
16/02/2025
অনেকেই বলে আমার নাকি অনেক জেদ , এতো জেদ নাকি ভালো না। কিন্তু আমার কিছু জেদের কারণেই আজকে আমি এখানে।
ক্লাস টুতে থাকতে নাচের কর্মশালার জন্য ঢাকায় তিনদিনের জন্য গিয়ে থাকি। আব্বু আম্মু যেতে দিবে না। কতকিছু দিয়ে লোভ দেখায়। কিন্তু আমি যাবোই। স্যার আমার ফ্রেন্ড ,ওর মা পর্যন্ত আব্বু আম্মুকে বোঝায়। তারপরো আব্বু আম্মু রাজি না কারণ আমি খুব ছোট,নিজের হাতে খেতেও পারি না তখন। কিন্তু আমার জেদের কারণে আব্বু আম্মু রাজি হয়।💁♀️💁♀️
ছোটবেলায় বরাবরই ক্লাস ক্যাপ্টেন ছিলাম।একবার আমারই ক্লাসের এক ছেলেকে স্টিলের এক স্কেল দিয়ে পিটিয়ে জ্বর আনাই ফেলছিলাম কারণ ও আমার কথা শুনছিলো না।🤦♀️🤦♀️
আর অনেক ভালো স্টুডেন্ট থাকার কারণে সবাই ধরেই নিয়েছিল আমি ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অবশ্যই পাবো। কিন্তু ট্যালেন্টপুলে তো দূরের কথা সাধারনে ও পাই নাই। অথচ আমার সামনে পিছনে যারা ছিল সবার নাম আসছে।😔
সেই জেদের চোটে এমন পড়াশোনা করছিলাম যে ক্লাস এইট এ ট্যালেন্টপুলে বৃত্তি সহ পুরো উপজেলায় দ্বিতীয় আর মেয়েদের মধ্যে প্রথম হই। এসএসসি পরীক্ষায়ও বৃত্তি পাই এবং দ্বিতীয় হই। আলহামদুলিল্লাহ।
এরপর জেদ করি ঢাকায় পড়বো। আমার জেদের কারণে ঢাকাতেই ভর্তি করানো হয়। জেদ করে ড্যাফোডিলে ভর্তি হই। ছোটবেলা থেকে জেদ ছিলো দেশের বাইরে পরবো। সেটাও করি আর আজ আমি লন্ডনে। হয়তো বাইরে পরতে আসা বা আমি যা যা অর্জন করেছি অনেকের কাছেই তা সামান্য বা কিছুই না। কিন্তু আমি যে মধ্যবিত্ত পরিবার বা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি তার জন্য এটা অনেক কিছু। আলহামদুলিল্লাহ। ❤️❤️
বি:দ্র: অতীত মনে পড়ল তাই শেয়ার করলাম। আর আমার এই জেদী অভ্যাস নিয়ে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। 🫰