্ভব্য পলিটিক্যাল শক্তিতে RAW এর প্রবেশ। এই লো...
13/12/2025

বাংলাদেশে RAW যে কতটা শক্তিশালী তা আমাদের কল্পনার বাহিরে। নতুন বাংলাদেশে সম্ভব্য পলিটিক্যাল শক্তিতে RAW এর প্রবেশ। এই লোকটি গত ২০ বছর সরাসরি RAW এর এজেন্ট হয়ে বাংলাদেশে বিরুদ্ধে কাজ করে আসছে। আগামী সম্ভব্য পলিটিক্যাল দলগুলোতে RAW এরকম অসংখ্য এন্টি আমরা দেখতে পাবো।

দাউদ বিন ফয়সাল- ম্যানেজিং ডিরেক্টর, ওয়াশিউ ইন্টারন্যাশনাল। সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর। আদাবর ছাত্রলীগ স...
12/12/2025

দাউদ বিন ফয়সাল- ম্যানেজিং ডিরেক্টর, ওয়াশিউ ইন্টারন্যাশনাল। সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর। আদাবর ছাত্রলীগ সাবেক সভাপতি।

পড়াশোনা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ২০০৭ সালে সিএসই থেকে পড়াশোনা করছে।আসাদুজ্জামান খান কামালের খাস লোক, জেলে ছিল। ২৮ অক্টোবর ,জামিন দিয়েছে আমাদের হাইকোর্ট। আদাবর শম্পা মার্কেটের পাশে ওর অফিস।

একটা জিনিস খেয়াল করলে বুঝবেন সিসিটিভি ফুটেজে লোকটা বাম হাতে গাল ভার দিয়ে আছে। আমরা সাধারণত গালে হাত দিলে ডান হাতে ভর দেই।

লোকটা যখন গুলি করছিল রিকশা তার বাম দিকে ছিল। ধারণা করছি শুটার বাঁহাতি।

সপ্তাহখানেক ধরেই হাদীর প্রচারণায় অংশগ্রহণের নামে ইনকিলাব সেন্টারে আসা যাওয়া করে। এমনকি ছেলেটা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে।

সর্বশেষ তার চুলের উপরে কপালের দিকে খেয়াল করুন। একটা প্যাটার্ন আশা করি পাবেন।

ডিজিএফআই এবং এনএসআই প্রধান সরিয়ে দিন। হে আল্লাহ আপনি ওসমান হাদিকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন
12/12/2025

ডিজিএফআই এবং এনএসআই প্রধান সরিয়ে দিন। হে আল্লাহ আপনি ওসমান হাদিকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when MrMonir DEMOs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MrMonir DEMOs:

Share