Channel One Bd

Channel One Bd world wide Any News 24 hours services
We publish/broadcast genuine news
Our Youtube link https://youtube.com/channel/UCFDHJ8BxMj1coOi3T74bhpQ

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিপদজনক মোড়ে ‘বালুর বেড’অরুন দেবনাথ, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খর্ণিয়া ব...
22/10/2024

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিপদজনক মোড়ে ‘বালুর বেড’

অরুন দেবনাথ, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খর্ণিয়া ব্রীজের পশ্চিমপাশে বিপদজনক ও দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত বরাতিয়া মোড়ে বালি বিক্রির স্পট গড়ে তোলায় এলাকায় জলাবদ্ধতা, ফসলের ক্ষতি, মানুষের চলাচল ও পরিবেশের মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে। অনেক প্রতিবাদ করেও কোনো প্রতিকার হচ্ছে না।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনা থেকে চুকনগর যাওয়ার পথে খর্ণিয়া ব্রীজের পশ্চিমপাশে মহাসড়কের সাথেই সড়ক ও ব্যক্তি মালিকানার জমিতে বেশ-বড় আকারের বালির বিক্রির স্পট বা বালির বেড গড়ে তোলা হয়েছে। শিবসা নদী-সহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ২-৩টি বড় বড় বালিবোঝাই কার্গো খর্ণিয়া ব্রীজের নিচদিয়ে বহমান ভদ্রানদীতে আসে। সেখান থেকে বড় পাইপের মাধ্যমে নদীর লবনপানি-সহ পাম্প করে ওই বালির বেডে ফেলা হয়। সে কারনে প্রতিদিনের লবনাক্ত-জল জমা হয়ে রবিশষ্যের জন্য বিখ্যাত এই এলাকার সবজি ক্ষেতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া ও স্কেভেটরে করে প্রতিনিয়ত উচু ট্রাকে তোলার সময় বালি উড়ে পড়ে ফসলের মারাত্মক ক্ষতি করছে। এছাড়া ‘বিপদজনক ও দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত বাকে’র সামনে সংকুচিত ওই স্থানে প্রতিনিয়ত বড়-বড় ট্রাক ঘোরানোর ফলে উভয় দিক থেকে আসা যানবাহন চলাচলে মারাত্মক ঝুকির মুখে পড়ছে। তাছাড়া ওই এলাকা থেকে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলও ভীষণ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এমনকি বালির বেডের পাশেই মসজিদ, মুসল্লিদের রাস্তা পারাপারেও বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে।
প্রতিদিন শিবসা নদী থেকে ২-৩টি কার্গোতে ৪-৫ হাজার ফুট করে ‘কাদা-বালি’ বা ‘ধুলা-বালি’ খর্ণিয়া নদীতে আনা হয়। সেই বালি বেডে আনলোড হওয়ার পরে সারাদিন-রাত ধরে ১০ চাকার বড়-বড় ১০-১২টি ডাম্পার ট্রাকে করে উপজেলার বিভিন্ন এলাকায় পাঠানো হয়। এখানে উল্লেখ্য ওই কাদা-বালি সাধারণত এলাকার বিভিন্ন কৃষিজমি ভরাটের কাজেই ব্যবহার হয়ে থাকে।
উল্লেখ্য, এই বালির ব্যবসাটি বেশ লাভজনক হওয়ায় খুলনা থেকে আসা আসল মালিক ‘রানা ভাই’ এলাকার প্রশাসন-মিডিয়া-মাস্তান সবকিছু ম্যানেজ করার জন্য ইতোপূর্বে খর্ণিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কে মালিক নামদিয়ে তাকে লাভের ভাগ দিতো। ২মাস আগে রাষ্ট্রক্ষমতার বদল ঘটলে অনেককিছুর মতো ওই বেডের কথিত মালিকানায়ও পরিবর্তন ঘটে। বর্তমানে আটলিয়া ইউনিয়ন বিএনপি নেতা তথা এক জনপ্রতিনিধিকে মালিক ঘোষণা করে ব্যবসা অব্যাহত রেখেছে। মূলত এরা রাজনৈতিক মালিক।
এ প্রসঙ্গে বরাতিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মজীবী গোবিন্দ মল্লিক বলেন, ওদের কারণে গত বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আমরা এলাকাবাসী এই বালি বেডের সামনে মানববন্ধন করেছিলাম। ওদের বালিতে আমাদের যাতায়াত সমস্যা ও পরিবেশ নষ্ট হওয়া ছাড়াও এলাকার পানি নিষ্কাশনের একমাত্র স্লুইচ গেটটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা খুলনা জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদনও করেছিলাম। সেখান থেকে রিপোর্ট চেয়েছিলো ডুমুরিয়া এসি ল্যান্ডের কাছে। তিনি নায়েবের কাছে দায়িত্ব দেন, কিন্তুঅজ্ঞাত কারণে আজাবধি সেই রিপোর্টও হলো না, বা সরকার আমাদের পানি নিষ্কাশনের গেটটিও সংস্কার করলো না। ওই বালুর বেডের বিপরীত পাশের বাসিন্দা মঞ্জুরুর রহমান শেখ বলেন, সড়কের বিপদজনক টানিং পয়েন্টে ওই বালুর বেড থেকে হর-হামেশাই ১০ চাকার ভারী-বোঝাই ট্রাক চলাচল করায় স্কুল শিক্ষার্থী-সহ আমাদের সকলকে মারাত্মক ঝুকির মধ্যে চলাচল করতে হচ্ছে। তাছাড়া সংকুচিত এই স্থানে ট্রাক ঘোরানোর ফলে উভয় দিক থেকে আসা যানবাহনও ঝুকির মধ্যে পড়ে। আর প্রতিনিয়ত বালি উড়ে আমাদের বাড়ি-ঘরে বসবাস করা দুর্বিষহ হওয়ার পাশাপাশি গাছ-পালা-সবজিরও ব্যাপক ক্ষতি করছে। খর্ণিয়ার সেলিম আবেদ বলেন, আমাদের এই মরা নদীর মাঝে সব-সময়ই ২-৩টি বালিবাহি কার্গো অবস্থান করায় নদী তার নাব্যতা হারাচ্ছে। সংবাদ সংগ্রহকালে বালু বেডের কেয়ারটেকার জাহিদুল ইসলাম বলেন, অতো কিছু লিখতি হবে না, শুধু আপনার নাম্বারটা দেন, সব ঠিক হয়ে যাবেনে।
ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন বলেন, আমি নিজে অবস্থা দেখে আইনানুগ ব্যবস্থা নেবো। খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খর্নিয়া ব্রীজের পশ্চিম-পাশে বরাতিয়া বাকটি দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত। সেখানে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তার পাশে বালি ব্যবসাকারি ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের ইটের আঘাতে যুবক জখম অরুণ দেবনাথ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:ডুমুরিয়ায় সুদে মহাজনের টাকা দিতে ন...
20/10/2024

ডুমুরিয়ায় প্রতিপক্ষের ইটের আঘাতে যুবক জখম

অরুণ দেবনাথ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

ডুমুরিয়ায় সুদে মহাজনের টাকা দিতে নিষেধ করার মিথ্যা অপবাদে প্রতিপক্ষের ইটের আঘাতে জখম হয়েছে সোহাগ গাজী (২২) নামে এক যুবক। ঘটনাটি উপজেলার রঘুনাথপুর এলাকায়। এ ঘটনায় আহত সোহাগ গাজী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ ও আহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর এলাকার রাফিদ হাসান ও পিয়াস এক‌ই এলাকায় রুপায়ন সাহার নিকট পাওনা টাকা চা‌ওয়া নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে রুপায়ন টাকা না দেওয়ার জন্য সোহাগ কে সন্দেহ মুলক মিথ্যা অপবাদ দেয় তারা। তার‌ই জের ধরে ঘটনার দিন ১৩ অক্টোবর বিকেলে রঘুনাথপুর বাজারে সোহাগ গাজীর উপর অতর্কিত ভাবে রাফিদ ও পিয়াস ইট দিয়ে হামলা চালায়। এতে সোহাগের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ প্রসঙ্গে ওসি শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডুমুরিয়ায় ঘেংরাইল-ভদ্রানদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধিপাকা সড়কের উপর দিয়ে উপচে পড়ছে পানি, প্লাবিত হ‌ওয়ার আশংকায় গ্রা...
20/10/2024

ডুমুরিয়ায় ঘেংরাইল-ভদ্রানদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি
পাকা সড়কের উপর দিয়ে উপচে পড়ছে পানি, প্লাবিত হ‌ওয়ার আশংকায় গ্রামবাসী

অরুণ দেবনাথ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

ডুমুরিয়ায় ঘেংরাইল-ভদ্রানদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় বারুইকাটি পাকা সড়কের উপর দিয়ে পানি উপচে পড়ে ও মাদারতলা পুরাতন কালভার্টের মুখ ভেঙে ভিতরে জোয়ারে পানি ঢুকে প্লাবিত হ‌ওয়ার আশংকায় ৮ গ্রামের মানুষ। রাতে দিনে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাঁধ রক্ষায়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন অতি দ্রুত সড়কের পাশ দিয়ে রিং বাঁধ দেয়ার ব্যবস্থা করা হবে।
সরেজমিনে গিয়ে একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, চলতি পূর্ণিমা গোনে ভরা জোয়ারে বৃষ্টির পাশাপাশি এসব নদীতে অস্বাভাবিক হারে ২/৩ ফুট উঁচুতে পানি বৃদ্ধি পায়। ফলে উপজেলার ১৭/১ পোল্ডারের আওতাধীন কাঁঠালতলা - মাগুরখালী পাকা সড়কের রারুইকাটি মঠ মন্দির থেকে খেয়াঘাট অভিমুখে প্রায় আধা কিলোমিটার সড়কের উপর দিয়ে পানি উপচে পড়ছে এবং মাদারতলা পুরাতন কালভার্টের মুখ ভেঙে পানি ভিতরে ঢুকে পড়ে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হ‌ওয়ার আশংকা দেখা দেয়। আর প্লাবিত হলে বারুইকাটি, মাদারতলা, আমুড়বুনে, শেখেরট্যাক সহ ৮ গ্রামের মানুষের বসতবাড়ি, সবজি ক্ষেত‌ ও মৎস্য ঘের তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে চরম ঝুঁকিতে রয়েছে গ্রামবাসী। এদিকে শত শত গ্রামবাসীর রাতদিন সড়কের পাশ দিয়ে বালি ও মাটির বস্তা ফেলে এবং কালভার্টের ভাঙ্গনের মুখে বাঁশের পাইলিং ও খড় কুটো দিয়ে বন্ধ করার চেষ্টা অব্যাহত রয়েছে। কথা হয় স্থানীয় সাবেক ইউপি সদস্য নিখিল চন্দ্র মন্ডলের সাথে, তিনি জানান নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পাকা সড়কের উপর দিয়ে পানি উপচে পড়ায় বিলে সবজি, মাছের ঘের, আমন ধান, মন্দির ও বসতঘর তলিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই সরকারি কোন অনুদান না পেলেও স্বেচ্ছাশ্রমে আমরা গ্রামবাসী চেষ্টা করছি। মাদারতলা গ্রামের স্বপন কুমার মিস্ত্রী সহ অনেকেই এক‌ই সুরে সুর মিলিয়ে বলেন, পুরাতন কালভার্ট মুখ ভেঙে বৃহত্তর বিলের মধ্যে পানি ঢুকার খবর পেয়ে তাৎক্ষণিক গ্রামবাসি কে সাথে নিয়ে রাতদিন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙ্গন মুখে বাঁশের পাইলিং করে খড়কুটো দিয়ে পানি বন্ধ করে দেয়া হয়েছে। তা না হলে বিলে আমন ধান, মৎস্য ঘের, সবজি সহ বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল।
এদিকে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু সহ অনেকে। এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসনাতুজ্জামান বলেন, বিষয়টি আমার নলেজে আছে এবং সড়কের পাশে রিং ভেড়ি দেয়ার প্রস্তাব উর্ধ্বতন মহলে পাঠিয়েছি। বরাদ্দ আসলে দ্রুত কাজ শুরু করা হবে।

টাঙ্গাইল জেলা আ'লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুক আর নেইনিউজ ডেস্ক: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত ব...
19/10/2024

টাঙ্গাইল জেলা আ'লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুক আর নেই

নিউজ ডেস্ক: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিবিদ ফজলুর রহমান খান ফারুক আর নেই। তিনি আজ সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক সাবেক গণপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য এবং টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

ফজলুর রহমান ফারুক ১২ অক্টোবর ১৯৪৪ সালে টাঙ্গাইলের মির্জাপুরের ওয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামে জন্মগ্রহণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স পাস করেন।

ফারুক ১৯৬০ সালে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। ১৯৬২ সালে টাঙ্গাইল মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

৬৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তিনি ১৯৭০ সালের গণ পরিষদ সদস্য নির্বাচিত হন। তিনি ৬ দফা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে টাঙ্গাইল-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৪ সালে বাকশাল গঠিত হলে টাঙ্গাইল জেলা বাকশাল এর যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
১৯৮৪ সাল থেকে ২০১৫ সালের ১৭ আক্টাবর পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৭ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

তবে রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিতর্কিত ভূমিকায় আবির্ভূত হন। জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পরপরই তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের রাজনীতিকে জিম্মি করে ফেলেন এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে বারোটি উপজেলায় নিজ বলয় তৈরি করার চেষ্টা করেন। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন সহ সকল স্থানীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্যেরও অভিযোগ ছিল। পাশাপাশি বিভিন্ন দলীয় কমিটি গঠনের ক্ষেত্রেও পদ বাণিজ্যের বিষয়টিও বারবার উঠে এসেছে। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন হওয়ার কারণে তার বিপক্ষে কেউ মুখ খুলতে সাহস পায়নি।

তিনি নিজে জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পরও নিজ ক্ষমতার বলে তার সন্তান খান আহমেদ শুভকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বিগত ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন তার পক্ষে নিয়ে আসেন।

এছাড়াও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার সুবাদে প্রত্যেকটি কাজেই তিনি অবৈধ অর্থনৈতিক সুবিধা না পেলে কাজ করতেন না বলেও স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে উপর মহলে বারবার অভিযোগ দায়ের করলেও এক অদৃশ্য শক্তির মাধ্যমে সকল অভিযোগ চাপা পড়ে যেত।

ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগঅরুণ দেবনাথ,ডুমুরিয়া (খুলনা)  প্রতিনিধি :খুলন...
19/10/2024

ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ

অরুণ দেবনাথ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :

খুলনার ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ঘেরাবেড়া দিয়ে প্রতিপক্ষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর ছয়টার দিকে টিপনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা এলাকার মতিয়ার রহমান গাজীর সাথে এক‌ই এলাকার আনন্দ অধিকারীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার‌ই জের ধরে ঘটনার দিন ভোরে মতিয়ার গাজী তার দলবল নিয়ে আনন্দ অধিকারি ও তার তিন সহোদরের বাড়ি থেকে বের হ‌ওয়া একমাত্র রাস্তা ঘেরাবেড়া দিয়ে আটকিয়ে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে ওই চার পরিবার। এতে বাঁধা দিলে তাদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে বলে তারা জানান। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক তার নির্দেশে গ্রামপুলিশ দিয়ে ঘেরাবেড়া অপসারণ করে দেয়। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মতিয়ার গাজী বলেন, উল্লেখিত আমার নামীয় জমি আমি দখলে ছিলাম। কিš‘ বিগত সরকারের আমলে ক্ষমতার দাপটে প্রতিপক্ষ দখল করে নেয়। তাই আমার জমিতে আমি গিয়েছি। ঘটনা প্রসঙ্গে ওসি শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডুমুরিয়া নৌ-সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলাঅরুণ দেবনাথ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:নৌবাহিনীর এক সদস্যের বিরুদ্ধে খুল...
19/10/2024

ডুমুরিয়া নৌ-সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

অরুণ দেবনাথ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

নৌবাহিনীর এক সদস্যের বিরুদ্ধে খুলনার ডুমুরিয়া উপজেলার চেচুড়ী গ্রামে স্বামী হারা এক গৃহবধু-কে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে ও বাদিনীর লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার চেচুড়ী গ্রামের জহুরুল মোড়লের ছেলে নৌবাহিনীতে কর্মরত শামীম মোড়ল বিগত কিছুদিন ধরে তাদের প্রতিবেশি ২ বছর আগে স্বামী হারা ২ সন্তানের জননীকে মাঝে-মধ্যে কুপ্রস্তাব দিতো। তারই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর দুপুরে ফাঁকা-বাড়িতে একা পেয়ে ওই নারীর ঘরে ঢুকে জোরপূর্বক তাকে জাপটে ধরে যৌন কামনা চরিতার্থ করার চেষ্টা করে। এক পর্যায় ওই নারী চিৎকার দিলে বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে আসলে শামীম পালিয়ে যায়। ওই ঘটনার প্রতিকার চেয়ে সেই নারী বাদি হয়ে ১৭ অক্টোবর শামীমের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।

এ প্রসঙ্গে ডুমুরিয়া অঢিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, বাদির লিখিত অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু করেছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিকন্যা মতিয়া চৌধুরী আর নেইনিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরী আর নেই। আজ ...
16/10/2024

অগ্নিকন্যা মতিয়া চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরী আর নেই।

আজ ১৬ অক্টোবর'২৪ রোজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডা. আরিফ মাহমুদ বলেন, আজ সকাল ১১টার দিকে ‌'কার্ডিয়াক অ্যারেস্ট' নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় মতিয়া চৌধুরীকে।

অ্যাটাক খুব ভয়াবহ ছিল। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করলেও তাকে বাঁচানো যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

13/10/2024

আমেরিকার মিশিগান সিটিতে দুই জন নিহত বাঙালির জানাযা সম্পন্ন। রোড দুর্ঘটনায় বাংলাদেশী নাগরিকের জানাযায় উপস্থিত কমিউনিটির লোকজন সড়ক পরিবহনের সংস্কার দাবি করেন। বিস্তারিত সরাসরি চ্যানেল ওয়ান বিডি রিপোর্ট :কাজী মুহিত, আমেরিকা মিশিগান।

https://channelonebd.com/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0...
13/10/2024

https://channelonebd.com/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9F-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%A6%E0%A6%BF/

নিউজ ডেস্ক:মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি কেন্দ্রীয় কমিটি থেকে সংগঠনের লাখ টাকা আত্মসাৎ করে এবং সংগঠনের সদ.....

12/10/2024

আমেরিকা মিশিগানে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত
বিস্তারিত সরাসরি
রিপোর্ট : কাজী মুহিত মিশিগান প্রতিনিধি।

Address

89 Lathom Road Eastham. London
London
E62EB

Alerts

Be the first to know and let us send you an email when Channel One Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel One Bd:

Videos

Share

Category

Nearby media companies


Other TV Channels in London

Show All