24/07/2024
ফেরাউন যখন ধ্বংস হয়েছিল, তার জন্য আফসোস করার জন্যেও কেউ ছিলোনা।
নমরুদ যখন সামান্য মশার আঘাতে অপদস্থ হয়ে ধ্বংস হয়েছিল, তার জন্য আফসোস কারার কেউ ছিল না।
আবু লাহাব চলে গেছে, পৃথিবীর ইতিহাসে আর কারো নাম আবু লাহাব রাখা হয়নি।
আল্লাহ্ যখন কোন জালিম কে ধ্বংস করার ইচ্ছে করেন, তখন তাকে কিছু টা অবকাশ দিয়ে তামাশা দেখেন। আর বেকুব জালিম ঐ অবকাশ এর সময় টুকু কে, মনে করতে থাকে তার ই সময় । আল্লাহ্ এমন এক জায়গায় নিয়ে ধরবেন, তখন জালিম বারবার সুযোগ চাইলে ও দেওয়া হবেনা।
ফেরাউন নীল নদে ডুবে মরার সময় চিৎকার করে বলছিল, ‘আমি ঈমান আনলাম তার প্রতি, যার উপর বনুইসরাঈল ঈমান এনেছে। নিশ্চয়ই তিনি ব্যতীত কোন ইলাহ্ নেই’ (ইউনুস-৯০)
আল্লাহ তখন জবাব দিয়ে ছিলেন! তিনি বলেন, ‘এখন? অথচ ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছিলে এবং তুমি ছিলে সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত’ (ইউনুস-৯১ )
সেদিন ফেরাউনকে দয়া দেখানো হয়নি, ইনশাল্লাহ তার উত্তরসূরী দের প্রতি ও আল্লাহ সেই আচরন ই করবেন।
এতো এতো নিরপরাধ মানুষের রক্তের উপর ক্ষমতার খুটি মজবুত হবেনা। আজ নয়তো কাল সেই খুটি পিছলে পড়বে। আর অহংকারীনী তার প্রাপ্য বুঝে পাবে। ইনশাল্লাহ