15/02/2022
২৫ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কতো অশান্তির।
পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটি জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা।
পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না।
মা হারা ছেলে-মেয়েগুলো জানে মামাবাড়ির রসের হাঁড়ি তাঁদের জন্য নয়।
যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কতো কথা বলতে পারে।
চাকুরীহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালবাসার মূল্য দেয় না।
কালো মেয়েটি জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে খোঁজে রূপ।
ডিভোর্সি মেয়েটি জানে সংসার ভাঙ্গার দায় কেবল তারই মাথায়।
সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তো তার আপন।
কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়!
সংগৃহীত