27/12/2024
আমেরিকায় প্রতি একর টমেটো চাষে, বছরের সকল খরচ বাদ দিয়ে , ১ কোটি ১০ লাখ টাকা লাভ (92,261.00, USD)...!!
জী, এভাবেই আমেরিকার এক কৃষক কেভিন আমার/ সামনে তার ডাটা গুলো প্রেজেন্ট করছিলেন (নিচের ছবিতে); যখনই কৃষকদের কনফারেন্সে যাই তখনই দেখি তাদের চাষাবাদের ও জীবনযাপনের ধরন।
এইখানের কৃষকদের জীবন দেখলে মনে হবে, এরা এক একজন রাজা/সম্রাট। যেকোনো কিছু আবাদ করতে তাদের ৫-৬ স্তরের ডিফেন্স সিস্টেম রেডি থাকে।
একটু ক্লিয়ার করে বলি,
১। একটা কৃষক যখন আবাদ শুরু করবে তার আগেই ওই ফসলের চাহিদা, বাজারের অবস্থা, ও অন্যান্য ফিজিবিলিটি স্টাডি করে সেই রিপোর্ট কৃষকে দিয়ে দেয়, ওই রাজ্যের বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট; ওই ফসলের জন্য যদি আলাদা কোন টেকনোলজি বা কোন স্পেশাল কিছুর দরকার হয় তাহলে সেটা জানানোর জন্য আছে প্রত্যেক স্টেটের এগ্রিকালচার এক্সপেরিমেন্ট স্টেশন!!
২। সম্রাটদের দ্বিতীয় লেয়ারের ডিফেন্স হলো মাস্টার গ্রোয়ার এন্ড গ্রোয়ার কনসালটেন্সি ফার্মস; আপনি যে কোন একটা ফার্মের রেজিস্টার মেম্বার হলে তারাই আপনাকে সকল প্রকার পরামর্শ দিবে, কখন কোন ওষুধ প্রয়োগ করবেন কখন কোন ধরনের রোগ-বালাই আসতে পারে সবকিছু; আপনার কাজ হলো এদেরকে ফলো করা এবং এদের টাকা দেওয়া! তাদের ভুল পলিসিতে যদি আপনার ফসল মারা যায় তাহলে সেই কম্পেনসেশন আপনি পাবেন!
৩। সম্রাটদের তৃতীয় লেয়ারের ডিফেন্স হলো ক্রপ ইন্সুরেন্স ও ফ্যাসিলিটি ইন্সুরেন্স পলিসি; তারা নিয়মিত আপনার চাষাবাদ ও চাষাবাদ সম্পর্কিত স্থাপনা পর্যবেক্ষণ করবেন এবং আপনাকে পরামর্শ দিবেন; তারপরে যদি কোন রোগ অথবা ব্যাধিতে ফসল টার্গেটেড ইল্ড পরিমাণ না হয়, তাহলে তারা পুরা ক্ষতিপূরণ দিবেন!
৪। উপরে সবগুলো যদি ফেল করে তাহলে সম্রাটের চতুর্থ লেয়ার ডিফেন্স হলো তার নিজের স্টেটের ডিপার্টমেন্ট এগ্রিকালচার; আপনি স্টেটের রেজিস্টার্ড কৃষক হলে, বড় ধরনের দুর্যোগে তো ভর্তুকি পাবেনই সাথে উপরের কোন সিস্টেম কাজ না করলে সেই ভর্তুকিও পাবেন।
৫। কৃষকদের সর্বশেষ অথবা পঞ্চম লেয়ার অফ ডিফেন্স হলো তাদের ফেডারেল গভমেন্ট; যেহেতু কৃষকরা প্রাথমিক স্তরের উৎপাদক, তাই গ্রেট আব্রাহাম লিংকনের সময় থেকে কৃষকদের জন্য আলাদা ভর্তুকি ও আলাদা সুবিধা সাংবিধানিকভাবে তাদের বাজেটের মধ্যে সবসময় রাখা হয়। এদের সব কৃষক জানে; যে কোন বড় দুর্যোগে যদি কোন নির্দিষ্ট ফসলের কোন বড় ধরনের ক্ষতি হয় অথবা কোন ধরনের সমস্যা হয় যেখানে উপরের চারজনের কেউই দায়ী নয় তাহলে তাদের রাষ্ট্রপ্রধান তাদের পাশে থাকবে, এবং ভর্তুকি ঘোষণা দিবেন !!!
তাদের জিডিপির মাত্র ৫.৫-৬ ভাগ আসে কৃষি থেকে; তারপরও তারা তাদের কৃষকদের প্রতি কি পরিমান যত্নশীল!!!!
আর আমাদের কৃষি নির্ভর দেশে………??
© Mahfuz Sheikh