MS TV UK

MS TV UK UK online News Media Group

31/10/2024

প্রসঙ্গ,
মেজর জেনারেল (অব ) ফজলুর রহমান

৪ টি প্রশ্ন:

১. আপনি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছিলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হবার কারণে কি আপনি তাই খুব ক্ষেপেছেন?

২. দিনাজপুরের সাবেক এমপি আব্দুর রহীম কি আপনার আত্মীয় হন? ইকবালুর রহীম ও এনায়েতুর রহীম কি আপনার স্ত্রীর ভাই হন?

৩. আচ্ছা আপনি কি ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামীলীগকে পুনঃবাসন করতে চান? আপনার কি আওয়ামীলীগের প্রতি দায় রয়েছে যা আপনি পরিশোধ করতে চান?

৪. পরিশেষে, আপনি কি গণহত্যার সংজ্ঞা জানেন? না জানলে আপনাকে আমি একটু সহযোগিতা করতে পারি।

30/10/2024

সকালের কুরআন ভাবনা
পর্ব- ২০

মুসলিম জাতির পিতা ইব্রাহিম আ. এর দুআর সুন্নাত /আদর্শ।

আল্লাহ্পাক আমাদের অতীতে অনেক দুআ কবুল করেছেন ;
তার শুকরিয়া আদায় করে পরে আবার সালাত আদায় করে দুআ করতে হবে।

দেখুন নিচের আয়াত ২টি ; এখানে বুড়ো বয়সে সন্তান দেয়ার শুকরিয়া আদায় করা হয়েছে প্রথমে
এরপর
সালাতে অটল থাকার জন্য নিজের ও বংশদরদের জন্য দুআ করা হয়েছে এবং অন্যান্য দুআও করা হয়েছেন আল্লাহ পাকের ২ টি সিফাতী নাম উল্লেখ করে :

ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى وَهَبَ لِى عَلَى ٱلْكِبَرِ إِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ ۚ إِنَّ رَبِّى لَسَمِيعُ ٱلدُّعَآءِ﴿٣٩﴾ رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ﴿٤٠﴾

(৩৯) “শোকর সেই আল্লাহর, যিনি এ বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল ও ইসহাকের মতো পুত্র দিয়েছেন। আসলে আমার রব নিশ্চয়ই দোয়া শোনেন। (৪০) হে আমার রব! আমাকে নামায প্রতিষ্ঠাকারী করো এবং আমার বংশধরদের থেকেও (এমন লোকদের উঠাও যারা এ কাজ করবে) । পরওয়ারদিগার! আমার দোয়া কবুল করো। সুরাহ ইব্রাহিম

সালাত ও দুআ ওতপ্রোতভাবে জড়িত । প্রকৃত ও সফল দুআ সালাতের পরই হয়।

20/10/2024

সকালের কুরআন ভাবনা
পর্ব- ২০

জীবন ও মালের বিনিময়ে জান্নাত;
শুধু ভালো কথার বিনিময়ে নয়।

আমরা সকলেই জান্নাত চাই। সাহাবায়ে কেরামও জান্নাত চাইতেন।
তারা কিভাবে চাইতেন? শুধু ভালো কথার বিনিময়ে? সহজে? হালকাভাবে?

অবশই নয়।

তারা জান্নাত চেয়েছিলেন তাদের পুরো জীবন - ধনসম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবার মধ্য দিয়ে।
তাদের সম্পর্কেই আল্লাহ পাক বলেছন:

إِنَّ ٱللَّهَ ٱشْتَرَىٰ مِنَ ٱلْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَٰلَهُم بِأَنَّ لَهُمُ ٱلْجَنَّةَ يُقَـٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ
BEHOLD, God has bought of the believers their lives and their possessions, promising them paradise in return, সূরাহ ৯:১১১

আল্লাহ পাকের প্রোডাক্ট গুলো খুব দামি - expensive ।
বেশি দাম দিয়েই দামি জিনিস কিনতে হয়।
মানুষের শ্র্রেষ্ঠ সম্পদ জীবন ও সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েই সবচেয়ে এক্সপেন্সিভ জান্নাত পাবার আশা করতে হয় অন্যথায় নয়:

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قال إِنَّ سِلْعَةَ اللَّهِ غَالِيَةٌ أَلَا إِنَّ سِلْعَةَ اللَّهِ الْجَنَّةُ
2450 سنن الترمذي
Abu Huraira reported: The Prophet, peace and blessings be upon him, said, “Verily, the product of Allah is valuable, surely the product of Allah is Paradise.”
Sunan al-Tirmidhī 2450

18/10/2024

সকালের কুরআন ভাবনা
পর্ব -১৯

( আজ সকালে কুরআন অধ্যয়ন করতে চেয়ে একটি আয়াতের বেশি অনেক চেষ্টা করে ও এগুতে পারেন। মনে হচ্ছিলো আরো আগলে হক আদায় হবেনা )

নিচের আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে:

এক
এই পৃথিবী - আকাশ আল্লাহ পাক ই সৃষ্টি করেছেন এমনি এমনও সৃষ্টি হয়নি

দুই
এই আকাশ-পৃথিবী সৃষ্টিতে হামদ ও ফেরেস্তাদের পরোক্ষ সংস্লিষ্টতা ছিল

তিন
ফেরেশতারা কোনো অশরীরী সৃষ্টি নয় ; তাদের ডানা যেহেতু রয়েছে - তাই তারা অশরীরী নয়।তাদের ডানা যুক্ত দেহ রয়েছে ; ফেরেস্তারা অশরীরী এই ধারণার মূলোৎপাটন করা হয়েছে এই আয়তে।

চার
সৃষ্টিতে তিনি আল্লাহ নতুন সৃষ্টি যোগ করেন - যেমন ফেরেস্তাদের ডানার সংখ্যা বৃদ্ধি করেন প্রয়োজন অনুযায়ী।

ٱلْحَمْدُ لِلَّهِ فَاطِرِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ جَاعِلِ ٱلْمَلَـٰٓئِكَةِ رُسُلًا أُو۟لِىٓ أَجْنِحَةٍۢ مَّثْنَىٰ وَثُلَـٰثَ وَرُبَـٰعَ ۚ يَزِيدُ فِى ٱلْخَلْقِ مَا يَشَآءُ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ﴿١﴾

(১) আলহামদ আল্লাহরই জন্য, যিনি আকাশসমূহ ও পৃথিবীর নির্মাতা এবং ফেরেশতাদেরকে বাণীবাহক নিয়োগকারী (এমন সব ফেরেশতা) যাদের দুই দুই তিন তিন ও চার চারটি ডানা আছে নিজের সৃষ্টির কাঠামোয় তিনি যেমনটি চান বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ‌ সব জিনিসের ওপর শক্তিমান।সুরাহ ফাতির

17/10/2024

সকালের কুরআন ভাবনা
পর্ব- ১৮

ভালো কথা ও ভালো কাজ একসাথে আপনাকে পরিপূর্ণ করে ও আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে।

নিচের আয়াত টিতে মানুষের প্রকৃত সফলতার চিত্র তুলে ধরা হয়েছে:

---প্রকৃত সম্মান শুধু আল্লাহর কাছ থেকেই আসে ; মানুষ সম্মানের কাঙাল কিন্তু সে জানেনা প্রকৃত সম্মান কি ও সেই সম্মানের উৎস কি? আল্লাহ পাক বলছেন প্রকৃত সম্মান শুধু আল্লাহর কাছ থেকেই আসে; বাকি গুলোর কোনো মূল্য নেই।

--- সেই সম্মান অর্জন করতে হলো ২টি কাজ করতে হবে - সবচেয়ে ভালো কথা গুলো, সবচেয়ে কল্যানকর কথা গুলো বলতে হবে
আর,
শুধু বললেই হবেনা ভালো কথা গুলোকে বাস্তবে রূপান্তরিত করতে হবে।
ধরুন কেউ বললো দান করা ভালো কাজ; কিন্ত সে দান নিজে করেনা; তাহলে সে ভালো কথা বললেও ভালো কাজ করেনা।

---- কেউ ভালো কথা বলার সাথে সাথে সেই ভালো কথা বাস্তবে রূপায়ণের কাজটি করতে না পারলে, শুধু ভালো কথা আল্লাহর কাছ পৌছেনা এবং সম্মানের কারণ হয়না।

--- আর যারা কথায় ফাঁকি বাজি, চালাকি করবে ও ভালো কাজ করবেনা, তারা দুনিয়া ও আখেরাতে ব্যর্থ হবেন।

مَن كَانَ يُرِيدُ ٱلْعِزَّةَ فَلِلَّهِ ٱلْعِزَّةُ جَمِيعًا ۚ إِلَيْهِ يَصْعَدُ ٱلْكَلِمُ ٱلطَّيِّبُ وَٱلْعَمَلُ ٱلصَّـٰلِحُ يَرْفَعُهُۥ ۚ وَٱلَّذِينَ يَمْكُرُونَ ٱلسَّيِّـَٔاتِ لَهُمْ عَذَابٌۭ شَدِيدٌۭ ۖ وَمَكْرُ أُو۟لَـٰٓئِكَ هُوَ يَبُورُ﴿١٠

(১০) যে সম্মান চায় তার জানা উচিত সমস্ত সম্মান একমাত্র আল্লাহরই। তাঁর কাছে শুধুমাত্র পবিত্র কথাই ওপরের দিকে আরোহণ করে এবং সৎকাজ তাকে ওপরে ওঠায়। আর যারা অনর্থক চালবাজী করে কথায়/কাজে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং তাদের চালবাজী নিজেই ধ্বংস হবে। সুরাহ ফাতির

05/10/2024

পর্ব - ১৭
আল্লাহ পাকের দিন সমূহ -أَيَّامِ ٱللَّهِ

বায়তুল হারামকে বাইতুল্লাহ - আল্লাহর ঘর বলা হয়
এবং কোরআনে কিছু দিনকে আল্লাহর দিন বলা হয়েছে-
وَذَكِّرْهُم بِأَيَّىٰمِ ٱللَّهِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍۢ لِّكُلِّ صَبَّارٍۢ شَكُورٍۢ﴿٥ । ১৪:৫

কিন্তু কেন?

মুসা আ .একে আল্লাহ পাক আল্লাহর দিনগুলোর মাধ্যমে যিকর করাতে বলেছেন তার উম্মতকে:

وَذَكِّرْهُم بِأَيَّىٰمِ ٱللَّهِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍۢ لِّكُلِّ صَبَّارٍۢ شَكُورٍۢ﴿٥﴾
হে মুসা আপনি তাদেরকে যিকর করান আল্লাহর দিনগুলো দিয়ে এবং সব্বার ও ও শাকুরদের জন্য নিদর্শন রয়েছে। ১৪:৫

কুরআনে আরেকটি জায়গায় আইয়াম - আল্লাহর দিন সমূহ আল্লাহ পাক উল্লেখ করেছেন ; মোট দুইবার
রয়েছে:

قُل لِّلَّذِينَ ءَامَنُوا۟ يَغْفِرُوا۟ لِلَّذِينَ لَا يَرْجُونَ أَيَّامَ ٱللَّهِ لِيَجْزِىَ قَوْمًۢا بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ﴿١٤। ৪৫:১৫

এখন আমরা দেখবো আল্লাহর দিনসমূহের ব্যাপারে মুফাসসিরগণ কি তাফসীর করেছেন :

ইব্ন কাসীর র. রেওয়ায়েত এনেছেন:

{ وَذَكِّرْهُمْ بِأَيَّامِ ٱللَّهِ } قال " بنعم الله "

ইমাম কুরতুবী র. মত এনেছেন:
ومعنى: «يَغْفِرُوا» يعفوا

لاَ يَرْجُونَ أَيَّامَ اللَّهِ» أي لا يرجون ثوابه. وقيل: أي لا يخافون بأس الله ونقمه

ইবনে কাসীর র. বলেছেন:
:
{ لاَ يَرْجُونَ أَيَّامَ ٱللَّهِ } لا ينالون نعم الله تعالى، وقوله تبارك وتعالى { لِيَجْزِىَ قَوْماً بِمَا كَانُواْ يَكْسِبُونَ } أي إذا صفحوا عنهم في الدنيا، فإن الله عز وجل مجازيهم بأعمالهم السيئة في الآخرة، ولهذا قال تعالى { مَنْ عَمِلَ صَـٰلِحاً فَلِنَفْسِهِ وَمَنْ أَسَآءَ فَعَلَيْهَا ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ } أي تعودون إليه يوم القيامة، فتعرضون بأعمالكم عليه، فيجزيكم بأعمالكم خيرها وشرها، والله سبحانه وتعالى أعلم.

অর্থাৎ আল্লাহর দিনসমূহকে আখেরাতে আল্লাহর নিয়ামত অর্থে নিয়েছে তাঁরা ।

আখেরাতের দিনগুলো তো অবশই নিয়ামত।

কিন্তু
আমার মত হচ্ছে দুনিয়াতে যেমন আল্লাহর ঘর রয়েছে - যা সব ঘর থেকে আলাদা;
তেমনি দুনিয়াতে ও আল্লাহর দিনসমূহ রয়েছে যা সব দিন থেকে স্পেশাল ।

এই দিনসমূহ প্রতি সপ্তাহ, প্রতি মাস ও বছরের কিছু মাসে পরিব্যাপ্ত। বিশেষ করে হারাম মাসের দিনগুলো - আল্লাহর দিন।
আল্লাহর কাছে পৌঁছতে হলে আল্লাহর দিনগুলোর মাধ্যমেই পৌঁছতে হবে।

02/10/2024

প্রসঙ্গ,
আল্লাহ পাকের দুটি বিশেষ নাম যা কোরআনে সরাসরি নেই : আল সবুর এবং আল - নূর ;
কেন নেই? একজন স্বনামধন্য আলেম আমার মত জানতে চেয়েছেন?

আরো জানতে চেয়েছেন আবদু সবুর নাম আমি সাজেস্ট করি করি কিনা যেহেতু একজন আরব আলেম আবদু সবুর নাম রাখা পছন্দ করেন না ; সবুর নামটি যেহেতু কোরআনে নেই।

উত্তর:

এক.

কোরআনে স্পষ্টভাবে আল্লাহ পাকের নাম হিসেবে আল সবুর - এবং আল - নূর নাম নেই।
কিন্তু অপ্রত্যক্ষভাবে আল্লাহ পাক যে আল - সবুর এবং আল - নূর তা কোরআনে আছে ; হাদীছে তো প্রত্যক্ষভাবেই এই নাম দুটি আছে।

এখন প্রশ্ন করেছেন কোরআনে নেই কেন ? কুরআন তো পূর্ণাঙ্গ কিতাব, প্রত্যক্ষ্য ওহী হিসেবে এসেছে ?

আমার পড়াশোনা বলছে, প্রত্যক্ষভাবে না আসলেও এই নাম দুটির substitute / বদলি নাম কোরআনে আছে।

আল সবুর এর বদলি নাম হলো - ٱلسَّلَـٰمُ
এবং আল নূর এর বদলি নাম হলো - আল হামিদ

কেউ বলতে পারেন,
সবুর এর সাথে সালাম এর সম্পর্ক না হয় কিছুটা বুঝা গেলো;
কিন্তু
নূর এর সাথে হামিদ এর কি সম্পর্ক?

দেখুন আমার অধ্যয়ণ অনুযায়ী আল-হামিদ নামটি সাধারণত আমরা যেই অর্থে বুঝি কোরআনে সেই অর্থ আসেনি।
আল - হামদ একটি ব্যাপক বিষয় । এই হামদ এতো গুরুত্বপূর্ণ বিষয় যে ইবলীস এই নামটিকে খুব ভয় পায়, এই নামের কারণে সে খুব দুর্বল - ধোকাবাজ প্রমাণিত হয়; তাই আমাদের কাছ থেকে এই নামের জ্ঞানটি সে অনেকটা তুলে নেয়ার চেষ্টা করেছে।

দুই.
যেহেতু সবুর নামটি আল্লাহ পাকের একটি সবর নামক গুনের প্রকাশ করে, তাই কোরআনে স্পষ্টভাবে না আসলেও আল্লাহকে আল - সবুর বলা যাবে এবং তাই আব্দুস সবুর নাম রাখা যাবে। তবে আমি ব্যক্তিগতভাবে আব্দুস আল সালাম নাম রাখা কে একটু বেশি বিতর্কহীন মনে করি।

30/09/2024

সকালের কুরআন ভাবনা
পর্ব - ১৬
প্রসঙ্গ
কুরআনের আল্লাহ পাকের একটি তাৎপর্যপূর্ণ নাম আল - আলীম
যার প্রচলিত অর্থটি অসম্পূর্ণ।

সাধারণত অনুবাদ করা হয়- আল আলীম অর্থ জ্ঞানী।
হ্যাঁ, নিম্নোক্ত এবং আরো অন্য অনেক আয়াতে আল্লাহপাক সব কিছু জানেন অর্থে জ্ঞানী:
إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

কিন্তু
আল- আলীম শব্দটি আরো ব্যাপক অর্থ দেয়।
যেমন:
তিনি কুরআনের প্রকৃত শিক্ষক অর্থে আল আলীম - আল্লামাল কুরআন ;
তিনি আদম আ কে সকল গায়ন শিক্ষা দিয়েছেন এই অর্থে - আল আলীম;
সঠিক জ্ঞান দাতা অর্থে তিনি - আল- আলীম

আল আলীম শব্দটি - الصِّفَةُ المُشَبَّهَةُ بِاسْمِ الْفَاعِلِ - এটি একটি গুনবাচক নাম যা কর্তার আচরণ করে - যা doer অর্থে ব্যবহৃত হয়।
কিন্তু আল্লাহ পাকের সকল নাম - সিগাহ মুবালাগাহ - hyperbolic ।

কিন্তু আমি নিচের কয়েকটি আয়াত প্রস্তাব করছি যেখানে আলীম অর্থ শুধু জ্ঞানী নয় ; বরং যিনি একমাত্র ও সঠিক জ্ঞান দানকারি; যার কাছ থেকেই সঠিক জ্ঞান আসতে পারে:

এক
وَمَآ أَنزَلَ عَلَيْكُم مِّنَ ٱلْكِتَـٰبِ وَٱلْحِكْمَةِ يَعِظُكُم بِهِۦ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۭ﴿٢٣١﴾
যে কিতাব ও হিকমাত তিনি তোমাদের ওপর নাযিল করেছেন তার মাধ্যমে উপদেশ দাও; তাকওয়া অবলম্বন করো এবং ভালোভাবে জেনে রাখো, আল্লাহ সকল কিছুর ব্যাপারে সঠিক পারফেক্ট জ্ঞান দাতা ।২:২৩১

দুই

يُرِيدُ ٱللَّهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ وَيَتُوبَ عَلَيْكُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ﴿٢٦
(২৬) আল্লাহ‌ তোমাদের সামনে বিষয়গুলো সুস্পষ্ট ব্যাখ্যা করতে চান এবং এস্টাব্লিশড/ স্থায়ী পদ্ধতিগুলোর দিকে হেদায়েত করতে চান । তিনি তাওবা কবুল করতে চান । আর তিনি সঠিক জ্ঞান দাতা ও যিনি সকল কিছু পারফেক্টলি করেন ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন ।৪:২৬

তিন

يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ أَن تَضِلُّوا۟ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۢ﴿١٧٦
আল্লাহ‌ তোমাদের জন্য সুস্পষ্ট বিধান বর্ণনা করেন, যাতে তোমরা বিভ্রান্ত না হও এবং আল্লাহ‌ সবকিছু সম্পর্কে চূড়ান্ত জ্ঞান প্রদানকারী । ৪:১৭৬

চার

وَيُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْـَٔايَـٰتِ ۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ﴿١٨
আল্লাহ তোমাদের পরিষ্কারভাবে বিধান বর্ণনা করেন এবং তিনি ই জ্ঞানদাতা ও হুকুম দাতা।২৪:১৮

পাঁচ
كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَـٰتِهِۦ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ﴿٥٩
এইভাবে তিনি তাঁর আয়াতগুলো ব্যাখ্যা করেন এবং তিনি পারফেক্ট জ্ঞান দাতা ওবিধান প্রণয়নকারি ২৪:৫৮


ছয়

নিচের আয়াতে জ্ঞান শিখানো অর্থ আল আলীম নামটি ব্যবহৃত হয়েছে এবং হুকম/হিকমাহ শিখানো অর্থে হাকীম নামটি ব্যবহৃত হয়েছে:
قَالُوا۟ سُبْحَـٰنَكَ لَا عِلْمَ لَنَآ إِلَّا مَا عَلَّمْتَنَآ إِنَّكَ أَنتَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ ২:৩২
এই আয়াতে আল্লাহকে আলিম বা মুআল্লিম না বলে আল্লাহকে আলীম - عَلِيمُ বলা হয়েছে। তেমনি আল্লাহ পাককে মুহকীম না বলে হাকীম - حَكِيمُ বলা হয়েছে।

সাত:
إِنَّ ٱلْفَضْلَ بِيَدِ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ

হে নবী! তাদের বলে দাও, “অনুগ্রহ (আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের জ্ঞান ) আল্লাহ‌র ইখতিয়ারভুক্ত, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। তিনি জ্ঞান দানের ব্যাপারে খুব প্রশস্ত। ৩:৭৩

কুরআনে আহকামা থেকে মুহকিম না এসে এসেছে হাকীম , তেমনি আল্লামা , আলামা থেকে মুয়াল্লিম , মুলিম না এসে এসেছে আলীম।

কুরআন আল্লাহ পাকের নাম গুলোর আরবি গ্রামার সাধারণ নিয়ম অনুসরণ করেনি বরং الصِّفَةُ المُشَبَّهَةُ بِاسْمِ الْفَاعِلِ - মুবালাগা অর্থে ব্যবহার করেছেন বেশি।

উপসংহার;
আল্লাহ পাক কে আমরা যখন ডাকি, তখন সঠিক বুঝ সহ ডাকলে এফেক্টিভনেস/ কার্যকারিতা বেশি হয়। আল্লাহ পাকের নামগুলো জ্ঞানের এক একটি বড়ো চাবি। এই চাবি সঠিকভাবে বুঝে, অন্ধকারকে বিদূরিত করে আলোর রাজ্যে পাড়ি দিতে হয়।

 #বগুড়ায় হেফাজতে ইসলামের বিক্ষেভ সমাবেশ
27/09/2024

#বগুড়ায় হেফাজতে ইসলামের বিক্ষেভ সমাবেশ

 #বগুড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু
27/09/2024

#বগুড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

আলহামদুলিল্লাহ ব্যারিস্টার রাজ্জাক সাহেবের স্বাস্থ্যের উন্নতি হচ্ছ। তাঁকে হাসপাতাল থেকে রিলিজ করে বাসায় যেতে বলা হয়েছে। ...
27/09/2024

আলহামদুলিল্লাহ ব্যারিস্টার রাজ্জাক সাহেবের স্বাস্থ্যের উন্নতি হচ্ছ।

তাঁকে হাসপাতাল থেকে রিলিজ করে বাসায় যেতে বলা হয়েছে।

সবার কাছে দুআর দরখাস্ত।

 #বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি তুহেমকে সংবর্ধনা প্রদান
25/09/2024

#বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি তুহেমকে সংবর্ধনা প্রদান

 #বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্সের সনদপত্র বিতরণ
25/09/2024

#বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্সের সনদপত্র বিতরণ

 #তালতলীতে জেলা পরিষদের অধীনস্থ পুকুর অবমুক্তের দাবীতে মানববন্ধন
25/09/2024

#তালতলীতে জেলা পরিষদের অধীনস্থ পুকুর অবমুক্তের দাবীতে মানববন্ধন

 #অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ
25/09/2024

#অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ

 #সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে জনগোষ্ঠীর ঝুঁকি নিরুপণ বিষয়ক অ্যাডভোকেসি মিটিং
25/09/2024

#সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে জনগোষ্ঠীর ঝুঁকি নিরুপণ বিষয়ক অ্যাডভোকেসি মিটিং

 #ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে বজ্রপাতে ৩ কিশোরের মৃত্যু মৃত্যু
25/09/2024

#ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে বজ্রপাতে ৩ কিশোরের মৃত্যু মৃত্যু

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when MS TV UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MS TV UK:

Videos

Share

  • 457Games

    457Games

    92 the larches, Palmers Green