Al Arafa Tv UK

Al Arafa Tv UK As We Know Al Arafa TV UK Online Bodcrusting Channel is Committed To Spreading The Message Of Allah..

জরুরী প্রয়োজনেঃ কল করুন; 01320-117891অফিসার ইনচার্জ (ওসি) গোলাপগঞ্জ মডেল থানা।
25/02/2025

জরুরী প্রয়োজনেঃ কল করুন; 01320-117891
অফিসার ইনচার্জ (ওসি) গোলাপগঞ্জ মডেল থানা।

22/02/2025

বাংলাদেশকে ইউরোপীয় ব্যবসা-বান্ধব দেশে রূপান্তরের লক্ষ্যে ইবিএফসিআই-এর উদ্যোগ...





21/02/2025

Al Arafa TV UK : M A Hussain
------------------------------------------------

Yes, we must always remember and honor our unsung heroes who dedicated their lives to our mother language. The sacrifices of the language martyrs of 1952 in Bangladesh, especially Salam, Rafiq, Barkat, Jabbar, and many others, paved the way for the recognition of Bangla as an official language. Their courage and dedication continue to inspire people worldwide to stand up for their linguistic and cultural rights.

On this International Mother Language Day, let us pay tribute to their bravery and reaffirm our commitment to preserving and promoting our mother tongue.

বঙ্গবীর এম.এ.জি. ওসমানী,অবহেলিত বীর সেনানায়ক-লেখক: মোহাম্মদ আনোয়ার হোসেনবাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে যে কজন মহাপ্রা...
16/02/2025

বঙ্গবীর এম.এ.জি. ওসমানী,
অবহেলিত বীর সেনানায়ক-

লেখক: মোহাম্মদ আনোয়ার হোসেন

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে যে কজন মহাপ্রাণ দেশপ্রেমিক বীরপুরুষ অবিস্মরণীয়, তাঁদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী। তিনি ছিলেন এক অনন্য প্রতিভাধর সামরিক ব্যক্তিত্ব, যার নেতৃত্বে সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সামরিক কাঠামো। তাঁর সুদূরপ্রসারী কৌশল, বীরত্ব ও দৃঢ়তার কারণেই মুক্তিযুদ্ধে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল। কিন্তু স্বাধীনতার পরও তাঁর যথাযথ মূল্যায়ন হয়নি। আজ ১৬ ফেব্রুয়ারি, এই মহান বীরের ৪১তম মৃত্যুবার্ষিকীতে আমরা স্মরণ করি তাঁকে এবং সেই প্রশ্নগুলো উত্থাপন করি, যা আজও বাঙালি জাতির বিবেককে নাড়া দেয়।

কেন তিনি পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে ছিলেন না?

১৬ ডিসেম্বর ১৯৭১, বাংলাদেশের জন্য এক গৌরবময় দিন। এই দিন পাক হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। কিন্তু বিস্ময়করভাবে, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

সরকারি ভাষ্যমতে, তাঁর হেলিকপ্টার সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। তবে অনেক বিশ্লেষক মনে করেন, তাঁকে ইচ্ছাকৃতভাবেই অনুষ্ঠানে আনা হয়নি। কারণ, তৎকালীন ভারতীয় সামরিক নেতৃত্ব এবং রাজনৈতিক মহল চেয়েছিল আত্মসমর্পণ অনুষ্ঠানে নেতৃত্ব পাক ভারতীয় সেনাপ্রধান জেনারেল মানেকশ ও লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। ভারত চেয়েছিল মুক্তিযুদ্ধে তাদের অবদানকে সর্বাধিক গুরুত্ব দিতে। এছাড়া, স্বাধীন বাংলাদেশে ওসমানীর সামরিক ও রাজনৈতিক ভূমিকা কমিয়ে আনার একটি সুপরিকল্পিত কৌশলও থাকতে পারে। তাই তাঁকে ঐতিহাসিক মুহূর্ত থেকে দূরে রাখা হয়।

কেন তাঁকে ফিল্ড মার্শাল উপাধি প্রদান করা হয়নি?

জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক নেতা ছিলেন। যুদ্ধ জয়ের পর যুক্তিসঙ্গতভাবেই তাঁর জন্য "ফিল্ড মার্শাল" উপাধি প্রাপ্য ছিল। কিন্তু তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়নি।

এর পেছনে কয়েকটি কারণ হতে পারে:

1. রাজনৈতিক প্রভাব ও ভারতীয় কূটনীতি: স্বাধীনতার পর বাংলাদেশে ভারতপন্থী রাজনীতির প্রভাব ছিল প্রবল। ভারতীয় নেতৃত্ব চায়নি যে ওসমানীর মতো স্বাধীনচেতা ও অভিজ্ঞ সামরিক নেতা অতিরিক্ত ক্ষমতা পান।

2. একদলীয় শাসন প্রতিষ্ঠার পরিকল্পনা: ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়। ওসমানী গণতন্ত্রের পক্ষের শক্তি ছিলেন এবং একদলীয় শাসনের বিরোধিতা করেছিলেন। ফলে, তাঁকে অবমূল্যায়ন করার রাজনৈতিক প্রয়াস ছিল।

3. সামরিক ক্ষমতা নিয়ন্ত্রণের ইচ্ছা: ওসমানী যদি ফিল্ড মার্শাল হতেন, তবে সেনাবাহিনীতে তাঁর প্রভাব ব্যাপকভাবে বাড়ত। এটা তৎকালীন সরকার চাইনি।

কেন রাষ্ট্রীয়ভাবে তাঁর জন্ম ও মৃত্যু দিবস পালন করা হয় না?

একটি স্বাধীন জাতির জন্য তাঁর সর্বাধিনায়ককে সম্মান জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ, জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না। এর প্রধান কারণ:

1. রাজনৈতিক অবহেলা: তিনি কোনো বিশেষ রাজনৈতিক দলের অনুগত ছিলেন না। বরং তিনি ছিলেন নীতি ও আদর্শের অনুসারী। ফলে, রাজনৈতিক মহল তাঁকে নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি।

2. তাঁর সত্যনিষ্ঠ অবস্থান: তিনি কোনো সময় আপস করেননি। যখন দেখলেন দেশ একদলীয় শাসনের দিকে যাচ্ছে, তিনি সংসদ থেকে পদত্যাগ করলেন। এই নৈতিক দৃঢ়তা তাঁকে কিছু মহলের অপছন্দনীয় করে তোলে।

3. ইতিহাস বিকৃতি: স্বাধীনতার পর বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের ইতিহাসকে রাজনৈতিকভাবে বিকৃত করা হয়েছে। ফলে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ভূমিকা আড়ালে চলে গেছে।

কেন পাঠ্যপুস্তকে তাঁর জীবন-কাহিনী তুলে ধরা হচ্ছে না?

আজকের প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানা অত্যন্ত জরুরি। কিন্তু পাঠ্যপুস্তকে ওসমানীর জীবন ও কর্ম নিয়ে বিশেষ কিছু নেই। এর কারণ:

1. ইতিহাস বিকৃতি: দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্ন সরকার তাদের স্বার্থে পরিবর্তন করেছে। ফলে, প্রকৃত ইতিহাস থেকে অনেক গৌরবময় অধ্যায় বাদ গেছে।

2. রাজনৈতিক সুবিধাবাদ: ওসমানী কোনো নির্দিষ্ট দলের ছিলেন না। ফলে, রাজনৈতিক দলগুলো তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি।

3. সেনাবাহিনীর ইতিহাস অবহেলিত: বাংলাদেশে মুক্তিযুদ্ধের সামরিক ইতিহাস নিয়ে গবেষণা ও চর্চার তেমন সুযোগ নেই। ফলে, সেনানায়ক ওসমানীকে যথাযথভাবে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি।

উপসংহার

বঙ্গবীর এম. এ. জি. ওসমানী ছিলেন এক কিংবদন্তি নেতা, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু দুঃখজনকভাবে, তিনি রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা পাননি। তাঁর অনুপস্থিতিতে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠান, ফিল্ড মার্শাল উপাধি না পাওয়া, জন্ম ও মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালন না করা এবং পাঠ্যপুস্তকে তাঁর জীবন-কাহিনী অন্তর্ভুক্ত না করা আমাদের জাতির জন্য লজ্জার বিষয়।

এখন সময় এসেছে তাঁর যথাযথ মূল্যায়ন করার। রাষ্ট্রীয়ভাবে তাঁর জন্ম ও মৃত্যু দিবস পালন, পাঠ্যপুস্তকে তাঁর অবদান অন্তর্ভুক্ত করা এবং তাঁকে সর্বোচ্চ সামরিক স্বীকৃতি প্রদান করা উচিত। ইতিহাস কাউকে ক্ষমা করে না। বীরদের যথাযথ মর্যাদা দিতে হবে, নইলে জাতি ভবিষ্যতে ইতিহাসের বিচার এড়াতে পারবে না।

বঙ্গবীর জেনারেল এম. এ. জি. ওসমানী চিরঞ্জীব হোক! মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি। জান্নাতুল ফেরদৌসের মধ্যে তাঁকে সুমহান মর্যাদা দান করুন মহান রাব্বুল আলামীন এই প্রার্থনা করি।
গভীর শ্রদ্ধা নিবেদনে :
মোহাম্মদ এ হোসেইন,
[email protected]

এখন থেকে পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভ্যারিফিকেশন, প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস
16/02/2025

এখন থেকে পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভ্যারিফিকেশন, প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস

08/02/2025

গাজীপুরে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামীলীগের হামলায় নিহত ৪ জন সহ আহতদের বিচারের দাবিতে গোলাপগঞ্জের "ঢাকাদক্ষিণে" সর্বস্থরের ছাত্র-জনতার উদ্যোগে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল...




08/02/2025

Sylhet Osmani International : International Airline ready for give service ready for starting flight London to Sylhet direct. Since 2001 Very unlikely Very unfortunately Bangladesh government not given permission, Why it’s because of political issue because of business issue.

06/02/2025

ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ ও বালিকা উচ্চ বিদ্যালয়ে "নুরুল ইসলাম নাহিদের" নামফলক যেভাবে ভেঙেচুরে মুড়িয়ে দিলো ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা....




06/02/2025

সিলেটের গোলাপগঞ্জে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো শেখ মুজিবের "ম্যুরাল স্তম্ভ"



05/02/2025

সিলেটে হটাৎ গভীর রাতে ভাঙচুর হচ্ছে ডিসি অফিস ও শাবিপ্রবির "মুজিব ম্যুরাল স্তম্ভ"


03/02/2025

আল আরাফাত টিভি শোক সংবাদ : ইনাম আহমেদ চৌধুরীর অবিস্মরণীয় অবদান ও অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন - এম এ হোসেইন বলেন..
ইনাম আহমেদ চৌধুরীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তিনি ছিলেন একজন বরেণ্য ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, সাবেক রাষ্ট্রদূত এবং PWD-এর সাবেক চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

31/01/2025

We might stop sending money in Bangladesh we seen they didn’t listens our community demand since 2001.

29/01/2025

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত হওয়া সানি'র মরদেহ যেকারণে কবর থেকে উত্তোলন!




#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন

Palestine v Israel stop war 🤲by the blessing of almighty Allah Swt🤲 May Allah Swt resolve this historical crisis 🤲The pr...
25/01/2025

Palestine v Israel stop war 🤲

by the blessing of almighty Allah Swt🤲 May Allah Swt resolve this historical crisis 🤲

The prolonged conflict between Israel and Hamas, which began in October 2023, has led to significant loss of life and widespread devastation. Recent developments indicate a move towards de-escalation through ceasefire agreements and prisoner exchanges.

On January 25, 2025, Hamas released four Israeli female soldiers—Karina Ariev, Daniella Gilboa, Naama Levy, and Liri Albag—who had been held captive since October 7, 2023. The soldiers were handed over to the International Committee of the Red Cross (ICRC) in Gaza City and subsequently transferred to Israeli forces. In exchange, Israel agreed to release 200 Palestinian prisoners, including individuals serving life sentences.

This exchange is part of a broader ceasefire agreement brokered by Qatar and Egypt, with support from the United States. The ceasefire, which began last week, aims to end the 15-month-long war in Gaza. The agreement includes provisions for the phased release of hostages and prisoners, as well as the facilitation of increased humanitarian aid into Gaza.

The human cost of the conflict has been immense. Reports indicate that over 46,000 Palestinians have lost their lives since the onset of hostilities in October 2023. The war has also resulted in the displacement of 90% of Gaza's population and extensive destruction of infrastructure.

While the ceasefire and recent prisoner exchanges offer a glimmer of hope, the path to lasting peace remains uncertain. The international community continues to monitor the situation closely, emphasizing the need for sustainable solutions to address the root causes of the conflict and prevent further loss of life.

24/01/2025

গোলাপগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই হত্যার অভিযোগ! আটক অভিযুক্ত ভাই এবং উনার স্ত্রী, কি বলছেন স্বজনরা...

12/01/2025

Enjoying to caching fish in Bangladesh :

In Bangladesh, fishing is a beloved activity deeply ingrained in the culture and lifestyle of its people. They enjoy catching fish from various natural and man-made water bodies such as ponds, lakes, and rivers. With the country being rich in water resources and known as the "Land of Rivers," fishing is not only a source of livelihood but also a popular recreational activity.

Fishing methods often vary, including the use of traditional nets, fishing rods, and traps, reflecting the rich heritage and resourcefulness of the Bangladeshi people. Fish like hilsa (ilish), rohu, catfish, and tilapia are especially prized. This practice also brings communities together, as fishing often involves cooperation and shared experiences.

10/01/2025

এতো কষ্ট করে আমরা কৃষকরা মাঠে ফসল ফলাই অথচ ন্যায্য মূল্যটুকু পাইনা!

Video: Sylon TV
Collect: Al Arafa TV

Address

74 George Street Luton
London
LU12BD

Alerts

Be the first to know and let us send you an email when Al Arafa Tv UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Arafa Tv UK:

Videos

Share

Category