Rahmatallil Alamin Foundation -Ashabe Kahf

Rahmatallil Alamin Foundation -Ashabe Kahf to promote Prophet Muhammad Sm

31/10/2024

বন্যায় যেভাবে ১৮ কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সে রকম তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না এত বড় বড় রাজনৈতিক দল এনজিও ফাউন্ডেশন তাদের যেভাবে শহীদ এবং আহতদের পাশে দাঁড়ানোর কথা সেভাবে পাওয়া যাচ্ছে না আসল কারণটা কি

20/10/2024

৭ মার্চ তো চালু হইলো ২০২১ সালে। ১৯৭২-২০২১ সাল পর্যন্ত এটা সাধারণ দিনই ছিল।

05/07/2024
04/06/2024
10/02/2024

৩৪ সাবা, আয়াত: ৩

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَا تَأْتِينَا ٱلسَّاعَةُۖ قُلْ بَلَىٰ وَرَبِّى لَتَأْتِيَنَّكُمْ عَـٰلِمِ ٱلْغَيْبِۖ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى ٱلسَّمَـٰوَٲتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَلَآ أَصْغَرُ مِن ذَٲلِكَ وَلَآ أَكْبَرُ إِلَّا فِى كِتَـٰبٍ مُّبِينٍ,

অস্বীকারকারীরা বলে, কি ব্যাপার কিয়ামত আমাদের ওপর আসছে না কেন! বলো, আমার অদৃশ্য জ্ঞানী পরওয়ারদিগারের কসম, তা তোমাদের ওপর অব্যশই আসবে। তাঁর কাছ থেকে অণু পরিমাণ কোন জিনিস আকাশসমূহেও লুকিয়ে নেই এবং পৃথিবীতেও নেই। অণুর চেয়ে বড়ই হোক, কিংবা তার চেয়ে ছোটই হোক, --সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।

The disbelievers say, "How is it that the Resurrection is not coming upon us?" 5 Say, "By my Lord, Knower of the Unseen, it shall certainly come upon you. 6 Not an atom's weight of anything is hidden from Him, neither in the heavens nor in the earth, nor anything smaller than an atom nor greater than it: everything is recorded in a clear register. " 7

16/12/2023

রাসুল (সা)এর যুগে মোনাফেকরা জিহাদকে ভয় করতো। জিহাদের কথা শুনলে ভয়ে পালাতো! আর এখন জিহাদের কথা শুনলে ভয় পায়, পালায়, গাত্রদাহ শুরু হয় ওহাবীদের। তথাকথিত আহলে হাদিস, সালাফিদের। এতেই প্রমাণ হয়, এরা মোনাফেক। আব্দুল্লাহ বিন উবাইর মানসপুত্র। মূর্তি পুজক উমাইয়ার উম্মত। মোয়াজিদের অনুসারী। হারাম রাজাদের হারামখোর দালাল। ইহুদীদের দালাল।
এই মোনাফেক, হারাম রাজাদের হারাম অনুসারি, ইহুদিদের পাচাটা আপদগুলো দেখতে মানুষের মতো হলেও এরা দ্বিপদ জানোয়ার। বেশভূষায় মুসলিমদের মতো হলেও এরা ছুপা, ভেক ধরা ফেক মুসলিম। এদের বর্জন করুন। প্রতিরোধ করুন। শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ জিহাদ মুমিনের জন্য ফরজ। সেটা ইহুদি-খ্রিস্টান হোক, হিন্দু-কাদিয়ানী হোক, বা সালাফি হোক। এদের বিরুদ্ধে শক্তি দিয়ে জিহাদ করুন। না পারলে মুখে, কলমে জিহাদ করুন। তা না পারলে মনেমনে ঘৃণা করুন। এটা ঈমানের নিম্নতম স্তর।

Address

London

Telephone

+8801610133564

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahmatallil Alamin Foundation -Ashabe Kahf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahmatallil Alamin Foundation -Ashabe Kahf:

Videos

Share