কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK

কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK কার্ডিফ বাংলাদেশী কমিউনিটির অনলাইন মুখপাত্র

https://dailyinqilab.com/bangladesh/news/686225
18/10/2024

https://dailyinqilab.com/bangladesh/news/686225

শুধু নামেই নয় ওসমানী বিমানবন্দর প্রকৃত অর্থে আন্তর্জাতিক হলে এ অঞ্চলে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। স....

https://www.jagonews24.com/religion/islam/975646
18/10/2024

https://www.jagonews24.com/religion/islam/975646

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নতুন খতিব খতিব নিযুক্ত হয়েছেন ইসলামি আইন বিশেষজ্ঞ…

ওসমানীকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর করা ও অন্যান্য দাবিতে ক্যাম্পেইন কমিটির সংবাদ সম্মেলন https://anupomnews24.co...
15/10/2024

ওসমানীকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর করা ও অন্যান্য দাবিতে ক্যাম্পেইন কমিটির সংবাদ সম্মেলন https://anupomnews24.com/2024/10/89923/





লন্ডন অফিস: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর এবং অন্যান্য ...

Please donate generously.
15/10/2024

Please donate generously.

দেশের সেরা স্থানটি দখলে নিয়েছে সিলেট। এ বোর্ডে এবার পাশের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ।
15/10/2024

দেশের সেরা স্থানটি দখলে নিয়েছে সিলেট। এ বোর্ডে এবার পাশের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ।

কার্ডিফ বাংলা অনলাইন ইউকে পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।পাঁচ বছর পূর্তি অনুষ্ঠান পালন সহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।...
15/10/2024

কার্ডিফ বাংলা অনলাইন ইউকে পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
পাঁচ বছর পূর্তি অনুষ্ঠান পালন সহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
সোমবার,১৪ অক্টোবর ২০২৪,
কার্ডিফ, ইউকে।

ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর ,বিদেশী অন্যান্য ফ্লাইট চালু ,নতুন টারমিনালের নির্মাণ ক...
15/10/2024

ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর ,বিদেশী অন্যান্য ফ্লাইট চালু ,নতুন টারমিনালের নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত ,বিমানের ভাড়া হ্রাস ,সিলেটবাসীর প্রতি বৈষম্য দূরিকরণের দাবীতে লণ্ডনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
———————————————————————————

সিলেট ওসমানী এয়ারপোর্টকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক এয়ারপোর্টে রুপান্তর করা হউক। যাতে সব এয়ারলাইন্স ফ্লাইট করতে পারে।সিলেটিরা...
15/10/2024

সিলেট ওসমানী এয়ারপোর্টকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক এয়ারপোর্টে রুপান্তর করা হউক। যাতে সব এয়ারলাইন্স ফ্লাইট করতে পারে।

সিলেটিরা আওয়াজ তুলুন 🤚

#আমরা #হক্কল #সিলেটি
#

প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা নিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের সভা :ওসমানী বিমান বন্দরকে পূর্ণা...
15/10/2024

প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা নিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের সভা :ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর করার দাবী
———————————————————————————
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের এক সভা আজ ১৪ অক্টোবর রাতে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ।সংগঠণের সাউথ ইষ্ট রিজিয়নের আহ্বায়ক হারুনুর রশীদের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ও কমিউনিটি নেতা ডঃ হাসনাত এম হোসেইন এমবিই ।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ,কে এম আবুতাহের চৌধুরী ,নুরুল ইসলাম মাহবুব,সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর ,সংগঠণের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ মকিস মনসুর ও সদস্য সচিব ডঃ মুজিবুর রহমান।আরো বক্তব্য রাখেন খান জামাল নুরুল ইসলাম ,সৈয়দ সায়েম ,নুরুল ইসলাম ,গিয়াস উদ্দিন ,এবি রুনেল প্রমুখ ।
সভায় গৃহীত প্রস্তাবে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর ,ওসমানীতে তুরস্ক ,কাতার ,বৃটিশসহ অন্যান্য এয়ারলাইন চালু ,পাওয়ার অব এটরণি প্রদানে বৃটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ ,এনআইডি কার্ড প্রদান সহ বিভিন্ন দাবী দাওয়া বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের কাছে আহ্বান জানানো হয় ।
সভায় আগামী ৩১ জানুয়ারীর মধ্যে সংগঠণের সদস্য পদ গ্রহণের সিদ্ধান্ত হয় ।

15/10/2024

২০২৪ সালের HSC/আলিম ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা 🌹

তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলার কাউন্সিল সম্পন্নদিলোয়ার হোসেন সভাপতি, মামুনুর রশিদ সাধারণ সম্পাদকবাংলাদেশ আনজুমানে ত...
12/10/2024

তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলার কাউন্সিল সম্পন্ন

দিলোয়ার হোসেন সভাপতি, মামুনুর রশিদ সাধারণ সম্পাদক

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন গোয়াইনঘাট উপজেলা শাখার ২০২৪-২৫ সেশনের কাউন্সিল ১১ অক্টোবর, শুক্রবার, আঙ্গারজুর মাদরাসায় সম্পন্ন হয়।

শাখার সভাপতি মুহাম্মদ দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান ও সহকারী কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ সাধারণ সম্পাদক মো. জায়দুর রহমান।

কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাবেক সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সিলেট পূর্ব জেলা অফিস সম্পাদক শরীফ উদ্দিন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ দেলোয়ার হোসেনকে সভাপতি, মো. মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক ও সুয়েব আহমদক সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি ইমাম উদ্দিন, আফতার হোসেন, সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান তানিম, আহমদ কবির, সহ সাংগঠনিক মুবারক হোসেন মাহদি, প্রচার সম্পাদক আছরার আহমদ শিমুল, সহ প্রচার সম্পাদক আবু তাহের, ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ উদ্দিন, অফিস সম্পাদক আশফাক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক শুয়াইব আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক রাসেল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল আহমদ,
সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ আলী, ইকবাল আহমদ, সদস্য নোমান আহমদ, জুম্মান আহমদ, মাহফুজ আহমদ ও সালেহ আহমদ।

শেখ হাসিনা বিশ্বের যেকোনো দেশে ভ্রমণে আর কোনো বাধা নেই
12/10/2024

শেখ হাসিনা বিশ্বের যেকোনো দেশে ভ্রমণে আর কোনো বাধা নেই

অনুপম আন্তর্জাতিক ডেস্ক: দেশ থেকে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার ৪৫ দিন পর শেষ হয়ে যায় সাবেক প্....

11/10/2024

এই পেইজে কাজের জন্য ভিডিও এডিটর প্রয়োজন। ইনবক্স করুন প্লিজ। বেতন আলোচনা সাপেক্ষে।

আনজুমানে আল ইসলাহ ইউকে কার্ডিফ শাখার মাসিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত।দোয়া পরিচালনা করেন জালালিয়া মসজিদের ইমাম ও খতিব, মাওল...
11/10/2024

আনজুমানে আল ইসলাহ ইউকে কার্ডিফ শাখার মাসিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
দোয়া পরিচালনা করেন জালালিয়া মসজিদের ইমাম ও খতিব, মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব।
শুক্রবার,১১ অক্টোবর ২০২৪.
কার্ডিফ জালালিয়া মসজিদ, ইউকে।

#দোয়া #মিলাদ #মাহফিল

আনজুমানে আল ইসলাহ কার্ডিফ





আমেরিকায় বাবা-ছেলে সহ সড়ক দুর্ঘ*টনায় নি*হত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন... আমেরিকা প্রবাসী সিলেটের সন্তান, সা...
11/10/2024

আমেরিকায় বাবা-ছেলে সহ সড়ক দুর্ঘ*টনায় নি*হত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...

আমেরিকা প্রবাসী সিলেটের সন্তান, সাবেক কালিঘাট ব্রাঞ্চের পূবালী ব্যাংক কর্মকর্তা মাহিদুল ইসলাম সুজন এক সড়ক দুর্ঘ*টনায় তিনি ও উনার বাবা মর্মা*ন্তিক ভাবে নি*হত হয়েছেন।

আল্লাহ্ উনার এবং আমাদের সকল নেক আমল কবুল করুন, আমিন

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সিলেটি অনলাইন গভীর ভাবে সমবেদনা জ্ঞাপন করছেন। সদ্য মরহুমকে এবং আমাদের সবাইকে মহান আল্লাহ রাব্বুল আল-আমিন জান্নাতুল ফিরদাউস দান করুন এবং পৃথিবীতে রেখে যাওয়া পরিবার ও আত্নীয়স্বজনদের ধৈর্য ও অশেষ সাওয়াব দান করুন, আমিন

"আগামী ২রা নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টা বিকাল  ৪ টা পর্যন্ত বৃটেনের কার্ডিফে বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের কনস্যুল...
11/10/2024

"আগামী ২রা নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টা বিকাল ৪ টা পর্যন্ত বৃটেনের কার্ডিফে বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস প্রদান করা হবে। সবার সহযোগিতা কামনা করছি,,

11/10/2024

‎ জুমআ'র দিন খুব সহজেই শত শত বছর নফল ইবাদতের সুযোগ !!

حَدَّثَنِي أَوْسُ بْنُ أَوْسٍ الثَّقَفِيُّ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ ثُمَّ بَكَّرَ وَابْتَكَرَ وَمَشَى وَلَمْ يَرْكَبْ وَدَنَا مِنَ الإِمَامِ فَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا ‏"‏ ‏.
আওস ইবনু আওস আস-সাক্বাফী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি জুমু’আহ্‌র দিন গোসল করবে এবং (স্ত্রীকেও) গোসল করাবে, প্রত্যুষে ঘুম থেকে জাগবে এবং জাগাবে, জুমু’আহ্‌র জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মাসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের নিকটে বসে খুতবা শুনবে, তার (মাসজিদে যাওয়ার) প্রতিটি পদক্ষেপ সুন্নাত হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে এক বছর যাবত সিয়াম পালন ও রাতভর সলাত আদায়ের (সমান) সাওয়াব পাবে। (সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৪৫)







রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি শিক্ষণীয় গল্প। ছোট একটি ছেলে খুব রাগী।বাবা কিছুতেই ছেলের  #রাগ নিয়ান্ত্রণে আনতে পারছেন না।এক...
10/10/2024

রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি শিক্ষণীয় গল্প।

ছোট একটি ছেলে খুব রাগী।
বাবা কিছুতেই ছেলের #রাগ নিয়ান্ত্রণে আনতে পারছেন না।
একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন।
একটি পেরেকভর্তি ব্যাগ দিয়ে বললেন,যতবার তুমি রেগে যাবে, ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ।
প্রথম দিনেই ছেলেটিকে ৩৭টি পেরেক মারতে হয়েছে।

কারণ, সে এদিন ৩৭বার রেগে গিয়েছিল। ক্রমশ সে উপলব্ধি করছিল, তার রাগ অনেক বেশি-৩৭বার পেরেক মারতে হয়েছে।

আরও ভাবল, কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ।

ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেনক মারা কমতে থাকল এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলোনা।

বাবা বুঝলেন, তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে।

এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বলতেন। বাবার আদেশ পালন করল ছেলেটি।

পেরেক তুলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন- দেখ, কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবেনা।

যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো,তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায়-যা কখনোই আর মুছে যায়না বেটা।

তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো।

মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ংকর! 🙂

゚ #সংগৃহীত
#

"লন্ডনে কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব ২০২৪” সফলভাবে সম্পন্ন ; গানের মাধ্যমে সাম্য, মানুষের মুক্তি ও প্র...
09/10/2024

"লন্ডনে কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব ২০২৪” সফলভাবে সম্পন্ন ; গানের মাধ্যমে সাম্য, মানুষের মুক্তি ও প্রেমের জয়গান গেয়েছেন তিনি,,
জেসমিন মনসুর,
"গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি ন্যাশনাল ও
মাল্টি কালচারাল এর বৃটেনের কমিউনিটির নানা শ্রেণি পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে জাঁকজমক পুর্ণ ভাবে অর্ধ শতাধিক সুনামধন্য শিল্পীদের অংশ গ্রহণে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি. বাংলাদেশের প্রাণের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে এই প্রথমবারের মতো আরিয়ান ফিল্ম এবং গ্লোব টিভি আয়োজিত বাউল শাহ আব্দুল করিম লোক উৎসব ২০২৪” সফলভাবে সম্পন্ন হয়েছে।

ইউকে বিডি টিভির কালচারাল ডিরেক্টর ও উৎসব কমিটির সেক্রেটারি হেলেন ইসলাম , সুপ্রভা সিদ্দিকী, হাফসা ইসলাম ,শেখ নুরুল ইসলাম এবং মতিউর রহমান তাজ এর সঞ্চালনায় ব্রিটেনের দূর - দূরান্ত থেকে আগত বিশিষ্টজন ও প্রচুর বাউলসংগীত ভক্ত,ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে গত ৬ই অক্টোবর রোববার দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত
ব্রাডি আর্টস সেন্টারের দুটি মঞ্চে একযোগে পুরো দিন ব্যাপী এই প্রাণবন্ত উৎসবমুখর পোগ্রামে অর্ধ শতাধিক সুনামধন্য শিল্পীদের পরিবেশনায় বাউল শাহ আব্দুল করিমের গান, জারি, সারি, ভাটিয়ালী, আরও ছিলো বাউল শাহ আব্দুল করিমের জীবনী নিয়ে প্রমাণ্য চিত্র প্রদর্শনী, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘বন্দে মায়া লাগাইছে, দিওয়ানা বানাইছে’, ‘বন্ধুরে কই পাব সখী গো’, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু’, ‘তুমি বিনে আকুল পরাণ’সহ এই শিল্পীর জনপ্রিয় অন্যান্য গান গাওয়া হয় অনুষ্ঠানে। উৎসব প্রাজ্ঞণে বিভিন্ন ধরনের খাবারের স্টল, পিঠা, কাপড়, জুয়েলারীর, মেহেদী, ফটো ফ্রেম, সহ রকমারি স্টলেমও ছিলো উপচে উপচে পড়া ভিড়।
অনুষ্ঠানে লোক উৎসব কমিটির পক্ষ থেকে লন্ডনের সামাজিক সাংস্কৃতিক, ও কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় তারা হলেন আনোয়ার চৌধুরী, আহবাব হোসেন, আলাউর রহমান, শেখ আলীউর রহমান, সিরাজ হক , জ্যোৎস্না ইসলাম, আকলু মিয়া, মাহি ফেরদৌস জলিল, ও তাজরুল ইসলাম তাজ ।
প্রাণবন্ত উৎসবমুখর এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, বৃটেনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডন বরো অফ বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরি, টাওয়ার হ্যামলেটেস এর সাবেক স্পীকার আহবাব হোসেন, প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক অকাউন্টেন্ট মাহমুদ এ রউফ ,
কমিউনিটি লিডার সিরাজ হক, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, চ্যানেল এস এর ফাউন্ডার্স চেয়ারম্যান মিডিয়া ব্যাক্তিত্ব মাহি ফেরদৌস জলিল, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর,
কবি মুজিবুল হক মনি, বিশিষ্ট ব্যাবসায়ী আখলু মিয়া, কাউন্সিলার সাম ইসলাম , কাউন্সিলার ফয়জুর রহমান চৌধুরী, কাউন্সিলার, মুজিবুর রহমান জসিম, ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকের সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে লোক উৎসব কমিটির পক্ষ থেকে লন্ডনের সামাজিক সাংস্কৃতিক, ও কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় তারা হলেন আনোয়ার চৌধুরী, আহবাব হোসেন, আলাউর রহমান, শেখ আলীউর রহমান, সিরাজ হক , জ্যোৎস্না ইসলাম, আকলু মিয়া, মাহি ফেরদৌস জলিল, ও তাজরুল ইসলাম তাজ ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিম তাঁর সৃষ্টিজুড়ে আছে মানুষের, সাম্যের ও প্রেমের জয়গান। মরমী এই শিল্পীকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে, তাঁর সৃষ্টি যেন মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকে এজন্য শিল্পকর্মকে প্রচার-প্রসার এবং তাঁর সৃষ্টিকে অনন্যতায় স্মরণ করতে এরকম উৎসব প্রতি বছর উদযাপন করা উচিৎ বলে উল্লেখ করে বক্তারা বলেন আব্দুল করিম
একজন জাত বাউল, দার্শনিক, পর্যটক এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। তিনি সবসময় সাধারণ মানুষের কথা বলেছেন, দারিদ্র্যপীড়িত মানুষের পক্ষেই ছিল তার সংগ্রাম। গানের মাধ্যমে সাম্য, মানুষের মুক্তি ও প্রেমের জয়গান গেয়েছেন তিনি,তার প্রতিটি কথা ছিল সাম্প্রদায়িকতার অব্যর্থ হাতিয়ার। তিনি জাত-পাত, শ্রেণি-বিদ্বেষ ভুলে মানুষকে সবসময় অসাম্প্রদায়িক জীবন-যাপনের পথে টেনেছেন।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক গ্লোব টিভির ফাউন্ডার্স চেয়ারম্যান তাজরুল ইসলাম তাজ ও ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান উৎসব কমিটির চেয়ার
শেখ নুরুল ইসলাম তাদের বক্তব্যে আগত সবার সহযোগিতার মাধ্যমে এবারকার উৎসব সফল করা সম্ভব হয়েছে এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী বছর ও এ ধরনের উৎসব আরও ব্যাপক ও বড়পরিসরে করার ইচ্ছা রয়েছে বলে উল্লেখ করে সবার সহযোগিতা কামনা করেছেন।
এখানে উল্লেখ্য যে, বাউল সম্রাট শাহ আব্দুল করিম। দেশ বিদেশের বাঙ্গালীদের প্রিয় এক গীতিকার, সুরকার ও সংগীত শিল্পি। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারী সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা বাউল গানের জীবন্ত কিংবদন্তী প্রায় দেড় সুর সহ সহস্রাধিক গান রচনা করেছেন। শাহ আব্দুল করিম শহুরে মানুষের কাছে যতটা আগে পরিচিত হয়েছেন তার অনেক পূর্বে গ্রামের মানুষের কছে জনপ্রিয় ও সমাদৃত হয়েছিলেন। জারি, সারি, ভাটিয়ালী, জীবন তত্ব, প্রেম, বিচ্ছেদ, জাগরনের গান ও দেশের গান সহ প্রায় ১৫০০ গানের এ রচয়িতা ১২ ই সেপ্টেম্বর ২০০৯ সালে সিলেটের নুরজাহান পলি ক্লিনিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে একই ক্লিনিকে ১১ ই সেপ্টেম্বর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।আব্দুল করিম সম্পর্কে না জানা তথ্যঃঅত্যান্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহন করেন বাউল গানের জীবন্ত এ কিংবদন্তী। দারিদ্রতা পরিবারকে এমনভাবে আকড়ে ধরে রেখেছিল যে প্রতিবেলার খাবার যোগান দিতেও তার বাবার কষ্ট হত। জীবনে মাত্র ২ বার বিদ্যালয়ে পা দিয়েছিলেন এ বাউল সাধক। পরিবারের একমাত্র ছেলে সন্তান হওয়ার তার উপর চাপটা বেশি ছিল। এজন্য তিনি চাকরি তে যোগ দেন। কষ্টে আকড়ে ধরা জীবনে তিনি ঈদের দিনেও ছুটি পেতেন না। দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আবদুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়,অবিচার,কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। তিনি যখন গান গাইতেন তখন তা ধর্মীয় বিধি নিষেদের বলে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। বাউল শাহ আবদুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। বাউল সম্রাটের প্রেরণা তার স্ত্রী আফতাবুন্নেসা। তিনি তাকে আদর করে সরলা বলেও ডাকতে। বেশ কয়েকটি গান তিনি সরলার নাম দিয়ে লিখেছেন ও গেয়েছেন। যদিও দারিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যায় করতে কিন্তু কোন কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। জানা যায়, তিনি শরীয়তী, মারফতি, নবুয়ত, বেলায়া সহ সবধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন।শাহ আব্দুল করিমের প্রপ্তিঃস্বল্পশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তাঁর ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে।প্রকাশিত বইঃবাউল শাহ আবদুল করিমের এ পর্যন্ত ৬টি গানের বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো- আফতাব সংগীত, গণ সংগীত, কালনীর ঢেউ, ভাটির চিঠি, কালনীর কূলে এবং দোলমেলা। এছাড়াও তাঁর রচনাসমগ্র ‘অমনিবাস’ সম্প্রতি বাজারে এসেছে।সম্মাননাঃবাউল শাহ আব্দুল করিম ২০০১ সালে একুশে পদক লাভ করেন। বাংলা একাডেমি তার দশটি গানের ইংরেজি অনুবাদ প্রকাশ করে। এছাড়া দ্বিতীয় সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই বাউল সম্রাটকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। এছাড়াও ২০০০ সালে কথা সাহিত্যিক আবদুর রউফ চৌধুরি পদক ও পেয়েছিলেন এই বাউল সম্রাট।।

আমাগো সিলেট ৪ আসনের দরবেশ বাবা! কেউ কিছু বলবেন না।!!??
09/10/2024

আমাগো সিলেট ৪ আসনের দরবেশ বাবা! কেউ কিছু বলবেন না।!!??

09/10/2024

নীরবতা ভাঙলেন সাকিব আল হাসান।

ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে রাজনীতিতে জড়ানো নিয়েও ব্যাখ্যা দিয়েছেন

আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাকিব।

প্রথমেই আন্দোলনে মারা যাওয়াদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আসসালামু আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের দোয়া ও ভালোবাসা আমাকে আজকের এই সাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা। যদিও স্বজনহারা একটি পরিবারের ত্যাগকে কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোনো কিছুতেই পূরণযোগ্য নয়।
ছাত্র আন্দোলনে নিজের নীরব ভূমিকার দায় নিজের মাথায় পেতে নিয়ে সাকিব বলেন, এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনঃক্ষুণ্ন হতাম।

আমি খুবই স্বল্প সময়ের জন্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলাম। আমার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান অর্থাৎ আমার মাগুরার মানুষের উন্নয়নের জন্য সুযোগ পাওয়া। আপনারা জানেন যে, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোনো দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখাটা একটু কঠিন। আর আমার এই এলাকার উন্নয়ন করতে চাওয়া আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে। যাই হোক দিনশেষে আমার পরিচয় আমি একজন বাংলাদেশের ক্রিকেটার। আমি যখন যেখানে যে অবস্থাতেই থেকেছি অন্তর থেকে ক্রিকেটকেই ধারণ করেছি।

ক্রিকেটকে ধারণ করে বিশ্বসেরা অলরাউন্ডারের সম্মান অর্জন করার পথে এগিয়ে নিয়ে গেছেন আপনারা। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে আজকের সাকিব আল হাসান বানিয়েছে। আমি যখন দেশের জন্য ক্রিকেটের মাঠে ব্যাট ধরেছি তখন আমার সাথে ব্যাট ধরেছেন আপনারা সবাই। গ্যালারি থেকে আপনাদের চিৎকার, আপনাদের সমর্থন আমাকে ভালো খেলার অনুপ্রেরণা জুগিয়েছে। ক্রিকেট ম্যাচের দিন চায়ের দোকানে টেলিভিশনের সামনে উপচেপড়া ভিড় আমাকে শক্তি জুগিয়েছে। আমি জিতলে আপনারা সবাই জিতেছেন। আমি হেরে গেলে হেরে গেছেন আপনারা সবাই।
দেশের মাটিতে সাদা পোশাকে শেষ ম্যাচ খেলার আকুতি জানিয়ে সাকিব বলেন, আপনারা জানেন, খুব শীঘ্রই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে আজকের সাকিব আল হাসান হয়ে ওঠা পর্যন্ত এই পুরো জার্নিটাকে ড্রাইভ করেছেন আপনারা। ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা! তাই আমার শেষ ম্যাচে, এই গল্পের শেষ অধ্যায়ে, আমি আপনাদের পাশে চাই। আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে বিদায় নিতে চাই। বিদায় বেলায় সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাই, যাদের হাতের তালি আমার ভালো খেলতে বাধ্য করেছে। বিদায় বেলায় সেই মানুষগুলোর চোখে চোখ রাখতে চাই, আমার ভালো খেলায় যাদের চোখ আনন্দে উচ্ছ্বসিত হয়েছে। আবার আমার খারাপ খেলায় যাদের চোখ ছলছল করেছে।

আমি আশা করি, শুধু আশা না বিশ্বাস করি– এই বিদায় বেলায় আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সবাই সঙ্গে থেকে সেই গল্পের ইতি টানবেন, যে গল্পের নায়ক আমি নই, আপনারা!
সূত্র: Face the people

হিন্দু(সনাতন) ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে ওয়েলসের রাজধানী কার্ডিফে।।ইন্ডিয়া সেন্টারসহ কার্...
09/10/2024

হিন্দু(সনাতন) ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে ওয়েলসের রাজধানী কার্ডিফে।।
ইন্ডিয়া সেন্টারসহ কার্ডিফের বিভিন্ন পূজামন্ডপে আজ শুভ সপ্তমীর মাধ্যমে শুরু হয়েছে এ উৎসব।
হিন্দু কমিউনিটি নেতৃবৃন্দ কার্ডিফে অবস্থানরত সকল বাংলাদেশীদের শুভেচ্ছা জানিয়েছেন।

ইউরোপে তিনটি জিনিসের গ্যারান্টি নাই 3W- wife, work, weather ১। স্ত্রী ২। কাজ৩। বৃষ্টি স্ত্রীকে বাসায় রেখে কাজে গেছেন বিক...
09/10/2024

ইউরোপে তিনটি জিনিসের গ্যারান্টি নাই
3W- wife, work, weather
১। স্ত্রী
২। কাজ
৩। বৃষ্টি

স্ত্রীকে বাসায় রেখে কাজে গেছেন বিকেলে বাসায় ফিরে দেখেন বেডি উধাও, স্ত্রী বিয়োগের চিন্তায় বিষন্ন মন নিয়ে রাতে ঘুমাতে যাবেন টিক তখনই বস ফোন করে জানিয়ে দিলেন আগামী কাল থেকে আর কাজে আসতে হবে না, যে কয়দিন কাজ করেছেন ০১ তারিখ এসে টাকা নিয়ে যাবেন, রৌদ্রময় বিকেলে বসের কাছ থেকে টাকা আনতে যাবেন হঠাৎ বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে দিয়ে যাবে......!
বাস্তবতা এমনই



একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন? এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে ক...
08/10/2024

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?

এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।
একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন।
কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু?

বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন।
কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না।
সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়।
ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন।
তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কী?

বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম।

সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে।
সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন?

বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন।

অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারন চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন।
সাংবাদিক: এরপর কি করেন? এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়?

বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন।
যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে।
সাংবাদিক: তাহলে কি করবেন তখন?

বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না।
তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন।
সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন?

বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব?
সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব?

বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?

মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আখেরাতের জীবনে কল্যান দান করুন 🤲 আমীন 🍂🤲,

#সংসার



,,

Address

59 Tudor Street, Riverside, Cardiff
Carmarthenshire
CF116AA

Alerts

Be the first to know and let us send you an email when কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Carmarthenshire

Show All