24/10/2024
শিরোনাম: “সংস্কার”
(সংবিধিবদ্ধ ঘোষণা: চলচ্চিত্রটি নির্মানের স্বার্থে কোনোপ্রকার বই ছেঁড়া বা কোনো প্রকার ক্ষতিসাধন করা হয় নি!)
দৃশ্য ১: সংসদের সামনের রাস্তা
(ক্যামেরা প্যান করে ঝালমুড়ি বিক্রেতার দিকে, যিনি সংসদের সামনের ফুটপাতে দাঁড়িয়ে ঝালমুড়ি মাখাচ্ছেন। ভিড়ের মধ্যে লোকজন যাচ্ছে আসছে। ঝালমুড়িওয়ালা খালিহাতে মুড়ি মাখাতে ব্যস্ত।)
ঝালমুড়িওয়ালা: (হাসি দেয়)
(তিনি ঝালমুড়ি মাখাতে মাখাতে হঠাৎ বগলে হাত দেন এবং চুলকাতে শুরু করেন। তারপর আবার মুড়ি মাখানোতে মন দেন। এরপর তিনি মলাটে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান' লেখা পুরনো একটা গ্রন্থ থেকে কাগজের পৃষ্ঠা ছিঁড়ে সেখানে মাখানো ঝালমুড়ি রাখেন)
ক্রেতা: (আশ্চর্য হয়ে তাকিয়ে)
ঝালমুড়িওয়ালা: (হাসে)
(খদ্দের মাথা নাড়ায় এবং দ্রুত চলে যায়।)
দৃশ্য ২: বিকেলের সময়
(ঝালমুড়িওয়ালা আবারও ঝালমুড়ি বানাচ্ছেন, কিন্তু এবার তার হাতে প্লাস্টিকের হাতমোজা। তিনি মনোযোগ সহকারে মুড়ি মাখাচ্ছেন, হঠাৎ তার পেছনে চুলকানি শুরু হয়।)
ঝালমুড়িওয়ালা: (হেসে নিজেই কথা বলে)
(তিনি ঝালমুড়ি মাখাতে মাখাতে পেছনটা চুলকাতে শুরু করেন। পাশের এক ব্যক্তি এটি দেখে হতবাক হয়।)
পথচারী: (বিরক্ত হয়)
ঝালমুড়িওয়ালা: (আবার হাসি দেয়)
(পথচারী মাথা নাড়িয়ে চলে যায়। ঝালমুড়িওয়ালা তার কাজে ব্যস্ত থাকে।)
দৃশ্য ৩: সংসদের সামনের পথ
(ক্যামেরা ধীরে ধীরে ঝালমুড়িওয়ালার থেকে দূরে সরে যায়। ব্যাকগ্রাউন্ডে মানুষের কোলাহল এবং গাড়ির আওয়াজ শোনা যায়। ঝালমুড়িওয়ালা এখনো তার ঝালমুড়ির ঠোঙা নিয়ে ব্যস্ত।)
ঝালমুড়িওয়ালা: (নিজের সাথে কথা বলে)
(পেছনে-দূরে দৃশ্যমান সংসদ ভবনটাকে উল্টো দেখা যায়।)
শেষ।