Monir Eu Network

Monir Eu Network Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Monir Eu Network, Media/News Company, London.
(4)

"ইউরোপের 29 টি দেশের তাজা খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন । ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা , কৃষি ভিসা , ভিজিট ভিসা এবং জব সার্চিং, জব এপ্লাই এবং ইউরোপের দৈনন্দিন জীবন নিয়ে তাজা খবর পেতে চ্যানেলটি ফলো দিয়ে রাখুন ।

25/08/2024
22/08/2024

📌আলহামদুলিল্লাহ এমন বাংলাদেশ চাইছিলাম♥️

পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধারকার্যে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি, অপারেটর বলছে নেট ফ্রি, বিকাশের সকল কর্মচারী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে।

শুকনো জায়গার মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি- সাধারন মানুষ বলছে খাবার ভাগ করে খাবো।

জেগে উঠেছে নতুন বাংলাদেশ - সারা দেশের মানুষের মাঝে আজ তৈরী হয়েছে এক অভূতপূর্ব ঐক্য।

22/08/2024

মসজিদের মাইকে ঘোষনা করা হচ্ছে !
সবাই সবাইকে মাফ করে দিবেন.!💔
-ফেনী
🙁

যেখানে মানুষ নিজের জীবন নিয়ে পালাতে ব্যস্ত সেখানে এই মানুষটি কিছু বোবা প্রাণীকে বাঁচাতে ব্যস্ত। এটি সত্যিই ভয়ংকর সুন্দর।...
22/08/2024

যেখানে মানুষ নিজের জীবন নিয়ে পালাতে ব্যস্ত সেখানে এই মানুষটি কিছু বোবা প্রাণীকে বাঁচাতে ব্যস্ত। এটি সত্যিই ভয়ংকর সুন্দর। ❤️🫡

ধরেন এভাবে যদি চিন্তা করা যায়!আমরা প্রধান উপদেষ্টার কাছে দরখাস্ত করলাম: মাননীয় কর্তৃপক্ষ, বাঁ'ধের বিপরীতে বাঁ'ধ দিতে কত...
21/08/2024

ধরেন এভাবে যদি চিন্তা করা যায়!

আমরা প্রধান উপদেষ্টার কাছে দরখাস্ত করলাম: মাননীয় কর্তৃপক্ষ,
বাঁ'ধের বিপরীতে বাঁ'ধ দিতে কতো টাকা ব্যয় হবে, সেটা রাস্ট্রীয় কোষাগার থেকে দেয়া সম্ভব কি-না। আর যদি সম্ভব না হয় তাহলে হিসেব করে একটা একাউন্ট নাম্বার দিয়ে দেশের মানুষকে জানান, আমি নিশ্চিত দেশের মানুষ যে যার মতো করে অবশ্যই এগিয়ে আসবে।

আর সবচেয়ে বড় কথা হলো, এদেশের অনেক মানুষ বাধের বিনা পারিশ্রমিকে কাজ করতেও রাজি।আমরা প্রবাসী আছি দেশের স্বার্থে যে কোন কাজে সবার আগে আমরা কথা দিলাম —

এখন বুঝলাম TahseeNation  শহীদ আফ্রিদীরে ছেড়ে কেন ফাহিম কে দরছে 🐸
21/08/2024

এখন বুঝলাম TahseeNation শহীদ আফ্রিদীরে ছেড়ে কেন ফাহিম কে দরছে 🐸

মানলাম ত্রিপুরায় বন্যা পরিস্থিতি খারাপ, পানি না ছাড়লে মানুষের অনেক ক্ষতি হবে তাই বাঁধ খুলে দেয়া হয়েছে। আমরা চাইনা আপনাদে...
21/08/2024

মানলাম ত্রিপুরায় বন্যা পরিস্থিতি খারাপ, পানি না ছাড়লে মানুষের অনেক ক্ষতি হবে তাই বাঁধ খুলে দেয়া হয়েছে। আমরা চাইনা আপনাদের মানুষ মরুক।
তবে একটা প্রশ্ন হচ্ছে এইভাবে না জানিয়ে হঠাৎ রাত ২ টার সময় বাঁধ খুলে দেয়ার কারণ কি? স্বাভাবিক বন্যার চেয়ে আকস্মিক বন্যা অনেক ক্ষতিকর। স্বাভাবিক বন্যায় পানি ধীরে ধীরে বাড়তে দেখে আপনি সতর্ক হতে পারবেন। কিন্তু ভারতের সবগুলো গেট হঠাৎ একসাথে খুলে দিলে যে পানি আসে, তা থামানো অসম্ভব এবং এই সময়ের ভিতরে সতর্ক হওয়াও পসিবল না।

এজন্যই ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী বাঁধের গাইডলাইন হচ্ছে, "The reservoir must be released slowly and in a controlled manner with prior notification to the downstream country". মানে, "জলাধারটি ধীরে ধীরে এবং নিয়ন্ত্রিত পদ্ধতিতে ভাটির দেশকে আগে জানিয়ে ছেড়ে দিতে হবে।

কিন্তু বন্ধুরাষ্ট্র তা মানেন না। কোনো সতর্কবার্তাও দেওয়া হয় না যে বাঁধের ওপারে পানি কিন্তু বাড়ছে, গেট খোলা হতে পারে। বাঁধ খুলে দেওয়ার সময়ও উনারা ভাবেন না ওপারে কারা "হিন্দু" আর কারা "মুসলমান। সুতরাং উদ্দেশ্য পরিস্কার। উনারা কিসের লোভে বাংলাদেশের পেছনে লাগেন তা বুঝতে রকেট সাইন্স জানা লাগেনা। Loud and Clear!!

ঢাকার কমফোর্ট হাসপাতালের নাক কান গলার অধ্যাপক ডাক্তার জহির আল-আমিনকে রাত ৩টায় আটক করেছে কলাবাগান থানা পুলিশ।  আমাদের বন্...
21/08/2024

ঢাকার কমফোর্ট হাসপাতালের নাক কান গলার অধ্যাপক ডাক্তার জহির আল-আমিনকে রাত ৩টায় আটক করেছে কলাবাগান থানা পুলিশ। আমাদের বন্ধু মিনিস্টার গ্রুপের নির্বাহী পরিচালক, সাবেক পরিচালক এসিআই লজিস্টিকস (স্বপ্ন) চুয়াডাঙ্গার কৃতি সন্তান শামসুদ্দোহা শিমুলের নাকের পলিপাস অপসারণ করতে গিয়ে চেতনা নাশক ব্যবহার করেছিলেন এই চিকিৎসক। তারপর আর জ্ঞান ফেরেনি। আজ রাত ১:৩০ মিনিটে শিমুলকে মৃত ঘোষণা করা হয়। শামসুদ্দোহা শিমুলের সহকর্মী ও আমাদের বন্ধুদের সহায়তায় সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। সেনা সদস্যরা ডাক্তার জহির আল আমিন কে আটক করে পুলিশে সোপর্দ করে। এটা ইচ্ছাকৃত খু*ন: বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বন্ধুকে আর ফিরে পাব না জানি, কিন্তু এত বড় অন্যায় মেনে নেওয়া যায় না। ২০২২ সালে ভুল অপারেশন করার দায়ে ডাক্তার জহিরের রেজিস্ট্রেশন ওই বছরের ১৬ই নভেম্বর বাতিল করা হয়েছিল। সেই অধ্যাপক ডাক্তার জহির আল-আমিন নামের প*শুর হাতে আমাদের নিরীহ শিমুল কিভাবে পড়ল সেটাই এক রহস্য! কথিত বিশেষজ্ঞ ডাক্তারের অপচিকিৎসার বলি কর্পোরেট ব্যক্তিত্ব Shamsuddoha Shemul শিমুলের ম*র'দেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে নেয়ার প্রস্তুতি চলছে। সবাই ওর জন্য দোয়া করবেন।

"আমার বাংলাদেশ"বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক ক্যাপ্টেন আশিক।ছবিঃ অন্তর্জাল
21/08/2024

"আমার বাংলাদেশ"
বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক ক্যাপ্টেন আশিক।
ছবিঃ অন্তর্জাল

ডক্টর মুহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে 'সুদখোর' ঢাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে- মুহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বে...
21/08/2024

ডক্টর মুহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে 'সুদখোর' ঢাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে- মুহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশীরভাগও জানেন না, মুহাম্মদ ইউনূসের সুদের ব্যবসা নাই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীন ব্যাংকে তাঁর এক টাকার মালিকানাও নাই, শেয়ারও নাই। কখনোই ছিল না।

সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মুহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তাঁর মাইক্রো-ফাইনান্স। যেটা তাঁকে এবং তাঁর গ্রামীন ব্যাংকে নোবেল শান্তি পুরষ্কার এনে দিয়েছিল।

জিনিসটা আপনার-আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি। ড. মুহাম্মদ ইউনূসের মাইক্রো-ফাইনান্সের ধারণার মূল ভিত্তিই হচ্ছে এটা।
এই ব্যবসার কেউ মালিক হতে পারবে না। সম্পূর্ণ নন-প্রফিট তথা অলাভজনক।
এটাকে বলে সামাজিক ব্যবসা। নির্দিষ্ট কোনো মালিক নাই। জনগণই এর মালিক।
বাইর থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ড মুহাম্মদ ইউনূস। নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার এক পয়সার মালিকানাও রাখেননি। বরং এর ২৫% মালিকানা সরকারের, বাকি মালিকানা গরীব মানুষের। নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ড মুহাম্মদ ইউনূস মাত্র ৩০০ ডলার বেতনে চাকরী করতেন।
তিনি যে নিজের কোনো শেয়ার রাখেননি তা না, কোম্পানীকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যাতে কেউ এর একক মালিক হতে না পারে। কোম্পানী অধ্যাদেশ ২৮ ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন।

শুধু যে গ্রামীন ব্যাংকে তিনি মালিকানা রাখেননি তা কিন্তু না। জর্জ সরোস, টেলিনরদের এনে তিনি গ্রামীন টেলিকম প্রতিষ্ঠা করেন। তাঁর কথায় টেলিনর বাংলাদেশে আসে। তাঁর কথায় তাঁর বিলিয়নিয়ার বন্ধুরা গরীবদের উন্নতির জন্য ফান্ড দেয়। তিনি গ্রামীন টেলিকম প্রতিষ্ঠা করেন। সেটাও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবেই। অনেকেই জানেন না গ্রামীন টেলিকমকে নন ফর প্রফিট কোম্পানী হিসেবে প্রতিষ্ঠা করেন ড মুহাম্মদ ইউনূস। সেখানেও তিনি নিজের জন্য ১% মালিকানাও রাখেননি। তিনি চাইলে ইজিলি ১০-১৫ পার্সেন্ট মালিকানা নিজের জন্য রেখে দিতে পারতেন। অথচ লাভের এক টাকাও যাতে নিজের কাছে না আসে, সেটা নিশ্চিত করেন তিনি।

তাঁর প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনো সুদের হার বাংলাদেশে সর্বনিম্ন। অথচ স্বাভাবিকভাবে আপনার মনে হবে গ্রামীন ব্যাংকের মত সুদ বোধহয় কেউ নেয় না। আর নিশ্চয় এই টাকায় প্রফিট করেন ড ইউনূস!

আসলে আমাদের দেশের মানুষ এসব কল্পনাও করতে পারেন না, একজন মানুষ ব্যবসা করবে অথচ সেখান থেকে নিজে কোনো লাভ করবে না। এমন কথা আমরা ভাবতেই পারিনা। আমরা ভাবতে পারি কেবল টাকা কামানোর কথা।
যেমনভাবে ড মুহাম্মদ ইউনূস বলেন- টাকা কামানোতে আছে সুখশান্তি, অন্যের উপকারে আছে প্রশান্তি। ওনার ভাষায় 'নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস।'

মুহাম্মদ ইউনূস মনে করেন, সবাই এককভাবে সম্পত্তির মালিক হতে থাকলে গরীব আরো গরীব হয়ে যাবে, ধনী আরো ধনী হবে। ফলে বিশ্বব্যবস্থা অচল হয়ে পড়বে। এই বিশ্বাস থেকেই ওনি সব ননপ্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান তৈরী করে গেছেন, নিজের কোনো মালিকানা রাখেননি।
এরকমটা কি আপনি ভাবতে পারেন? আপনি বাংলাদেশের যেকোনো কোম্পানী দেখেন, তাদের সব নিজেদের মালিকানা।
কোম্পানীর কথা বাদ দেন, এনজিও ব্র‍্যাক দেখেন! মালিকানা ফজলে হাসান আবেদের পরিবারের। বড় বড় পদে পরিবারের সদস্যরা আছে।
কিন্তু মুহাম্মদ ইউনূস সেটা করেননি। তাঁর প্রতিষ্ঠিত কোম্পানীতে নিজের বা পরিবারের কাউকে রাখেননি।

অথচ ড মুহাম্মদ ইউনূস চাইলে এসব ব্যবসায় নিজের মালিকানা রেখে ইজিলি বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন। খুব ইজিলি।
তাঁর প্রায় সব বন্ধুবান্ধব বিলিয়নিয়ার, মাল্টি বিলিয়নিয়ার। তিনি সেদিকে যাননি।

অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে ড মুহাম্মদ ইউনূসের আয়ের উৎস কী?
আমি নিশ্চিত, এটাও অনেকে জানেন না।
ড মুহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অব দ্যা হায়েস্ট পেইড স্পীকার। স্পীচ দেয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় ৭৫ হাজার থেকে ১ লাখ ডলার মত। কখনো আরো বেশী।
বিশ্বের নামীদামী প্রতিষ্ঠান গুলো ওনাকে নিয়ে যান ওনার বক্তব্য শুনতে।
ওনাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্যও ডাকা হয়।
২০২৪ সালের ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির ৩ জনের একজন হচ্ছে মুহাম্মদ ইউনূস। সেখানে আরেকজন প্রেসিডেন্ট ম্যাঁখ্রো।
২০২৬ ইতালী অলিম্পিকের জন্য ইতালীয়ানরা ওনাকে পাওয়ার জন্য তদবির করছে। যাতে ওনি পরামর্শ দেন।

এদিকে আমরা মনে করি গ্রামীন ব্যাংক আর গ্রামীন টেলিকমের মত ওনার প্রতিষ্ঠিত কোম্পানী থেকে টাকা পান তিনি। যেন গ্রামীন ব্যাংকের সুদগুলো সরকার খায় না, ডক্টর মুহাম্মদ ইউনূস খায়। এরা কখনো প্রকাশ্যে স্বীকারই করে না যে, এগুলোতে তার ০.০১% শেয়ারও নাই।

ওনি একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন বাংলাদেশে, কিন্তু অনুমতি পাননি। একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হতো। ওনি বললে পৃথিবীর সেরা সেরা প্রফেসররা সেখানে এসে ক্লাস নিয়ে যেতো। ওনি ডাকলে এমনকি বিল গেটস কিংবা আমেরিকান প্রেসিডেন্টও তাঁর ইউনিভার্সিটিতে স্পীচ দিতে চলে আসতো।
কিন্তু সেটা হতে দেয়া হয়নি। তাঁকে ইউনিভার্সিটি করতে দেয়া হয়নি।

ড মুহাম্মদ ইউনূসকে যত জানবেন, আপনার মনে হবে- দেশ এবং জাতি হিসেবে আমরা ড মুহাম্মদ ইউনূসকে ডিজার্ভই করিনা।

একটা প্রশ্ন করি, আপনি কি জানতেন মুহাম্মদ ইউনূস গ্রামীনব্যাংক কিংবা গ্রামীন টেলিকমের মত ওনার প্রতিষ্ঠিত কোম্পানীতে নিজের জন্য কোনো শেয়ার রাখেননি?

একটা দল ইচ্ছেমত দেশের সম্পদ লুট করলো, দিন দুপুরে মানুষ খুন করলো ক্ষমতা ধরে রাখার জন্য, সেই দলের জন্য যাদের মনে বিন্দু মা...
20/08/2024

একটা দল ইচ্ছেমত দেশের সম্পদ লুট করলো, দিন দুপুরে মানুষ খুন করলো ক্ষমতা ধরে রাখার জন্য, সেই দলের জন্য যাদের মনে বিন্দু মাত্র আবেগ কাজ করে তারা আসলে দেশকে কখনই ভালোবাসেনি, তারা তাদের দলের প্রেমে হাবুডুবু খাচ্ছিল দেশপ্রেমের তকমা লাগিয়ে।

এসব দলের লোকদের দেখা মাত্রই থুঃ থুঃ ছিটাবেন,
আপনারা সংখ্যায় অনেক হলে উচু গলায় জিজ্ঞেস করবেন ভাই দেশের টাকাটা কখন দিবি ? বেশি পাকনামি করলে একটা গনধোলাই দিবেন ।

আসুন এবার নতুন করে বাঁচাতে শিখি।

মানুষ যখন দিনের পর দিন কষ্ট পেয়েছিল, তখন মানুষের কথা চিন্তা করে নাই। মানুষ বাঁচলে দেশ বাঁচবে।
19/08/2024

মানুষ যখন দিনের পর দিন কষ্ট পেয়েছিল, তখন মানুষের কথা চিন্তা করে নাই। মানুষ বাঁচলে দেশ বাঁচবে।

19/08/2024

পাকিস্তানের মানুষ বাংলাদেশের পতাকা কিনতেসে। তাও আবার সোর্স অফ ইন্সপিরেশন হিসাবে। অবিশ্বাস্য!

18/08/2024

প্রশ্ন যখন হাজবেন্ডকে সাপোর্ট করার,
সাকিবের বউ উম্মে আল হাসান শিশির ভাবির কাছে,
অপু-বিশ্বাস, বুবলি, লায়লা ডালভাত 😊

ইতিহাস লুকিয়ে ফেলা হয়েছিল ১৯৭৪দুর্ভিক্ষ 😢এত বড় সত্য ঘটনা গোপনে রাখা হয়েছিল জানতাম না 💔আর সেই সময় উনি ছেলের বিয়ে দিয়ে...
17/08/2024

ইতিহাস লুকিয়ে ফেলা হয়েছিল ১৯৭৪দুর্ভিক্ষ 😢
এত বড় সত্য ঘটনা গোপনে রাখা হয়েছিল জানতাম না 💔আর সেই সময় উনি ছেলের বিয়ে দিয়েছিলেন ধুমধাম করে,সোনার মুকুট পরিয়ে,,,, ভাবা জায়
যত জানতেছি টাস্কি খাচ্ছি😬😱

“১৯৭৪ সালের দুর্ভিক্ষে সারা রাত চালের জন্য লাইনে দাঁড়িয়ে ছিল লোকজন।
সকালে যখন চাল দেওয়া শুরু হলো খুব আশায় ছিল সবাই যে অনেকদিন পর ভাত খাবে।
সর্বশেষ যে চাল পেয়েছে তার একদম পেছনের জন যখন শুনছে চাল শেষ আপনারা চলে যান সাথে সাথে সে মাটিতে পড়ে যায় এবং মৃত্যু বরণ করে।”

ঠিক সেই ৭৪ এর দুর্ভিক্ষের মধ্যে মুজিবপুত্রের বিয়ে হয়েছিলো মহা ধুমধামের মধ্য দিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে।🙂

26/04/2023

কাম টু ইটালি কাম টু ইটালি ভাইরাল এই ভিডিও ইতালীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন একটি অফিসিয়াল এভিডেন্স। বাংলাদেশ থেকে ইউরোপে অবৈধ অনুপ্রবেশ করতে গিয়ে হাজার হাজার বাংলাদেশি তাদের পাসপোর্ট এভাবেই ছিড়ে সাগরে ফেলে দেয় কিংবা লিবীয় উপকূলে আগেই ফেলে দিয়ে গেইমে নামে সাগরে। জাতীয় পরিচয়ের পাসপোর্ট উপহাস করতে করতে ছিড়ে টুকরো টুকরো করে ভূমধ্যসাগরে ভাসিয়ে দেয়ার এই ভিডিও নতুন করে চোখকান খুলে দিয়েছে ইতালীয় প্রশাসনের। ফ্রি স্টাইলে বয়স কমিয়ে নিজেকে অপ্রাপ্তবয়স্ক দাবি করে ফেইক কিন্ডার বাম্বিনো কেইস মেরে প্রশাসনের চোখে ধুলো দেয়ার সুযোগ আর থাকছে না। ইতালীয় প্রশাসনের বিবেচনায় বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত কিংবা দুর্ভিক্ষপীড়িত কোন রাষ্ট্র নয়। আন্তর্জাতিক মানবপাচারকারী সিন্ডিকেটের রমরমা ব্যবসা বন্ধ করতে চায় এদেশের সরকার। অর্থনৈতিক উদ্বাস্তু তথা ইকোনমিক রিফিউজি হিসেবে বাংলাদেশিদেরকে ইতোমধ্যে চিহ্নিত করে ফেলেছে ইতালির প্রশাসন। ভাবমূর্তি তলানিতে, বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ মিশন।

Address

London
RM96UX

Telephone

+447736031169

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monir Eu Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monir Eu Network:

Videos

Share

  • 457Games

    457Games

    92 the larches, Palmers Green

Other Media/News Companies in London

Show All