Sohag Amin

Sohag Amin খুব কাছের কিছু মানুষ কে হারিয়ে পেললাম!
কখনো ভাবতেই পারি নাই এত তাড়াতাড়ি বিদায় দিতে হবে।

15/02/2022

২৫ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কতো অশান্তির।

পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটি জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা।

পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না।

মা হারা ছেলে-মেয়েগুলো জানে মামাবাড়ির রসের হাঁড়ি তাঁদের জন্য নয়।

যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কতো কথা বলতে পারে।

চাকুরীহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালবাসার মূল্য দেয় না।

কালো মেয়েটি জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে খোঁজে রূপ।

ডিভোর্সি মেয়েটি জানে সংসার ভাঙ্গার দায় কেবল তারই মাথায়।

সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তো তার আপন।

কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়!

সংগৃহীত

10/01/2022

দুনিয়া বড়ো স্বার্থপর,দুনিয়া কাউরে জায়গা দেয় না।
– এটাই চির সত্যি। 🙂

24/10/2021

মন পরিস্কার রাখুন 👌
কারন শেষ হিসেব টা অর্থের নয়,
কর্মের হবে। 🙂

21/10/2021

পুরুষের সাফল্যের পিছনে মা ছাড়া দ্বিতীয় নারী থাকে না, কারণ দ্বিতীয় নারী একজন সফল পুরুষকে খোঁজে!

17/09/2021

বাঙ্গালীকে বেশি প্রশংসা করতে নেই। প্রশংসা করলেই বাঙালি এক লাফে আকাশে উঠে যায়।

আকাশে উঠে গেলেও ক্ষতি ছিল না- আকাশ থেকে থুথু ফেলা শুরু করে 🙄🙄

09/05/2021

মা হবার গল্প খুব বিশ্রী। আমি খুব কম মেয়েকে চিনি যারা সুন্দর ভাবে মানসিক, শারীরিক এবং পারিবারিক ভাবে ভালো সাপোর্ট পেয়েছে মা হবার সময়।

অধিকাংশ মায়েরা বাচ্চা পেটে নিয়ে একটা অলিখিত যুদ্ধ করতে করতে ৮মাস কাটায়, এরপর ওটি তে যায়, ওটি থেকে বের হয়ে কতজন মারা যায়৷ আবার ১ টা বছর শারীরিক মানসিক ও পারিবারিক ভাবে একটা অলিখিত যুদ্ধ করতে করতে শিশুটাকে নিয়ে বাঁচে।

অথচ বিজ্ঞাপন থেকে শুরু করে সোশাল মিডিয়া, টেলিভিশনে ফলায় করে বিজ্ঞাপন দিয়ে ফেলে-
প্রেগন্যান্সির সময়, আগে ও পরে মাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।

সত্যিটা হলো, প্রেগ্ন্যাসির সময় গর্ভবতী মা বাদে সবাই ই ভালো থাকে।
একটা সুস্থ মা যে সুস্থ পরিবার তৈরি করতে পারে এই কনসেপ্ট টা আমাদের পারিপার্শ্বিক অবস্থা বিশ্বাস করতে চায়না।

পৃথিবী জানে, একজন মা হওয়া সুখের কিন্তু মা হওয়ার গল্পটা এতই কঠিন তার সাক্ষী পৃথিবী, পরিবার কিংবা অনেক সময় স্বামীও হন না। সাক্ষী হয়ে থাকেন কেবলমাত্র সেই মা ই!!

©স্বাতী

05/05/2021

ট্যাকা থাকলেই বউ ঘরে থাকবে
এটা ভূল!!💃

তার উদাহরণ বিল গেইটস!😆

30/04/2021

পিতার জীবন নিঃস্ব হয়ে যায় পুত্রের জীবন সাজাতে...!!
আর পুত্র বড় হয়ে স্টাটাস দেয় -My wife is my life.

29/04/2021
26/04/2021

When someone asked '' আপনি মাস্ক পরেন নাই কেনো?

25/04/2021

বাচ্চাদের কে মোবাইল থেকে দূরে রাখুন।

20/04/2021

একাত্তর টিভির দ্বারা সবই সম্ভব.......🙄
অসম্ভবকে সম্ভব করা একাত্তর টিভির কাজ.....🤭

20/04/2021

"কে" জানে হয়ত! জিবনের শেষ "রমজান" ( গুনা মাফের শেষ সুযোগ) কেটে যাচ্ছে, অবহেলায়, আড্ডায়, নতুবা কাজের ব্যস্ততায়।

17/04/2021

‘অথচ কেউই জানে না আগামীকাল তার জন্যে কী অপেক্ষা করছে এবং কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। শুধু আল্লাহই সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত।’ - আল কোরআন

13/03/2021

মানুষের পতনের তিনটি কারণ, প্রথম মিথ্যা, দ্বিতীয় হিংসা এবং তৃতীয়টি হলো অহংকার।

10/03/2021

শুধু পড়ালেখা করলেই মানুষ হওয়া যায় না! পড়ালেখা করে হয়তো অনেকেই শিক্ষিত হয়; কিন্তু খুব কম লোকই মানুষ হতে পারে! পড়ালেখা করে যত সহজে সার্টিফিকেটধারী শিক্ষিত হওয়া যায়, তত সহজে মনুষ্যত্ববোধ সভ্য মানুষ হওয়া যায় না!

____

12/01/2021

এইসব কিছু থাকবে কিন্তু থাকবো না আমি!
তাই মরার আগে একবার মরেন।
আল্লাহ আপনার হিসাব নেওয়ার আগে
নিজেই নিজের হিসাব টা একবার নেন।

Adresse

Paris
1200

Heures d'ouverture

Lundi 09:00 - 17:00
Mardi 09:00 - 17:00
Mercredi 09:00 - 17:00
Jeudi 09:00 - 17:00
Samedi 09:00 - 17:00
Dimanche 09:00 - 21:00

Téléphone

+306988000000

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Sohag Amin publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Sohag Amin:

Vidéos

Partager

Type