28/04/2024
প্রথমবারের মতো লন্ডনের টাওয়ার ব্রীজটি দেখা, ভাগ্যবসত আমরা যে সময়টাতে গিয়েছিলাম সেসময় দুবার ব্রীজটি খোলা হয়। এ এক অসাধারণ বিষয় নিজের চোখে দেখা, এতো ওজন সম্পূর্ণ ব্রীজটি একদম তারা দুপাশ থেকে আলাদা করে এতো উপরে উঠিয়ে নেয় তারপর এটি নিচে পড়ে যায় না। এ সত্যিই এক আশ্চর্য 😍😍