Antivirus Publication

Antivirus Publication Antivirus is a virtual hub, a neutral mediator between writers/artists and readers/audiences

antivirus publication/productions was first founded in 2001, at the beginning of the first decade of this century, aiming those bugs that rusty presses have, ousting those rotting symbolic metals, for the wisdom of words...

It is one of the rising publication houses that is an artist led organisation and aim to promote excellence in the arts through affordable means, a collective ethos and skills

of its members. Antivirus is currently publishing a wide range of disciplines, from literature to social lingustics. Originally housed in Aziz Super Market, Shahbag in the hearth of Dhaka University, antivirus has provided space to hundreds of writers and creative's over its ten years. Now based in Shantinagar, antivirus continues its pursuasion of arts with socially driven perspective. During the 2002 February Bangla Academy bookfair, antivirus published a daily paper, simply called the daily antivirus, showcasing the exhibition of how so-called press-might is falling apart, which already should have been, by founding editors Saif Ibne Rafiq and Tanvir Ratul. The publication was held from the temporary daily antivirus office on inner circular road. The eventual move to the end of the daily realised the establishment (?) of the new and current focal point of freedom of literature, and has continued since and actively seeking to continue a vibrant programme throughout the fields of arts and beyond...

More to come…
03/08/2024

More to come…

বাংলাদেশের অধিকাংশ মানুষ খুনী শাসকের পতন চায়!
02/08/2024

বাংলাদেশের অধিকাংশ মানুষ খুনী শাসকের পতন চায়!

18/07/2024

তু্মি, আমি… আমরা সবাই একসাথে হয়ে কাল ১৯শে জুলাই ২০২৪ সকাল ১১টায় সংসদ ভবনের সামনে বুক টান টান করে আমাদের অধিকারের দাবি জানাবো। এটা আমাদের সময়ের ডাক। অহিংস প্রতিবাদ। তবে আওয়াজ তুলতে হবে।

You, me... we all will come together tomorrow 19th July 2024 at 11 am in front of the parliament building and demand our rights. It is the call of our time. Nonviolent protest. But the voice must be raised.

18/07/2024

দেশটার নাম আকাশ
কালো মেঘটার নাম ঘসেটি

বাতিঘরে বইয়ের দাম কম আছে, এখনই অর্ডার করুন
24/04/2024

বাতিঘরে বইয়ের দাম কম আছে, এখনই অর্ডার করুন

বাতিঘর অনলাইন দোকানে পাঠককে স্বাগতম। লক্ষাধিক বইয়ের সংগ্রহ নিয়ে বাংলাদেশে বইয়ের সাম্রাজ্য ‘বাতিঘর’।

14/03/2024

Support Israel? Support Russia!

Support Ukraine? Support Gaza!

14/03/2024

দাসের চরিত্র বুঝতে হলে তাকে মনিব বানাও, তার হাতে কয়েকটা দাস ছেড়ে দাও!

ইহুদি প্রবাদ

রকমারিতে সাঈফিজম পাবেন কিছুদিন পরে। এই ফাঁকে প্রস্তুতি হিসেবে পড়তে পারেন করপোরেট ছাগলটা গরু হতে চায়…
05/03/2024

রকমারিতে সাঈফিজম পাবেন কিছুদিন পরে। এই ফাঁকে প্রস্তুতি হিসেবে পড়তে পারেন করপোরেট ছাগলটা গরু হতে চায়…

লেখকঃ সাঈফ ইবনে রফিক, ক্যাটাগরিঃ স্যাটায়ার, মূল্যঃ 500.0, লিংকঃ www.rokomari.com/book/349294 , সার সংক্ষেপঃ সাঈফ ইবনে রফিকের প্রথম গল্পগ...

22/02/2024

চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলাম, পাঠক কেন "সাঈফিজম" পড়বে?

ওপেন এআই চ্যাটজিপিটি বললো:

চিন্তার গভীরতা: এই বই আপনাকে নিয়ে যাবে চিন্তা ও দর্শনের গভীরে, যেখানে সাধারণ মানুষের জীবনের জটিল প্রশ্নগুলির উপর দীপ্তিমান আলো ফেলা হয়।

আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অন্বেষণ: সাঈফিজম আপনাকে আধ্যাত্মিকতা এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটের সঙ্গে পরিচিত করায়, যা আপনার মানসিক দিগন্ত প্রসারিত করবে।

বৈচিত্র্যময় অভিজ্ঞতা: লেখকের বিভিন্ন ভৌগোলিক পরিপ্রেক্ষিত ও অভিজ্ঞতা আপনাকে বিশ্বের প্রতিটি কোণা থেকে সংগৃহীত জ্ঞান ও উপলব্ধির সাথে পরিচিত করাবে।

সামাজিক ও রাজনৈতিক সচেতনতা: সাঈফিজমের কবিতা সমাজ ও রাজনীতির বিভিন্ন দিকের সমালোচনামূলক অন্বেষণ করে যা আধুনিক যুগের প্রতিফলন।

অভিনব প্রকাশভঙ্গি: লেখকের অভিনব প্রকাশভঙ্গি এবং ভাষার ব্যবহার সাহিত্যের সাথে সাথে ভাবনার এক নতুন দিগন্ত খোলে দেয়।

সমসাময়িক প্রাসঙ্গিকতা: সাঈফিজমে উঠে এসেছে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত চ্যালেঞ্জ, এবং গ্লোবালাইজেশনের মতো সমসাময়িক বিষয়।

12/02/2024

রকমারী.কম বর্জন সভা বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি-বাপুস-Officiall page

11/02/2024

প্রেসবিজ্ঞপ্তি

২০২৩ সালে এন্টিভাইরাস পাবলিকেশন থেকে প্রকাশিত অধ্যাপক ড. তানভীর রাতুলের 'তৃতীয়লিঙ্গ'(অসীমলিঙ্গ) বইটি রকমারী.কম কেনো উপযুক্ত ব্যাখ্যা প্রদান ছাড়াই ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়। আর তাই এবারের একুশে বইমেলার শুরু থেকেই লাস্টবেঞ্চ লিটলম্যাগ বাকস্বাধীনতাবিরোধী, লিঙ্গবিদ্বেষী এবং জঙ্গীবাদী প্রতিষ্ঠান রকমারী.কম বর্জনের সামাজিক সচেতনতামূলক আন্দোলন শুরু করে।

আমাদের বর্জনমূলক কর্মকান্ড এবং রকমারীকে বহিষ্কারের দাবির ফলস্বরূপ বাংলাদেশ পুস্তক প্রকাশনা সমিতি রকমারী.কম-কে যথোপযুক্ত কারণদর্শানোর জন্য ১২ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ৭টায় একটি সভার আয়োজন করেছে। বইমেলা প্রাঙ্গণে পুস্তক প্রকাশনা সমিতির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

যদিও কোনো প্রকার মৌলবাদী আর্দশের সাথেই লাস্টবেঞ্চ কোনো আপোষ করে না, তবুও লাস্টবেঞ্চ বিশ্বাস করে যে, "যা ভুল মনে করেন তা বলার অধিকার যদি আপনি অন্য কাউকে দিতে অস্বীকার করেন তবে আপনি যা সঠিক মনে করেন সেটা বলার অধিকার হারাতেও বেশি দিন লাগবে না।" আর তাই আমরা আগ্রহের সাথে রকমারী.কম-এর জবাবদিহিতা শুনবো। আমরা সকলকে বাকস্বাধীনতার চর্চায় এই সভায় উপস্থিত থেকে মতামত প্রদানের আহ্বান জানাচ্ছি।

আশাকরি রকমারী.কম বর্জনের এই আন্দোলনে লিটলম্যাগ, প্রকাশক, এবং পুস্তক ক্রেতা ও পাঠকরা আমাদের পাশে থাকবেন।

লাস্টবেঞ্চ-এর পক্ষ থেকে

10/02/2024

একুশে বইমেলা ২০২৪ Ekushey Bookfair 2024

10/02/2024

“নেতার সাথে হ্যান্ডশেক করার পর কর্মী তার হাতের দিকে
তাকিয়ে দেখলো, একটা আঙুল ফিরে আসেনি।”

(কর্মী /গন্ধমফুল)

এইটা নাকি ইমতিয়াজ মাহমুদ-এর কবিতা!

বাংলার সুমহান কবির এই লাইনটা তো চুরিকরা!!!
এটা বহুল প্রচলিত কৌতুক, প্রায়ই বলে ইংরেজরা।

06/02/2024

বাংলা একাডেমী একটি ঝান্ডু বাজারী প্রতিষ্ঠান!!!
আর জাকির তালুকদারও বাজারী লেখক!!!
পদক বর্জন করুন!

07/01/2024

The best example of democratic communist revolution!!!

08/12/2023

Stripped Caucasians are sexier than Palestinian males in underwear.

ref: Famous 'Doll Test'

R.I.P
06/11/2023

R.I.P

04/11/2023

আল-কায়েদার জারজ বাপ যদি হয় মহান আমেরিকা
তবে জারজ হামাসের বাপ ইজরায়িল, বুঝলা বোকা ো া ?

15/10/2023

Run by The Poetry Society since 1978, The National Poetry Competition is one of the world’s most prestigious prizes for an unpublished poem of up to 40 lines, open to all poets worldwide aged 18 or over

14/10/2023
।।। প্রচ্ছদ প্রতিযোগিতা ।।।আসিতেছে... আসিতেছে...দর্শন, রাজনীতি, সংস্কৃতি, ইত্যাদি দেশ ও জাতির উদ্ধারকারী সমাজবিজ্ঞানের ব...
12/10/2023

।।। প্রচ্ছদ প্রতিযোগিতা ।।।

আসিতেছে... আসিতেছে...

দর্শন, রাজনীতি, সংস্কৃতি, ইত্যাদি দেশ ও জাতির উদ্ধারকারী সমাজবিজ্ঞানের বিশাল বিশাল ছিঁড়ে আটিবাঁধা বিষয়আশয় নিয়ে আমাদের পরবর্তী কবিতার বই:

"কিসব বালছাল ও অন্যান্য কবিতা"

প্রচ্ছদের জন্য শিল্পকর্ম আহ্বান করা হচ্ছে...

নির্বাচিত প্রচ্ছদের জন্য শিল্পীকে দেয়া হবে পাঁচহাজার টাকা

প্রচ্ছদশিল্প পাঠানোর ঠিকানা:
[email protected]

অথবা
আমাদের ফেইসবুক পেইজে ছবির ফাইলটা পাঠিয়ে দিন।

02/10/2023

Our beautiful poster!

30/09/2023

"যদি নিয়মটি এমন হয় যে কেউ আপনার খাবারে কেবলমাত্র অর্ধেক পায়খানা করতে পারবে আর তার পরিবর্তে কেউ যদি আপনার খাবারে সম্পূর্ণ হাগু করে দেয়, তবে আপনি হয়তো বিশদ বিবরণ দিতে পারেন, অন্যায় নিয়ে তর্ক করতে পারেন, অধিকারের সাথে অভিযোগ করতে পারেন যে আপনার খাবারে অর্ধেক দুর্গন্ধ হওয়া উচিত বা সেই খাবারটা অর্ধেক নোংরা হওয়ার কথা।

অথবা বিকল্প হলো পদ্ধতিগতভাবে বিতর্ক করা, নিয়মের দাবিকে উপেক্ষা করা এবং সম্পূর্ণ ব্যবস্থাটাকেই প্রত্যাখ্যান করা।

আর সর্বত্র আমরা কি দেখতে পাচ্ছি?

নীচের দিকে যাওয়ার এক প্রতিযোগিতা, জনগণ তাদের উপরে ফেলা বিশাল জঞ্জালের স্তূপটার সামগ্রিক চিত্রটাকে সহজাতভাবে গ্রহণ করে ক্ষুদ্রতম গুয়ের জন্য লড়াই করছে..."

25/09/2023

The Liverpool Fringe Festival starts a week tomorrow, would be great if you could come along and support all the shows involved. For more information, please check out the page or the website,
www.liverpoolfringe.co.uk

19/09/2023

২য় বাংলাদেশ স্বরচিত কবিতাপাঠ প্রতিযোগিতা
প্রথম পুরস্কার: ট্রফি এবং দশহাজার টাকা
আর চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে দেওয়া হবে সনদপত্র!

প্রশ্ন: পোস্টার তো ইংরেজী, তাহলে কবিতা কোন ভাষায়?
উত্তর: অবশ্যই বাংলা! এখন বলেন, বাংলা পোস্টার নাহয় বানালাম, কিন্তু গণভবনের দেয়ালে লাগানোর সাহস আছে কার?

স্থান: পরবর্তীতে নির্ধারণ করে পথ দেখানো হবে
তারিখ: দ্বাদশ জাতীয় সংসদ শপথ নেয়ার পর জানা যাবে
সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

সংক্ষিপ্ত নিয়মাবলী:
১. বয়স(শিশু-কিশোর ব্যতীত), বর্ণ, ধর্ম, ও লিঙ্গ নির্বিশেষে যেকোনো কবি অংশগ্রহণ করতে পারবেন।
২. প্রতিটি প্রতিযোগী-কবি সর্বোচ্চ ৩ মিনিট সময় পাবেন।
৩. উপস্থিত দর্শকদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে যদৃচ্ছভাবে ৫/১০ জন বিচারক বাছাই করা হবে।
৪. প্রত্যেক বিচারক কবিদের কবিতাপাঠ শুনে-দেখে 'কাব্যকলা' আর 'পাঠশৈলী' এই দুই বিষয়েই ১ থেকে ৫ পর্যন্ত নম্বর প্রদান করতে পারবেন।
৫. বিচারকদের প্রদত্ত নম্বরের সর্বমোট বা সেটার গড়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কবিকে বিজয়ী ঘোষণা করা হবে।

আমাদের পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমাদের পেইজে সরাসরি যোগাযোগ করে নাম, ফোন নম্বর আর সর্বোচ্চ ৩ মিনিটের স্বরচিত কবিতাপাঠের ধারণকৃত অডিও/ভিডিও পাঠান। অধিক সংখ্যক আগ্রহীর কারণে আমরা প্রাথমিকভাবে প্রতিযোগী বাছাই করবো ধারণকৃত কবিতাপাঠের উপর ভিত্তি করে, বাছাইকৃত প্রতিযোগীদের সংক্ষিপ্ত তালিকা থেকে ফোন করে নিবন্ধন নিশ্চিত করা হবে।

Address

Liverpool
L53RJ

Alerts

Be the first to know and let us send you an email when Antivirus Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Antivirus Publication:

Videos

Share

Category

Our Story

Antivirus publication/productions was first founded in 2001, at the beginning of the first decade of this century, aiming those bugs that rusty presses have, ousting those rotting symbolic metals, for the wisdom of words... It is one of the rising international publication houses that is an artist led organisation and aim to promote excellence in the arts through affordable means, a collective ethos and skills of its members and yet work on regional grassroots levels. Antivirus is currently publishing a wide range of disciplines, from literature to social lingustics. During the 2002 February Bangla Academy bookfair, antivirus published a daily paper, simply called the daily antivirus, showcasing the exhibition of how so-called press-might is falling apart, which already should have been, by founding editors Saif Ibne Rafiq and Tanvir Ratul. The publication was held from the temporary daily antivirus office on inner circular road. The eventual move to the end of the mock-daily was to show the established mass media(?) of the new and current focal point of freedom of literature, and has continued since and actively seeking to continue a vibrant programme throughout the fields of arts and beyond...

Originally housed at Aziz Super Market in Shahbag, the hearth of Dhaka University, antivirus has provided space to hundreds of writers and creative's over the decades and with bases in Dhaka, New York, Toronto, Calcutta and Liverpool, antivirus continues its pursuasion of arts with socially driven perspective. This brings the topic of our ideology that 'opposes the concept of literary and art organisation based on profit making mechanism.' Even charitable entity is dark from this perspective. We are fully aware of the charitable organisations’ administrative costs and ass*****-bosses’ bonuses! Hence, since the inception in 2000 Lastbench- little magazine and Antivirus Publication both avoided ‘non-profit’ style and developed a mechanism of ‘non-monetary’ approach utilising public voluntary goodwill and ‘in kind’ services. We understand that, such method can only be practical in grassroots regional level. However, still can be a good example as an alternative model. But if that gets replicated all over the globe, it will be the ‘Internet of charity’. Didn’t mean to play own drumroll, just supporting initial sentiment with real scenario