Voice Of London

Voice Of London Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice Of London, Broadcasting & media production company, Manchester, London.

সিলেটের ৪ আওয়ামীলীগ নেতা, ভারতে ধর্ষনের দায়ে পুলিশের হাতে আটক।
09/12/2024

সিলেটের ৪ আওয়ামীলীগ নেতা, ভারতে ধর্ষনের দায়ে পুলিশের হাতে আটক।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!ইউকের বার্মিংহামে প্র'চণ্ড ঝ'ড় ও তু ফানের সময় একটি গাছের নিচে চাপা পড়ে মর্মা ন্ত...
08/12/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
ইউকের বার্মিংহামে প্র'চণ্ড ঝ'ড় ও তু ফানের সময় একটি গাছের নিচে চাপা পড়ে মর্মা ন্তিকভাবে মৃ ত্যু বরণ করেছেন,

সিলেটের বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কাহের হোসেন শাহিন।
তার গ্রামের বাড়ি সিলেটের ওসমানী নগরের সিকন্দরপুর।

আল্লাহ্ উনার এবং আমাদের সকল নেক আমল কবুল করুন, আমিন

মহান আল্লাহ রাব্বুল আল-আমিন জান্নাতুল ফিরদাউস দান করুন এবং পৃথিবীতে রেখে যাওয়া পরিবার ও আত্নীয়স্বজনদের ধৈর্য ও অশেষ সাওয়াব দান করুন, আমিন।

28/11/2024

পিন্সিপাল রহ: এর শেষ বয়ান, কলিজা ফেটে যায়।😭

প্রিয় বন্ধু ও সহপাঠীরা, 🌙আমি সম্প্রতি OneKindOfShop.com নামে একটি দারুণ অনলাইন ইসলামিক বইয়ের স্টোর খুঁজে পেয়েছি। 📚 এখ...
11/11/2024

প্রিয় বন্ধু ও সহপাঠীরা, 🌙

আমি সম্প্রতি OneKindOfShop.com নামে একটি দারুণ অনলাইন ইসলামিক বইয়ের স্টোর খুঁজে পেয়েছি। 📚 এখানে ইসলামিক ইতিহাস, সিরাত, আধ্যাত্মিকতা, জীবন বিধান এবং বিভিন্ন বিষয়ের উপর সেরা বইগুলোর এক অনন্য সংগ্রহ রয়েছে।

যারা ইসলামিক বই পড়তে ভালোবাসেন এবং ধর্মীয় জ্ঞান অর্জনে আগ্রহী, তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। বইয়ের বৈচিত্র্য ও মান নিয়ে আমি সত্যিই মুগ্ধ।

আপনাদের সবাইকে এই স্টোরটি ভিজিট করার পরামর্শ দিচ্ছি। যদি আপনি বা আপনার পরিচিত কেউ ইসলামিক বই খুঁজে থাকেন, তাহলে OneKindOfShop.com একবার ঘুরে আসুন। এই উদ্যোগকে সমর্থন করতে চাইলে পোস্টটি শেয়ার করে আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারেন। 😊

ভিজিট করুন 👉 www.OneKindOfShop.com

#ইসলামিকবই #আলোরপথ

৫ তারিখের সমাবেশকে সফল করুন, দলমত নির্বিশেষে সবাই যোগদিন।
04/11/2024

৫ তারিখের সমাবেশকে সফল করুন, দলমত নির্বিশেষে সবাই যোগদিন।

এখন শিক্ষকদের লাঞ্ছিত হওয়া দেখে সহানুভূতি দেখাইতেছেন বাহ্ বাহ্ আমরা বাঙ্গালী বলে কথা..!★১৫ বছরর যাবত *হুজুরদের লাঞ্ছিত ক...
30/08/2024

এখন শিক্ষকদের লাঞ্ছিত হওয়া দেখে সহানুভূতি দেখাইতেছেন বাহ্ বাহ্ আমরা বাঙ্গালী বলে কথা..!
★১৫ বছরর যাবত *হুজুরদের লাঞ্ছিত করে গেছে* তখন আপনাদের মায়া কান্না কোথায় ছিলো,,? তারা কি শিক্ষক ছিলেন না,,? নাকি তখন আপনার শিক্ষার অভাব ছিলো,,?
★মুসলিম মেয়েদেরকে হিজাব পড়ে যাওয়ার কারণে, স্কুল থেকে বের করে দেওয়া হতো।
যখন হিজাব নিষিদ্ধ করে দিতেছিলো তখন তাদের পদত্যাগ নিয়ে আপনাকে তো একটা পোস্ট করতে দেখলাম না। এখন এত সুশীল হলেন কীভাবে আপনি,,? তখন আপনার *সুশীল* শব্দটা বুঝি ছিলো না,? নাকি আপনার মধ্যে তখন সেটা বুঝার মতো জ্ঞান ছিলো,,? আপনার যেই শিক্ষকের জন্য এখন আপনার কষ্ট হচ্ছে, ওই শিক্ষক কি আপনারে ওই শিক্ষা দিতে পারেনাই,?
★স্যারের কাছে প্রাইভেট পড়লে পাস না পড়লে ফেইল।
এই ব্যবসা শুরু হওয়ার পর থেকে শিক্ষকরা ছাত্র সমাজের কাছে তাদের সম্মান হারাইছে। আর এখন এটাই চলতেছে। যখন প্রাইভেট পড়লে পাস নাহলে ফেইল হতো, তখন আপনি কই ছিলেন,,? তখন আপনার সুশীল চেহেরা খানা কোথায় ছিলো,,? তখন কি মনে হয়নাই এটা অন্যায় এটার জন্য প্রতিবাদ করা দরকার,,?

এত বছর কই ছিলো আপনার সস্তা আবেগ, বিবেক, মনুষ্যত্ব, সহানুভূতি, সুশীলগীরি ইত্যাদি ইত্যাদি..?

স্বৈরাচারী খুনির দোসর ছিলো বলেই তারা আজ লাঞ্ছনার স্বীকার হচ্ছে। তবে সাধারণ মানুষের উন্নতির জন্য। দেশের মঙ্গলের জন্য।

____লাউড এন্ড ক্লিয়ার____

বি.দ্র:কিছু সুশীলদের উদ্দেশ্যে।

20/08/2024

শিক্ষা সফর ||
লন্ডন টু অক্সফোর্ড ইউনিভার্সিটি।
আয়োজনে: জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ, লন্ডন মহানগর শাখা ||

20/08/2024

দারুল উলুম ফাউন্ডেশন DUF এর উদ্যোগে লন্ডনে বিশাল উলামামায়ে কেরামের মত বিনিময় সভা অনুষটিত ।
শায়খুল হাদিস মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেবের সভাপতিতে ও মাওলানা নাজির উদ্দিনের পরিচালনায় উক্ত সভায় তিলাওয়াত করেন।
হাফিজ কারী গোলাম রব সাহেব ।
আলোচনা করেন মারকাজুল উলুম লন্ডনের মাওলানা ড. সুয়াইব আহমদ। দারুস সুন্নাহ লন্ডনের চিয়ারম্যান, মাওলানা গোলাম কিবরিয়া, মাযাহিরুল উলুম লন্ডনের মাওলানা ইমদাদুর রহমান মাদানি, মদিনাতুল খাইরির চিয়ারম্যান মাওলানা ফয়েজ আহমদ, ফোর্ড সকয়ার মাদরাসার মুহাদদিস ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের মহা সচীব মুফতি মওসুফ আহমদ, ইকরা টিভির জনপ্রিয় পেজেনটার ও বাংলাদেশ খেলাফত মজলিস ইউকের মহাসচিব মুফতি সালেহ আহমদ, মুফতি জসিম উদ্দিন, মুফতি ফয়জুর রহমান কামালী, সাউথ এন্ড মসজিদের ইমাম মাওলানা হাফিজ আশরাফুল মওলা, লন্ডন মরকজি মসজিদের ইমাম ও শিক্ষক মাওলানা আশরাফ খান, মাদানিয়া মাদরাসা বিশ্বনাথের নায়েবে মুহতামিম হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, লন্ডন ইকরা একাডেমির মাওলানা মইনুল হক চৌধুরী, ফোর্ড সকয়ার মাদরাসার ডেপুটি হেড মাওলানা এনাম উদ্দিন, দারুস সুন্নাহ লন্ডনের সেকরেটারি মাওলানা হুসাইন আহমাদ, মাওলানা মুহসিন উদ্দিন, হাইনড গুরুভ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ান, মাওলানা মামনুন মহিউদ্দিন, মাওলানা মহিউদ্দিন খান, জামিয়া রওযার মুহতামিম মাওলানা মইনুদ্দিন খান, মাওলানা জুবায়ের, হাফিজ জিয়াউল হক, হামলেটস ওয়ে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ ইলিয়াস, মাওলানা আখতার আহমদ, মাইলেনড মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ মাসুম আহমদ , মাওলানা কারী আবদুল মন্নান, মাওলানা কবির আহমদ, মাওলানা দেলোয়ার, মাওলানা আশরাফ আলী, বারমিংহাম।
আহমেদ চৌধুরী অপু সহ আরো অনেকে।
মত বিনিময় সভায় দারুল উলুম ফাউন্ডেশনের বহুমুখি খেদমতের প্রশংসা করা হয়, এবং বর্তমানে লন্ডনে একটি মসজিদ মাদরাসা করার জন্য যে বিল্ডিং ক্ষয় করার উদ্যোগ কে স্বাগত জানান ও সার্বিক সহযোগিতার আস্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় আগত আলিম উলামাগন মসজিদ বিল্ডিং কিনার জন্য ২লক্ষ পনচাশ হাজার পাউন্ড কর্জে হাসানা দেওয়ার আস্বাস প্রদান করেন।
পরিশেষে দোয়া ও রাতের ডিনারের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়।

দির্ঘ ১৫ দিন বন্ধ থাকার পর, দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে পর্যটকদের আগমণের ফলে,  আবার ও খোলা হলো, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা...
17/08/2024

দির্ঘ ১৫ দিন বন্ধ থাকার পর, দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে পর্যটকদের আগমণের ফলে, আবার ও খোলা হলো, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১ম ভাইরাল চান মিয়া পাইনাপেল গার্ডেন। দেশের অ-স্থিতিশীল অবস্থার জন্য সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছিলো, মরহুম আব্দুল মতিন চান মিয়া পাইনাপেল গার্ডেন।
পর্যটক আসার অবস্থানের সময় নির্দারণ করা হয়েছে, সকাল ১১ ঘটিকা থেকে সন্ধ্যা পর্যন্ত।

কপি বাই:
বাগান কর্তৃপক্ষ,,,

16/08/2024

যে প্রজন্ম বিজয় পালন করে সিজদার মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়ার মাধ্যমে..

12/08/2024

স্বাধীন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো একটা একটা করে সব পূরণ হবে,,

12/08/2024

কতটা নৃ শংস আর নির্দয় হলে এমন তাচ্ছিল্যের সাথে মানুষ হ,ত্যা নিয়ে আলাপ করতে পারে!

12/08/2024

লন্ডনে ভীন দেশির মুখে সিলেটী ভাষা, ওবায় আওক্কা, হবায় যাওক্কা।

আসসালামুয়ালাইকুম আমরা আমাদের বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছি। . পরিস্থিতির পরিবর্তন হলে আমরা আবার বাগান খুলে...
11/08/2024

আসসালামুয়ালাইকুম আমরা আমাদের বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছি। . পরিস্থিতির পরিবর্তন হলে আমরা আবার বাগান খুলে দেব। দয়া করে নিরাপদ থাকুন এবং সুস্থ থাকুন..
10.08.24
আদেশক্রমে কর্তৃপক্ষ

 #জরুরি পোস্ট আগে করতো আওয়ামীলিগ, ছাত্রলীগ এখন নিজেরে সংখ্যালঘু দাবী করে পিট বাঁচাইতে চায়।জন্মগত সবাই বাংলাদেশী ধর্ম টাই...
10/08/2024

#জরুরি পোস্ট
আগে করতো আওয়ামীলিগ, ছাত্রলীগ এখন নিজেরে সংখ্যালঘু দাবী করে পিট বাঁচাইতে চায়।
জন্মগত সবাই বাংলাদেশী ধর্ম টাইন্না আনি জল গোলা করবেন না। ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়, ধর্ম বেচাবিক্রি বাদ দেন।
স্বধীনতা সবার, দেশ কারো বাপের না।

ছবিতে যারে দেখা যায় সে জামাল খান এরিয়ার কাউন্সিলর শৈবাল দাস সুমন। এমন আরো অনেকেই আছে।
দয়া করে কেউ ধর্ম নিয়ে উস্কানি দিবেন না। কোথাও কোন হামলা এসব হয়নি বাংলাদেশ হিন্দু প্রধান বলেছেন। সতর্ক করতে শেয়ার করে জানিয়ে দিন।

জরুরি পোস্ট আগে করতো আওয়ামীলিগ, ছাত্রলীগ এখন নিজেরে সংখ্যালঘু দাবী করে পিট বাঁচাইতে চায়।জন্মগত সবাই বাংলাদেশী ধর্ম টাইন্...
10/08/2024

জরুরি পোস্ট
আগে করতো আওয়ামীলিগ, ছাত্রলীগ এখন নিজেরে সংখ্যালঘু দাবী করে পিট বাঁচাইতে চায়।
জন্মগত সবাই বাংলাদেশী ধর্ম টাইন্না আনি জল গোলা করবেন না। ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়, ধর্ম বেচাবিক্রি বাদ দেন।
স্বধীনতা সবার, দেশ কারো বাপের না।

ছবিতে যারে দেখা যায় সে জামাল খান এরিয়ার কাউন্সিলর শৈবাল দাস সুমন। এমন আরো অনেকেই আছে।
দয়া করে কেউ ধর্ম নিয়ে উস্কানি দিবেন না। কোথাও কোন হামলা এসব হয়নি বাংলাদেশ হিন্দু প্রধান বলেছেন। সতর্ক করতে শেয়ার করে জানিয়ে দিন।

08/08/2024

সাংবাদিক এটিএম তুবাব হ,ত্যা নিয়ে যা বলল পুলিশ।

08/08/2024

গোলাপগঞ্জে ছাত্রলীগের সাহসী কমীকে যখন গণধুলায় দেওয়া হয়।

Address

Manchester
London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of London posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of London:

Videos

Share