Sports Lover

Sports Lover Love Sports Cricket and Football I'm a big fan of Cricket

24/07/2024

ফেরাউন যখন ধ্বংস হয়েছিল, তার জন্য আফসোস করার জন্যেও কেউ ছিলোনা।
নমরুদ যখন সামান্য মশার আঘাতে অপদস্থ হয়ে ধ্বংস হয়েছিল, তার জন্য আফসোস কারার কেউ ছিল না।
আবু লাহাব চলে গেছে, পৃথিবীর ইতিহাসে আর কারো নাম আবু লাহাব রাখা হয়নি।
আল্লাহ্ যখন কোন জালিম কে ধ্বংস করার ইচ্ছে করেন, তখন তাকে কিছু টা অবকাশ দিয়ে তামাশা দেখেন। আর বেকুব জালিম ঐ অবকাশ এর সময় টুকু কে, মনে করতে থাকে তার ই সময় । আল্লাহ্ এমন এক জায়গায় নিয়ে ধরবেন, তখন জালিম বারবার সুযোগ চাইলে ও দেওয়া হবেনা।
ফেরাউন নীল নদে ডুবে মরার সময় চিৎকার করে বলছিল, ‘আমি ঈমান আনলাম তার প্রতি, যার উপর বনুইসরাঈল ঈমান এনেছে। নিশ্চয়ই তিনি ব্যতীত কোন ইলাহ্ নেই’ (ইউনুস-৯০)
আল্লাহ তখন জবাব দিয়ে ছিলেন! তিনি বলেন, ‘এখন? অথচ ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছিলে এবং তুমি ছিলে সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত’ (ইউনুস-৯১ )

সেদিন ফেরাউনকে দয়া দেখানো হয়নি, ইনশাল্লাহ তার উত্তরসূরী দের প্রতি ও আল্লাহ সেই আচরন ই করবেন।
এতো এতো নিরপরাধ মানুষের রক্তের উপর ক্ষমতার খুটি মজবুত হবেনা। আজ নয়তো কাল সেই খুটি পিছলে পড়বে। আর অহংকারীনী তার প্রাপ্য বুঝে পাবে। ইনশাল্লাহ

23/07/2024

মানুষ মেরে ঘুমান কিভাবে?? আমিত দেখেই ঠিক থাকতে পারছিনা..!!🥲🥲🥲

23/07/2024

এতো মৃত দেখে কি আপনি মানুষিক ভাবে ঠিক আছেন?? ইন্টারনেট ডুকলে এখন ভয় লাগে ,, কি ভয়ংকর ভিডিও সামনে আসতেছে...!!

23/07/2024

খুব দ্রুত ইন্টারনেট চালু হবে। ইতি মধ্যে ঢাকার বিভিন্ন জায়গা ইন্টারনেট চালু হয়ছে।

22/07/2024

এখন বাংলাদেশে ওয়াফাই WiFi চালু হয়ছে মাত্র..

21/07/2024

আন্দোলন করে , দেশ টা স্বাধীন করে ,কার হাতে তুলে দিবেন..??? কারণ সব গুলো একই। ক্ষমতাই আসলে অতিত ভুলে যায়.।

21/07/2024

বাংলার মায়ের বুক যারা খালি করেছে তাদের কে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ স্থান দিও...।

21/07/2024

✍️ সর্বশেষ

কোটা আন্দোলনে শহীদের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে
সূত্রঃ- প্রথম আলো

21/07/2024

কোটা নিয়ে আজকের রায়টা ঠিক এমন...?
আমি তুমাকে বিয়ে করবো😍
কিন্তু বিয়ের পর যখন ইচ্ছে আমার এক্স এর সাথে ডেট করবো🤣
কিন্তু কখন যাবো!সেটাও আমি ডিসাইড করবো🫡😂😂

21/07/2024
21/07/2024
*নাহিদ ইসলাম ও নুরুল হক নুর আটক*বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক শিক্ষার্থীদের যেই প্ল্যাটফর্ম চলমান আন্দোলনের...
20/07/2024

*নাহিদ ইসলাম ও নুরুল হক নুর আটক*

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক শিক্ষার্থীদের যেই প্ল্যাটফর্ম চলমান আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছে, তাদের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে ঢাকার নন্দিপাড়া এলাকা থেকে গভীর রাতে আটক করেছে বিজিবি ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা নেত্র নিউজকে খবরটি নিশ্চিত করেছেন।

এদিকে পৃথক এক অভিযানে গোয়েন্দা পুলিশের একটি দল গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরকে আটক করেছে। এই সময় নুরের বাসায় তার স্ত্রী মারিয়া নুরসহ আট জন উপস্থিত ছিলেন। মারিয়া নুর নিজেই নেত্র নিউজকে আটকের বিষয়টি জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ঘরের দরজা ভেঙ্গে নুরকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের দলটি। নুরুল হক নুর ২০১৮ সালের কোটা-বিরোধী আন্দোলনের নেতা ছিলেন।

এদিকে আটক হওয়ার কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম নেত্র নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, আন্দোলনের সমন্বয়ক পদ থেকে সারজিস আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলমসহ তিন জন ছাত্র একটি সরকারি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে আট দফা দাবি উপস্থাপন করেছিলেন।

নেত্র নিউজকে দেওয়া সর্বশেষ সাক্ষাৎকারে নাহিদ ইসলাম “সকল খুনের বিচারের দাবিতে দেশবাসীকে আন্দোলন অব্যাহত রাখার” আহ্বান জানিয়েছেন। “আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে।”

দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমকে বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে থাকার জন্যও তিনি আহবান জানান।●

20/07/2024
19/07/2024

ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাতের মতো প্রতিটি আরব দেশে, যেগুলোতে সরকারী নীতি অনুযায়ী রাস্তায় বিক্ষোভ করা কঠিন ব্যাপার, সেখানে প্রবাসী শ্রমিক ভাইয়েরা অসাধারণ সব বিক্ষোভ সমাবেশ মিছিল করছেন।

পশ্চিমের দেশের প্রবাসীরা অনেক কিছু করলেও আপনাদের করনীয় দায়িত্ব আরো বেশি। সবাই সচেষ্ট হন, দূতাবাস, কনসুলেটগুলো ঘেরাও-অবরুদ্ধ বিক্ষোভ করেন, টুইটারে রাজনৈতিক প্রতিনিধি, মানবাধিকার সংগঠনদের ট্যাগ করেন, ইমেইল দেন, সরাসরি তাদের অফিসে যেয়ে কথা বলেন। দেরী হয়ে যাওয়া পর্যন্ত বসে থেকেন না, পরে আফসোস করতে হবে।

19/07/2024

প্রত্যেকটা প্রভাসির মনটা দেশে কিন্তু দেহটা প্রভাসে..। আজ প্রভাসির অন্তরের চিতকার যদি সরকার শোনতে পেত তাহলে সরকার শুধু দেশ না , দুনিয়া ছেড়ে পালাত..।

বাংলাদেশের অনেকের কাছে সাকিব কখনো প্রিয় ছিলনা এমনি আজ পর্যন্ত অনেকে তাকে সুবিধাবাদী ছাড়া কিছু মনে করে না। সে একজন সেল্ফি...
17/07/2024

বাংলাদেশের অনেকের কাছে সাকিব কখনো প্রিয় ছিলনা এমনি আজ পর্যন্ত অনেকে তাকে সুবিধাবাদী ছাড়া কিছু মনে করে না। সে একজন সেল্ফিশ তাই আমরা তার কাছ থেকে কিছু না আশা করি। কারণ সে এখন আওয়ামিলীগের পা চাটা চাকর...

এরা দেশ ও জাতির শ্রুত্র..!  এই সুবিধাবাদীরা কখনো আইডল হতে পারে।।  তাদের মুখ শুধু বিকাশ খোলতে পারবে..।।
17/07/2024

এরা দেশ ও জাতির শ্রুত্র..! এই সুবিধাবাদীরা কখনো আইডল হতে পারে।। তাদের মুখ শুধু বিকাশ খোলতে পারবে..।।

16/07/2024

চট্রগ্রামে ৩ জন নিহত..
সোর্স: প্রথম আলো

16/07/2024

রংপুরে ৫ জন নিহত..
সোর্স: Channel 24

25/06/2024

৭৩ বলে ১১৫ রান কি খুব বেশি ছিল...?? আমরা ক্রিকেট দেখি কারণ আমাদের লজ্জা নাই। সেমিফাইনালে যাবার মতো সুবর্ন সুযোগ ছিল যা আমরা বিড়ালের মত খেলে দিয়েছি। ২০ রানে অল-আউট হয়ে যেত তাতেও কষ্ট লাগতোনা কারণ চেষ্টা করেছে আর বাগের মত লড়েছে।...

কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম , বিড়াল মার বিড়াল মার...মেও মেও। আর কত খেললে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন হবে...!!??? 😡😡🥵🥵🥵

17/06/2024

Congratulations Bangladesh . Super 8

তানজিম সাকিব ২৪ বল করে ২১ বল ডট দিছে।  যা টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ ডট বল।...
17/06/2024

তানজিম সাকিব ২৪ বল করে ২১ বল ডট দিছে। যা টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ ডট বল।...

17/06/2024

তানজিম সাকিব ২৪ বল করে ২১ বল ডট দিছে। যা টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ ডট বল।

17/06/2024

শ্রীলঙ্কা কি লেভেলের ব্যাটিং করেছে। ২০১ রান ২০ ওভার...। এই ম্যাচ নেদারল্যান্ডসের জিতা খুব কষ্ট হয়ে যাবে..।

17/06/2024

আজ শ্রীলঙ্কা জিতে গেলে জিতে যাবে বাংলাদেশ ...!!!

আজ আমি শ্রীলঙ্কার সবচেয়ে বড় সাপোর্টার।  আমরা আজকে জিজতে পারব না।  তাই  তুমি শ্রীলঙ্কা জিতে যাও...
17/06/2024

আজ আমি শ্রীলঙ্কার সবচেয়ে বড় সাপোর্টার। আমরা আজকে জিজতে পারব না। তাই তুমি শ্রীলঙ্কা জিতে যাও...

17/06/2024

শান্ত কিভাবে ক্যাপ্টেন হয়...!!??? তার ত দলে থাকার যোগ্যতা নাই।

Address

Selsdon Road
London
E139BZ

Alerts

Be the first to know and let us send you an email when Sports Lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sports Lover:

Videos

Share

Sports Lover

We are most Younger Boys and girls like Sports, Especially in Asian countries (Bangladesh, India, Pakistan, Sri Lanka, Afghanistan , and Nepal) Cricket is the most popular Sports that’s why we are trying to provide with you our best experience about any kinds of cricket without numbering limitation.

Nearby media companies


Other Gaming Video Creators in London

Show All

You may also like