Abdullah Bin Habib

Abdullah Bin Habib মানহাজ আস সালাফিয়া / সহি আকীদা পোষণ করি আল হামদুলিল্লাহ

08/12/2024

বাংলাদেশের মুসলমানদের মধ্যে ৮২ শতাংশই শরিয়া আইনের পক্ষে। দেশের ধর্ম পালনকারী মুসলমানদের মধ্যে ৮৮ শতাংশ এমন আইন চায়। অপরদিকে ধর্ম পালনে নিয়মিত নয় এমন ৭৯ শতাংশ ব্যক্তিও শরিয়া আইনের পক্ষে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এ দাবি করেছে। তবে ওই প্রতিবেদনের শেষে মন্তব্যের স্থানে বাংলাদেশি বলে পরিচয় দেওয়া অনেকে এর প্রতিবাদ জানিয়েছেন।

ইনডিপেনডেন্টের প্রতিবেদনটি গত মঙ্গলবার প্রকাশিত হলেও যে গবেষণার বরাত দিয়ে এটি করা হয়েছে সেই পিউ রিসার্চের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ২০১৩ সালের ৩০ এপ্রিল। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে একটি গ্রাফিকসের মাধ্যমে বিশ্বে শরিয়া আইনের পক্ষে বিভিন্ন দেশের মুসলমানদের অবস্থান তুলে ধরা হয়। ওই তালিকার শীর্ষে আছে আফগানিস্তান। দেশটির ৯৯ শতাংশ মুসলমান শরিয়া আইনের পক্ষে। এর পরের দেশগুলো হলো ইরাক (৯১%), ফিলিস্তিন (৮৯), মালয়েশিয়া (৮৬), নাইজার (৮৬), পাকিস্তান (৮৪), মরক্কো (৮৩)। এর পরই সপ্তম অবস্থানে বাংলাদেশ (৮২)।

পিউ রিসার্চের গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে শরিয়া আইনের পক্ষে থাকা মানুষের মধ্যে কিছু বিষয়ে সহনশীলতা দেখা যায়। এই সহনশীলতা অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশিরা এগিয়ে। শরিয়া আইনের পক্ষে থাকা বাংলাদেশের মুসলমানদের মধ্যে ৫০ শতাংশই মনে করে পরিবার পরিকল্পনা নৈতিকভাবে গ্রহণযোগ্য। আর বাংলাদেশে মুসলমানদের ৭১ শতাংশই আত্মঘাতী বোমা হামলাকে সমর্থন করে না। আর ২৬ শতাংশ মুসলমান ক্ষেত্রবিশেষে এটি সমর্থন করে।

পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়, ২০১১-১২ সালে বাংলাদেশের দুই হাজার ১৯৬ জন মানুষের কাছ থেকে তথ্য নেওয়া হয় যাঁর মধ্যে এক হাজার ৯১৮ জনই ছিলেন মুসলমান।

02/08/2024

ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়!!
#স্টুডেন
#বিডি

02/08/2024

শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহ. দামেস্কের জেলে থাকাকালে একবার জেলার তাঁর কাছে এসে বলল, শাইখ! আমাকে ক্ষমা করবেন। (আমার কিছুই করার নেই) কারণ, আমি হুকুমের গোলাম।
ইবনে তাইমিয়া রহ. বললেন, 'আল্লাহর কসম! তোমার মত?মানুষ না থাকলে তারা কারও উপর জুলুম করতে পারত না।'
হযরত সুফিয়ান সাওরী রহ.র কাছে এক দর্জি এসে বলল, আমি সুলতানের কাপড় সেলাই করি। আপনি কি মনে করেন, আমি জালিমের সহযোগী বলে গণ্য হব?
উত্তরে হযরত সুফিয়ান সাওরী রহ. বলেন, 'তুমি বরং জালিমদেরই একজন। জালিমদের সহযোগী হল তারা যারা তোমার কাছে সুঁই-সুতা বিক্রি করে।'

ইমাম আহমদ বিন হাম্বল রহঃ বাগদাদের জেলে থাকাকালীন সময়ে জেলার তাঁর কাছে এসে বলল, আবু আব্দুল্লাহ! জালিম এবং জালিমের সহযোগীদের ব্যাপারে যে হাদিস এসেছে তা কি সহীহ?
ইমাম আহমদ রহ. বললেন, হ্যাঁ।
জেলার বলল, 'আমি কি জালিমদের সহযোগী বলে গন্য হব?'
আহমদ বিন হাম্বল রহ. বললেন, 'তুমি বরং জালিমদেরই একজন। জালিমের সহযোগী তো সেই ব্যক্তি যে তোমার কাপড় ধুয়ে দেয়। খাবার রান্না করে দেয়। তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেয়।'

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে, অথচ সে জানে যে ওই ব্যক্তি জালিম, তখন সে ইসলাম থেকে বের হয়ে গেল’ (মেশকাত : ৪৯০৮)।

হে আল্লাহ!
জুলুম থেকে আমাদের উম্মাহকে বাঁচান।

আমিন।

02/08/2024

এই ভাবে মানুষ মেরে কতো দিন ক্ষমতায় থাকতে পারবেন!?!!!????

02/08/2024

Shame on you BD government

19/07/2024
15/06/2024

••• আগামীকাল UAE এবং পরশু বাংলাদেশে কুরবানীর ঈদ অনুষ্ঠিত হবে । কুরবানীর পশু সংশ্লিষ্ট অতীব গুরুত্বপূর্ণ পোস্ট সমূহ এক নজরে দেখে নিন । •••

*** “ বিসমিল্লাহ সহকারে ইলেকট্রিক মেশিন দ্বারা মুরগী ছাগল গরু কুরবানীর পশু জবেহ করা জায়েজ ।” শায়খ বিন বায রহঃ ।

*** “ ভোঁতা ছুরি দ্বারা কষ্ট দিয়ে পশু জবেহ করা জায়েজ নেই । পশুদেরকে কষ্ট প্রদানকারীদের রসুল সাঃ লা’নত দিয়েছেন । ছহীহ মুসলিম ৫৭. ১৯৫৮.

*** “ কুরবানীর পশুর চামড়া ও গলার রশি সাদাকা করে দাও ।” বলেছেন বিশ্বনবী সা: । বোখারি ১৭১৬. মুসলিম ১৩১৭.

*** কম নাপাক খাদ্য ভক্ষণকারী পশু দ্বারা কুরবানী করা বা খাওয়া জায়েজ । অন্যথায় খাওয়া বৈধ নয় । শায়খ সালেহ উসাইমিন রহ: ।

*** মহানবী সা: নিজ হাতেই কুরবানীর পশু জবেহ করতেন । এটাই সুন্নাহ । অন্যজন দ্বারা জবেহ করা জায়েজ ।

*** “ ডান হাতে পশু জবেহ করা উত্তম । বাম হাতে জবেহ করা জায়েজ ।” শায়খ সালেহ উসাইমিন রহ: ।

*** “ কুরবানীর মূহুর্তে কোন কারণে অত্যন্ত দূর্বল হয়ে পড়া পশু দ্বারা কুরবানী বৈধ । তবে খাওয়া নিষেধ ।” ছহীহ মুসলিম ৩০৮৯

*** জাল টাকা দ্বারা কুরবানীর পশু কেনা ও খাওয়া দুটোই হারাম । সাবধান ! এ জায়গায় কোন আপোষ নেই ।

*** কুরবানীর পশু জবেহের পূর্বে পানি পান করানোর কোন দলীল নেই । কোন হাদিস দ্বারা সাব্যস্ত নয় ।

*** “ অপবিত্র অবস্থায় কুরবানীর পশু জবেহ করলে সমস্যা নেই । এ কুরবানী বৈধ ।” বলেছেন শায়খ বিন বায রহ: ।

*** মাংস প্রদানের সময়ে কুরবানী করতে না পারা গরীব আত্মীয়দেরকে অগ্রাধিকার দিন । অমুসলিমদেরও দেয়া বৈধ ।

*** “ কুরবানীর পশু জবেহের ছবি/ ভিডিও প্রচার করা স্পস্টত হারাম । এটা একটি নতুন ফিৎনা ।” শায়খ সালেহ উসাইমিন রহ: ।

*** “ সর্বোত্তম অভিমত হলো কুরবানীর পশুতে আক্বীক্বা না করা ।” শায়খ সালেহ উসাইমিন রহ: ।

*** “ কুরবানী পশু জবেহ করার পূর্বে তাঁর মাথা/ চেহারা / কপাল গোসল করানো বা ধুয়ে দেয়া সম্পূর্ণ ভিত্তিহীন ।” শায়খ বিন বায রহ: ।

*** দিনের বেলায় কুরবানী করা অধিক উত্তম । রাত্রী বেলায় কুরবানী করা জায়েজ ।

*** মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানী করা শর্ত সাপেক্ষে বৈধ ।

*** কুরবানী হবে একমাত্র আল্লাহর নামেই । আমার নামে ! মায়ের নামে ! বাবা’র নামে ইত্যাদি চরম জাহালাত।

*** কুরবানীর পশু জবেহের সময়ে নামের তালিকা পাঠ করা সুস্পস্ট বেদাত ! ইসলামে এর কোন ভিত্তি নেই । নিয়তই যথেষ্ট ।

*** গর্ভবতী গরু/ ছাগল দ্বারা কুরবানী বৈধ এবং কুরবানী আদায় হয়ে যাবে । বিস্তারিত কমেন্টে দেখুন ।

*** “ খাসি দ্বারা কুরবানী করা জায়েজ । বরং সুস্বাদু হওয়ার কারণে অধিক উত্তম ।” শায়খ সালেহ উসাইমিন রহ: ।

*** “ সক্ষম ও মনোবল সম্পন্ন মহিলার জন্য নিজ হাতে কুরবানীর পশু জবেহ করা জায়েজ ।” শায়খ বিন বায রহ: ।

*** মহানবী সাঃ’র পক্ষ থেকে কুরবানী করা জায়েজ নেই । তাঁর পক্ষ থেকে কুরবানী করার হাদিসগুলো একটিও গ্রহণযোগ্য নয় ।

*** পশুর হাটের ইজারা অনাদায়ে অর্থ দন্ডনীয় অপরাধ হতে পারে এবং গুনাহ হবে । তবে কুরবানী বিশুদ্ধ ।

*** “ একটি পশুর সামনে আরেকটি পশু জবেহ করা মাকরুহ ।” শায়খ বিন বায রহ: ।

*** যে কোন বর্ণের পশু দ্বারা কুরবানী বৈধ । কুরবানীতে মহানবী সা:’র পছন্দের পশু ছিলো সামান্য কালো রং বিশিষ্ট নিখুঁত সাদা পশু ।

*** “ কর্জ আদায়ে সক্ষম ব্যক্তির জন্য কর্জ নিয়ে কুরবানী করা বৈধ ।” শায়খ বিন বায রহ: ।

*** “ সুস্পস্ট রোগাক্রান্ত/ অন্ধ/সীমাহীন দূর্বল বা চলাফেরা করতে অক্ষম/ সম্পূর্ণ শিং নষ্ট পশু দ্বারা কুরবানী হবেনা ।”

*** “ গরু/ছাগল/ পশু ওজন করে বিক্রি করা জায়েজ ।” শায়খ বিন বায রহ: । ফতওয়া اللجنة الدائمة.

*** অসংখ্য মানুষের কাছ থেকে চাঁদা তুলে কাউকে দান করার অভিনয় করে তাঁর পক্ষ থেকে কুরবানী করা জায়েজ নেই ! এ জাতীয় কুরবানী বাতিল !

*** কোন মাদ্রাসা কর্তৃপক্ষ অসংখ্য মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে কুরবানী করা বাতিল ! কোন সুনির্দিষ্ট ব্যক্তি বা সাত পরিবার যদি কুরবানীর পশু বা টাকা দেয় কুরবানী করার জন্য তখনই বৈধ হবে । অন্যথায় মাংস খাওয়া হবে ! কুরবানী নয় ।

*** সবকিছুর দলীল ও লিংক কমেন্ট বক্সে পাবেন । সময় নিয়ে দেখবেন । অযথা প্রশ্ন করে বিরক্ত না করার অনুরোধ ।

MQM Saifullah Mehruzzaman

15/06/2024

১৭৬. আপনার রিযিক আপনার নিকট আসবেই | লা-তাহযান [হতাশ হবেন না] | ড. আয়িদ আল করনী

গ্রন্থঃ যিলহজ মাসের প্রথম দশ দিন, ঈদ, কুরবানি ও আইয়ামে তাশরীকের দিনসমূহলেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়েরঅধ্যায়ঃ করনীয়, বর্জনী...
15/06/2024

গ্রন্থঃ যিলহজ মাসের প্রথম দশ দিন, ঈদ, কুরবানি ও আইয়ামে তাশরীকের দিনসমূহ
লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের
অধ্যায়ঃ করনীয়, বর্জনীয় ও সুন্নাহ সমূহ
_________________________________________

কুরবানির পশু যবেহ করার নিয়মাবলী

কুরবানি দাতা নিজের কুরবানির পশু নিজেই যবেহ করবেন, যদি তিনি ভালভাবে যবেহ করতে পারেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যবেহ করেছেন। আর যবেহ করা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটি মাধ্যম। তাই প্রত্যেকের নিজের কুরবানি নিজে যবেহ করার চেষ্টা করা উচিৎ।

ইমাম বুখারি রহ. বলেছেন: সাহাবি আবূ মুসা আশআরী রা. নিজের মেয়েদের নির্দেশ দিয়েছেন তারা যেন নিজ হাতে নিজেদের কুরবানির পশু যবেহ করেন। তার এ নির্দেশ দ্বারা প্রমাণিত হয় মেয়েরা কুরবানির পশু যবেহ করতে পারেন। তবে কুরবানি পশু যবেহ করার দায়িত্ব অন্যকে অর্পণ করা জায়েয আছে। কেননা সহিহ মুসলিমের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেষট্টিটি কুরবানির পশু নিজ হাতে যবেহ করে বাকিগুলো যবেহ করার দায়িত্ব আলী রা.-কে অর্পণ করেছেন।

_________________________________________

ওয়েব লিঙ্কঃ http://www.hadithbd.com/books/link/?id=2973

অ্যান্ড্রয়েড এপ ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.banglahadith.hadithbd&hl=en&gl=US

কুরবানির পশু যবেহ করার নিয়মাবলী | যিলহজ মাসের প্রথম দশ দিন, ঈদ, কুরবানি ও আইয়ামে তাশরীকের দিনসমূহ | জাকেরুল্লাহ আবু....

08/05/2024

‎آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ قَالَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ يَزِيدَ الأَنْصَارِيَّ عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ فَقُلْتُ عَنْ النَّبِيِّ فَقَالَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا أَنْفَقَ الْمُسْلِمُ نَفَقَةً عَلٰى أَهْلِه„ وَهُوَ يَحْتَسِبُهَا كَانَتْ لَه“ صَدَقَةً.

আবূ মাস‘উদ (রাঃ) থেকে বর্ণিতঃ

রাবী বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলামঃ এটা কি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে? তিনি বললেন, (হ্যাঁ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। তিনি বলেছেনঃ সওয়াবের আশায় কোন মুসলিম যখন তার পরিবার-পরিজনের প্রতি ব্যয় করে, তা তার সদকা হিসাবে গণ্য হয়। [৩১] (মুসলিম ১২/১৪ হাঃ ১০০২, আহমাদ ১৭০৮১) (আ.প্র. ৪৯৫১, ই.ফা. ৪৮৪৭)

ফুটনোট: [৩১] ধনী দানশীল ব্যক্তি তার প্রয়োজনের অতিরিক্ত ধন আল্লাহর রাস্তায় দান করে অনেক সওয়াব হাসিল করেন। কিন্তু একজন গরীব মুসলিম যিনি নিজের পরিবারের ভরণ পোষণে ব্যস্ত থাকেন তিনি কীভাবে দানের সওয়াব পাবেন? আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমন লোকের জন্য সুসংবাদ দিচ্ছেন যে, তারা তাদের নিজেদের পরিবারের ভরণ পোষণের সময় যদি এ নিয়ত রাখে যে, তারা আল্লাহর দেয়া খাদ্য খাবে আর তাঁরই ‘ইবাদাত করে তাঁরই বান্দা হয়ে জীবন যাপন করবে আর তাদের এ খরচের জন্য আল্লাহর নিকট সওয়াব লাভের আশা করবে, তাহলে তারা তাদের এ ব্যয়ের জন্য আল্লাহর নিকট হতে দান-খয়রাত করার সওয়াব হাসিল করবে।

সহিহ বুখারী, হাদিস নং ৫৩৫১
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

] সুসন্তান লাভের জন্য দোয়া [৭:১৮৯]لَئِنْ اٰتَيۡتَـنَا صَالِحًا لَّـنَكُوۡنَنَّ مِنَ الشّٰكِرِيۡنَ যদি আপনি আমাদেরকে সুসন...
02/05/2024

] সুসন্তান লাভের জন্য দোয়া [৭:১৮৯]

لَئِنْ اٰتَيۡتَـنَا صَالِحًا لَّـنَكُوۡنَنَّ مِنَ الشّٰكِرِيۡنَ

যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব

লায়িন্ আ-তাইতানা-ছোয়া-লিহাল্ লানাকূনান্না মিনশ্ শা -কিরীন্

দোয়ার প্রেক্ষাপট: স্ত্রী গর্ভবতী হলে স্বামী-স্ত্রী আল্লাহর প্রতি শুকরিয়া ও নেক সন্তান প্রাপ্তির জন্য তাঁর উপর তাওয়াক্কুল করা দরকার।

সূরা আল আরাফ - ৭:১৮৯

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ https://gtaf.org/apps/hisnulbn

নিত্যদিনের প্রয়োজনীয় সহীহ দোয়া ও যিকির

Address

Oliffe Way
Aylesbury
HP202BF

Telephone

+971506072464

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Bin Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdullah Bin Habib:

Videos

Share