S R Creation

S R Creation খুব ভালমানুষ না আমি,কারন ভালমানুষ হওয়ার জন্য ভাল অভিনয় করতে হয়,আমি তা পারি না।��

খুব ভাল মানুষ না আমি,কারণ ভাল মানুষ হওয়ার জন্য ভাল অভিনয় করতে হয়,তা আমি পারি না❤️🔥

04/08/2024

জাতি আপনার কাছে জানতে চায় আপনি কি আবু সাইদ এর ভিডিওটি দেখেছেন😂😂

পিকচার টা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লাশ/মৃত দেহ আছে। হঠাৎ করে বৃষ্টি শুরু। সবাই পলিথিন দিয়ে লাশ টা ঢেকে বারান্দা বা ...
02/07/2024

পিকচার টা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লাশ/মৃত দেহ আছে। হঠাৎ করে বৃষ্টি শুরু। সবাই পলিথিন দিয়ে লাশ টা ঢেকে বারান্দা বা ঘরে আশ্রয় নিয়েছে। যে পিকচারটা ক্যাপচার করেছে, তিনিও রুম থেকেই তুলেছে।
"তোমার প্রয়োজন বুঝে নাও কতটুকু।" আজ মরলে একটু পরেই সবাই পর। তোমার লাশটা ঘরে তোলা যাবে না।তোমার জন্য কেও বৃষ্টিতে ভিজতেও পারবে না। একটু চোখের জল পড়বে, যা বাড়িতে পোষা কোনো প্রাণী মারা গেলেও পড়ে সবার।
কিন্তু একটা ব্যক্তির দামি কোন অলংকার হারিয়ে গেলে যত বার সেই হারিয়ে যাওয়া অলংকারের কথা স্মরণ করে তত বার তুমি মারা গেলেও স্মরণ করবে না।

সুতরাং যত দিন বাঁচবে নিজেকে ভালো রেখে, নিজেকে খুশি রাখার মতো করে বাঁচো।🖤

সেন্টমার্টিন নি'য়ে যা'চ্ছে! বুক চিরে রেল লাইন যাচ্ছে! আর আমাদের রাসেলস ভাইপার দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে।
25/06/2024

সেন্টমার্টিন নি'য়ে যা'চ্ছে!
বুক চিরে রেল লাইন যাচ্ছে!
আর আমাদের রাসেলস ভাইপার
দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে।

১৭৫৭ সালের ২৩ শে জুন -পলাশীর প্রান্তরে মীর জাফররা এই উপমহাদেশটা ইস্ট ইন্ডিয়া কোম্পানীর হাতে তুলে দিছিলো।আজকে ২০২৪ সালের ...
25/06/2024

১৭৫৭ সালের ২৩ শে জুন -
পলাশীর প্রান্তরে মীর জাফররা এই উপমহাদেশটা ইস্ট ইন্ডিয়া কোম্পানীর হাতে তুলে দিছিলো।

আজকে ২০২৪ সালের ২৩ শে জুন -
বাংলার প্রান্তরে কারা এই দেশটাকে গ্রেটার ইন্ডিয়ার হাতে তুলে দেয়, শুধু ভেবে দেখেন একবার...!

এখন ট্রেন আসবে, কদিন পর নিজেরাই ট্রেনে ঢিল মারবে - তারপর ট্রেনের নিরাপত্তার জন্য সোলজার আসবে।
25/06/2024

এখন ট্রেন আসবে, কদিন পর নিজেরাই ট্রেনে ঢিল মারবে - তারপর ট্রেনের নিরাপত্তার জন্য সোলজার আসবে।

সহজ সমীকরণে দাঁড়িয়ে বাংলাদেশের সেমি ফাইনাল
25/06/2024

সহজ সমীকরণে দাঁড়িয়ে বাংলাদেশের সেমি ফাইনাল

17/06/2024

আমি ভালোবাসায় বিশ্বাসী😇
প্রেমে নই🙂
প্রেম তো ধর্ষন এর উৎপন্ন রূপ🙂
যা ছলনার মাধ্যমে করা হয়।🙂
যদিও কথাটা শুনতে খারাপ কিন্তু এটাই সত্যি!🔥

বন্ধ হয়ে যাওয়া এয়ার সিলেট (air Sylhet Airlines)  কি আবারো চালু হওয়া সম্ভব?!আপনি কী জানতেন Air Sylhet নামে একটি এয়ারলাই...
28/05/2024

বন্ধ হয়ে যাওয়া এয়ার সিলেট (air Sylhet Airlines) কি আবারো চালু হওয়া সম্ভব?!

আপনি কী জানতেন Air Sylhet নামে একটি এয়ারলাইন্স ছিল?!

এয়ার সিলেট পিএলসি (পাবলিক লিমিটেড কোম্পানি) ২০০৭ সালের শুরুর দিকে বাংলাদেশের সিলেট অঞ্চলের ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়।!

এয়ার সিলেট এজি পূর্ণ মালিকানাধীন অস্ট্রিয়ান বিমান ছিল এবং পিলসির সহায়ক ছিল যা বার্মিংহাম বিমানবন্দর থেকে ভিয়েনায় কারিগরি বিরতি নিয়ে অমৃতসরে যাত্রী পরিবহন সেবা দিত। সৌদি আরবের জেদ্দা থেকেও এয়ার সিলেট যাত্রী নেয়ার অনুমতি ছিল।!
তবে বিভিন্ন কারনে তা বন্ধ হয়ে যায়।"

যারা সিলেটি দাবি করেন এবং মন থেকে নিজেকে সিলেটি মনে করেন আমরা তাদের প্রতি বিনিত অনুরোধ জানাই সিলেটিদের চাহিদা মাথায় রেখে আবার এয়ার সিলেট চালু করার জন্য। "
অবশ্যই সিলেটিরা এগিয়ে যাবে, সিলেট বিরুদ্ধি দালাল ও চাটুকারদের গালে চপেটাঘাত করে।❤️🔥

#ꠍꠤꠟꠐ #ꠍꠤꠟꠐꠤ

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉 ...
17/05/2024

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔.

প্যারিসের গার দ্যু নর্দ স্টেশনে ট্রেনে যা ঘটলো সবাই আনন্দিত।🔥ফ্রান্সের প্যারিসের গার দ্যু নর্দ স্টেশনে গত ৩১ মার্চ রবিবা...
05/04/2024

প্যারিসের গার দ্যু নর্দ স্টেশনে ট্রেনে যা ঘটলো সবাই আনন্দিত।🔥

ফ্রান্সের প্যারিসের গার দ্যু নর্দ স্টেশনে গত ৩১ মার্চ রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে মেট্রো ৫ এর গতি হঠাৎ থমকে দাঁড়ায়। যাত্রীরা কিছু বুঝে উঠতে পারছিলো কি ঘটেছে। কেউ কি মেট্রোর লাইনে লাফ দিয়েছে ? কোনো টেকনিক্যাল সমস্যা নাকি অন্যকিছু ? তার একটু পরেই RATP মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করে প্রিয় যাত্রী সাধারণ আপনারা জেনে খুশি হবেন এইমাত্র আমাদের মেট্রো ৫ ট্রেনে একটি শিশু জন্মগ্রহণ করেছে। ৩০ বছর বয়সি মা এবং শিশু দুজনই ভালো আছেন। তখন সকল যাত্রী খুশিতে হাততালি দিতে লাগলো। সকল যাত্রীর মুখে হাঁসি আর আনন্দ। মেট্রো ৫ থেকে স্টাফরা এবং RATP কর্তৃপক্ষ ফুল ও খেলনা নিয়ে হাজির হয় সদ্য জন্ম নেয়া শিশুটি ও তার মায়ের সামনে। তখনও তারা মেট্রো ট্রেনের ভেতরেই গার দ্যু নর্দ স্টেশনে। RATP কর্তৃপক্ষ তৎক্ষনাৎ ঘোষণা দিলো তাদের মেট্রোতে জন্মনেয়া শিশুটির জন্য আজীবন যাতায়াত ফ্রি। এবং মায়ের জন্য ১ বছরের ফ্রি নাভিগো পাস। তখন আবারও সকল যাত্রীরা হাততালি দিয়ে মা ও শিশুটিকে অভিনন্দন জানাতে লাগলো। অতঃপর সকাল ১১ টা ৩০ মিনিটে মেট্রো ৫ গার দ্য নর্দ স্টেশন ত্যাগ করলো আনন্দঘন পরিবেশে। এই বিষয়ে স্টেশনে দায়িত্বরত ফ্রান্স পুলিশ জানিয়েছে সবকিছু ঠিক আছে। মা ও শিশুটিকে অভিনন্দন। তাদেরকে প্যারিসের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। গার দ্যু নর্দ ট্রেন স্টেশন কর্তৃপক্ষও মা ও শিশুটিকে অভিনন্দন জানিয়েছে।❤️🔥💯

১৯৭০ সালের আমাদের সিলেটের কিন ব্রিজের ছবি!!❤️🥰💯
11/02/2024

১৯৭০ সালের আমাদের সিলেটের কিন ব্রিজের ছবি!!❤️🥰💯

29/01/2024

অগো অভিমানি তুমি ভুলে গিয়েছ🤗💯

20/01/2024

Alhamdulillah finally🥹❤️
In stream ads peye gelam❤️🥹

18/01/2024

Snow🥶

Simplicity is the best attitude🔥❤️
14/01/2024

Simplicity is the best attitude🔥❤️

14/01/2024

হে ভাই এর নামই মধ্যবিত্ত🙂💔

12/01/2024

Yee main hu🐸🐸😆

Adresse

Paris

Téléphone

+8801725237296

Site Web

https://www.facebook.com/ahmedzovi143

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque S R Creation publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à S R Creation:

Vidéos

Partager