Hisbullah

Hisbullah ভেতরে অন্ধকার পুষে বাইরে আলোর ফেরিওয়ালা সেজেছি আমি..

তুষারে ঢাকা প্যারিস ❄️
21/11/2024

তুষারে ঢাকা প্যারিস ❄️

বৃষ্টি নামছে শহর জুড়ে
19/11/2024

বৃষ্টি নামছে শহর জুড়ে

জীবন বিষণ সুন্দর 🌸
11/11/2024

জীবন বিষণ সুন্দর 🌸

06/11/2024

পেকুয়াকে ক্যান্সারের রেডজোন ঘোষণা করাটা এখন সময়ের দাবি মাত্র। প্রতিটি পাড়ায় মহল্লায় গড়ে যে পরিমাণ ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে এটি সবার জন্য একটা ভয়ের কারণ। কেন রোগটি মহামারীর মত ছড়িয়ে পড়তেছে তার কারণটা বের করতে সংশ্লিষ্ট কতৃপক্ষ এবং আমাদের সকলের সচেতনতা প্রয়োজন। এই বিষয়টা নিয়ে সচেতন এবং সেচ্ছাশ্রম দিবে এমন কিছু মানুষ নিয়ে কাজ করতে চাই আপনারা সহযোগিতা করলে।

31/10/2024

আচ্ছা বাংলাদেশের গান্ডু নেতারা ইউরোপ-আমেরিকার মত অর্থনীতি ও উন্নয়ন চাই কিন্তু রাজনীতি চাইনা কেন!

ভিতরে চলছে ব্যালন ডি'অর প্রোগ্রাম ২০২৪। আর বাহিরে আমি দর্শক।
29/10/2024

ভিতরে চলছে ব্যালন ডি'অর প্রোগ্রাম ২০২৪। আর বাহিরে আমি দর্শক।

১৮ সালের নির্বাচনে যত গায়েবি মামলা হয়েছে তার অধিকাংশই সাজিয়েছিল এই জাহেদ চেয়ারম্যান। চোখের সামনেই দেখেছি টইটং হাজী বাজার...
25/10/2024

১৮ সালের নির্বাচনে যত গায়েবি মামলা হয়েছে তার অধিকাংশই সাজিয়েছিল এই জাহেদ চেয়ারম্যান। চোখের সামনেই দেখেছি টইটং হাজী বাজারের পাশে অস্থায়ী একটা বেমানে জাফরের নির্বাচনি অফিস ঘোষণা দিয়ে রাত ২/৩ টার দিকে অকটেন দিয়ে জ্বালিয়ে দেয়। সেই রাতেই পুলিশকে খবর দেয় তৎকালীন ওসি ঘটনাস্থলে যায়। রাতেই বিএনপি-জামাতের কয়েকশ নেতাকর্মীর নামে মামলা রুজু করে।

সবচেয়ে বড় পরিচয় সে ছিল পেকুয়া থানার মামলা বা যেকোন তদবিরের বিষয়ে প্রথম শ্রেণীর দালাল। তার পরের অবস্থান ছিল উজানটিয়ার তোফাজ্জল চেয়ারম্যান। এভাবে আ.লীগের ক্ষমতাকে তারা ভাগবাটোয়ারা করে খেয়েছে। তারা কত মানুষকে মিথ্যা মামলায় পথে বসিয়েছে তার হিসাব খুব ঠুনকো। তার উপযুক্ত শাস্তি হোক। আর ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা দায়ের করুন।

আমার ইউরোপ নাগরিক পুত। আহা এভাবেও রাগ করা যায়!
21/10/2024

আমার ইউরোপ নাগরিক পুত। আহা এভাবেও রাগ করা যায়!

20/10/2024

সকালে রাজনৈতিক মঞ্চে উঠে গলা ফাটিয়ে বকবক করে বিকালে আবার দু'চার লাইন লিখে সাংবাদিক বনে যাওয়া মানুষ গুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি এবং মুখের উপর থুতু মারি। কারণ সে না পারে লিখতে নিজের অপরাধ, না পারে লিখতে তার রাজনৈতিক দলের গান্ডু নেতার অপরাধ।

সে করতে জানেশুধুই চাটুকারিতা। সুতরাং দলীয় পরিচয় থেকে বের হয়ে সাংবাদিকতা করুন। মানুষের কথা লিখুন।

Many many thanks and appreciation Ms Tanis Luna.. See you in another successful work 🌸
18/10/2024

Many many thanks and appreciation Ms Tanis Luna.. See you in another successful work 🌸

এই একটি খামের অপেক্ষায় কেটেছে আমার বহুদিন।ইউরোপের এই কনকনে শীত,তীব্র গরম,তুমুল বৃষ্টি, অজস্র নির্ঘুম রজনী কাটিয়েছি এই খা...
17/10/2024

এই একটি খামের অপেক্ষায় কেটেছে আমার বহুদিন।ইউরোপের এই কনকনে শীত,তীব্র গরম,তুমুল বৃষ্টি, অজস্র নির্ঘুম রজনী কাটিয়েছি এই খামটিকে ঘিরে। আজ এ গ্রহের সবচেয়ে সুখি মানুষ আমি।

সবকিছুর জন্য সৃষ্টিকর্তাকে আবারও ধন্যবাদ।

"শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে ।"
16/10/2024

"শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে ।"

এই আদেশটি পেকুয়ার মানুষের সাথে তামাশা ছাড়া আর কিছুই না। যারা আদেশ দিছে তাদের নিজস্ব কোন হেড়াম নেই। এই সিএনজি টমটমকে ঘিরে...
09/10/2024

এই আদেশটি পেকুয়ার মানুষের সাথে তামাশা ছাড়া আর কিছুই না। যারা আদেশ দিছে তাদের নিজস্ব কোন হেড়াম নেই। এই সিএনজি টমটমকে ঘিরে প্রতিদিন চাঁদাবাজি হয় গড়ে এক লক্ষের বেশি পরিমাণ টাকা। এত গুলো মুখোশধারী কু'ল'ঙ্গা'রের ভাত বন্ধ করে এই আদেশ বাস্তবায়ন করা এক বিশাল যুদ্ধ। তারপরেও শৃঙ্খলা ফিরুক সব কথা মিথ্যা প্রমাণ করে।

Adresse

Paris

Téléphone

+8801838500511

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Hisbullah publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Hisbullah:

Vidéos

Partager