Moments with Abdullah

Moments with Abdullah If you need to reach me, please feel free to email me at:
[email protected]

12/01/2025

✏️ IELTS Reading

“Try this TIME ⏰ MANAGEMENT experiment!

IELTS students often say that "not having enough time" is their biggest problem in the reading module. But is time really the problem?

Try this experiment to find out how time is affecting you:

1) Normal speed
Give yourself one hour to do a full reading test (from one of the Cambridge books). Or just take one passage and do that in 20 minutes. How many correct answers did you get?

2) Too fast
Give yourself just 30 minutes to do a full reading test, or only 10 minutes to do one passage. Use skimming, scanning, guessing, or any other 'trick' to get through all of the questions. This goes against my normal advice, but it's fine for this experiment.

3) Too slow
Give yourself 2 hours to do a full reading test, or 40 minutes to do one passage. Read everything slowly and carefully, and aim for a perfect score!

👉 Results:
What happened when you performed this experiment? What scores did you get at normal, fast, and slow speeds? Was time really the big problem, or did the experiment highlight any other difficulties?

Please COMMENT your thoughts and outcomes of this experiment. Then we will explore more on this in a future Live Class.

RESEARCH and SMART PRACTICE work magically.”

- Collected By Kazi Abdullah

08/01/2025

যুক্তরাজ্যে ব্যাচেলরস (স্নাতক) ডিগ্রির জন্যও কিছু বৃত্তি রয়েছে। যদিও স্নাতক পর্যায়ে বৃত্তি তুলনামূলকভাবে কম, তবে কিছু বিশ্ববিদ্যালয় এবং সংস্থা আংশিক বা পূর্ণ বৃত্তি প্রদান করে। নিচে সেগুলোর বিস্তারিত দেওয়া হলো:

1. Reach Oxford Scholarship (University of Oxford)

কাদের জন্য:
উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদের জন্য। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারে।

যা যা কভার করে:
• টিউশন ফি।
• আবাসন ব্যয়।
• এককালীন ফ্লাইট খরচ।

যোগ্যতা:
• শিক্ষার্থীকে তার নিজ দেশে উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত সুবিধা না পাওয়ার কারণ দেখাতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
• নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।

আবেদন করার প্রক্রিয়া:
• অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি কোর্সের জন্য আবেদন করতে হবে।
• অফার পাওয়ার পর বৃত্তির জন্য আবেদন করা যায়।
ওয়েবসাইট: Reach Oxford Scholarship

2. University of Westminster Undergraduate Scholarships

কাদের জন্য:
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য।

যা যা কভার করে:
• পুরো টিউশন ফি।
• আবাসন এবং জীবনযাত্রার ব্যয় কভার করে (পূর্ণ বৃত্তির ক্ষেত্রে)।

যোগ্যতা:
• ভালো একাডেমিক রেজাল্ট।
• ব্যক্তিগত আর্থিক সমস্যা থাকা।
• নেতৃত্বের গুণাবলি এবং সমাজে অবদান রাখার ইচ্ছা থাকতে হবে।

আবেদন করার প্রক্রিয়া:
• কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হবে।
• অফার লেটার পাওয়ার পর বৃত্তির আবেদন করা যাবে।
ওয়েবসাইট: Westminster Undergraduate Scholarships

3. Think Big Scholarships (University of Bristol)

কাদের জন্য:
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য।

যা যা কভার করে:
• টিউশন ফি আংশিক বা সম্পূর্ণ মওকুফ।

যোগ্যতা:
• ভালো একাডেমিক পারফরম্যান্স।
• বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে অফার থাকা।

আবেদন করার প্রক্রিয়া:
• বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে আবেদন করতে হবে।
• অফার পাওয়ার পর বৃত্তির জন্য আবেদন করতে হবে।
ওয়েবসাইট: Think Big Scholarships

4. Great Scholarships (British Council)

কাদের জন্য:
যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করে।

যা যা কভার করে:
• £10,000 পর্যন্ত বৃত্তি প্রদান করা হয় (আংশিক টিউশন ফি)।

যোগ্যতা:
• যুক্তরাজ্যের নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।
• একাডেমিক দক্ষতা থাকতে হবে।

আবেদন করার প্রক্রিয়া:
• নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করুন।
• Great Scholarships প্রোগ্রামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা দেখুন।
ওয়েবসাইট: Great Scholarships

5. UCL Global Undergraduate Scholarship

কাদের জন্য:
আন্তর্জাতিক এবং নিম্নআয়ের দেশগুলোর শিক্ষার্থীদের জন্য।

যা যা কভার করে:
• আংশিক বা পূর্ণ টিউশন ফি।
• কিছু ক্ষেত্রে জীবনযাত্রার খরচ।

যোগ্যতা:
• UCL-এ স্নাতক কোর্সে ভর্তি হতে হবে।
• একাডেমিক রেজাল্ট ভালো হতে হবে।

ওয়েবসাইট: UCL Undergraduate Scholarship

কিভাবে নিজের থেকে আবেদন করবেন:
1. বিশ্ববিদ্যালয় এবং কোর্স নির্বাচন করুন:
যেসব বিশ্ববিদ্যালয় বৃত্তি দিচ্ছে, তাদের কোর্স তালিকা ভালোভাবে দেখুন।
2. ডকুমেন্ট প্রস্তুত করুন:
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• পাসপোর্ট।
• IELTS/TOEFL স্কোর।
• ব্যক্তিগত বিবৃতি (Personal Statement)।
• রেফারেন্স লেটার।
3. বৃত্তির জন্য আবেদন করুন:
• বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আগে আবেদন করুন।
• অফার লেটার পাওয়ার পর বৃত্তির জন্য আবেদন করুন।

প্রতিটি বৃত্তির নিয়ম এবং ডেডলাইন আলাদা। বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট বৃত্তির ওয়েবসাইটে ভিজিট করুন।

07/01/2025

লাস্ট পোস্টে UK তে কিছু স্কলারশিপ নিয়ে আলোচনা করা হয়েছিলো, ওই স্কলারশিপ গুলা নিয়ে বিস্তারিত এখানে বলা হলো ,প্রথমেই আসি চিভনিং স্কলারশিপ (Chevening Scholarship) নিয়ে।

✅Chevening Scholarship📚

📍বৃত্তি বিবরণ:
চিভনিং স্কলারশিপ হলো যুক্তরাজ্য সরকারের একটি পূর্ণাঙ্গ বৃত্তি, যা এক বছরের স্নাতকোত্তর (Master’s) ডিগ্রির জন্য প্রদান করা হয়। এটি বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং সম্ভাবনাময় ভবিষ্যত নেতাদের জন্য উন্মুক্ত।

📍যা যা কভার করে:
• পুরো টিউশন ফি।
• মাসিক ভাতা (living allowance)।
• এককালীন ভ্রমণ খরচ (flight)।
• ভিসা খরচ।
• যাতায়াতের অতিরিক্ত খরচ।

📍আবেদনের যোগ্যতা:
1. আপনার দেশ Chevening-eligible হতে হবে (যেমন: বাংলাদেশ)।
2. স্নাতক (Bachelor’s) ডিগ্রি সম্পন্ন থাকতে হবে।
3. দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা (work experience) থাকতে হবে (প্রায় ২৮০০ ঘণ্টা)।
4. ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে (IELTS বা অন্য পরীক্ষার মাধ্যমে, তবে কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকেও প্রমাণ দেওয়া যায়)।
5. যুক্তরাজ্যের যে কোনো তিনটি বিশ্ববিদ্যালয়ে কোর্সের জন্য আবেদন করতে হবে।

📍আবেদনের ধাপ:
1. ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলুন:
Chevening-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন।
Chevening Official Website
2. ইউনিভার্সিটি এবং কোর্স নির্বাচন করুন:
• আপনি যুক্তরাজ্যের যে কোনো তিনটি বিশ্ববিদ্যালয়ে কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
• কোর্সের ধরণ হতে হবে এক বছরের পূর্ণকালীন স্নাতকোত্তর ডিগ্রি।
• কোর্স লিস্ট দেখুন: Chevening Eligible Courses
3. আবেদনের ফর্ম পূরণ করুন:
• ব্যক্তিগত তথ্য।
• শিক্ষা এবং কাজের অভিজ্ঞতার তথ্য।
• আপনার ভবিষ্যৎ লক্ষ্য এবং কেন চিভনিং বৃত্তি চান তা নিয়ে চারটি এসে (essay) লিখতে হবে।
এসে’র বিষয়বস্তু:
• Leadership and influence
• Networking
• Studying in the UK
• Career plans
4. ডকুমেন্ট আপলোড করুন:
• পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• কাজের অভিজ্ঞতার প্রমাণ।
• ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ (পরে দেওয়া যায়)।
5. সবমিলিয়ে আবেদন জমা দিন।
• আবেদন জমা দেওয়ার পরে, আপনাকে সাক্ষাৎকারের জন্য ডাকতে পারে।

📍কিভাবে নিজে নিজে আবেদন করবেন?
• প্রথমে Chevening ওয়েবসাইট থেকে বিস্তারিত গাইডলাইন ভালোভাবে পড়ুন।
• প্রয়োজনীয় ডকুমেন্ট এবং IELTS স্কোর আগে থেকে প্রস্তুত রাখুন।
• আপনার এসে (essay) গুলো পরিষ্কার এবং আপনার লক্ষ্য সম্পর্কে সুনির্দিষ্ট লিখুন।
• সময়ের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করুন এবং Conditional Offer পেতে চেষ্টা করুন।

গুরুত্বপূর্ণ তারিখ:
• আবেদন শুরু: প্রতি বছর আগস্ট/সেপ্টেম্বর।
• আবেদন শেষ: নভেম্বর (সঠিক তারিখ চেক করুন)।
• ফলাফল প্রকাশ: পরবর্তী বছরের জুন/জুলাই।

গুরুত্বপূর্ণ লিংক গুলা কমেন্টে এ দেওয়া হলো।
আর সব গুলা স্কলারশিপ নিয়ে বিস্তারিত পোস্ট দেওয়ার ট্রাই করবো সাথেই থাকুন 🖤

06/01/2025

📚 Scholarship in UK 🇬🇧

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বৃত্তি প্রদান করে। নিচে কিছু উল্লেখযোগ্য বৃত্তি এবং তাদের ওয়েবসাইটের তালিকা কমেন্টবক্সে দেওয়া হলো:
✅1. চিভনিং স্কলারশিপ (Chevening Scholarship): যুক্তরাজ্য সরকারের এই বৃত্তি এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য প্রদান করা হয়, যা টিউশন ফি, মাসিক ভাতা, যাতায়াত খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয়
কভার করে।

✅2. গেটস কেমব্রিজ স্কলারশিপ (Gates Cambridge Scholarship): কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রির জন্য এই বৃত্তি প্রদান করা হয়, যা টিউশন ফি, আবাসন এবং অন্যান্য ব্যয় কভার করে।

3. কমনওয়েলথ স্কলারশিপ (Commonwealth Scholarship): কমনওয়েলথ দেশগুলোর শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করা হয়, যা টিউশন ফি, ভ্রমণ খরচ এবং জীবনযাত্রার ব্যয় কভার করে।

✅4. রোডস স্কলারশিপ (Rhodes Scholarship): অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রির জন্য এই বৃত্তি প্রদান করা হয়, যা টিউশন ফি, আবাসন এবং অন্যান্য ব্যয় কভার করে।

✅5. ক্ল্যারেন্ডন ফান্ড স্কলারশিপ (Clarendon Fund Scholarship): অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামের জন্য এই বৃত্তি প্রদান করা হয়, যা টিউশন ফি এবং জীবনযাপনের খরচ কভার করে।

✅6. নটিংহ্যাম ডেভেলপিং সলিউশনস স্কলারশিপ (Nottingham Developing Solutions Scholarship): নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য এই বৃত্তি প্রদান করা হয়, যা টিউশন ফি আংশিক বা সম্পূর্ণ মওকুফ করে।

প্রতিটি বৃত্তির জন্য নির্দিষ্ট যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া এবং সময়সীমা রয়েছে।

03/01/2025

‼️ IELTS জিনিস টা কি!

IELTS (International English Language Testing System) হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংরেজি দক্ষতার পরীক্ষা, যা প্রধানত উচ্চশিক্ষা, অভিবাসন এবং চাকরির জন্য ব্যবহৃত হয়। এটি আপনার ইংরেজিতে কথা বলা, শোনা, পড়া এবং লেখার দক্ষতা পরিমাপ করে।

IELTS-এর প্রকারভেদ

IELTS পরীক্ষা প্রধানত দুটি ধরণের হয়:
1. IELTS Academic:
• উচ্চশিক্ষার জন্য প্রয়োজন।
• বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
2. IELTS General Training:
• অভিবাসন বা চাকরির জন্য।
• ইংরেজিভাষী দেশে অভিবাসনের জন্য প্রয়োজন হয়।

IELTS-এর ফরম্যাট

IELTS-এ মোট ৪টি সেকশন থাকে:

১. Listening (শোনা):
• সময়: ৩০ মিনিট।
• ৪টি অংশ, ৪০টি প্রশ্ন।
• অডিও ক্লিপ শোনার পর প্রশ্নের উত্তর দিতে হয়।

২. Reading (পড়া):
• সময়: ৬০ মিনিট।
• ৩টি অংশ, ৪০টি প্রশ্ন।
• Academic: একাডেমিক বিষয়বস্তু।
• General Training: দৈনন্দিন জীবনের বিষয়বস্তু।

৩. Writing (লেখা):
• সময়: ৬০ মিনিট।
• ২টি টাস্ক:
• Task 1 (Academic): একটি গ্রাফ, চার্ট বা ডায়াগ্রাম ব্যাখ্যা করতে হয়।
• Task 1 (General Training): একটি অফিসিয়াল চিঠি লিখতে হয়।
• Task 2 (উভয়ের জন্য): একটি এসে (Essay) লিখতে হয়।

৪. Speaking (কথা বলা):
• সময়: ১১-১৪ মিনিট।
• ৩টি অংশ:
1. নিজের পরিচিতি এবং সাধারণ প্রশ্ন।
2. একটি টপিক নিয়ে ২ মিনিট কথা বলা।
3. বিষয়ভিত্তিক আলোচনা।

IELTS স্কোরিং সিস্টেম

IELTS স্কোর ০-৯ ব্যান্ড স্কেলে দেওয়া হয়।
• প্রতিটি সেকশনের জন্য আলাদা স্কোর।
• চারটি সেকশনের গড় স্কোর থেকে ফাইনাল ব্যান্ড নির্ধারণ করা হয়।

ব্যান্ড স্কোর দক্ষতা
৯.০ Expert User (অসাধারণ)
৮.০ Very Good User
৭.০ Good User
৬.০ Competent User
৫.০ Modest User

IELTS পরীক্ষা কোথায় দেওয়া হয়?
• British Council বা IDP Education প্রতিষ্ঠান IELTS পরিচালনা করে।
• আপনি পেপার-বেসড বা কম্পিউটার-বেসড পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন।

IELTS পরীক্ষার খরচ:
• বাংলাদেশে IELTS পরীক্ষার খরচ সাধারণত ২০,০০০–২৩,০০০ টাকা।

IELTS-এ ভালো করার জন্য প্রস্তুতি টিপস:
1. ভাষার দক্ষতা বাড়ান: নিয়মিত ইংরেজি পড়া, লেখা, শোনা, এবং বলার অভ্যাস করুন।
2. প্র‍্যাক্টিস টেস্ট দিন: অফিসিয়াল ওয়েবসাইট ও বই থেকে প্র‍্যাক্টিস করুন।
3. টাইম ম্যানেজমেন্ট শিখুন: পরীক্ষার সময়সীমা মেনে অনুশীলন করুন।
4. অফিশিয়াল ম্যাটেরিয়াল ফলো করুন: Cambridge IELTS বই সিরিজ বা British Council এর প্র‍্যাক্টিস ম্যাটেরিয়াল ব্যবহার করুন।
5. কোচিং: আপনার যদি দিকনির্দেশনার প্রয়োজন হয়, ভালো কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারেন।

IELTS রেজিস্ট্রেশনের প্রক্রিয়া:
1. British Council বা IDP-এর ওয়েবসাইটে যান।
2. নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
3. পরীক্ষার ফি পরিশোধ করুন।
4. পরীক্ষার তারিখ এবং সেন্টার নির্ধারণ করুন।

02/01/2025

📚Study in Poland 🇵🇱 ✈️

পোল্যান্ডে পড়াশোনার খরচ অনেকটা নির্ভর করে আপনার কোর্স, বিশ্ববিদ্যালয়, এবং জীবনযাত্রার ওপর। এখানে সাধারণত টিউশন ফি, জীবনযাত্রার খরচ, এবং অন্যান্য বিষয় নিয়ে মোটামুটি ধারণা দেওয়া হলো:

📍১. টিউশন ফি (Tuition Fees):

পোল্যান্ডে বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি তুলনামূলক কম।
• ব্যাচেলর/স্নাতক কোর্স:
• €2,000–€4,000 প্রতি বছর (প্রায় ২,৩০,০০০–৫,০০,০০০ টাকা)।
• মাস্টার্স/স্নাতকোত্তর কোর্স:
• €3,000–€5,000 প্রতি বছর (প্রায় ৩,৫০,০০০–৬,০০,০০০ টাকা)।
• ডক্টরাল কোর্স:
• €3,000–€6,000 প্রতি বছর।

কিছু বিশ্ববিদ্যালয়, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে, খরচ আরও কম হতে পারে।

📍২. জীবনযাত্রার খরচ (Living Costs):

পোল্যান্ডে জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা।
• বাসস্থান (Accommodation):
• বিশ্ববিদ্যালয়ের হল: €100–€200 প্রতি মাস (১২,০০০–২৫,০০০ টাকা)।
• প্রাইভেট ফ্ল্যাট: €250–€500 প্রতি মাস (৩০,০০০–৬০,০০০ টাকা)।
• খাবার (Food):
• প্রতি মাসে: €100–€200 (১২,০০০–২৫,০০০ টাকা)।
• পরিবহন (Transportation):
• শিক্ষার্থীদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট খুব সস্তা।
• মাসিক পাস: €10–€20 (১,২০০–২,৫০০ টাকা)।
• মোটামুটি মাসিক খরচ:
• €400–€700 (৫০,০০০–৮০,০০০ টাকা)।

📍৩. ভিসা প্রসেসিং ফি এবং অন্যান্য খরচ:
• স্টুডেন্ট ভিসা ফি:
• প্রায় €80 (১০,০০০ টাকা)।
• স্বাস্থ্যবীমা:
• €60–€120 প্রতি বছর (৭,০০০–১৫,০০০ টাকা)।
• ব্যাংক স্টেটমেন্ট:
• ভিসা আবেদন করতে ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে যে, আপনার কাছে পর্যাপ্ত অর্থ আছে (প্রায় €8,000–€10,000 বা ১০–১২ লাখ টাকা)।

📍৪. স্কলারশিপের সুযোগ:

পোল্যান্ডে বিভিন্ন ধরনের স্কলারশিপ পাওয়া যায়, যেমন:
• Erasmus+ Program।
• Poland Government Scholarship।
• বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্কলারশিপ।
সিজিপিএ ভালো থাকলে বা গবেষণার ক্ষেত্রে দক্ষ হলে স্কলারশিপের সুযোগ বেশি পাওয়া যায়।

📍৫. মোটামুটি খরচ (প্রথম বছরে):
• টিউশন ফি: €3,000–€5,000
• জীবনযাত্রার খরচ: €4,800–€8,400 (প্রতি বছর)।
• ভিসা ও অন্যান্য খরচ: €500–€1,000।

মোট:
প্রথম বছরে আপনার ৮–১৩ লাখ টাকা প্রস্তুত রাখা ভালো।

📍উপসংহার:

আপনি যদি টিউশন ফি কম এবং জীবনযাত্রার খরচ কম রাখতে চান, তবে পোল্যান্ড একটি ভালো অপশন। স্কলারশিপ বা পার্ট-টাইম কাজের মাধ্যমে খরচ কমানোর সুযোগ রয়েছে।

02/01/2025

পড়াশোনা করার জন্য প্রতিটি দেশের নিজস্ব বৈশিষ্ট্য, সুবিধা, এবং চ্যালেঞ্জ রয়েছে। নিচে কিছু দেশের শিক্ষাব্যবস্থা, জীবনযাত্রা, এবং ছাত্রদের জন্য সুযোগ-সুবিধার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো:

১. যুক্তরাজ্য (UK)
• শিক্ষাব্যবস্থা:
• বিশ্বমানের বিশ্ববিদ্যালয় (Oxford, Cambridge)।
• স্নাতকোত্তর ডিগ্রি ১ বছরের মধ্যে শেষ করা যায়।
• খরচ:
• তুলনামূলক বেশি, তবে স্কলারশিপ পাওয়া যায়।
• সুযোগ:
• পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা (২ বছর)।
• বহুসংস্কৃতির পরিবেশ।
• চ্যালেঞ্জ: জীবনযাত্রার খরচ অনেক বেশি।

২. যুক্তরাষ্ট্র (USA)
• শিক্ষাব্যবস্থা:
• ফ্লেক্সিবল শিক্ষা ব্যবস্থা।
• গবেষণার জন্য বিশ্বসেরা সুযোগ।
• খরচ:
• টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ বেশি।
• সুযোগ:
• স্টেম (STEM) বিষয় পড়লে ৩ বছরের ওয়ার্ক ভিসা।
• চ্যালেঞ্জ: ভিসা পেতে জটিলতা।

৩. কানাডা
• শিক্ষাব্যবস্থা:
• শিক্ষার মান উচ্চ।
• টিউশন ফি যুক্তরাষ্ট্রের চেয়ে কম।
• সুযোগ:
• স্থায়ী বসবাসের সুযোগ।
• আন্তর্জাতিক ছাত্রদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ।
• চ্যালেঞ্জ: শীতকাল দীর্ঘ এবং তীব্র।

৪. অস্ট্রেলিয়া
• শিক্ষাব্যবস্থা:
• পরিবেশবিদ্যা এবং চিকিৎসাশাস্ত্রে বিশ্বখ্যাত।
• টপ বিশ্ববিদ্যালয় (ANU, University of Melbourne)।
• সুযোগ:
• পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা।
• পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ।
• চ্যালেঞ্জ: জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি।

৫. জার্মানি
• শিক্ষাব্যবস্থা:
• সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় বিনামূল্যে পড়ার সুযোগ।
• প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং-এর জন্য শীর্ষস্থানীয়।
• সুযোগ:
• ইউরোপের অন্যান্য দেশে সহজ ভ্রমণ।
• চ্যালেঞ্জ: জার্মান ভাষা শিখতে হতে পারে।

৬. নেদারল্যান্ডস
• শিক্ষাব্যবস্থা:
• ইংরেজি ভাষায় অনেক কোর্স।
• উদ্ভাবনী পরিবেশ।
• সুযোগ:
• আন্তর্জাতিক ছাত্রদের জন্য স্কলারশিপ।
• চ্যালেঞ্জ: জীবনযাত্রার খরচ বেশি।

৭. মালয়েশিয়া ও সিঙ্গাপুর
• শিক্ষাব্যবস্থা:
• আধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী।
• সুযোগ:
• এশিয়ার মধ্যে উন্নত মানের শিক্ষা।
• চ্যালেঞ্জ: সুযোগ সীমিত, তবে প্রতিযোগিতা বেশি।

01/01/2025

IELTS Reading 📚

IELTS READING নিয়ে কিছু কথা
IELTS এর সব গুলো Module এর মাঝে আমার মতো এমন অনেকেই আছেন যারা হয়তো Reading টাকে কঠিন কোনো Module হিসেবে বিবেচনা করেন। তো আজকে আমি আমার কঠিনটাকে সহজ করার যে অভিজ্ঞতা তা share করার চেস্টা করব ।
১ম ধাপ :
আমরা যারা beginner তাদের প্রথম যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো , কীভাবে Reading practice করা শুরু করব তা বুঝতে পারি না।
তো আমি কীভাবে reading practice শুরু করেছিলাম ?
প্রথমত :
Reading এর প্রশ্নের ধরণ গুলো বুঝতে হবে ।
যদি বলেন যে কেন তাহলে উত্তর টা হবে :
IELTS Reading এ মোট 14 ধরণের প্রশ্ন আসতে পারে যাদের বৈশিষ্ট ভিন্ন ভিন্ন ধরনের । তাই প্রতেক প্রশ্নের উত্তর খোজার জন্যেও আমাদের ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে । যেমন : কোনো কোনো প্রশ্নের উত্তর আমরা ক্রমান্যয়ে পাই আর কিছু কিছু প্রশ্নের পাই না । তো আমরা যদি আগে থেকেই প্রশ্নের ধরনের সাথে পরিচিত থাকি তবে আমাদের উত্তর খোজতে সময় কম লাগবে যা আমাদের অনেক বেশিই উপকার করবে ।
যে যে Question type order maintain করে তা হলো :
1. True , False , Not given / Yes , No , Not given
2.Summery completion question ( most of the time come in order )
3. Sentence completion question ( most of the time come in order )
4.Multiple choice question
5.list selection
6.Short answer question
যে যে Question type order maintain করে না তা হলো :
1.Matching headings questions
2.Matching paragraph information question
3.Classification questions
4.Matching sentence endings
5.Table completion
6.Flow chart Completion Questions
7.Diagram completion question
Exceptional : Choosing a title এই ধরণের একটি প্রশ্ন আসতে পারে ।
দ্বিতীয়ত :
Reading এর সব থেকে গুরুত্বপূর্ন skill যা হলো scanning and skimming । এ সম্পর্কে পরিস্কার ধারণা রাখতে হবে ।
তো চলুন যেনে নিই scanning and skimming
কী ?
Skimming হলো কোনো passage অনেক দ্রুত পরে একটি সাধারন ধারনা নেয়া আর এটি অবশ্যই প্রশ্ন দেখার আগে করতে হবে । মনে রাখতে হবে যে আমরা শুধু সাধারন ধারণা নিবো full passage টা বুঝতে যাব না । skimming এর জন্য আমরা maximum 2 minutes সময় পাবো । Skimming করার সময় আমাদের চোখে কোনো keywords (যেমন : নাম , সাল , scientific word ইত্যাদি )ধরা পরলে underline করবো যা পরবর্তীতে আমাদের scanning এ অনেক সহায়তা করবে ।
তৃতীয়ত :
দ্রুত গতিতে Reading এর দক্ষতা বাড়াতে হবে ।
দ্রুতগতিতে পড়ার এই ক্ষমতাটা আপনাকে scanning and skimming এ সাহায্য করবে এবং
জলদি উত্তর পেতে সাহায্য করবে ।
দ্রুতগতিতে পড়ার দক্ষতা অর্জনের একমাত্র উপায় হলো বেশি বেশি English Newspaper কিংবা Magazine পড়া ।
আমি আমার Reading practice শুরু করার আগে এই জিনিস গুলো সম্পর্কে ভালো করে জেনে নিয়েছিলাম যার ফলে আমি সঠিক ভাবে Reading
Practice টা করতে পারছিলাম ।
মনে রাখবেন শুধু Cambridge এর একটি বই নিয়ে Reading test দিয়ে যদি বলেন আমি practice করতেছি কিন্তু score ভালো আসতেছে না ।
তাহলে মনে রাখবেন আপনি যদি না জানেন কোন প্রশ্ন কীভাবে খুজতে হবে , কোন প্রশ্নের কী ধরন আর তাও Reading practice করতেছেন তাহলে ঐ practice টা আপনার শুধু সময় নষ্ট করাই হবে আর আরও একটা জিনিস হতে পারে যেটা হলো আপনার Confidence টা কমতে পারে আর কিছুই না । তাই আমরী চেষ্টা করব প্রথমে যে কোনো বিষয়ে ভালো করে ধারনা নিয়ে তারপর সেই বিষয়টি সঠিক ভাবে practice করব তাহলে Improvement টা আমরা নিজেই লক্ষ করতে পারব ।
Reading এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয হলো :
* সম্পূর্ণ passage বোঝার চেষ্টা না করা | মনে রাখবেন আপনার কাজ হলো সঠিক ঊত্তরটি খুজে বের করা যার জন্য আপনার প্রত্যেক লাইন কিংবা প্রত্যেক word বোঝার কোনো দরকার নাই । আমাদের সবার মাঝে একটি ভুল ধারনা আছে যেটা হলো reading এ ভালো করার জন্য আপনাকে একগাদা কঠীন word শিখতে হবে যেটা আমার কাছে একটা হাস্যকর বিষয মনে হয় কেননা আপনি মনে করেন ৫০০ দাত ভাঙ্গা কঠিন word মুখস্ত করলেন কিন্তু কেউ এমন শিখেছেন এবং পরীক্ষায় গিয়ে সব গুলো common word পেয়েছেন এমন থাকলে বলবেন । আর এমন কেউ থাকলেও বলবেন যে কীনা কঠীন word আসার কারনে answer করতে পারেননি । একটা কথা মনে রাখবেন যে উত্তর কখনো কঠিন word টা হবেনা যেটা আপনি বুঝতে পারবেন না কিংবা এমনও না যে একটি sentence এ একটি কঠিন word থাকার কারণে আপনি sentence টার অর্থ বুঝতে পারবেন না । তাই এই কঠিন word শেখার পেছোনে না ছুটে অন্যান্য দক্ষতার গুলোর দিকে মনোযোগি হন আশা করি ভালো ফলাফল পাবেন ।
* অনেকের প্রশ্ন থাকে যে Keywords কী ?
Keywords হলো এমন কিছু words
যেগুলো সহজেই আমাদের চোখে পরে যেমন :
নাম ( Mr.X, McDonald etc) , সংখ্যা
(2020) , বৈজ্ঞানিক কোনো শব্দ
(Genetics) ইত্যাদি । IELTS Reading এ
সঠিক keyword নির্বাচন করার দক্ষতাটা
খুবই বেশি প্রয়োজনীয় । এই দক্ষতা বৃদ্ধির
একমাত্র উপায় বেশি বেশি অনুশীলন ।
* কঠিন কঠিন passage পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে যার জন্য BBC news , The new scientist , The economist etc এই newspapers গুলো পড়া যেতে পারে তাহলে বিভিন্ন topic এ পড়ার দক্ষতা বৃদ্ধি পাবে ।
* একটা কথা মাথায় রাখতে হবে আমাদের সবার ভিন্ন ভিন্ন দুর্বলতা রয়েছে তাই নিজের দুর্বলতা কান জায়গায় প্রথমে তা বুঝতে হবে তারপর তা কাঠিয়্ উঠার চেষ্টা করতে হবে তাহলেই প্রকৃতপক্ষে Improve করা সম্ভব হবে ।
তো এইটুকুই সবাই সঠিক উপায়ে Practice করতে থাকুন মনে রাখুন এমন যেন না হয় যে আমরা আমাদের ভুলগুলো practice করার মাধ্যমে ভুলগুলোকেই স্থায়ী করে ফেলি । তাই সঠিক জুনিস সঠিক উপায়ে অনুশীলন করতে থাকুন ইনশাল্লাহ আল্লাহদের উন্নতি করার তৌফিক দান করবেন ।
আমি আমার সীমিত অভিজ্ঞতা share করার চেষ্টা করলাম ভুলত্রুটি মার্জনা করবেন ।
Always remind one thing
“Perfect practice makes a man perfect"

01/01/2025

Soft reminder 🎗️

IELTS এর কোন মডিউলে কমনের আশায় পরীক্ষায় গেলে বাঁশ খাবেন।
IELTS কমন বলে কিছু নাই, রিপিট ও হয় না। হলে ও মিরাক্কেল।

তাই ভালো মতো পিপারেশন নেন।
মনে রাখবেন, আপনি IELTS করতে যেয়ে যত বেশি ফাকিবাজি করবেন, বিদেশ আসার পর জীবন ওই গুলার প্রতিশোধ নিবে। কারণ জিনিস টা এমন না যে আপনি পরীক্ষা দিলেন আর শেষ, জিনিস টা পরবর্তী জিবনে ও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

- Kazi Abdullah

31/12/2024

‼️ Study with Scholarship Full Guideline 📚👨‍🎓

বিদেশে স্কলারশিপ নিয়ে পড়ার পূর্ণাঙ্গ এবং বিস্তারিত গাইডলাইন নিচে দেওয়া হলো। এটি ধাপে ধাপে সাজানো যাতে আপনি সহজেই অনুসরণ করতে পারেন।

✅ধাপ ১: নিজের লক্ষ্য নির্ধারণ করুন

১. পড়ার বিষয় নির্বাচন করুন:
• কোন বিষয়ে পড়তে চান তা পরিষ্কার করুন। উদাহরণস্বরূপ: ইঞ্জিনিয়ারিং, বিজনেস, ক্লিনিক্যাল সাইকোলজি, ডেটা সায়েন্স ইত্যাদি।
• আপনার আগ্রহ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয় বেছে নিন।

২. কোর্স লেভেল নির্ধারণ করুন:
• ব্যাচেলর ডিগ্রি: যদি আপনি অনার্স বা আন্ডারগ্র্যাজুয়েট পড়তে চান।
• মাস্টার্স ডিগ্রি: যদি আপনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
• পিএইচডি: গবেষণায় আগ্রহ থাকলে পিএইচডি করতে পারেন।

৩. দেশ নির্বাচন করুন:
• কোন দেশে পড়তে চান তা নির্ধারণ করুন। কিছু দেশের বিশেষ সুবিধা রয়েছে:
• যুক্তরাজ্য (UK): চেভেনিং, কমনওয়েলথ স্কলারশিপ।
• জার্মানি: DAAD স্কলারশিপ (টিউশন ফি ফ্রি বা নামমাত্র)।
• কানাডা: কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ।
• অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস।
• যুক্তরাষ্ট্র (USA): ফুলব্রাইট স্কলারশিপ।
• ইউরোপের দেশসমূহ: Erasmus Mundus স্কলারশিপ।

✅ধাপ ২: নিজের যোগ্যতা মূল্যায়ন করুন

আপনার প্রোফাইল বুঝে স্কলারশিপের উপযোগিতা নিশ্চিত করুন।

১. একাডেমিক রেজাল্ট:
• অধিকাংশ স্কলারশিপের জন্য ভালো রেজাল্ট দরকার। (সিজিপিএ ৩.০ বা এর বেশি ভালো)।

২. ভাষাগত দক্ষতা:
• IELTS/TOEFL স্কোর আবশ্যক।
• IELTS: ৬.৫+
• TOEFL: ৮০-১০০+
• কিছু স্কলারশিপ ভাষার দক্ষতা ছাড়াও পাওয়া যায় (যদি আপনি ইংরেজি-মাধ্যমে পড়াশোনা করে থাকেন)।

৩. এক্সট্রা-ক্যারিকুলার অ্যাক্টিভিটিজ এবং অভিজ্ঞতা:
• ভলান্টিয়ার কাজ, নেতৃত্বের ভূমিকা, গবেষণা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

✅ধাপ ৩: স্কলারশিপ খোঁজা

বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ প্রোগ্রামগুলোর ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করুন।

১. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট:
• প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ থাকে।
• যেমন, University of Oxford-এ Clarendon Scholarship পাওয়া যায়।

২. বিশেষ স্কলারশিপ প্রোগ্রাম:

নিচের স্কলারশিপ প্রোগ্রামগুলো জনপ্রিয় এবং প্রতিযোগিতামূলক:
• Chevening Scholarship (UK):
পুরোপুরি ফান্ডেড, মাস্টার্স লেভেলে পড়ার জন্য।
• Fulbright Scholarship (USA):
যুক্তরাষ্ট্রে মাস্টার্স/পিএইচডি-এর জন্য।
• DAAD Scholarship (Germany):
জার্মানিতে মাস্টার্স/পিএইচডি পড়ার জন্য।
• Erasmus Mundus (EU):
ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার জন্য পূর্ণ স্কলারশিপ।
• Australia Awards:
অস্ট্রেলিয়ায় পড়ার জন্য।

৩. বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে স্কলারশিপ খুঁজুন:
• scholarships.com
• scholarshipportal.com
• opportunitydesk.org

✅ধাপ ৪: প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করুন

১. Academic Documents:
• স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট।
• পাসপোর্ট (অবশ্যই ভ্যালিড হতে হবে)।

২. IELTS/TOEFL স্কোর:

আপনার স্কোর শর্ত পূরণ করে কিনা তা নিশ্চিত করুন।

৩. Statement of Purpose (SOP):
• এটি আপনার শিক্ষার উদ্দেশ্য বোঝায়।
• SOP-এর গঠন:
1. আপনার একাডেমিক এবং পেশাগত ব্যাকগ্রাউন্ড।
2. কেন এই কোর্স এবং দেশ নির্বাচন করেছেন।
3. ভবিষ্যৎ পরিকল্পনা।

৪. Recommendation Letters:
• শিক্ষকদের কাছ থেকে রেফারেন্স লেটার নিন।
• ২-৩টি লেটার সাধারণত প্রয়োজন হয়।

৫. Curriculum Vitae (CV):
• একাডেমিক, পেশাগত এবং এক্সট্রা-ক্যারিকুলার যোগ্যতা সঠিকভাবে উল্লেখ করুন।
• ইউরোপিয়ান ফরম্যাটে CV তৈরি করতে পারেন।

✅ধাপ ৫: আবেদন প্রক্রিয়া শুরু করুন

১. বিশ্ববিদ্যালয়ে আবেদন করুন:
• নির্ধারিত ডেডলাইনের আগেই আবেদন করুন।
• প্রয়োজনীয় ফি জমা দিন (যদি প্রয়োজন হয়)।

২. স্কলারশিপের জন্য আবেদন:
• অনেক সময় স্কলারশিপের জন্য আলাদা আবেদন করতে হয়।
• স্কলারশিপের আবেদন পোর্টালে ডকুমেন্টস আপলোড করুন।

৩. আবেদন মনিটরিং করুন:

আপনার আবেদন ফলোআপ করুন। স্কলারশিপ কর্তৃপক্ষ যদি কোনো অতিরিক্ত তথ্য চায়, দ্রুত সরবরাহ করুন।

✅ধাপ ৬: ইন্টারভিউ প্রস্তুতি নিন (যদি প্রয়োজন হয়)

কিছু স্কলারশিপ প্রোগ্রামের জন্য ইন্টারভিউ দিতে হয়।
• ইন্টারভিউর ধরণ:
• স্কলারশিপ পেতে কীভাবে যোগ্য, তা ব্যাখ্যা করতে হবে।
• পছন্দের কোর্স এবং দেশের বিষয়ে জ্ঞান রাখুন।

ইন্টারভিউ প্রস্তুতির টিপস:
• আত্মবিশ্বাসের সাথে কথা বলুন।
• আপনার ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরুন।
• স্কলারশিপের শর্ত এবং লক্ষ্য সম্পর্কে ভালোভাবে জানুন।

✅ধাপ ৭: স্কলারশিপ পেলে কী করবেন?

১. অফার লেটার গ্রহণ করুন:
• আপনার অফার লেটার সাবধানে পড়ুন।
• শর্তাবলী মেনে লেটারটি গ্রহণ করুন।

২. ভিসার জন্য আবেদন করুন:
• ভিসার আবেদন করার জন্য স্কলারশিপ ডকুমেন্টস প্রয়োজন হবে।
• ভিসা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হন।

৩. বিদেশ যাত্রার প্রস্তুতি নিন:
• ফ্লাইট টিকেট বুক করুন।
• বাসস্থান নিশ্চিত করুন।
• মেডিকেল ইনস্যুরেন্স করুন।
• বিদেশে প্রয়োজনীয় ব্যক্তিগত এবং শিক্ষাসামগ্রী নিয়ে যান।

সাধারণ টিপস ও পরামর্শ
1. সময় পরিকল্পনা:
প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন এবং কাজ শেষ করুন।
2. পুঙ্খানুপুঙ্খ গবেষণা করুন:
স্কলারশিপ প্রোগ্রামের শর্ত এবং সুযোগ-সুবিধা বুঝে নিন।
3. সক্রিয় যোগাযোগ করুন:
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং স্কলারশিপ কর্তৃপক্ষের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ রাখুন।
4. ভুয়া অফার থেকে সাবধান থাকুন:
শুধুমাত্র বিশ্বস্ত এবং অফিসিয়াল সাইট ব্যবহার করুন।
5. ধৈর্য ধরুন:
স্কলারশিপ পাওয়া প্রতিযোগিতামূলক, তবে নিজের যোগ্যতা এবং পরিশ্রমের মাধ্যমে সফল হওয়া সম্ভব।

📌কারো যদি কোন দেশ বা সাবজেক্ট নিয়া জানার থাকে তাহলে বলতে পারেন। পোষ্ট করা হবে।
ইন শা আল্লাহ।

31/12/2024

‼️ Question:
“Tests plus এবং cambridge ২টার প্রশ্ন প্যাটার্ন অনেকটা আলাদা। টেস্ট প্লাস থেকে প্রাক্টিস করতে বলে অনেকেই এটা কি শুধুই প্রশ্নের সাথে পরিচিত হওয়ার জন্য?”

✅Answer: হ্যাঁ, Tests Plus এবং Cambridge IELTS এর প্রশ্নের প্যাটার্ন কিছুটা ভিন্ন হলেও, দুটোই প্র্যাকটিসের জন্য বেশ কার্যকর। Tests Plus সাধারণত প্রশ্নের ধরণে কিছু বৈচিত্র্য আনে, যা আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্নের সাথে পরিচিত হতে সাহায্য করে। Cambridge IELTS সিরিজ মূলত IELTS পরীক্ষার আসল প্যাটার্নের সাথে বেশি মিল রাখে।

Tests Plus থেকে প্র্যাকটিস করার কারণগুলো হলো:
1. ভিন্ন প্রশ্নের অভিজ্ঞতা পাওয়া: IELTS পরীক্ষায় নতুন বা কমন প্রশ্ন আসতে পারে, তাই ভিন্ন প্রশ্নের অভ্যাস থাকা গুরুত্বপূর্ণ।
2. টেস্ট স্ট্র্যাটেজি উন্নত করা: ভিন্নধর্মী প্রশ্ন আপনাকে দ্রুত উত্তর দেওয়ার কৌশল রপ্ত করতে সাহায্য করে।
3. নতুন শব্দভাণ্ডার শেখা: Tests Plus এ কিছু ভিন্ন ভিন্ন টপিক থাকে, যা আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে পারে।

তবে, Cambridge IELTS থেকে প্র্যাকটিস করা অবশ্যই অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ এটি আসল পরীক্ষার ধরণ এবং টাইম ম্যানেজমেন্ট শেখায়। Tests Plus মূলত একটি সহায়ক রিসোর্স হিসেবে ব্যবহার করতে পারেন।

30/12/2024

Writing hot tips 🔥

📌
দুনিয়ার সব বাদ দেন। আগে রাশেদ ভাইয়ের Old School Therapy ভিডিওটা দেখে আসেন। তারপর আল্লাহর নামে Makkar থেকে ২০/৩০ টা স্যাম্পল পড়েন। ১৫ দিন টানা পড়ার পর লেখা শুরু করেন। প্রথমে ভিতর থেকে লেখা আসবে না। ভোক্যাবুলারি খুজে পাবেন না। লেখতে লেখতে দেখবেন আস্তে আস্তে সব আসছে। যদি মনে করেন আপনার ভোক্যাব ভালো না, হাই প্রোফাইল ওয়ার্ড জানেন না এবং আপনার টার্গেট ৬ তাহলে একেবারে সিম্পল ওয়ার্ডে লেখেন কিন্তু Grammatical accuracy লাগবে মিনিমাম ৯৮%
আর টার্গেট ৭/৮ হলে ভোক্যাব লাগবেই।
মূলমন্ত্র হলো আগে সারাদিন পড়েন। কিচ্ছু লেখা লাগবে না। তারপর একটা পর্যায়ে যখন মনে হবে না এখন ভিতরে কিছু আছে আমার। লেখা সম্ভব। তখনই শুরু করে দেন। বাকিটা আল্লাহ ভরসা।

©️Abubokor Khan

30/12/2024

Morning vibes with foggy weather 🌁
6.55 Am at Poole with my bike 🚴

29/12/2024

✅Reading List of headings 🔥

IELTS রিডিং মডিউলে “List of Headings” সেকশন অনেকের জন্যই চ্যালেঞ্জিং হয়। এখানে মূলত স্ক্যানিং এবং প্যাসেজের মূল ভাব বোঝার দক্ষতা দরকার। নিচে কিছু কার্যকর পরামর্শ দেওয়া হলো:

১. প্রশ্নের নির্দেশ ভালোভাবে বুঝুন:
• প্রতিটি হেডিং মূলত প্যাসেজের একটি নির্দিষ্ট প্যারাগ্রাফের মূল বিষয় বোঝায়।
• লক্ষ্য করুন, হেডিংয়ের মধ্যে কীভাবে মূল তথ্য তুলে ধরা হয়েছে। হেডিং ছোট ও সরল হলেও এটি প্যারাগ্রাফের পুরো আইডিয়াকে বোঝানোর চেষ্টা করে।

২. প্যাসেজ না পড়ে প্রথমে হেডিং পড়ুন:
• প্রথমে সব হেডিং একবার মনোযোগ দিয়ে পড়ুন এবং মাথায় রাখার চেষ্টা করুন কোনটি কী ধরনের বিষয়বস্তু বোঝাতে পারে।
• হেডিংয়ের গুরুত্বপূর্ণ শব্দগুলোর ওপর জোর দিন, যেমন:
• পরিবর্তন (changes), সমস্যা (problems), সমাধান (solutions), প্রভাব (effects), কারণ (causes), ইত্যাদি।

৩. স্কিম এবং স্ক্যান করার অভ্যাস তৈরি করুন:
• প্রতিটি প্যারাগ্রাফ দ্রুত স্কিম করুন (প্যারাগ্রাফের প্রথম এবং শেষ লাইন পড়ুন)।
• খেয়াল করুন, প্যারাগ্রাফের মূল বক্তব্য বা বিষয় কী।
• কোনো ডিটেইলে বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই।

৪. কিওয়ার্ড বা থিম খুঁজুন:
• প্রতিটি প্যারাগ্রাফের মূল আইডিয়ার সাথে মেলে এমন কিওয়ার্ড বা থিম খুঁজে বের করুন।
• যদি প্যারাগ্রাফে পরিবর্তন, সমস্যা, সমাধান, কারণ ইত্যাদি উল্লেখ থাকে, সেগুলোকে হেডিংয়ের সাথে মিলানোর চেষ্টা করুন।

৫. হেডিং বাছাইয়ের নিয়ম:
• প্যারাগ্রাফে কোনো তথ্য পড়ার পর নিজেকে জিজ্ঞেস করুন:
• প্যারাগ্রাফটি কী নিয়ে কথা বলছে?
• এটি কোন দিকটি তুলে ধরছে (সমস্যা, সমাধান, তথ্য, পরিবর্তন)?
• ভুল হেডিং নির্বাচন এড়াতে:
• গভীর বিশদে যাবেন না।
• শুধুমাত্র মূল পয়েন্টটি খুঁজে বের করুন।

৬. সাধারণ ভুল এড়ানোর কৌশল:
• কথার মধ্যে আটকে যাবেন না: যদি প্যারাগ্রাফে কোনো উদাহরণ বা ডিটেইল দেওয়া থাকে, সেটি প্রধান আইডিয়া নয়।
• অতিরিক্ত ভেবে ভুল করবেন না: আপনার প্রথম ধারণার ওপর আস্থা রাখুন।

৭. নিয়মিত প্র্যাকটিস করুন:
• Cambridge IELTS Books (প্রশিক্ষণের জন্য সেরা) থেকে “List of Headings” নিয়ে কাজ করুন।
• প্যাসেজের প্রতিটি প্যারাগ্রাফ পড়ে নিজে থেকে হেডিং বাছাই করার অভ্যাস গড়ে তুলুন।

৮. টাইমিং এবং ধৈর্য বজায় রাখুন:
• প্রতিদিন কিছু সময় দিয়ে শুধু “List of Headings” অনুশীলন করুন।
• প্রাথমিকভাবে বেশি সময় নিয়ে করলেও পরে টাইমিং স্বাভাবিক হয়ে আসবে।

অনুশীলনের জন্য ভালো রিসোর্স:
1. Banglay IELTS
2. Ielts Liz (Reading Tips)
3. Cambridge IELTS পাসপেপার।
4. E2 IELTS বা Makkar IELTS-এর ভিডিও টিউটোরিয়াল।

শেষ কথা:

“List of Headings” সঠিক করতে হলে ধৈর্য এবং কৌশল দুইটাই দরকার। প্রথমে ভুল হলেও হতাশ হবেন না। আপনার প্যাসেজ বোঝার দক্ষতা ধীরে ধীরে উন্নত হবে।

Posted by Kazi Abdullah

28/12/2024

‼️ IELTS Listening plan for one month🔥

এক মাসে আইইএলটিএস লিসেনিং-এ ৬ স্কোর তুলতে হলে আপনাকে পরিকল্পিতভাবে অনুশীলন করতে হবে। আপনার যদি বেসিক ইংরেজি ভালো হয়, তবে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। নিচে একটি মাসব্যাপী পরিকল্পনা দেওয়া হলো:

স্টাডি প্ল্যান (30 দিন)

প্রথম ২ সপ্তাহ: বেসিক উন্নয়ন ও লিসেনিং দক্ষতা বৃদ্ধি
1. লিসেনিং অভ্যাস গড়ে তোলা:
• প্রতিদিন ৩০ মিনিট ইংরেজি অডিও শুনুন (যেমন: BBC News, TED Talks, Podcasts)।
• শুনে নোট নিন এবং মূল পয়েন্টগুলো বোঝার চেষ্টা করুন।
2. IELTS Listening Format জানুন:
• চারটি সেকশনের ধরন (conversation, monologue, academic, এবং general discussions) সম্পর্কে পরিষ্কার ধারণা নিন।
3. স্পেলিং ও উচ্চারণ অনুশীলন:
• Common spelling mistakes ঠিক করার জন্য নিয়মিত অনুশীলন করুন।
• ব্রিটিশ উচ্চারণ বুঝতে Cambridge Listening Tests শুনুন।
4. Cambridge IELTS Tests Practice:
• Cambridge IELTS বইয়ের ১-২টি টেস্ট দিন।
• প্রতিটি ভুলের কারণ বিশ্লেষণ করুন এবং নোট নিন।

তৃতীয় সপ্তাহ: স্ট্র্যাটেজি ও টাইম ম্যানেজমেন্ট শিখুন
1. কঠিন প্রশ্নের জন্য কৌশল:
• Multiple choice: প্রশ্ন আগে ভালোভাবে পড়ে নিন।
• Map/diagram completion: অডিও শোনার সময় দিক নির্দেশনা (left, right, north) খেয়াল করুন।
• Gap filling: Word limit খেয়াল রাখুন এবং টেক্সটের প্রসঙ্গ বুঝুন।
2. নোট টেকিং শিখুন:
• গুরুত্বপূর্ণ শব্দ বা নম্বর শোনার সময় কীভাবে দ্রুত লিখবেন তা অনুশীলন করুন।
3. দ্রুততা বাড়ানোর অনুশীলন:
• লিসেনিং টেস্টের সময় প্রতিটি প্রশ্নের উত্তর দ্রুত ধরে ফেলতে চেষ্টা করুন।
• সম্পূর্ণ টেস্ট নিয়ে কাজ করুন এবং সময়ের মধ্যে উত্তর তুলুন।

শেষ সপ্তাহ: রিভিশন ও মক টেস্ট
1. রোজ ১টি মক টেস্ট দিন:
• Cambridge IELTS বা অনলাইনে উপলব্ধ মক টেস্ট দিন।
• সময়মতো উত্তর তুলে নিন।
2. দুর্বল অংশগুলো ঠিক করুন:
• কোন সেকশনে সবচেয়ে বেশি ভুল হচ্ছে, সেটার দিকে বেশি মনোযোগ দিন।
3. পরীক্ষার সময়কার চাপ সামলানোর অনুশীলন:
• রিয়েল পরীক্ষা ফিল করার জন্য পুরোপুরি নিরব পরিবেশে মক টেস্ট দিন।

দৈনিক রুটিন
• ২ ঘন্টা লিসেনিং অনুশীলন:
• ১ ঘণ্টা Cambridge Listening Test।
• ৩০ মিনিট রিয়েল লাইফ ইংলিশ শুনুন (পডকাস্ট বা নিউজ)।
• ৩০ মিনিট ভুল বিশ্লেষণ ও সংশোধন।
• ৩০ মিনিট গ্রামার ও ভোকাবুলারি:
• লিসেনিংয়ের common words এবং grammar rules শিখুন।
• রিভিশন:
• আপনার নোট এবং ভুল উত্তর পুনরায় দেখুন।

অতিরিক্ত টিপস:
1. ইংরেজি সাবটাইটেল সহ সিনেমা/সিরিজ দেখুন।
2. রিয়েল লিসেনিং পরিস্থিতি তৈরি করুন (যেমন: ট্রেনের ঘোষণা, ইংলিশ রেডিও)।
3. স্ট্রেস কমান: নিয়মিত ব্রেক নিন এবং ভালো ঘুমান।

এই পরিকল্পনা অনুযায়ী পড়লে এক মাসে লিসেনিং-এ ৬ স্কোর অর্জন সম্ভব। নিয়মিত অনুশীলনই মূল চাবিকাঠি। আপনি চেষ্টা করুন 😊

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moments with Abdullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moments with Abdullah:

Videos

Share

Category