BUSY BEE

BUSY BEE Welcome to our Facebook blog page! �

01/12/2024

Respect from heart ❤‍🔥❤️

video ;- Uncut News BD

30/11/2024

Bro ​Just cooked 🅱️ndia😅

new project
16/11/2024

new project

16/10/2024

এটা দেখতে কেমন ছিল জানাবেন।

অনেক অনেক আগের কথা তখন Discovery চ্যানেলে Man Woman Wild নামের একটি সারভাইবাল টিভি শো হতো,সময় কত দ্রুত চলে যায় ❤️
01/10/2024

অনেক অনেক আগের কথা তখন Discovery চ্যানেলে Man Woman Wild নামের একটি সারভাইবাল টিভি শো হতো,সময় কত দ্রুত চলে যায় ❤️

আপনি ভাবছেন- আপনার উপার্জনে পরিবার চলছে। তাই কখনো অহংকার করেন, কখনো খোঁচা দেন। অথচ হতে পারে, পরিবারের মানুষের রিযিক আপনা...
26/09/2024

আপনি ভাবছেন- আপনার উপার্জনে পরিবার চলছে। তাই কখনো অহংকার করেন, কখনো খোঁচা দেন। অথচ হতে পারে, পরিবারের মানুষের রিযিক আপনার মাধ্যমে আসার কারণে আপনিও খাচ্ছেন। তাদের রিযিক শেষ হলে আপনিই অভাবে পড়ে যাবেন।

#লগবুক ০৯২৩২৪

প্রিয় সন্তান,,আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদ...
24/09/2024

প্রিয় সন্তান,,

আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।

২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।

৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা। ♦

২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা। ♦

3. জীবন সংক্ষিপ্ত।

আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে। ♦

৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।♦

৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।♦

৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে। ♦

৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। ♦

৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। ♦

৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি। ♦

——————

ভালোবাসা সহ,

তোমার বাবা.....

নেলসন ম্যান্ডেলা ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজো নামক ছোট্ট এক গ্রামে জন্মগ্রহণ করেন। একটি গ্রামীণ এলাকায় বেড...
22/09/2024

নেলসন ম্যান্ডেলা ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজো নামক ছোট্ট এক গ্রামে জন্মগ্রহণ করেন। একটি গ্রামীণ এলাকায় বেড়ে ওঠা ম্যান্ডেলা তাঁর খোসা সংস্কৃতির ঐতিহ্য দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। জোহানেসবার্গে চলে যাওয়ার পর তিনি বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামে জড়িয়ে পড়েন, যা দেশের অধিকাংশ কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছিল।

১৯৪০-এর দশকে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (এএনসি) যোগ দেন, এবং তার সক্রিয়তার কারণে বারবার গ্রেপ্তার হন। ১৯৬২ সালে, তিনি বর্ণবাদী সরকারকে উৎখাতের প্রচেষ্টার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তিনি ২৭ বছর কারাগারে কাটিয়েছেন, যার বেশিরভাগ সময় রোবেন দ্বীপে, যেখানে তিনি কঠোর পরিস্থিতির মধ্যে থেকেও প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন।

১৯৯০ সালে, বাড়তে থাকা দেশীয় ও আন্তর্জাতিক চাপের মুখে ম্যান্ডেলাকে মুক্তি দেওয়া হয়। তিনি বর্ণবাদ বিলুপ্ত এবং একটি বহুজাতিক গণতন্ত্র প্রতিষ্ঠার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৪ সালে, ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার শাসনকাল পুনর্মিলন, জাতি গঠন, এবং একটি নতুন দক্ষিণ আফ্রিকা গঠনের উপর কেন্দ্রিত ছিল।

এক মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার পর ম্যান্ডেলা পদত্যাগ করেন, কিন্তু ২০১৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রচারক হিসেবে কাজ করেন। তাঁর জীবন সংগ্রাম দৃঢ়তা, ক্ষমা এবং ন্যায়বিচারের জন্য লড়াইয়ের শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত

মার্ক জাকারবার্গের গল্পটি শুরু হয় ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণের মাধ্যমে। ছোটবেলা থেকেই তিনি প্রোগ্রাম...
22/09/2024

মার্ক জাকারবার্গের গল্পটি শুরু হয় ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণের মাধ্যমে। ছোটবেলা থেকেই তিনি প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী ছিলেন। স্কুলে পড়ার সময় থেকেই কম্পিউটার প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জন করতে থাকেন এবং খুব অল্প বয়সেই বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে শুরু করেন।

২০০৪ সালে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তিনি ফেসবুকের আইডিয়া নিয়ে কাজ শুরু করেন। ফেসবুক প্রথমে একটি ছোট ক্যাম্পাস প্রজেক্ট হিসেবে শুরু হলেও দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে এটি সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে। ফেসবুকের মাধ্যমে মার্ক বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী উদ্যোক্তায় পরিণত হন।

তার কাজের জন্য তাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে, তবে তিনি তার লক্ষ্য থেকে কখনও সরে যাননি। মার্ক জাকারবার্গের উদ্ভাবনী ক্ষমতা ও কঠোর পরিশ্রম তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে, যা অনেকের জন্যই একটি অনুপ্রেরণার উৎস

এক বৃদ্ধ ট্রেনে উঠেছেন। গোটা কামরায় বৃদ্ধএকাই ছিলো । হঠাৎ ১২ জন  Gen-Z (গেন্জি) চলন্ত ট্রেনেরঐ বগিতে উঠেই চিৎকার করে গান...
22/09/2024

এক বৃদ্ধ ট্রেনে উঠেছেন। গোটা কামরায় বৃদ্ধ
একাই ছিলো । হঠাৎ ১২ জন Gen-Z (গেন্জি) চলন্ত ট্রেনের
ঐ বগিতে উঠেই চিৎকার করে গান গাইতে শুরু করল । ছুরি দিয়ে আম কেটে কেটে খাচ্ছিলো ।

হঠাৎএকটি গেন্জি বলে উঠলোঃ
"চল আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে
থামিয়ে দেই।"
২য় গেন্জি: "না দোস্ত, লেখা আছে পাঁচ
শত টাকা জরিমানা অনাথায় ছয় মাস জেল।"
১ম গেন্জি: "আমরা একশো টাকা করে
চাঁদা তুলি । ১২ শ টাকা হবে । বাকী
৭ শো টাকা দিয়ে লাঞ্চ করবো ।

Let's have fun friends"
(বারোশো টাকা তুলে ১ম গেন্জির পকেটে রাখলো)
৩য় গেন্জি: "দোস্ত, আমরা চেইন টেনে
ঐ বুইড়াটাকে দেখিয়ে দিলে পাঁচ শো
টাকাও বাঁচলো Fun হলো । আমরা ১২
জনে সাক্ষী দিলে টিটি মেনে নেবে ।"

বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোড় করে
বললোঃ "বাবা, তোমরা আমার ছেলের
বয়সী। কেনো আমাকে বিপদের মধ্যে
ফেলবে?"

গেন্জিগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে চেইনটায় টান দিল।
টিটি চলে এসে জিজ্ঞাসা করলোঃ "কে চেইন টেনেছে" ? গেন্জিগুলো বৃদ্ধকে দেখিয়ে বললোঃ
"ঐ চাচা মিয়া টেনেছে ।"টিটি বৃদ্ধকে বললোঃ "অকারনে চেইনটানলে পাঁচ শত টাকা জরিমানা অথবা ৬ মাস জেল ।

"গেন্জিগুলো চিৎকার করে বললোঃ "স্যার, বুইড়া অকারনেই
টেনেছে। হো হো হো হো........."

বৃদ্ধ একটু দাঁড়িয়ে বললোঃ "টিটি সাহেব আমি বিপদে পড়েই চেইন টেনেছি ।"
টিটি বললোঃ "কি বিপদ?"
বৃদ্ধ বললোঃ "ঐ গেন্জিগুলো আমার গলায় ছুরি ধরে আমার বারো শো টাকা ছিনতাই করেছে ।"
টিটি বললোঃ "কি সর্বনাশ?"
বৃদ্ধ বললোঃ "দেখুন ঐ গেন্জিটির পকেটে
টাকা আর ঐ ব্যাগে ছুরি।"

টিটি পুলিশ কল করে ১২জন গেন্জিকে
গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলো।
তখন বৃদ্ধ তার পাকা চুল আর দাড়ি দেখিয়ে
গেন্জিগুলোকে বললোঃ
" হে হে এইগুলো বাতাসে পাকে নাই"
(Story collected)

06/08/2024

আলহামদুলিল্লাহ। শীঘ্রই দেশে আসছেন আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারী। ❤️

16/07/2024

এ কেমন স্বাধীন দেশ 💔😢.?
মনে হচ্ছে এক টুকরো ফিলিস্তিন 😅💔চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার ❗
Follow : busy bee

One man army 🗿💥অন্যায় কি করা হচ্ছে না আমাদের সাথে।
Time changes everything 💥
গর্বিত মায়ের গর্বিত সন্তান 🫡
W boys💥
আদর্শ ঘরের সন্তান ♥️ #ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি
১৫ জুলাই ২০২৪, সোমবার
কোটা সংস্কার আন্দোলন নিয়ে শেখ হাসিনার নেংরা মন্তব্য এবং সরকারী চাকুরীতে বিভিন্ন ধরণের কোটা পুনর্বহালে করে মেধাবীদের নিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদকারী ‘কোটা সংস্কারের দাবী’তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের বর্বরতার পর পরবর্তী কর্মসূচি জানিয়ে সংবাদ সম্মেলন।

#কোটা_সংস্কার #কোটা_বাতিল #চাকুরিতে_কোটা #সরকারী_চাকুরী #ছাত্র_বিক্ষোভ #প্রতিবাদরক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়...
ছাত্রলীগ সন্ত্রাসীদের নির্যাতন থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরা।

Blood everywhere at Dhaka University...

Women students did not escape from the torture of Chhatra League terrorists.৫ ঘণ্টা রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়
===================================

16/07/2024

একবোনের আর্তনাদ 😢😢
কিছু বলার ভাষা নেই।
এই আর্তনাদ গুলো হৃদয়কে একেবারে ভেঙ্গে দেয়।

অন্যায় কি করা হচ্ছে না আমাদের সাথে।
Time changes everything 💥
গর্বিত মায়ের গর্বিত সন্তান 🫡
W boys💥
আদর্শ ঘরের সন্তান ♥️ #ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি
১৫ জুলাই ২০২৪, সোমবার
কোটা সংস্কার আন্দোলন নিয়ে শেখ হাসিনার নেংরা মন্তব্য এবং সরকারী চাকুরীতে বিভিন্ন ধরণের কোটা পুনর্বহালে করে মেধাবীদের নিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদকারী ‘কোটা সংস্কারের দাবী’তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের বর্বরতার পর পরবর্তী কর্মসূচি জানিয়ে সংবাদ সম্মেলন।

#কোটা_সংস্কার #কোটা_বাতিল #চাকুরিতে_কোটা #সরকারী_চাকুরী #ছাত্র_বিক্ষোভ #প্রতিবাদরক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়...
ছাত্রলীগ সন্ত্রাসীদের নির্যাতন থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরা।

Blood everywhere at Dhaka University...

Women students did not escape from the torture of Chhatra League terrorists.৫ ঘণ্টা রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়
===================================

16/07/2024

রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়...
ছাত্রলীগ সন্ত্রাসীদের নির্যাতন থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরা।

Blood everywhere at Dhaka University...

Women students did not escape from the torture of Chhatra League terrorists.৫ ঘণ্টা রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়
===================================

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি
১৫ জুলাই ২০২৪, সোমবার
কোটা সংস্কার আন্দোলন নিয়ে শেখ হাসিনার নেংরা মন্তব্য এবং সরকারী চাকুরীতে বিভিন্ন ধরণের কোটা পুনর্বহালে করে মেধাবীদের নিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদকারী ‘কোটা সংস্কারের দাবী’তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের বর্বরতার পর পরবর্তী কর্মসূচি জানিয়ে সংবাদ সম্মেলন।

#কোটা_সংস্কার #কোটা_বাতিল #চাকুরিতে_কোটা #সরকারী_চাকুরী #ছাত্র_বিক্ষোভ #প্রতিবাদআদর্শ ঘরের সন্তান ♥️

Address

London Colney

Telephone

+8801827598901

Website

Alerts

Be the first to know and let us send you an email when BUSY BEE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BUSY BEE:

Videos

Share