Othora's Storybook

Othora's Storybook আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ❤️
(1)

অনেকেই বলে আমার নাকি অনেক জেদ , এতো জেদ নাকি ভালো না।  কিন্তু আমার কিছু জেদের কারণেই আজকে আমি এখানে। ক্লাস টুতে থাকতে না...
16/02/2025

অনেকেই বলে আমার নাকি অনেক জেদ , এতো জেদ নাকি ভালো না। কিন্তু আমার কিছু জেদের কারণেই আজকে আমি এখানে।

ক্লাস টুতে থাকতে নাচের কর্মশালার জন্য ঢাকায় তিনদিনের জন্য গিয়ে থাকি। আব্বু আম্মু যেতে দিবে না। কতকিছু দিয়ে লোভ দেখায়। কিন্তু আমি যাবোই। স্যার আমার ফ্রেন্ড ,ওর মা পর্যন্ত আব্বু আম্মুকে বোঝায়। তারপরো আব্বু আম্মু রাজি না কারণ আমি খুব ছোট,নিজের হাতে খেতেও পারি না তখন। কিন্তু আমার জেদের কারণে আব্বু আম্মু রাজি হয়।💁‍♀️💁‍♀️

ছোটবেলায় বরাবরই ক্লাস ক্যাপ্টেন ছিলাম।একবার আমারই ক্লাসের এক ছেলেকে স্টিলের এক স্কেল দিয়ে পিটিয়ে জ্বর আনাই ফেলছিলাম কারণ ও আমার কথা শুনছিলো না।🤦‍♀️🤦‍♀️

আর অনেক ভালো স্টুডেন্ট থাকার কারণে সবাই ধরেই নিয়েছিল আমি ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অবশ্যই পাবো। কিন্তু ট্যালেন্টপুলে তো দূরের কথা সাধারনে ও পাই নাই। অথচ আমার সামনে পিছনে যারা ছিল সবার নাম আসছে।😔

সেই জেদের চোটে এমন পড়াশোনা করছিলাম যে ক্লাস এইট এ ট্যালেন্টপুলে বৃত্তি সহ পুরো উপজেলায় দ্বিতীয় আর মেয়েদের মধ্যে প্রথম হই। এসএসসি পরীক্ষায়ও বৃত্তি পাই এবং দ্বিতীয় হই। আলহামদুলিল্লাহ।

এরপর জেদ করি ঢাকায় পড়বো। আমার জেদের কারণে ঢাকাতেই ভর্তি করানো হয়। জেদ করে ড্যাফোডিলে ভর্তি হই। ছোটবেলা থেকে জেদ ছিলো দেশের বাইরে পরবো। সেটাও করি আর আজ আমি লন্ডনে। হয়তো বাইরে পরতে আসা বা আমি যা যা অর্জন করেছি অনেকের কাছেই তা সামান্য বা কিছুই না। কিন্তু আমি যে মধ্যবিত্ত পরিবার বা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি তার জন্য এটা অনেক কিছু। আলহামদুলিল্লাহ। ❤️❤️

বি:দ্র: অতীত মনে পড়ল তাই শেয়ার করলাম। আর আমার এই জেদী অভ্যাস নিয়ে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। 🫰

Hey কি খবর সবার??  কেমন গেলো বসন্ত আর ভালোবাসা দিবস আপনাদের?
15/02/2025

Hey কি খবর সবার?? কেমন গেলো বসন্ত আর ভালোবাসা দিবস আপনাদের?

ভালোবাসা শুধু একদিনের জন্য নয়, এটা প্রতিদিন অনুভব করার বিষয়! ❤️”
14/02/2025

ভালোবাসা শুধু একদিনের জন্য নয়, এটা প্রতিদিন অনুভব করার বিষয়! ❤️”

গত কয়েকদিন ধরে মনটা কিছুটা খারাপ একটা খুবই বাজে অভিজ্ঞতার জন্য।  সেটা নিয়ে না হয় অন্যসময় বলবো। কিন্তু এই মন খারাপের মধ্য...
01/02/2025

গত কয়েকদিন ধরে মনটা কিছুটা খারাপ একটা খুবই বাজে অভিজ্ঞতার জন্য। সেটা নিয়ে না হয় অন্যসময় বলবো।
কিন্তু এই মন খারাপের মধ্যে দেশ থেকে যখন এই ভালোবাসাগুলো আসে তখন মন অটোমেটিক ভালো হয়ে যায়। 🫰❤️
এই চুরিগুলো এত্ত কিউট ,সুন্দর যাস্ট ওয়াও😍😍

শুভ সকাল সবাইকে। 😊😊আলহামদুলিল্লাহ, এই সুন্দর সকালটা আমাদের জন্য উপহার দেওয়ার জন্য। প্রতিটি দিনই আল্লাহ্‌র রহমতের আরেকটি ...
28/01/2025

শুভ সকাল সবাইকে। 😊😊

আলহামদুলিল্লাহ, এই সুন্দর সকালটা আমাদের জন্য উপহার দেওয়ার জন্য। প্রতিটি দিনই আল্লাহ্‌র রহমতের আরেকটি নতুন সুযোগ। সবাই দিনটা শুরু করুন ইতিবাচকতা আর কৃতজ্ঞতায়।🌸

28/01/2025

এই হিসাব করলেই কেমন জানি ডিপ্রেশন লাগে🥹🥹

এই ঠান্ডায় আমার কমফোর্ট ফুড গরম গরম স্যুপ নুডুলস 🍝🍝খুবই মজা আর ইজি পিজি একটা রেসিপি 🫰🫰
28/01/2025

এই ঠান্ডায় আমার কমফোর্ট ফুড গরম গরম স্যুপ নুডুলস 🍝🍝
খুবই মজা আর ইজি পিজি একটা রেসিপি 🫰🫰

শুভ সকাল ফেসবুকবাসী 🌸🌸ব্যবসা বলুন বা যেকোনো প্রফেশনের কথাই বলুন যদি আপনার মধ্যে যদি সততা না থাকে , প্রতিশ্রুতি রাখার মনম...
28/01/2025

শুভ সকাল ফেসবুকবাসী 🌸🌸

ব্যবসা বলুন বা যেকোনো প্রফেশনের কথাই বলুন যদি আপনার মধ্যে যদি সততা না থাকে , প্রতিশ্রুতি রাখার মনমানসিকতা না থাকে ,আপনার সহকর্মী বা সহযোগীদের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক না রাখতে পারেন ,বিশ্বাসযোগ্য হয়ে না উঠতে পারেন ,লেনদেন এর ব্যাপারে যদি সচ্ছতা না থাকে তাহলে ভবিষ্যতে সেখান থেকে ভালো কোনো আউটপুট আপনি পাবেন না।

কঠোর পরিশ্রমের সাথে সাথে এই কয়েকটি বিষয় অবশ্যই প্রত্যেকের মাঝে থাকা জরুরী জীবনে সফল ভাবে কিছু করতে চাইলে। যেটা আমি আমার ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি। 😇

এই ছবিটি আমার নিজের পোশাক ব্র্যান্ড ফুরুৎ রং তুলির ক্যানভাসের জন্য শ্যুট করা ছিল। 😊

যে সকাল ময়ূরপেখমের মতো রঙিন, সে সকাল শুরু হোক এক নতুন আশায়। শুভ সকাল!🥀🌸
26/01/2025

যে সকাল ময়ূরপেখমের মতো রঙিন, সে সকাল শুরু হোক এক নতুন আশায়।
শুভ সকাল!🥀🌸

26/01/2025
আজকের দিনটা শুরু হোক পজিটিভ কোনো কিছু দিয়ে। হতে পারে পজিটিভ কাজ, চিন্তা বা কারো উপকার করে বা প্রশংসা করে। চারিদিকের এতো ...
24/01/2025

আজকের দিনটা শুরু হোক পজিটিভ কোনো কিছু দিয়ে। হতে পারে পজিটিভ কাজ, চিন্তা বা কারো উপকার করে বা প্রশংসা করে। চারিদিকের এতো নেগেটিভটি থেকে নিজেকে দূরে রাখুন ,ভালো থাকুন।

আর হ্যাঁ মাঝে মাঝে এমন আয়োজন করে কোয়ালিটি টাইম পার করা দরকার। খুবই দরকার।
এতে সম্পর্ক ও মন দুইটাই ভালো ও পজিটিভ থাকে। 🥀🌸
শুভ সকাল 🌸

22/01/2025

রোজার ঈদের ব্লগ পার্ট-০২ 😑😑 খুবই খুবই ভালো একটা দিন কাটিয়েছিলাম আমরা গত রোজার ঈদে 🫰🫰

কোনো এক শীতের বিকালে আমাদের গল্পটা খুব জমে উঠেছিল 🫰🥀যদিও ছবিটা আমাদের প্রি-ওয়েডিং শ্যুটের ছিলো। 🥹🥹সুন্দর এই স্মৃতিগুলো ম...
21/01/2025

কোনো এক শীতের বিকালে আমাদের গল্পটা খুব জমে উঠেছিল 🫰🥀

যদিও ছবিটা আমাদের প্রি-ওয়েডিং শ্যুটের ছিলো। 🥹🥹

সুন্দর এই স্মৃতিগুলো মনে করতে ভালোই লাগে।
শুভরাত্রি 🫰🫰🌸

মানুষ পরিবর্তনশীল।তার শখ ,চিন্তা-ধারা , লক্ষ্য , প্রিয় মানুষ সবই সময়ের সাথে পরিবর্তনশীল।🥹কোনো একটা বয়সে  বা কোনো একটা ঘট...
21/01/2025

মানুষ পরিবর্তনশীল।
তার শখ ,চিন্তা-ধারা , লক্ষ্য , প্রিয় মানুষ সবই সময়ের সাথে পরিবর্তনশীল।🥹
কোনো একটা বয়সে বা কোনো একটা ঘটনায় বদলে যায় একটা গোটা মানুষের সবকিছু। 🙂
শুধু যেটা থেকে যায় সেটা হলো স্মৃতি। তাই বেশি বেশি স্মৃতি তৈরি করুন প্রিয় মানুষ বা প্রিয় সবকিছুর সাথে। 🫰😃

শুভ সকাল 🥀🥀

অলস বিকেলে মন খারাপের সময়ে একটু বিফ চাউমিন 🍝🍝I just love this 🫰🫰
20/01/2025

অলস বিকেলে মন খারাপের সময়ে একটু বিফ চাউমিন 🍝🍝

I just love this 🫰🫰

কেউ যদি কখনো আপনার সাথে কখনো অন্যায় করে তাহলে হতাশ হবেন না বা প্রতিশোধপরায়ণ হবেন না।  শুধু আল্লাহর কাছে বলবেন।  প্রকৃতি ...
20/01/2025

কেউ যদি কখনো আপনার সাথে কখনো অন্যায় করে তাহলে হতাশ হবেন না বা প্রতিশোধপরায়ণ হবেন না। শুধু আল্লাহর কাছে বলবেন। প্রকৃতি একদিন তার শাস্তি তাকে দিয়ে দিবে।
আর এই দুনিয়ায় না দিলেও পরকালে কোনো মাফ নেই।

তাই ধৈর্য্য ধরুন ,নিজের লক্ষে এগিয়ে যান। 🫰🌸

Address

City Of Westminster

Website

Alerts

Be the first to know and let us send you an email when Othora's Storybook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category