06/09/2024
সব পুলিশের মেরুদন্ড সোজা হয়ে গেলে সবচেয়ে বিপদে পড়বে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই ডাক্তার গন -
যারা দিনের পর দিন সাধারণ মানুষ কে ( সরকারি হাসপাতাল ব্যতিরেকে ) ঠকিয়ে এসেছেন - যারা ওষুধ কোম্পানি গুলো কে খুশি করতে এক গুষ্টির ওষুধ লিখেছেন - যারা রুগী কে ভর্তি করে অপারেশন টেবিলে ঢুকিয়ে ঘটি বাটি বিক্রি করিয়েছেন - দশটা প্যাথলজি ল্যাব টেস্ট করিয়েছেন - কে কোথা থেকে টাকা পায় সবাই সব জানে -কিন্তু অসহায় -
আজ একটা সময় চলছে ডাক্তার দের বিরুদ্ধে কিছু বলা যাবে না - কিন্তু লক্ষ লক্ষ মানুষ চিকিৎসার জন্য যখন চেন্নাই ভেলোর ব্যাঙ্গালোর মুম্বাই যায় তখন তারা ভাল করে বোঝে বাংলার ডাক্তার দের মেরুদন্ড টা কতটা সোজা - না ব্যাঁকা !!
সবার মেরুদন্ড সোজা হোক উপকৃত তো আমরা সাধারণ মানুষরা হব -