Engr. Asadujjaman Shafi

Engr. Asadujjaman Shafi This is my official page.

31/05/2024
23/05/2024
23/05/2024

Rishi Sunak announces the UK general election for Thursday 4 July

20/03/2024

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধারে সরকার কূটনৈতিক চ্যানেলে কাজ করছে বলে জানিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অচিরেই সুসংবাদ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে কতদিনে তাদের উদ্ধার করা যাবে তার সময়সীমা জানাননি নৌপ্রতিমন্ত্রী।




20/03/2024

05/12/2023

Please Do Subscribe Our Channel

03/12/2023

তিনটি বিষয় নিয়ে কখনো (মানুষের সামনে) কথা বলো না—
• (নিজের) গুনাহ
• (নিজের) নেক আমল
• (নিজের) দুঃখ-কষ্ট
— ইমাম সুফিয়ান আস সাওরি (রাহিমাহুল্লাহ)
[আবু নু‘আইম, হিলইয়াতুল আউলিয়া: ৯৩৯৭]
❖ গুনাহর কথা বলা যাবে না। কারণ, হাদিসে এসেছে, গুনাহর কথা প্রকাশকারী—মুজাহিরকে আল্লাহ্ কখনো মাফ করবেন না (তাওবাহ্ ব্যতীত)। কারণ, যে গুনাহ আল্লাহ ঢেকে রাখেন, সে সেই গুনাহের কথা উন্মুক্ত করে দেয় মানুষের কাছে। [বুখারি, আস-সহিহ: ৫৭২১]
এই ভুলটা আমরা অনেকেই করি। সাবধান হওয়া দরকার।
❖ নেক আমলের কথা প্রকাশ করা উচিত নয়। কারণ, এতে রিয়া তথা লৌকিকতার প্রবল সম্ভাবনা থাকে। তাছাড়া আত্মপ্রীতি ও আত্মপূজার সম্ভাবনা তৈরি হয়। সালাফ তথা পূর্বসূরি নেককার ব্যক্তিগণ বলতেন, ‘তোমরা যেভাবে তোমাদের গুনাহগুলো ঢেকে রাখো, সেভাবে তোমাদের নেক আমলগুলোও ঢেকে রাখো।’ আমাদের কিছু ডিল থাকা দরকার শুধু নিজেদের এবং আল্লাহর মাঝে। আর কেউ জানবে না। জানার দরকার কী? গোপন আমলকে আল্লাহর কাছে উসিলা হিসেবে পেশ করলে বিভিন্ন সময় উপকার পাওয়া যায়। গুহায় আটকে পড়া সেই তিন ব্যক্তির কথা মনে পড়ে? তারা কিন্তু গোপন নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দু‘আ করেছিলো এবং আল্লাহ তাদের দু‘আ কবুল করে বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। [বুখারি, আস-সহিহ: ২৩৩৩; মুসলিম, আস-সহিহ: ২৭৪৩]
❖ দুঃখ-কষ্টের কথা বলতে নিষেধ করা হয়েছে, কারণ দুঃখের কথা বললে দুঃখ অনেক সময় বাড়ে, কারণ সব শ্রোতা সমান নয়। অনেক শ্রোতাই উল্টো আতঙ্কিত করে তোলে (তবে, দুঃখ-কষ্ট শেয়ারের ফলাফলের ব্যাপারটি আপেক্ষিক; ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হওয়াটা স্বাভাবিক)। তবে, যদি সেই দুঃখের ব্যাপারটি নেতিবাচক কিছু হয়, তাহলে নিঃসন্দেহে তা বলা উচিত নয়। কারণ এমন অনেকেই আছে, যারা এসব বিষয় দিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে। ব্ল্যাকমেইল না করলেও, বাকি জীবন তার সাথে হিসেব করে কথা বলতে হয় এবং সমীহ করে চলতে হয়। ভয় কাজ করে, অসন্তুষ্ট হলে না জানি বলে দেয়! তবে, আমাদেরকে এমন কাজ করা থেকে বেঁচে থাকতে হবে, যেটি কারও সাথে শেয়ার করতে ভয় কাজ করবে। হাদিসে এসেছে, ‘‘গুনাহ সেটিই, যেটি তোমার মাঝে সন্দেহ তৈরি করে এবং যেটির ব্যাপারে তুমি অপছন্দ করো যে, মানুষ সেটি জেনে ফেলুক।’’ [মুসলিম, আস-সহিহ: ৬৬৮০]
সুতরাং, চুপ করা শিখতে হবে। যাবতীয় বিষয় আল্লাহর সাথে সুরাহা করার অভ্যাস করতে হবে। কুরআনুল কারিমে বলা হয়েছে—

ﺣَﺴْﺒُﻨَﺎ ﺍﻟﻠّٰﻪُ ﻭَﻧِﻌْﻢَ ﺍﻟْﻮَﻛِﻴْﻞُ
(‘হাসবুনাল্লাহু ওয়া নি‘অ্মাল ওয়াকীল)
অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক!
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

30/11/2023
29/11/2023
আগামী সোমবার লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের গনতন্ত্র, মানবাধিকার, বাক-স্বাধীনতা রক্ষায় করনীয় শীর্ষক সেমিনার।
25/11/2023

আগামী সোমবার লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের গনতন্ত্র, মানবাধিকার, বাক-স্বাধীনতা রক্ষায় করনীয় শীর্ষক সেমিনার।



02/11/2023

২০০৬ সালের ২৮শে অক্টোবরের হুকুমদাতা হিসেবে শেখ হাসিনার বিচার বাংলার মাঠিতে হবে।

✌️✌️✌️✌️
14/09/2023

✌️✌️✌️✌️

14/09/2023
14/09/2023
জনতার মেয়র ইশরাক হোসাইন ভাইয়ের সাথে...  #ইশরাক_হোসাইন  #বিএনপি
31/08/2023

জনতার মেয়র ইশরাক হোসাইন ভাইয়ের সাথে...

#ইশরাক_হোসাইন #বিএনপি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিশাল সমাবেশ বাস্তবায়নের জন্য লিফলেট বিতরন লন্ডনের হোয়...
30/08/2023

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিশাল সমাবেশ বাস্তবায়নের জন্য লিফলেট বিতরন লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় আমরা রাইটস অব দ্যা পিপল এর নেতৃবৃন্দ...

01/02/2023
08/01/2023

😂😂

06/01/2023
30/09/2022

নেতা নির্বাচনে পাঁচ ভুল
নেতৃত্ব সম্পর্কে আমাদের বেশ কিছু ভুল ধারণা আছে। নেতা নির্বাচনে আমরা এমন কিছু শর্ত জুড়ে দিই, যেগুলোর সাথে আসলে নেতা হবার যোগ্যতার কোনো সম্পর্ক নেই। আজ সেগুলো নিয়ে আলোচনা করবো।
১। নেতৃত্বের সাথে জ্ঞানের সম্পর্ক নেই
একজন ভাই সাতটি ভিন্ন কিরআতে কুরআন তেলাওয়াত করতে পারেন। এটা বেশ ভালো গুণ। তাই বলে এই গুণের আলোকে তাকে নেতা বানাবেন না। নেতা হতে হলে তাকে সাতটি কিরআতে কুরআন তেলাওয়াত করতে হবে না। কেউ কুরআন-হাদীসের উপর পিএচডি করতে পারেন, তাই বলে তাকে নেতা বানাবেন না। তার কাছে গিয়ে পারলে ইলম অর্জন করুন, কিন্তু শুধুমাত্র তার জ্ঞানের ফলে তাকে নেতৃত্বের আসনে বসাবেন না।
জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানে সবচেয়ে জ্ঞানী মানুষদেরকে নিয়োগ দিন। যেমন: মসজিদে ইমামতি করানোর জন্য কুরআন সম্পর্কে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তিকে, ডাক্তার-শিক্ষকদের এসোসিয়েশনে জ্ঞানী ডাক্তার-শিক্ষকদের নিযুক্ত করুন। সেটা ভিন্ন কথা। কিন্তু, কাউকে নেতা বানানোর আগে তার কয়টা ডিগ্রি আছে, কতোটি সার্টিফিকেট আছে সেগুলো না দেখে সবার আগে দেখুন নেতৃত্ব দেবার মতো সক্ষমতা তার আছে কিনা। নেতৃত্ব দেবার সক্ষমতার পাশাপাশি যদি সে জ্ঞানী হয়, তাহলে তো বেশ ভালো।
এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, আবু যর আল-গিফারী (রাদিয়াল্লাহু আনহু) খালিদ ইবনে ওয়ালিদ ও আমর ইবনুল আ’সের (রাদিয়াল্লাহু আনহুমা) চেয়ে অধিক জ্ঞানী ছিলেন। ইসলাম প্রচারের একেবারে শুরু দিকে আবু যর (রাদিয়াল্লাহু আনহু) ইসলাম গ্রহণ করেন, বাকি দুজন ইসলাম গ্রহণ করেন তাঁর চেয়ে প্রায় ২০ বছর পর।
খালিদ ইবনে ওয়ালিদ ও আমর ইবনুল আ’সের (রাদিয়াল্লাহু আনহুমা) নেতা ছিলেন, কিন্তু আবু যর আল-গিফারী (রাদিয়াল্লাহু আনহু) নেতা ছিলেন না; এমনকি আবু যর আল-গিফারী (রাদিয়াল্লাহু আনহু) রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে একবার নেতৃত্ব চাইলে তাঁকে তিনি নেতা বানাননি। তাঁকে বুঝান- তুমি নেতৃত্বের জন্য নও।
অন্যদিকে, খালিদ ইবনে ওয়ালিদ (রাদিয়াল্লাহু আনহু) ছিলেন একজন সফল নেতা, সফল সেনাপতি। তিনি ‘আমপারা’ মুখস্ত করেননি। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন:
“জিহাদে ব্যস্ত থাকার কারণে আমি কুরআন (খুব বেশি) মুখস্ত করতে পারিনি।”
কারো ডিগ্রি, সার্টিফিকেট না থাকলেও সে নেতা হতে পারে। অনেক্ষেত্রে এমন মানুষ দেখা যায়, ডিগ্রি আছে, কিন্তু বাস্তব সমস্যা সমাধান করতে পারে না।
২। বয়সে বড়ো দেখে কাউকে নেতা বানাবেন না
ইসলাম গ্রহণের ৫ মাসের মাথায় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ‘যাতুস সালাসিল’ অভিযানে আমর ইবনুল আ’সকে (রাদিয়াল্লাহু আনহু) সেনাপতি বানান। সেই অভিযানের নেতা ছিলেন আমর ইবনুল আ’স (রাদিয়াল্লাহু আনহু)। তাঁর অধীনে ছিলেন আবু বকর, উমরের (রাদিয়াল্লাহু আনহুমা) মতো সিনিয়র সাহাবী।
সেই অভিযানে আমর (রাদিয়াল্লাহু আনহু) কিছু ‘অদ্ভুত’ কাজ করেন; যা দেখে উমর (রাদিয়াল্লাহু আনহু) ছিলেন তাঁর উপর কিছুটা বিরক্ত। উমর (রাদিয়াল্লাহু আনহু) আবু বকরকে (রাদিয়াল্লাহু আনহু) অভিযোগ করেন- “আপনি দেখছেন না আমর কী করছেন?” আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) বলেন:
“দেখো উমর, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই অভিযানে তাঁকে নেতা বানিয়েছেন। এই অভিযানের জন্য নিশ্চয়ই তিনি তোমার চেয়ে যোগ্য।”
৩। তাকওয়াকে নেতা নির্বাচনের শর্ত বানাবেন না
আপনি জানেন, কেউ হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ে, মসজিদে আস্তে-ধীরে সুন্নাত নামাজ পড়ে ইত্যাদি। এগুলো তার আমল, তাকওয়া নয়। তাকওয়া হলো বান্দার সাথে আল্লাহর একান্ত সম্পর্ক। তাকওয়ার অবস্থান অন্তরে, আমলে নয়। এমনও হতে পারে, একজন অনেক আমল করেন, কিন্তু তার তাকওয়া নেই।
ইমাম আহমদ ইবনে হাম্বলকে (রাহিমাহুল্লাহ) একবার জিজ্ঞেস করা হলো, “আমরা সেই নেতার নেতৃত্বে কি যুদ্ধ করবো, যার তাকওয়া আছে কিন্তু শক্তি-সামর্থ্য নেই? নাকি সেই নেতার নেতৃত্বে, যার তাকওয়া নেই কিন্তু শক্তি-সামর্থ্য আছে?” ইমাম আহমদ ইবনে হাম্বল (রাহিমাহুল্লাহ) জবাব দেন:
“যার তাকওয়া আছে, তার তাকওয়া তো তার নিজের জন্য। তার দূর্বলতা তার অনুসারীদের বিপদ ডেকে আনবে। অন্যদিকে, যার শক্তি-সামর্থ্য আছে কিন্তু তাকওয়া নেই, তার তাকওয়া না থাকাটা তাকে ক্ষতিগ্রস্থ করবে; তার অনুসারীকে নয়।”
কথাটি একেবারে পরিস্কার। আপনি একজনের দাঁড়ি-টুপি-জুব্বা দেখে তার সাথে মিছিলে গেলেন, তার না আছে মিছিলেন অভিজ্ঞতা, না আছে রাজনৈতিক প্রজ্ঞা। পুলিশ যখন লাটিচার্জ করবে, সবার আগে সে আপনাকে ফেলে রেখে দৌড় দিবে। তার ব্যক্তিগত আমল রাজনীতির মঞ্চে তাকে যোগ্য বানাবে না; যদি না তার মধ্যে শক্তি-সামর্থ্য থাকে।
যখন তার শক্তি-সামর্থ্য থাকবে, তাকওয়াও থাকবে, তখনই সেটা ভালোর উপর ভালো, আলোর উপর আলো। কোন মানুষটি উম্মাহ এবং বর্তমান সমস্যার সমাধান করার সামর্থ্য রাখে, সেটা দেখুন। তার ব্যক্তিগত আমল-লিস্ট না।
৪। বয়স দেখে নেতা বানাবেন না
এমপি হতে ৩০ বছর লাগবে, চেয়ারম্যান হতে ২৫ বছর লাগবে, স্কুল-মাদ্রাসা কমিটির সভাপতি হতে এতো বছর লাগবে, সেনাপ্রধান হতে এতো বছর লাগবে এরকম কোনো শর্ত নেতৃত্বের জন্য জরুরি না।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন উসামা ইবনে যায়িদকে (রাদিয়াল্লাহু আনহু) একটি অভিযানের নেতা বানান, তখন তাঁর বয়স ছিলো সাড়ে সতেরো বছর। তাঁর অধীনে যেসব সাহাবী ছিলেন, প্রায় প্রত্যেকেই ছিলেন তাঁর সিনিয়র। অনেকেই তাঁর বয়স নিয়ে অভিযোগ তোলেন। সবচেয়ে বড়ো অভিযোগ আসে উমরের (রাদিয়াল্লাহু আনহু) কাছ থেকে। তিনি বলেন:
“রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একজন বালককে নেতা বানিয়েছেন!”
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ইন্তেকালের তিনদিন আগে একটি ভাষণ দেন। সেই ভাষণে তিনি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেন, তারমধ্যে এটা ছিলো একটি। তিনি বলেন:
“তোমরা উসামার (রাদিয়াল্লাহু আনহু) নেতৃত্বের ব্যাপারে আপত্তি করেছো। আল্লাহর কসম! সে জন্মগ্রহণ করেছে নেতা হবার জন্য; যেমন ছিলেন তাঁর বাবা যায়িদ ইবনে হারিসা (রাদিয়াল্লাহু আনহু)।”
উসামা ইবনে যায়িদের (রাদিয়াল্লাহু আনহু) মধ্যে নেতৃত্বের গুণাবলী দেখে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে নেতা বানান। তাঁর বয়স বাধা হয়ে দাঁড়ায়নি। সাহাবীরা তাঁর বয়স নিয়ে আপত্তি তুললেও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁদের আপত্তি মেনে নেননি।
৫। শারীরিক শক্তি-সামর্থ্য দেখে নেতা বানাবেন না
কেউ দেখতে অনেক হ্যান্ডসাম হতে পারে, লম্বায় ৬ ফুট ২ ইঞ্চি হতে পারে, বডি সিক্স-প্যাক হতে পারে। দেখলে মনে হবে তার এক ঘুষির কাছে কেউ ঠিকতে পারবে না; এসব দেখে নেতা বানাবেন না। এগুলো নেতা হবার শর্ত না।
[কুয়েতের স্কলার শায়খ ড. তারিক আল-সুয়াইদানের লেকচার অবলম্বনে। বিশ্বের বিভিন্ন দেশে নেতৃত্বের গুণাবলী নিয়ে ট্রেনিং প্রোগ্রাম, সেমিনারে তিনি বক্তব্য দেন।]

26/09/2022

সংগ্রামী মানুষরাই সভ্যতা বিনির্মাণে সবচেয়ে বেশি অবদান রেখেছে।

Shishir Monir Bai 👌

Know thyself...
26/09/2022

Know thyself...

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr. Asadujjaman Shafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr. Asadujjaman Shafi:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in London

Show All