ওসমানী বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়ে লন্ডনে সংবাদ সম্মেলন
সাঈদ চৌধুরী
বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসীবহুল সিলেটের ওসমানী বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানানো হয়েছে। সেইসাথে প্রবাসীদের অবদান বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকারে প্রবাসী প্রতিনিধি থাকাও সময়ের দাবি বলে উল্লেখ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ গাজীর পরিচালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সভাপতি আব্দুল মুকিত। তিনি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে কাজে লাগাতে প্রবাসীদের সক্রিয়ভাবে অংশ গ্রহনের আহবান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক
সেবাকর্মে আত্মনিবেদিত কাউন্সিলার সৈয়দ শেকুল
সেবাকর্মে আত্মনিবেদিত কাউন্সিলার সৈয়দ শেকুল
সাঈদ চৌধুরী
লন্ডন বারা অব রেডব্রীজের জনপ্রিয় কাউন্সিলার সৈয়দ শেকুল জনগণের খেদমতের মানসিকতা নিয়ে কাজ করেন। শিক্ষা ও সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহন করেছেন সেই ছেলে বেলা থেকে। একান্ত আলাপচারিতায় জানালেন তার বহুমুখী কর্ম তৎপরতার কথা। সেখানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আজিজুল আম্বিয়া ও আশরাফ হক রানা।
মেধাবী ও পরিশ্রমী সৈয়দ শেকুল দেশে অধ্যয়ন করেছেন কৌমী ও সরকারি মাদ্রাসায়। লন্ডন এসে টাওয়ার হ্যামলেটস কলেজে পড়ালেখা করেন। তারপর মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধীনে ডিগ্রী করেছেন বলে জানান।
রেস্টুরেন্ট ও প্রপার্টি ব্যবসায় সফল সৈয়দ শেকুল রাজনীতিতেও বেশ সক্রিয়। লেবার পার্টির ওয়ার্ড চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। মূলধারার রাজনীতিতে আরো ভাল অবদান রাখতে চান আগামীতে।
ওয়ানস্টেড হাই স্কুলে সৈয়দ শেকুল দীর
বাসিন্দাদের নিরাপত্তার ক্ষেত্রে দ্রুত সাফল্যের কথা জানালেন কাউন্সিলর আবু তালহা চৌধুরী
সাঈদ চৌধুরী
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সকল বাসিন্দা এবং ভিজিটরদের নিরাপদ রাখতে পুলিশ ও অন্যান্য অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্রুত সাফল্য লাভের কথা জানালেন কমিউনিটি সেফটি বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী। বললেন, সাধারণত বহুজাতিক সমাজে জাতিগতভাবে উত্তেজিত লোকদের দ্বারা জনশৃঙ্খলা ভঙ্গের মত অপরাধের প্রবণতা থাকে। তাই বারার গুরুত্বপূর্ণ স্থানসমূহে সিসিটিভি সার্ভিস চালু করে কমিউনিটির নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
গুরুতর সহিংসতা প্রতিরোধ-সহ সকল প্রকার ঘৃণামূলক অপরাধ মোকাবেলা এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুরক্ষা প্রদানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বেশ সফলতা পাচ্ছে উল্লেখ করে আবু তালহা চৌধুরী জা
বার্কিং টাউন স্কয়ারে মেয়রের আড়ম্বরপূর্ণ চ্যারিটি মেলা
সাঈদ চৌধুরী
লন্ডন বারা অব বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়রের পক্ষ থেকে রোববার (১ সেপ্টেম্বর ২০২৪) বিশেষ চ্যারিটি ইভেন্টের আয়োজন করা হয়। এ উপলক্ষে বার্কিং টাউন স্কয়ারে আয়োজিত মেলায় অংশ নিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। বাংলাদেশী বংশোদ্ভূত মেয়র মঈন কাদেরী সবাইকে সেখানে স্বাগত জানান।
আড়ম্বরপূর্ণ মেলায় ব্রিটেনের মূলধারার মানুষের পাশাপাশি এশিয়ান মানুষের উপস্থিতি নজর কেড়েছে। ছিলেন বাংলাদেশী মেয়র, কাউন্সিলর এবং বাংলাদেশি কমিউনিটি পুলিশ থেকে শুরু করে অফিসার, ভলান্টিয়ার ও ব্যবসায়ী। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশী শিল্পীরা দেশপ্রেম এবং জাতিগত নিজস্বতা সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন।
মেলায় উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইস্ট লন্ডন ও এসেক্স অঞ্চলের বারাসমূহ থেকে আসা
বাংলাদেশ
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে দৈনিক সময়ের সাথে কথা বলেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে'র সাবেক চেয়ারপার্সন ও বর্তমান পেট্রন, প্রবাসিদের অধিকার আদায়ে প্রতিবাদী কন্ঠস্বর, নিবেদতিপ্রাণ সমাজসেবী কেএম আবুতাহের চৌধুরী। তিনি বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে এবং ইউকে বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারী সহ বিভিন্ন সংগঠনের সাথে সক্রিয় ভাবে জড়িত।
ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে বিজয় অনুষ্ঠানে লেখক-সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক শফিক রেহমান।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পদত্যাগ দাবি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীসভার সব সদস্যের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে।
এ লক্ষ্যে আগামীকাল রোববার সারাদেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
MAPS Presents
Eid Reunion 2024
MAPS Presents
Eid Reunion 2024
কোটা আন্দোলন
ঢাকায় হেলিকপ্টারের টহল, পল্টন শান্তিনগর রণক্ষেত্র। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে বিভন্ন এলাকায়। ঢাকার পল্টনে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে বেশ হতাহতের খবর পাওয়া গেছে। শান্তিনগর মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে ব্যারিকেড দিয়ে রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে।
বাংলাদেশে গণহত্যার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ