সেনাবাহিনীর মুখোমুখি জনতা।
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্তকত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্তকত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্যনির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
দরবেশ বলছেন আক্রান্ত হয়েছে ছাত্রলীগ!!
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের চিত্র আন্তর্জাতিক মিডিয়ায়। সেনাবাহিনী মোতায়েনের পর মানুষের মৃত্যু আরও বাড়ছে।
© AFP News Agency
সিলেটে ছাত্রদের দাপটে পিছু হটেছে সেনাবাহিনী
গায়েবানা জানাজা পড়া অবস্থায় ইমাম ও মুসল্লীদের ধরে নিয়ে গেছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ।
গায়েবানা জানাজা পড়া অবস্থায় ইমাম ও মুসল্লীদের ধরে নিয়ে গেছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ। এটা তুমুল অন্যায় ও বর্বরতা।
দালালির ফল পাচ্ছে সময় টিভি। অথচ, প্রতিষ্ঠানের দালালির কারণে মার খাচ্ছে ক্যামেরাপার্সন,মাঠের সাংবাদিকরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে গভীর রাতে পুলিশের বর্বরতা।
মাতলুব আহমাদ এর ভাওতাবাজি, সরকারের ক্ষতি সাড়ে ১২ হাজার কোটি টাকা!
কেরানীগঞ্জ এর মহারাজা শাহিন চেয়ারম্যান! #ভয়েস_অফ_বাংলা #কেরানীগঞ্জ #Voice_of_Bangla #foryoupage #reelsvideo #reelsviralシ #reelsviralfb
কেরানীগঞ্জ এর মহারাজ শাহিন চেয়ারম্যান।
কেরানীগঞ্জ এর মহারাজা শাহিন চেয়ারম্যান।
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ডিজিটাল জালিয়াতি!
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লাইক ভিউ কেনেন টাকা দিয়ে।
#জুনাইদ_আহমদ_পলক
#Zunaid_Ahmed_palak
#Voice_of_Bangla
#ভয়েস_অফ_বাংলা
#সিংড়া_নাটোর
মানবিক মুখোশের আড়ালে প্রতারক মিল্টন সমাদ্দার! #Miltan_Samaddar #reelfyp
মানবিক মুখোশের আড়ালে প্রতারক মিল্টন সমাদ্দার!
স্কুলের টাকা লারেলাপ্পা করার অভিযোগে ঢাকা মহানগরদক্ষিণ আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছিলেন রিয়াজুদ্দিন।
বহিষ্কার ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর চামেলী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের ১০ লাখ টাকার চুক্তি হয়। ২০ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর চামেলির আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সুযোগে হোটেলের দালাল ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ১০ লাখ টাকা চেয়েছিলো। দায়িত্ব নিয়েছিল চামেলিকে যেন বহিষ্কার না করা হয়।
এই দুষ্টগুলো একদিন ঢাকার মেয়র হবে এমপি হবে। নিজ দলের লোকের সাথেও টাউটারি!
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের ঘটনা। দেখলে মনে হয় সিরিয়া কিংবা ইয়েমেনের যুদ্ধের ময়দান। গ্রাম গঞ্জে এই বোমাবাজির মূল হোতার নাম কুদ্দুস বেপারি ওরফে বোমা কুদ্দুস। এই বোমা কুদ্দুস বাংলাদেশের স্বীকৃত মানবপাচারকারী। এমপি কিংবা মন্ত্রী বা পুলিশ ও স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে কোনদিন ব্যবস্থা নেয় না। প্রধান কারণ টাকা। #শরীয়তপুর #ভয়েস_অফ_বাংলা #Voice_of_Bangla #Shariatpur #reelsfyp
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের ঘটনা। দেখলে মনে হয় সিরিয়ার যুদ্ধের ময়দান।
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের ঘটনা। দেখলে মনে হয় সিরিয়া কিংবা ইয়েমেনের যুদ্ধের ময়দান। গ্রাম গঞ্জে এই বোমাবাজির মূল হোতার নাম কুদ্দুস বেপারি ওরফে বোমা কুদ্দুস। এই বোমা কুদ্দুস বাংলাদেশের স্বীকৃত মানবপাচারকারী। এমপি কিংবা মন্ত্রী বা পুলিশ ও স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে কোনদিন ব্যবস্থা নেয় না। প্রধান কারণ টাকা।