Go Ahead এগিয়ে যাও

Go Ahead  এগিয়ে যাও Go ahead guys. Hardworking people can get success and nothing can stop them. Don't think much,just do it . ( Non profit organization )

May Allh give us ability to help vulnerable People and children.

শাহরিন  দীর্ঘদিন জীবনের সাথে যুদ্ধ করে আজ মর্ডান হসপিটালে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় বেলা ৩.৪৫ মিনিটে শেষ  নিঃশ্বাস...
15/12/2024

শাহরিন দীর্ঘদিন জীবনের সাথে যুদ্ধ করে আজ মর্ডান হসপিটালে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় বেলা ৩.৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আপনারা যারা শাহরিন এর জন‍্য দোয়া এবং সহযোগিতা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ । শাহরিন এর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন । আমিন । 🥲🥲🤲🤲

30/11/2024
সময় অনেক বেশি শক্তিশালী তাই ক্ষমতা নিয়ে গর্ব করার কিছু নেই ।
23/11/2024

সময় অনেক বেশি শক্তিশালী তাই ক্ষমতা নিয়ে গর্ব করার কিছু নেই ।

অনেক হলুদ পাখি আছে যারা সময়ে সময়ে রঙ বদলায় আর বিভিন্ন দলের ত্যাগী কর্মীদের পথে বাধা হয়ে দাঁড়ায় । এই হলুদ পাখিগুলো ত...
17/11/2024

অনেক হলুদ পাখি আছে যারা সময়ে সময়ে রঙ বদলায় আর বিভিন্ন দলের ত্যাগী কর্মীদের পথে বাধা হয়ে দাঁড়ায় । এই হলুদ পাখিগুলো তেলের কারনেই কিন্তু নেতারাও বিপদে পড়ে । আমার মনে হয় বাংলাদেশে হলুদ পাখিদের সংখ্যা অনেক বেশি আর দেশ বদলাতে হলে তাদেরকে চিহ্নিত করা খুবই প্রয়োজন । 👍🏽

কুমিল্লায় বন্যাতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেক মানুষ বাড়িঘর বিহীন এবং তাদের বাড়িঘর নির্মাণ করতে অনেক...
04/11/2024

কুমিল্লায় বন্যাতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেক মানুষ বাড়িঘর বিহীন এবং তাদের বাড়িঘর নির্মাণ করতে অনেক টাকার প্রয়োজন ।
আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে বন্যাতে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিভিন্ন জায়গায় দিয়েছি - ১১৩,০০০.০০ টাকা। ( ১ লক্ষ তের হাজার টাকা) ।
আমাদের মাঝে স্কটল্যান্ড প্রবাসী আসাদ জামান নামের এক ভদ্রলোক ৮ হাজার টাকা দিয়ে আমাদের সাথে শরিক হয়েছেন । এই টাকাটা আমরা একজন মহিলাকে গিফট করেছি উনার বাড়িটি নতুন করে নির্মাণ করার জন্য এবং উনার বাচ্চাদেরকে নিয়ে আশ্রয় নেওয়ার জন‍্য। এইটা আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার । উনার বাড়ি করতে আরো অনেক টাকার প্রয়োজন তাই যদি কেহ সাহায্য করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।

বোনটির ঠিকানা হল- সুলতানা আক্তার। গ্রাম- দক্ষিণ রসুলপুর, কুমিল্লা ।

বন‍্যার পানিতে বোনটির বাড়িঘর সবকিছু ধ্বংস হয়েগেছে। এখন নতুন করে সবকিছু তৈরি করতে হবে। দোয়া রইলো আল্লাহ যেন আপনাকে বিপদ থেকে রক্ষা করেন । আমিন।

ভারত থেকে খুনি পালাইছে । দেখা যাক কবে ধরা পড়বে । 👍🏽👌🏻
06/10/2024

ভারত থেকে খুনি পালাইছে । দেখা যাক কবে ধরা পড়বে । 👍🏽👌🏻

চক্রান্ত কারীদেরকে উপযুক্ত শাস্তি না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের টিকে থাকা অসম্ভব হবে । এটাকেই বলে বাংলাদেশে থেকে ভারত...
06/10/2024

চক্রান্ত কারীদেরকে উপযুক্ত শাস্তি না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের টিকে থাকা অসম্ভব হবে । এটাকেই বলে বাংলাদেশে থেকে ভারতের দাসত্ব অর্জন করা।

আপনার দারায় বাংলাদেশ উন্নতি করবে ইনশাআল্লাহ । যারা শোধখোর বলে ভ্রান্ত তথ্য দিয়ে আপনাকে দাবিয়ে রাখতে চেয়েছিল তারা আজকে ...
01/10/2024

আপনার দারায় বাংলাদেশ উন্নতি করবে ইনশাআল্লাহ ।
যারা শোধখোর বলে ভ্রান্ত তথ্য দিয়ে আপনাকে দাবিয়ে রাখতে চেয়েছিল তারা আজকে দেশ ছাড়া ।

ড. মুহাম্মদ ইউনূস এর মত জ্ঞানী লোক আরেকজন বাংলাদেশে জন্ম নিবে নাকি তার সন্দেহ আছে । ❤️👍🏽

আমরা কবে ভালো মানুষ হব? কি এমন অন্যায় ছিল যে জন্য তাকে মেরে ফেলতে হবে?
20/09/2024

আমরা কবে ভালো মানুষ হব? কি এমন অন্যায় ছিল যে জন্য তাকে মেরে ফেলতে হবে?

অতিরিক্ত কোন কিছুই ভালো না তাই অভিশাপ লেগেছে ।বাংলাদেশে মানুষের উত্থান হয় খুব সহজেই আবার পতনও হয় খুব সহজেই আর একবার পতন...
16/09/2024

অতিরিক্ত কোন কিছুই ভালো না তাই অভিশাপ লেগেছে ।বাংলাদেশে মানুষের উত্থান হয় খুব সহজেই আবার পতনও হয় খুব সহজেই আর একবার পতন হলে আর উঠতে পারেনা কারন তাদের নীতির ঠিক নেই।

টাকা আর ক্ষমতা হলে বাংলাদেশে সব করা সম্ভব, কি না করা সম্ভব বাংলাদেশে? দেখেন বাংলাদেশের একজন মানুষকে রাজনীতিবিদ হতে হবে আবার নায়ক হতে হবে তা না হয় ক্রিকেট প্লেয়ার হতে হবে তারপর আবার বউয়ের পাশাপাশি অন্য ২ বা ৩ টা মেয়ের সাথে সম্পর্ক থাকতে হবে ( পরকীয়া ), দেশে এবং দেশের বাহিরে সব যায়গায় বাড়ি গাড়ি চাই । মানে দুই নাম্বারভাবে সব চাই । পৃথিবীর আর কোথাও এমন হয় কিনা আমার জানা নেই । ক্ষমতার অপব্যবহার একমাএ বাংলাদেশেই হয়ে থাকে । 👍🏽

কি জীবন করিলেন অর্জন এখন জেলে থাকতে হবে।
16/09/2024

কি জীবন করিলেন অর্জন এখন জেলে থাকতে হবে।

13/09/2024

আরে এরা কারা? কোথায় থেকে আসে এরা? এইসব তেলবাজ নিজের আপাকেও মনে হয় এতবার আপা ডাকে নাই ….
“নত‌ুন বিশ্ব রেকর্ড।
৮ মি‌নিট ১৭ সে‌কে‌ন্ডে ২৮৭ বার আপা”।

12/09/2024

゚ #বাংলাদেশ

Address

Edinburgh

Telephone

+447555328391

Website

Alerts

Be the first to know and let us send you an email when Go Ahead এগিয়ে যাও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Go Ahead এগিয়ে যাও:

Videos

Share