Scotland Diary Of Naeem

Scotland Diary Of Naeem প্রকৃতির মাঝে হাড়িয়ে যেতে চাই!

সকালে ঘুম থেকে উঠে খাবার রেডি করে ভার্সিটি যাওয়া আর ভার্সিটি থেকে রাতে বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার মধ্যে আটকে গেছে ...
13/02/2024

সকালে ঘুম থেকে উঠে খাবার রেডি করে ভার্সিটি যাওয়া আর ভার্সিটি থেকে রাতে বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার মধ্যে আটকে গেছে আমার লন্ডনের জীবন 🙂😞 🇬🇧🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿 ॥

Exploring the City lights and vibrant streets – welcome to the dynamic pulse of Leeds City 💥 !!
29/01/2024

Exploring the City lights and vibrant streets – welcome to the dynamic pulse of Leeds City 💥 !!

08/01/2024

After a Long , Finally I give myself a 2024 Gift - Apple MacBookPro 2023 (M3Pro - World Best Processor 🍏🔥)

Hope 2024 brings some more good things in my life ❤️ !!

24/12/2023

“ In the heart of Scotland lies Perth - a city with stories etched in its architecture and Where history whispers in every cobblestone ”

~ Perth, Scotland 🏔️🌸 !!

A Day In a City Of - PERTH 🍁 !!
23/12/2023

A Day In a City Of - PERTH 🍁 !!

14/12/2023

২০২৪ সালে যারা ইউকে তে স্টুডেন্ট ভিসায় আসবেন তাদের জন্য এক কঠিন ইমিগ্রেশন রুলস অপেক্ষা করছে প্রতিনিয়তই । তবে যাই হোক হাল ছেড়ে দেয়া যাবে না ।

In Sha Allah for now little bit busy but after 1/2 months later i will get back with some Bomb Blasting Abroad studying news + Updates.. Till Keep me in your Prayer 😇.

~ কথা একটাই মুই বরিশালের মুই ও চাই বেলস আর গোডাউন এর মত ভাই ব্রাদারগো লগে ইউরোপে দেহা হউক। সবাই মোর লাইগ্গা দোয়া হরবেন - বোজ্জ নি গেদা আইজ এই পর্যন্তই থাউক ❤️❤️ ॥

26/11/2023

টাইমলাইডা যে এক গোলকধাঁধা হইয়া গেছে এতে কোন সন্দেহ নাই - যাই হোক (এইসএসসি ২৩) সবাইকে রেজাল্ট এর শুভকামনা ❤️ ॥

06/11/2023

“ Bonfire Night ”- Aberdeen 🎆❤️‍🔥 !!

📍 Beach Boulevard .

24/10/2023

Inverness is such a Beauty City. In All Around you Just see Highland’s and Mountain .. Beauty of Highland Capital City ❤️🏔️ !!

A Day In The - Capital Of Highland 🏔️ !!
23/10/2023

A Day In The - Capital Of Highland 🏔️ !!

23/10/2023

Our Victory is very close Stand With Palestine 🇵🇸🤲🏻❤️.

🇵🇸 !!

18/10/2023

That Place was so good.. Atleast, my peace of mind got some recharged !!

No Worries it’s just the starting , more way to go 🇬🇧🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿🇧🇩 !!

Autumn In Inverness 🍁🧡 !!
18/10/2023

Autumn In Inverness 🍁🧡 !!

আমাদের বাংলাদেশ আর বাহিরের পড়াশোনার ব্যাবধান টা কোথায় ঠিক যানেন চলেন আজকে কিছু বিষয় শেয়ার করি  —বাংলাদেশে থাকাকালীন ২ ব...
28/09/2023

আমাদের বাংলাদেশ আর বাহিরের পড়াশোনার ব্যাবধান টা কোথায় ঠিক যানেন চলেন আজকে কিছু বিষয় শেয়ার করি —

বাংলাদেশে থাকাকালীন ২ বছর পুরো সময়টা বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় *Daffodil International University * তে পড়াশোনা করেছিলাম *কম্পিউটার সাইন্স* এই বিভাগে । যেহেতু নতুন তাই কৌতূহল বসত অনেক বিষয় ছিল না জানা। যখন কোন কিছু পারতাম না বা কোন কিছুতে আটকে যেতাম তখন বন্ধুদের কাছ থেকে সাহায্য নিতাম কিংবা কিছু শিক্ষকদের কাছ থেকে নিতাম । এখানেই আসি একটা কথা বলতে শিক্ষকদের কাছে কিছু জিজ্ঞাসা করলে কিছু সংখ্যক শিক্ষক খুব ভালোভাবেই বলে দিত কিন্তু এই কিছুর বাহিরে যারা ছিল তারা বলতো গুগল করো // ইউটিউব // ব্লা ব্লা ব্লা । আমার এখনো মনে আছে একবার এক স্যারকে কিছু প্রশ্ন করছিলাম তার জবাবে সে বলছিল সেকেন্ড ইয়ার উঠছো বাবা আর এখনো এগুলো জানো না গুগল করো সবটা জেনে যাবে তখন ভাবতে ছিলাম যদি গুগল ই করা লাগে তাইলে ক্লাসে আসছি কেন । বন্ধুরা অবশ্য পরে স্যার এর নাম গুগল বাবা ই দিয়েছিলাম মজা করে 😂।
* —————————————————————— *
কয়েনের পুরো উল্টো টা হচ্ছে বাহিরের পড়াশোনা । এখানে এসে সম্পূর্ন নতুন ভাবে Undergraduate এ ভর্তি হয়েছিলাম কারন আমার ভার্সিটি - বাংলাদেশের কোন ক্রেডিট ই একসেপ্ট করে নাই , তাই ২ বছর ++ এর মত হয়ে গেল লন্ডনে পড়াশোনার । অনেক নতুন নতুন কিছু দেখেছি তাদের কাছ থেকে শিখছি এখনো প্রতিনিয়ত শেখার চেষ্টা চালাচ্ছি ।

আজকে * Big Data Analytics* এই কোর্স এর ল্যাব করার সময় সবকিছুই ঠিকমতো যাচ্ছিল কিন্তু কোডিং করার সময় কিছু একটা ভুল করে ফেলছিলাম চোখের আড়ালে খুব সূক্ষ্ম একটা ভুল চোখে পড়ার মতন না । তারপর আউটপুটে গিয়া পুড়াই এক ভেবাচ্যাকার মতন অবস্থা সবার টা মিললো কিন্তু আমার টা কেন মিললো না 🥲 । এমনিতেই ছিল সকাল ৯ টায় ক্লাস তার উপর ঘুম ঘুম চোখ কি আর করার উপর থেকে এক এক করে চেক করে আসতেছি ভুল খুজেই পেলাম না । তারপর ডাক দিলাম - * EYAD CAN YOU PLEASE COME TO ME I HAVE ONE PROBLEM * বাহিরে যারা পড়াশোনা করি আমরা স্যারদের কে নাম ধরেই ডাকি তারা খুব স্বাচ্ছন্দ্যবোধ করে । Eyad আসার পর সেও একবার চেক করলো খুঁজে পেল না তারপর বললো Janatul wait i will get back to you. তারপর সে কিছুক্ষন পড় আবার এসে - আমার পাশে বসে কি-বোর্ড আর মাউস টা নিয়ে এক এক করে সবটা আবার চেক করলো পরে বললো -

Eyad - Oh My God! Do you know what’s the mistake you did Janatul ??
Me - I Said Pardon Eyad. what’s the Mistake ??
Eyad - Check this steps only ! Did you find any mistakes ?
Me - Again checked, Pardon Eyad No 🙂
Eyad - Ok, Let’s Solve Together..

এটা বলে সে এক এক লাইন বললো আর বুজাইলো তারপর নিজের ভুল খুঁজে পেলাম আর নিজেরে বললাম শালার কি এক Silly Mistake করলাম । তারপর Eyad কে বললাম * Thank you so Much Eyad * । যদিও ভালোই হইছে এই এক ভুলের জন্য কিছু জিনিস শিখতে পারলাম .

কথা হচ্ছে - বাংলাদেশের শিক্ষকরাও কিন্তু বাহিরের দেশে আসে উচ্চশিক্ষা নিতে তারা সবটা দেখে বুজে শিখে নেয় কিন্তু বাংলাদেশে গিয়ে তারা শিক্ষার পুরো সিস্টেমটাই উল্টে দেয় ছাএদের সাথে ।

এই যে Eyad Professor ওর In আর রিসার্স প্রোফাইল দেখলে ভেবাচ্যাকা খাওয়া লাগে কিন্তু সে একবার এর জন্য ও রাগ হলো না কিংবা বললো না গুগল করতে বা ইউটিউব দেখে শিখে নিতে।।

বাংলাদেশ আর বাহিরের পড়াশোনার ডিফারেন্স টা এটুকু বললেও কম হবে । অন্য আরেকদিন অন্য এক বিষয় নিয়ে কথা বলবো । আল্লাহ হাফেজ ❤️ ॥

Janatul Naeem
Robert Gordon University - Stage 3 (3rd Year)
School Of Computing Science - 🇧🇩।🇬🇧।🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

After Summer Holiday of 5 Month’s Again Back to University - [ Stage 3 - Jazakallahu Khairan ❤️] !!
18/09/2023

After Summer Holiday of 5 Month’s Again Back to University - [ Stage 3 - Jazakallahu Khairan ❤️] !!

16/09/2023

"Hey take a deep breath and let the words sink
in 🍃 "

.

13/09/2023

স্কটল্যান্ডের সৌন্দর্য অনেক সুন্দর আপনাকে খুজে নিতে হবে হিডেন জেম জায়গাগুলো।

এসব জায়গাতে খুব কম মানুষ আসে কারন ঘন জঙ্গল + লং ট্রাকিং করে হেটে আসতে হয় । জঙ্গল এর মাঝে আপনি মাঝে মাঝে ট্রাক হারিয়েও ফেলতে পারেন যেমনটা প্রথমবার আমি হারিয়েছিলাম কারন জিপিএস // গুগল ম্যাপ কোনটাই কাজ করে না। তারপর আবার শুরু করছি প্রথম থেকে ।

Human life is only one so there must be so many adventures in life with enjoyment and i Like to Enjoy Unique Hidden Gem Place’s of Nature ❤️ ॥

১০ কি.মি হেটে এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর - মন আমার স্বার্থক ❤️ ॥           প্রকৃতির সৌন্দর্যের কাছে হার মানতেই হয় 🍀...
13/09/2023

১০ কি.মি হেটে এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর - মন আমার স্বার্থক ❤️ ॥

প্রকৃতির সৌন্দর্যের কাছে হার মানতেই হয় 🍀 ॥

24/07/2023

Is this the place that I've been dreaming of 🍀 !!

17/07/2023

I’m too much obsessed with rainy weather ✨🌧️ !!

Her Majesty The Queen's Elizabeth II  House -                      BALMORAL CASTLE ❤️ !!
12/07/2023

Her Majesty The Queen's Elizabeth II House -

BALMORAL CASTLE ❤️ !!

10/07/2023

Hello, It’s my New Intro Video about my Solo
Travelling.. Trying to learn.. More long way to goo. .

Keep in Your Prayer & Love Nature 🍀❤️ !!

10/07/2023

তেমন কিছু না এই ধরেন মন খারাপ থাকলে একটু পেইজটাতে ঘুড়ে আসবেন মন ভাল হয়ে যাবে । প্রকৃতি আর সমুদ্র আমার বড্ড পছন্দ তাই এর মাঝেই হাড়িয়ে নিজেকে প্রতিবার খোজার প্রচেষ্টা 🍃 ।

ছোট্ট ছোট্ট করে পথ চলা শুরু অনেকটা পথ যাওয়া বাকি ।

জাজাকাল্লাহ খাইরান ❤️!

Address

13A Diamond Lane
Aberdeen
AB101WB

Telephone

+447593068887

Website

Alerts

Be the first to know and let us send you an email when Scotland Diary Of Naeem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category