Jaker Abdul Hamid

Jaker Abdul Hamid I am a Muslim. I know that the only true religion is Islam. Believe it or not, Allah is our creator.

সোহরাওয়ার্দী তুমি ধন্য ওয়ারিছে রাসুলদের চরণ তলে পিষ্ট হতে পেরে।সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি ধুলোবালিছাই সাক্ষ, আলেমরা...
05/11/2024

সোহরাওয়ার্দী তুমি ধন্য ওয়ারিছে রাসুলদের চরণ তলে পিষ্ট হতে পেরে।
সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি ধুলোবালিছাই সাক্ষ, আলেমরা প্রতিনিধিত্বের সর্বস্ব রেহাই করেছেন।

👬চলো বন্ধু ভাত খাওয়ামু!🧍🏿‍♂️ না বন্ধু মরতে চাই না🇧🇩🙁
21/09/2024

👬চলো বন্ধু ভাত খাওয়ামু!
🧍🏿‍♂️ না বন্ধু মরতে চাই না🇧🇩🙁

12/09/2024

সুস্থ রুচির পরিচয় দিয়েছে সিলেটের শিল্পীরা। আরিফ বিল্লাহ সহ যারা যারা কাওয়ালী উপহার দিয়েছেন তাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। জাযাকাল্লাহ❤️❤️❤️

11/09/2024

মাজার ভাঙচুর করিয়া দিছে☹️

তাই গাজাখোর সব কাওয়ালীতে যোগ দিছে😂
তাদের সুরের মূর্ছনা সব গাজারই বরকত🤣

বাকি রইলো মুরিদানের কথা,
আগে সাধারণ জনগণকে মাজার পূজারী বলা হতো। এখন দেখি পুরো উল্টো🤬

কিছু লেবাসদারি হুজুর, জন্মগত সূত্রে এরা বাবার ভক্ত।
সরাসরি গানের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার রেকর্ড গড়েছেন তারা। কিন্তু লেবাসের সাথে এটা মানায়না তাই চলমান বাদ্যযন্ত্র সহ কাওয়ালিকে যাওয়ায গোষনা করেছেন তারা। তাদের দলিলের সূত্র : কিতাবের চটি নোট ও পরিপরিক্ষার সহযোগী বাংলা সাজেশন পত্র🤣

بے ادب نہ ادب ھیے بد سوچھ دونیا۔با ادب مجبور اب ھیے نہ سمجھ بھوڑیا۔সাময়িক বেয়াদব পুরোই আদবহীন , এটা দুনিয়ার গান্দেগীপূর্...
08/09/2024

بے ادب نہ ادب ھیے بد سوچھ دونیا۔
با ادب مجبور اب ھیے نہ سمجھ بھوڑیا۔

সাময়িক বেয়াদব পুরোই আদবহীন , এটা দুনিয়ার গান্দেগীপূর্ণ ধারনার একটি।
যাকে ভদ্রতার কাঠগরায় দেখা যাচ্ছে , সেতো তার স্থানে বাধ্য হয়ে দাড়িয়ে আছে, সেটা জ্ঞানপাপীরা বুঝতে অক্ষম।

সব কিছুরই উর্ধে ইলমের স্থান।
তাই চোখ বন্ধ করেই আলেমের সাথে থেকে যান।
ভ্রষ্টতার চাদরে ঢাকবেনা সে,
দুনিয়া পথের খুজে ফিরবেই যথাস্থান।

05/09/2024

🚨🚨🚨

নির্লজ্জের চরম সীমায় কিছু আবেগের গোলাম মোল্লারা!!

* গান বাজনা হারাম এতে সন্দেহ থাকলেও তো কাফের।
ভালো কথাও যদি বাজনা সহ বলে সেটাও হারাম। এবার সেই বাজনা যদি হয় আল্লাহ রাসূলের (সা:) নামের সাথে।এমন নোংরামির পরিচয় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।তাদেরকে নিয়ে খুব বেশি কিছু বলছি না কারণ তারা দ্বীন আর বুঝেইবা কতটুকু। তাদের সেই অপকর্ম প্রচার করা হচ্ছে ‘‘কাউলি,, ইত্যাদির নামে। প্রচারনায় রয়েছেন কুখ্যাত সেই মোল্লারা, যাদের কথা বলতে চাচ্ছি।

*অবাক হলাম, ওরা বেশির ভাগই কওমী মাদ্রাসার ছাত্র।

*এই গুনাহ, সেটা যে আসলেই শরিয়তের ভাষায় গুনাহ, এতটুকু সাব্যস্ত করতে করতে উলামায়ে কেরাম কেহ কেহ গত হয়ে গেছেন, আবার কেহ এখনো লেগে আছেন। তাদেরই উত্তরসূরী পরিচয় দিয়ে এমন কাজ খুবই ঘৃণ্যকর, অসহনীয়☹️

*আমাদের করণীয় ছিল; দমন করা। কিন্তু আমরা সেটাকে আরো ছরিয়ে দিচ্ছি । আর সাথে হালাল নামকরণ : দফ/ কাউলি।

আল্লাহ হেফাজত করুন!!!

28/08/2024

🚨🚨🚨
আমার পরিবারের ফেসবুকে যারা আছে তাদের সবার থেকে আইডি গোপন রেখেছি, যাতে সবধরনের বিনোদন মূলক পোস্ট, কখনো কঠিন হাস্যকর জিনিস যা পরিবার সাপোর্ট করেনা এসব কার্যকর করে থাকি।
🚨কিছু আবাল মার্কা রিলেটিভ তারা আমার বাবা বা ভায়ের কাছে পার্সনালি তা পৌঁছায় 🤬🤬

কয়েকদিন আগে আমার সম্পর্কে বাে,,র মামা হয় । সে তার ফোন থেকে বাবাকে এসব দেখায় । তো আমি এখনো তাকে কিছু বলিনি। কারণ আমার এই সামর্থ্য নেই যে পারিবারিক দাঙ্গায় জড়াবো। তবে সময় আসলে খুবই কঠিন বদলা নিবো ইনশাআল্লাহ!!
যারাই করবেন বুঝে শুনে করবেন ।

04/08/2024

কখনো রোগ ছড়ানোর ভয়ে পুরো অঙ্গ কাটতে হয়।
সমাজের জন্য মহারোগ ছাত্রলীগকে এলাকা ভিত্তিক জবাই করা আবশ্যক।
আমার এলাকা চারাধিঘীরপার সহ কুমারপাড়া, নয়াসড়ক সহ সবাই জাগ্রত হোন। ভিতরে দেশপ্রেম থাকলে নিজের ঘর থেকে শুরু করুন। একান্ত না পারলে ঘর থেকে ওদেরকে বের করে দেন।

আলতাব আলী পার্ক। একটাই দাবি; পদত্যাগ চাই।
04/08/2024

আলতাব আলী পার্ক। একটাই দাবি; পদত্যাগ চাই।

সবার আগে ইসলাম 🔴🔴✊একটি আশ্বাস দেন যে এই হাসুর পদত্যাগ হলে ক্ষমতা পাবে একজন দীনদার পুরুষ ব্যক্তি। নারী নেতৃত্ব মুখে মুখে ...
01/08/2024

সবার আগে ইসলাম 🔴🔴✊

একটি আশ্বাস দেন যে এই হাসুর পদত্যাগ হলে ক্ষমতা পাবে একজন দীনদার পুরুষ ব্যক্তি। নারী নেতৃত্ব মুখে মুখে হারাম না হয়ে কাজে রূপান্তরিত হবে। ইসলামী রাষ্ট্রে ইসলামী হুকুমতের ব্যবস্থা হবে। তখন অবশ্যই ক্বওমী মাদ্রাসার ছাত্রদেরকে পাশে পাবেন।
আবারো নারী নেতৃত্বের মতো জগন্যতম অপরাধে যোগদান করবেন, এতো বড় পাপের বস্তা কোন আলেম বহন করতে পারেন না।

18/07/2024

পদত্যাগ তো সে করবে যে আসলেই পদের অধিকারী ছিল।
হাসিনা উরফে বস্তি কন্যা তো অবৈধ ছিল।তাকে বলা হবে নিজ দায়িত্বে ড্রপ হয়ে যা নয়ত জুতা দিয়ে পিঠিয়ে ড্রপ করা হবে।

16/07/2024

আমরাই ওদের গায়ে শক্তি যোগাই।
আমরাই অধিকার আদায়ে লড়ে যাই।

আওয়ামী/ ছাত্র লীগ অন্য গ্রহের কোন মানুষ করে না, বরং আপনার ভাই , প্রতিবেশী লোকেরাই করে।
আপনি বলতে পারেন; একটা দলের সবাই তো খারাপ নয়।
আবার আপনিও বলছেন সৎ সঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ!

এলাকার সবচেয়ে বখাটে লোকেরা আওয়ামী/ ছাত্র লীগ করে এটা লিখে দিতে পারবো। কেউ যোগদানের আগে ইতর ছিল কেউ যোগদানের পরে অসভ্য হয়েছে।

মূলকথা হলো; আমাদের জনগণ তাদের সঙ্গে যোগ দেয়ার কারণে দল ভারী হয়েছে। অন্যথায় এই কুকুরের জাতি ,পাইতো না নিষ্কৃতি।

03/07/2024

সবুরে মেওয়া ফলে....
আমাদের বড়রা যে সিদ্ধান্ত নেন, সেটা হজম করতে পারা অনেক বেশি ফায়দাজনক কাজ।

মিশকাত জামাতে এমনিতেই বিষয়বস্তু বহুদিক। তার সাথে ইতিহাসের আরেক দিক নেসাব ভুক্ত করা ভাবতে গেলে কঠিন, কিন্তু আয়ত্ত করা সুকৌশল গ্রহনী বদনে খুবই তুচ্ছ।

*যেমন বৎসরের শুরু থেকেই প্রতিদিন আসরের পরে পনেরো মিনিট অথবা বিশ মিনিট একটি করে ইতিহাস দুই বা তিন বার দেখে পরেন।

*দরস চলাকালীন উস্তাদের পূর্ণ কথাটি মনযোগ সহকারে শুনা।

আমাদের পেরেশানি মূলত পরীক্ষা নিয়ে। অথচ যে উদ্যেশ্যে বিষয়টি নির্বাচিত হলো সেটার প্রতি ভ্রূক্ষেপ করা হয় না। দেওবন্দ ইসলামি ইতিহাসের এক মহা বিপ্লব। তাই তরুণ তালিবুল ইলমরা বিপ্লবী চেতনা নিয়ে যেনো বেড়ে উঠে, সে কারনেই তাহরিকে দেওবন্দ কে বেছে নেয়া হয়।

কঠিন থেকে কঠিন বিষয়, পরীক্ষা আসলে এর একটা সঠিক সমাধান বের হয়েই যায়। সুতরাং এটার ক্ষেত্রেও একটি পথ খুলে যাবে ইনশাআল্লাহ!

11/06/2024

আশা করছি Rs Fahim Chowdhury আযিমের জানাযা যেমন পড়বে, তেমনই পাঁচ ওয়াক্ত নামাজ সাড়া জীবন পড়ে যাবে।

চলাচলের কষ্ট লাঘব করতে যানবাহন তৈরী করা হয়েছে। সেই বাহনকে খেলনায় রূপান্তরিত করে থাকেন এই মুসলিম ভাই। উনার খেলা দেখানো ক্যামেরা-বন্দী করতেন আযিম।
একপর্যায়ে বাহন খেলা নিয়ে আসেন মহাসড়কে। বিশাল সড়কের খেলা খুবই তুচ্ছ মনে করে আযিম সেখানেও ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লেন গাড়ির ছাঁদ বেধ করে। এখন তার জানাযা অনুষ্ঠিত হবে।

এ যেন এক মরণ খেলা🥹

যাহারা শরিয়তের দলিল হিসেবে সৌদিআরব কে উপস্থাপন করতো, তাহারা সেই ভ্রষ্টতার ফলে হামাসের আক্রমণ ভুল বলেছিলো। একই ধৃষ্টতার ফ...
22/05/2024

যাহারা শরিয়তের দলিল হিসেবে সৌদিআরব কে উপস্থাপন করতো, তাহারা সেই ভ্রষ্টতার ফলে হামাসের আক্রমণ ভুল বলেছিলো।
একই ধৃষ্টতার ফলে হামাস সহ পুরো ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কারণে ইরান তাদের চোখে কুৎসিত হয়ে উঠলো।

আজ সেই ভ্রষ্ট, ধৃষ্টরা মরহুম নেতার মৃত্যুতে শিয়া নামক উদ্ধৃতি বকছে।

এক দেশে ছিলো এক রাজা আর এক রানী ,,এসব স্বপ্ন স্বপ্ন থাকাই শ্রেয়, কারণ মুমিনের রাজ্য দুনিয়াতে নয়. আখেরাতে। আজ সে বন্দেগ...
21/05/2024

এক দেশে ছিলো এক রাজা আর এক রানী ,,

এসব স্বপ্ন স্বপ্ন থাকাই শ্রেয়, কারণ মুমিনের রাজ্য দুনিয়াতে নয়. আখেরাতে। আজ সে বন্দেগী করবে তো পরকালে হুর-গিলমান তার জন্য খাদেম হবে।

হাদিসের অংশ: ১/إن الدنيا حلوة خضرة
২/ الدنيا سجن المؤمن و جنة الكافر

পালকি সাজাও আতর মাখাও কাফন কোথায় ওরে!বিদায় তোমায় ডাকে খোদায়নিয়ে যাও কবরে!ইরানের বীর শাসক . আজ আপনি তো কাল আমি গত হবো ...
20/05/2024

পালকি সাজাও আতর মাখাও
কাফন কোথায় ওরে!
বিদায় তোমায় ডাকে খোদায়
নিয়ে যাও কবরে!

ইরানের বীর শাসক . আজ আপনি তো কাল আমি গত হবো । আপনি আপন খোদার কাছে ওমর সমান বীর, আর পুচিবে আমায় খোদা করিয়াছো কি দিয়েছিলাম যাবৎ জ্ঞানের নিবিড়।

মাঝে মাঝে মনে হয় , কতইনা ভালো হতো যদি একজনের কষ্ট অন্যজন কিছু বহন করে তার থেকে দুঃখ একটু হালকা করা যেতো। আমার এক বন্ধু (...
19/05/2024

মাঝে মাঝে মনে হয় , কতইনা ভালো হতো যদি একজনের কষ্ট অন্যজন কিছু বহন করে তার থেকে দুঃখ একটু হালকা করা যেতো।

আমার এক বন্ধু (R) আজ তার বাবা নেই। বয়সে সে আমার একটু ছোট। সব কিছু প্রকাশ করেনা কিন্তু বুঝতে পারি ভিতরে খুব কষ্ট। মাঝে মাঝে কিছু পোষ্ট করে বাবাকে নিয়ে, এর থেকে বুঝতে পারি যে তার বেদনার নিঃশ্বাস কতটা ভারী। আমার খুব মনচায় তার কষ্টগুলো সব নিজের কাঁধে উঠিয়ে নেই। কিন্তু তা কি সম্ভব!
এখনো মনে পড়ে, আমরা ছোট ছিলাম, সে বাবার সাথে হয়ে যাওয়া নিত্যদিনের কথা শুনাতো। তার বাবা একটি বিস্কুট ফ্যাক্টরীর মালিক ছিলেন। সারাদিন কাজ শেষে যখন বাড়ি ফিরতেন , সে বাবার গাড়ি ধুয়ে দিতো।আরো অনেক গল্প বাবাকে নিয়ে।
তার জন্য কিছু করা সম্ভব হয়নি তাই দোয়া করি , তার বাবাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন! তার পথচলা সহজ করে দিন।
আপনারা যারা এই লেখাটি পড়বেন আপনারাও দোয়া করবেন।

Address

Hartlepool

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaker Abdul Hamid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaker Abdul Hamid:

Videos

Share


Other Digital creator in Hartlepool

Show All