Storiesinlittlemoments

Storiesinlittlemoments Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Storiesinlittlemoments, Digital creator, London.

30/01/2025

কলকাতা শুধুই তো এক শহর নয় আমার কাছে, এ এক অনুভূতি, এক গল্প, এক রহস্যময় আলেখ্য। সাত সমুদ্দুর পাড়ে আমি আজ, তবু এই শহর আমাকে ছেড়ে যায়নি, এক অদৃশ্য বন্ধনে বেঁধে রেখেছে। যখন এই video তে সব‍্যসাচী মুখোপাধ্যায়ের ২৫ বছরের কাজের সফর দেখলাম, প্রতি ফ্রেমে মনে হলো—এই তো আমার কলকাতা! মন উথালপাতাল করা একটা গান, কলকাতার গলি, প্রান্তর, চেনা কফি হাউস, অচেনা প্রাচীন বাড়ি, আর সাথে সব‍্যসাচীর কাজ যা বার বার মনে করিয়ে দেয় আমার শহরের rich heritage এর কথা - the view of Calcutta - মনে হল the view of my city that cannot get better than this.

সব্যসাচী কখনো তার পোশাকের নাম দেন আকাশতারা, কখনো বা বেগম বাহার - তার brand logo বেঙ্গল টাইগার - জনপ্রিয় ব‍্যাগ এর নাম “The Calcutta Sling” বা “The Tolly” - জুয়েলারি collection এর নাম বাগবাজার নেকলেস বা কাশীপুর নেকলেস - আমার শহর যেন তার প্রতিটি সৃষ্টির মধ্যে জীবন্ত হয়ে ওঠে।

ঠিক যেমন Kahani সিনেমায় কলকাতাকে দেখা গিয়েছিল এক জীবন্ত চরিত্রের মতো। ভিড়ে ঠাসা গলি, ট্রামের টুংটাং, মায়ের মন্দিরের সন্ধ্যা আরতির আলো—শুধু এক সিনেমার পটভূমি নয়, এক আস্ত কাব্যের মতো প্রাণ পেয়েছিল কলকাতা।

আমার কলকাতার এরকম অসাধারণ representation আর দেখেছি Parama র কাজে। তারও প্রতিটি কাজে মিশে থাকে এই শহরের আত্মা।

আমি কৃতজ্ঞ Sabyasachi কাছে। তিনি তো শুধু একজন ডিজাইনার নন, তিনি কলকাতার প্রতিনিধি। তার প্রতিটি নকশা যেন এই শহরের ইতিহাসের একেকটি অধ্যায়। তিনি প্রমাণ করেছেন যে ফ্যাশন কেবল রং-সুতোয় সীমাবদ্ধ নয়, এটি সংস্কৃতির ভাষা, এটি স্মৃতির সংরক্ষণ।

Please এই ভিডিওটি পুরোটা দেখুন। শুধু সব‍্যসাচীর কাজ নয়, দেখুন আমার শহর কলকাতাকেও- সুতানুটির ছোটাছুটি দেখুন, টালা থেকে টলি দেখুন - যে শহর শুধু মানচিত্রের একটি বিন্দু নয়, বরং সময়ের দলিল, এক চিরন্তন কবিতা। আর যদি এই video টা দেখতে দেখতে আপনারও চোখের কোল ভিজে ওঠে, জানবেন আমার মত আপনারও রক্তে মিশে আছে আমাদের কলকাতা।

#কলকাতা #সব্যসাচী #পরমা #বাংলারগর্ব #কাহানি

বাসন্তী পোলাও মানেই এক টুকরো ইমোশন, যা মায়ের রান্নার স্মৃতির সাথে জড়িয়ে। ঘিয়ের সৌরভ, কাজুর মচমচে ভাব, কিশমিশের রসালো ...
27/01/2025

বাসন্তী পোলাও মানেই এক টুকরো ইমোশন, যা মায়ের রান্নার স্মৃতির সাথে জড়িয়ে। ঘিয়ের সৌরভ, কাজুর মচমচে ভাব, কিশমিশের রসালো মিষ্টত্ব – আর সবকিছুর সাথে গোবিন্দভোগ চালের সুগন্ধ। যদি এমন কোনো খাবার থাকে যা বাড়ির উষ্ণতা আর মায়ের হাতের রান্নার স্মৃতি একসাথে বেঁধে রাখতে পারে, তবে সেটা মায়ের বাসন্তী পোলাও। সহজ অথচ অতুলনীয় – এই পোলাও কোনো সাধারণ দিনকে জাদুর মতো বিশেষ করে তুলতে পারত।

22/01/2025

এই এপিসোডে, আমরা হাজির হয়েছি হাইড পার্কের উইন্টার ওয়ান্ডারল্যান্ডে অবস্থিত বাভারিয়ান ভিলেজে। বিস্তীর্ণ এলাকাজুড়ে গড়ে ওঠা এই গ্রাম যেন বাভারিয়ার ঐতিহ্যকে জীবন্ত করে তুলেছে – কাঠের ছোট ছোট চ্যালেট, উষ্ণ বিয়ার হল, আর ঝলমলে আলোয় সাজানো এক পরিপূর্ণ জগত। গ্রামে ঢুকতেই টাটকা সসেজ আর মুলড ওয়াইনের মিষ্টি গন্ধ আপনাকে আহ্বান করবে। কিন্তু বাভারিয়ান ভিলেজ শুধুই খাবারের জন্য নয় — এটি এক অনন্য অভিজ্ঞতা যেখানে সংগীত, সংস্কৃতি আর উৎসবের মিলনে তৈরি হয়েছে এক আনন্দময় পরিবেশ।

#লন্ডনেরশীত #উইন্টারওয়ান্ডারল্যান্ড #বাভারিয়ানভিলেজ

প্রবাসে ঘরকন্না

Saikat Basu

13/01/2025

রূপকথার দুনিয়ায় আজ পা রাখলাম আমরা, এসেছি Hyde Park এর Winter Wonderland এ। চারদিকে রাইড, ফুড স্টল, আর মিউজিকের মধুর শব্দ। জায়ান্ট হুইল থেকে শুরু করে থ্রিলার রাইড, সবকিছুতেই একরাশ উত্তেজনা। একদিনের জন্য হলেও ফিরে গেলাম ছোটবেলার মেলার দিনগুলিতে। আসুন একসঙ্গে ঘুরে দেখি Hyde Park Winter Wonderland-এর স্বপ্নময় রাজ্যে।

#লন্ডনেলাল্টুবাবু #লন্ডনেরমেলা #লন্ডনেরশীত

11/01/2025

পুরানো সেই দিনের কথা:
যেখানে অজানা ইতিহাসের পাতা খুলে বলব বিখ্যাত মানুষ আর চেনা জায়গার অচেনা গল্প। এই যেমন “Louis Vuitton” - এই নাম শুনলে লন্ডনের সাথে কোন যোগসূত্র মনে আসে? হয়তো না! এই নাম শুনলেই স্বাভাবিকভাবেই মনে আসে France বা Paris এর কথা, কেননা সারা বিশ্বে Louis Vuitton is famous as a luxury French brand. তবে এই লন্ডন শহর আর ক্ল‍্যারিজে’স হোটেলের সাথে Louis Vuitton এর রয়েছে এক অদ্ভুত সম্পর্ক। যখন Louis Vuitton নিজের ব্র্যান্ডকে নিয়ে স্বপ্ন দেখছিলেন, তখন লন্ডনের এক প্রদর্শনীতেই তাঁর কাজ প্রথম নজর কাড়ে ব্রিটিশ অভিজাতদের। বলা হয়, সেখান থেকেই তাঁর ডিজাইন ইউরোপে জনপ্রিয় হতে শুরু করে।

এই লন্ডন শহরই তাঁর অনুপ্রেরণার অংশ হয়ে উঠেছিল। জানা যায়, ভিক্টোরিয়া যুগের ধ্রুপদী ফ্যাশন আর ট্র্যাভেল ট্রাঙ্ক ডিজাইনের অনেক কিছুই তিনি এখান থেকে শিখেছিলেন। সেই দিনগুলো যেন আজও ফ্যাশনের ইতিহাসের মুকুটে লুকিয়ে থাকা এক মুক্তো।

এমনই আরও অনেক অজানা গল্প নিয়ে হাজির হব নিয়মিত। আপনাদের ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না!

📍 লন্ডনে লাল্টুবাবু

09/01/2025

লন্ডনের বড়দিন মানেই শুধু আলো নয় ; আর্ট, কালচার আর উৎসবের এক অত্যাচার্য্য মেলবন্ধন ! Oxford Street, St James Street, আর Mayfair এর ঝলমলে আলোর মায়াজালে মোড়া গল্প এই পর্বে। চলুন, শহরের কোলাহল আর উৎসবের নান্দনিকতাকে একসঙ্গে উপভোগ করি।



*** Disclaimer : No copyright infringement is intended.***

04/01/2025

বড়দিনের ছুটি শেষ, আবার নতুন বছরের ব্যস্ততা শুরু। এখনও পৌষের মেলা/ পিঠেপার্বণ বাকি থাকলেও, এইবছরের মত শীতকালের হয়ত সবচেয়ে আনন্দময় সময়টা পেরিয়ে এসেছি আমরা। তাই এই ভ্লগের মাধ্যমে উৎসবের উষ্ণতাকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করছি। কথামতো বড়দিনের জাদু নিয়ে হাজির হয়ে গেছি। আসুন, আমরা একসাথে সেই অম্লান, উজ্জ্বল স্মৃতির সাগরে ডুব দি।

প্লিস দেখে জানান কেমন লাগলো? আপনাদের প্রতিটা comment, feedback, criticism আমাকে help করবে পরের কাজ টা আর একটু ভালো করার জন‍্য।



আমার Youtube Channel টা তে একটু ঢুঁ মারতে পারেন।
https://youtu.be/wxBEyBD10n8?si=3gj4wXn11H__nonI

31/12/2024

29/12/2024

নমস্কার, আরো একবার আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। যারা এতদিন আমার এই ক্ষুদ্র পেজটিকে follow করছেন, তাঁরা তো আমার ব্যাপারে খানিকটা জেনেই গেছেন। মনেপ্রানে বাঙালী, কর্মসূত্রে লন্ডনে থাকি। বিভিন্ন cinema বা সিরিজে লন্ডন বলতেই typical যেই tourist spot গুলো আমরা দেখে অভ্যস্ত; এখানে বেশ কয়েক বছর বসবাস করার জন্য, স্বাভাবিকভাবেই, এই শহরটাকে আমি আর একজন পর্যটকের দৃষ্টিকোণ থেকে দেখি না। তাই, এই পেজে চোখ রাখলে আমার সঙ্গে আপনারাও চেনা-অচেনা কিছু জায়গা, বা মুহুর্তের সাক্ষী হয়ে থাকবেন। গল্পে, আড্ডায় আপনাদের সঙ্গে আমার জীবনের কিছু ভালোলাগার মুহুর্ত, ভ্রমণের অভিজ্ঞতা, আর মনের কথা ভাগ করে নিতে এলাম।

**g

27/12/2024

যখন আমার জানালার কাছে মেঘ……

… 𝗠𝗼𝘃𝗶𝗲𝘀 𝗪𝗲 𝗟𝗼𝘃𝗲 … 1/9 - KahaaniIt was one of those mornings when Kolkata seemed alive with secrets. The yellow taxis da...
07/12/2024

… 𝗠𝗼𝘃𝗶𝗲𝘀 𝗪𝗲 𝗟𝗼𝘃𝗲 …

1/9 - Kahaani

It was one of those mornings when Kolkata seemed alive with secrets. The yellow taxis darted through Park Street, the faint clang of a tram bell echoing from the distance. Vidya’s blue floral dress brushed against the wind as she moved purposefully, her face a mask of determination. Her backpack, carefully yet carelessly hanging from her shoulders, held files, notes and clues to a puzzle that had gripped her life for months. Arnab Bagchi’s shadow loomed large in her mind, and with every step, she felt closer to answers, though the city seemed intent on testing her resolve. She paused in front of an old building, its wrought-iron gates weathered yet imposing, almost as if they were guarding not just an entrance but layers of hidden truths. It was the kind of door she imagined Arnab himself might have walked through, once upon a time - a passage into the life he left behind, or perhaps the one stolen from him. Somewhere, in this city she both loved and mistrusted, someone knew the answers she sought.

Vidya adjusted her large chunky sunglass, looked around at the bustling streets - strangers moving past her, unaware of her turmoil. Taking a deep breath, she pushed open the gate. Some doors weren’t just entrances; they were tests. And Vidya knew this one would demand everything she had.

In the past few years, I have had the opportunity of visiting few historic book stores across Europe but this one here h...
02/12/2024

In the past few years, I have had the opportunity of visiting few historic book stores across Europe but this one here has a piece of my heart. Possibly the oldest bookstore in Calcutta, the orange glow sign doesn’t just glow; it smirks, like it knows it’s one of the few constants left in a city that can’t decide if it wants to preserve its heritage or bulldoze it for another mall. Park Street has seen everything - from flared pants to fast fashion - and yet, this orange halo remains, silently judging your decision to buy yet another bestselling self-help book you’ll never read. It doesn’t lure you in with flashy banners or discounts; it’s far more dignified than that. Instead, it stands there, quietly confident, like a professor who knows you’ll eventually come around to their lectures. 🤓

I once ducked inside on a particularly muggy day, only to be greeted by that unmistakable bookstore perfume - a mix of ink, paper, and just a hint of smug intellectual superiority. As I wandered through the aisles, I remember a young couple having a fierce argument whether they should splurge on ‘War and Peace’ or settle for a Paulo Coelho! “At least we’ll finish it,” the boyfriend muttered, clearly scarred by a failed Tolstoy attempt before. Upstairs at the Cha Bar, a writer was furiously typing, probably crafting the next great novel that no one would read because everyone was too busy posting about their coffee on Instagram. And then there was me, sipping overpriced tea, pretending I wasn’t also Googling “hidden gems in Kolkata” just to sound profound later.

Oxford Bookstore doesn’t just sell books; it also sells the illusion that you’re somehow part of Kolkata’s cultural elite the moment you step inside. But hey, who am I to complain? The air-conditioning alone is worth the pretense. Right?😜

It’s strange how a quiet Sunday morning feels like an apology. The streets of this city, littered with unread newspapers...
19/11/2024

It’s strange how a quiet Sunday morning feels like an apology. The streets of this city, littered with unread newspapers and unfinished cups of coffee, seem to mumble a half-hearted sorry for the chaos of the week. Somewhere, a rickety transistor playing an old tune, the kind that smells of petrichor and sepia-tinted memories. As you wander in the lonely streets admiring the orange hues of the golden hour and sun the playing peekaboo, you wonder if the song was always this melancholic, or if the years have added salt to its sweetness. Across the road, an elderly man carefully waters his bonsai plants—perhaps an act of rebellion in a world that no longer pauses. And yet, amidst this ordinary spectacle, a boy rides by on his cycle, earphones tucked in, unbothered by the poetry of the moment. But that’s the thing about life, isn’t it? Uncoordinated and random!

𝑬𝒚𝒆 𝑺𝒑𝒚! ••• 𝗦𝗲𝗿𝗶𝗲𝘀 𝟯/𝟯 •••I recall one evening, sharing a capsule with a group of tourists. They pointed excitedly at t...
29/10/2024

𝑬𝒚𝒆 𝑺𝒑𝒚! ••• 𝗦𝗲𝗿𝗶𝗲𝘀 𝟯/𝟯 •••

I recall one evening, sharing a capsule with a group of tourists. They pointed excitedly at the city below, snapping photos and laughing, but there was a moment—just a fleeting instant—when everything went quiet. As the sun dipped below the horizon, casting a soft pink glow over London, everyone stopped. No more clicking of cameras, no more chatter. Just silence. The kind of silence that holds a collective breath. It’s moments like that when the London Eye becomes more than a spectacle. It becomes a reminder that we are all, in some way, seeking the same thing: a pause, a space where we can step outside of ourselves, if only for a little while, and simply be.

As the wheel descended, I felt a strange sense of calm. The city was still there, waiting for me, with all its noise and clamor. The streets, once tiny from up above, would soon surround me again, enveloping me in their energy. But for those few minutes on the London Eye, I had glimpsed something larger, something slower and more timeless. It’s the kind of feeling you carry with you long after you’ve stepped back onto the ground. A reminder, perhaps, that even in a city as fast-paced as London, there’s value in rising above, in letting yourself see things from a different perspective—one that offers not just a view, but a brief escape from the relentless turning of the world.

And maybe, just maybe, that’s the true gift of the London Eye. It’s not the view itself, though that is undeniably breathtaking, — It’s the invitation to reflect, to float above the chaos for a while, and to remember that in the grand turning of life, there is always space to rise, to breathe, and to simply watch the world go by.

𝑬𝒚𝒆 𝑺𝒑𝒚! ••• 𝗦𝗲𝗿𝗶𝗲𝘀 𝟮/𝟯 •••There is something grounding in that height, something quietly philosophical. As the wheel tu...
27/10/2024

𝑬𝒚𝒆 𝑺𝒑𝒚! ••• 𝗦𝗲𝗿𝗶𝗲𝘀 𝟮/𝟯 •••

There is something grounding in that height, something quietly philosophical. As the wheel turns, as you rise and fall in its gentle arc, you can’t help but think about the rhythm of life itself. We’re all part of this ceaseless turning, aren’t we? The daily routine, the endless cycle of hope, disappointment, joy, loss, and the moments in between where life just quietly hums. From up there, it’s easier to remember that our own journeys aren’t too different from the Eye itself—each of us moving in circles, each of us rising, pausing at the top, before we descend again, only to rise once more. It’s humbling and strangely comforting at the same time.

𝑬𝒚𝒆 𝑺𝒑𝒚! ••• 𝗦𝗲𝗿𝗶𝗲𝘀 𝟭/𝟯 •••Something about the London Eye defies its role as just another tourist attraction. It stands ...
24/10/2024

𝑬𝒚𝒆 𝑺𝒑𝒚! ••• 𝗦𝗲𝗿𝗶𝗲𝘀 𝟭/𝟯 •••

Something about the London Eye defies its role as just another tourist attraction. It stands there, gracefully towering over the Thames, as though it has always belonged to the city’s skyline. From a distance, it seems almost otherworldly—a gentle, elegant giant, slowly turning in its measured rhythm, offering everyone a chance to rise above the rush of the city below. But to those who’ve gazed up at it often enough, it becomes more than just a wheel of steel and glass. It becomes a place where time pauses, where the city’s pulse slows, offering a rare moment of stillness in the heart of London. I remember the first time I went up the London Eye in one April afternoon. As the capsule ascended, the city unfurled itself in layers. Below me, the streets were still alive with their hurried pace, but from up there, everything seemed to melt into a quieter, more reflective space. Big Ben chimed in the distance, the Thames glistened like an old river of memories, and for a moment, I felt as if I was floating—suspended between the past and the present, between the here and the beyond.

Up there, above the city, something changes. You stop being part of London’s hustle and become a witness to it instead, watching its intricate patterns unfold from a height that strips away the clutter. The city—so vast, so overwhelming when you’re on the ground—seems almost intimate from up there. You see its landmarks, of course, but more than that, you feel its history stretching out beneath you. Centuries of stories, of revolutions and resistances, of quiet moments and loud protests, all swirling together in the streets, while you hover above them, just for a moment, being aloof yet connected with all of that.

… 𝔗𝔬 𝔟𝔢 𝔠𝔬𝔫𝔱𝔦𝔫𝔲𝔢𝔡 …

As the evening deepens and the sky takes on the soft hues of twilight, the blue reminds me of something I can’t quite na...
22/10/2024

As the evening deepens and the sky takes on the soft hues of twilight, the blue reminds me of something I can’t quite name but feel deep within. There’s a quietness that descends, not just over the city, but within me, as I gaze out at the skyline so modern, so alive with its glass towers, its flickering lights. It’s strange, really, how dusk feels different now. Back in Calcutta, I used to watch the sun dip behind the buildings from the balcony of our apartment — orange hues spreading lazily across the sky, the city going about its business at its own pace. The warmth of those evenings was like a warm embrace, familiar and unchanging. I didn’t think much about it then. I took it for granted, the way one often does with the things that feel eternal. I think of those times now with a mix of fondness and longing — the leisurely strolls for phuchka with my sister, the soft hum of evening in our neighborhood, my mother’s presence always near.

Dusk arrives differently here in London. It carries with it a crispness, a coolness I’ve come to appreciate, just as I’ve come to appreciate the city itself. Canary Wharf, with its bustling energy, its lights stretching upwards, feels so different from Calcutta’s laid-back charm, yet in some odd way, it feels like mine too. Three and a half years here, and I’ve built a new life, a space where the world feels full of possibilities. I love this place, the river walkways, the restaurants, the energy of it all. But sometimes, as I look out over the Thames at twilight, I find echoes of an old Calcutta in the stillness of the water, in the hum of the city as it winds down. It’s as if both cities, so different and so similar in their own ways, are layered within me now.

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Storiesinlittlemoments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Storiesinlittlemoments:

Videos

Share