Beontvuk News

Beontvuk News Beontvuk News Broadcasts and Current Affairs Page - Follow us also on page for lots more

06/02/2025
06/02/2025
02/02/2025
01/02/2025

DON’T MISS! Another Special LIVE Episode TOMORROW on Beontvuk from 6pm. Our “EMPOWERED WOMEN” Talk Show with Host FAJLI BIBI and some great new guests, including a live audience, of our local Female Entrepreneurs and Community Activists.
“চোখ রাখুন সঙ্গে থাকুন”

01/02/2025
31/01/2025

নিজেদের পায়ে নিজেদেরই কোড়াল ; ব্রিটিশ বাঙালী এমপির বিরুদ্ধে বাঙালীরাই !!!


নোংরা দেশীয় রাজনীতির ভয়াবহতার ছোবল পড়েছে বৃটিশ বাঙালী কমিউনিটিতেও। কমিউনিটির মানুষের অনেক ত্যাগ তিতিক্ষা আর কষ্টের বিনিময়ে স্বীয় শ্রম মেধা আর মননে বৃটেনের পার্লামেন্টে বাঙালী বংশোদ্ভুত চারজন নারী বৃটিশ এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। মুলধারার রাজনীতিতে বৃটিশ বাঙালী এই চার কন্যার সাফলে উদ্ভাসিত ছিলো বাঙালী কমিউনিটির পুরোটাই। কিন্তুু সময়ের আবর্তে দেশীয় নোংরা রাজনীতির ভয়াবহতার ছোবলে আমরা বাঙালীরাই এই চার কৃতিমান বাঙালী এমপিকে বিতর্কিত করছি নানাভাবে। বিশেষ করে বাঙালী হয়েও বাঙালীর ক্ষতি করতে সাম্প্রতিক সময়ে এই চারজনের মধ্যে দুজনকে নিয়ে টানা হেচড়া করা হচ্ছে নির্লজ্জের মতো। বৃটিশ রাজনীতিতে অভাবনীয় কৃতিত্বে টিউলিপ সিদ্দিক এমপি হয়ে মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন ; কিন্তু সর্বনাশা দেশীয় রাজনীতির রোষানলে পড়ে তাকেঁ মন্ত্রীত্ব হারাতে হয়েছে। বাঙালীদেরই একটি পক্ষ তাঁেক এমপি থেকেও বাদ পড়াতে মরিয়া হয়ে ষড়যন্ত্র করছে। একইভাবে নিজ মেধা গুনে একেবারে হাতে গোনা বাঙালী অধ্যুষিত এলাকা থেকে নির্বাচিত হওয়া রুপা হক এমপির বিরুদ্ধেও চলছে নানা কুৎসা আর ষড়যন্ত্র। তাঁর পদত্যাগের দাবীতে খোদ বাঙালীরাই প্রতিবাদ সমাবেশ করেছে বৃটিশ পার্লাামেন্টের সামনে। তাকে হেয় করতে গ্রহণ করা হচ্ছে নানা পরিকল্পনা। কিন্তুু এসবের মাধ্যমে আমরা কি করছি বা কি পাচ্ছি তা কি বুঝতে পারছি। একজন টিউলিপ সিদ্দিক কিংবা একজন রুপা হক সৃষ্টি হতে কতো সময় কতো ক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমরা কি তা ভুলে গেছি। বাংলাদেশের সর্বনাশা রাজনীতির কারণে আমরা কি নিজেরাই নিজের পায়ে কোড়াল মারছি না? এই বিষয়ে আজ রাত ১০ টায় বিঅন টিভি ইউকের আমিও বলতে চাই অনুষ্টানে হবে আলোচনা পর্যালোচনা। এতে আলোচক হিসেবে সরাসরি ষ্টুডিওতে থাকবেন ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী ও বার্মিংহাম আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক কামাল আহমেদ। পাশাপাশি এই বিষয়ে মতামত দিতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ফোন করে কিংবা কমেন্টের মাধ্যমে দর্শকরাও যুক্ত হতে পারবেন সরাসরি।

লাইভ ফোন নাম্বার - 0121 257 7007
যুক্তরাজ্যের বাইরে থেকে ফোন করতে হবে এইভাবে 044121 257 7007

চোখ রাখুন আর সঙ্গে থাকুন
আজ রাত ইউকে সময় : রাত ১০ টায় আর ইউরোপ সময় : রাত ১১ টায়

28/01/2025
28/01/2025
28/01/2025

“বার্মিংহামে বিমান চাই”

বার্মিংহাম। বিলেতের বাঙালী কমিউনিটির দ্বিতীয় বৃহত্তম আবাসস্থল। বার্মিংহামের বাঙালীরা লন্ডনের পরে শুধু সংখ্যাধিক্যেই নয় শিক্ষা দীক্ষা উন্নয়ন কিংবা সম্ভাবনায়ও অনেক এগিয়ে। কমিউনিটির যে কোনো প্রয়োজনে বার্মিংহামের বাঙালীরা সর্বদাই এগিয়ে আসে সর্বাগ্রে। এখানকার প্রবাসী বাঙালীরা নিয়মিত যাওয়া আসা করে জন্মভুমি বাংলাদেশে। তারা সকলেই প্রত্যাশা করে বাংলাদেশের পতাকাবাহী বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট যেনো বার্মিংহাম থেকেই হয়। এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দাবীর পরিপ্রেক্ষিতে পুর্ববর্তী অনেক সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রী-আমলারা প্রতিশ্রæতি দিলেও তা বাস্তবে রুপ নেয়নি বরং পার্শ্ববর্তী ম্যানচেষ্টার থেকে বিমানের ফ্লাইট চালু করা হলেও বার্মিংহাম অবহেলায়ই পড়ে আছে। সম্প্রতি ম্যানচেষ্টার থেকে বিমান বন্ধ করার পরিকল্পনা শুনে এবার বার্মিংহামে বিমানের ফ্লাইটের দাবী আরো প্রখট হচ্ছে। বাংলা গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বশীল সংগঠন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের উদ্যোগে শুরু হয়েছে বার্মিংহামে বিমান চাই শীর্ষক ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের সাথে একাত্মতা ঘোষনা করছে বিভিন্ন সংগঠনও। বার্মিংহামে বিমানের ফ্লাইটের এই দাবী কতোটুকু যৌক্তিক ; কিংবা ফ্লাইট চালু হলে বিমান কি লাভবান হবে না ক্ষতিতে পড়বে। এসব বিষয়ে বিঅন টিভি ইউকের আজকের “আমিও বলতে চাই” অনুষ্টানে হবে আলোচনা পর্যালোচনা। এতে আলোচক হিসেবে ষ্টুডিওতে থাকবেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খসরু খান,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবরে প্রেসক্লাবরে সভাপতি আব্দুল আহাদ সুমন এবং ইউরো বাংলা ট্যুর লিমিটেডের পরিচালক শামসু মিয়া | এতে মতামত দিতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ফোন করে কিংবা কমেন্টের মাধ্যমে দর্শকরাও সরাসরি যুক্ত হতে পারবেন এই অনুষ্টানে।

চোখ রাখুন আর সঙ্গে থাকুন আজ রাত
ইউকে সময়: রাত ৯ টা ৩০ মিনিটে
ইউরোপ সময়: রাত ১০ টা ৩০ মিনিটে

সরাসরি যুক্ত হতে লাইভ ফোন নাম্বার - 0121 257 7007

যুক্তরাজ্যের বাইরে থেকে ফোন করতে হবে এইভাবে 044121 257 7007

Live Programme: https://www.facebook.com/share/v/1BCGZs7qqz/?mibextid=wwXIfr

27/01/2025
27/01/2025
27/01/2025
25/01/2025
24/01/2025
23/01/2025
23/01/2025
22/01/2025
21/01/2025

Address

First Floor, 136-148 Victoria Road
Birmingham
B65HH

Alerts

Be the first to know and let us send you an email when Beontvuk News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beontvuk News:

Videos

Share