From Paris With Jubi

From Paris With Jubi Wanna discover the beauty of Europe? Join with me, soon gonna upload some beautiful moments IN SHAA ALLAH. Thanks.
(3)

Fermé définitivement.

If you like my work then please do LIKE, COMMENT & SHARE for encourage me to upload more & more lovely videos.

29/07/2023

প্যারিসে আমার খুব প্রিয় একটি জায়গা।

প্রতিবছর এরা বিভিন্নভাবে এই রাস্তাটা সাজায়। কখনো ছাতা, বেলুন, ফুল বা বিভিন্ন লাইটিং দিয়ে।

তাই আমরাও প্রতি বছর একবার হলেও ঘুরে আসি এখান থেকে। 😊😊

Late upload 🙃

কত শত ভিডিও যে মোবাইলে জমা হয়েছে। পোস্ট দেয়ার আর সময় হয় না। 🤦🏻‍♀️😏

31/05/2023

Bordeaux, France.

🍇🍇🍇 আঙ্গুরের বাগান 🍇🍇🍇

ফ্রান্সের এই শহরটি আঙ্গুর বাগানের জন্য বিখ্যাত। এবার ট্যুরে আমরা যেখানে বাসা নিয়েছিলাম তার থেকে হেঁটে যেতে মাত্র ৫-৭ মিনিটের দূরত্ব ছিল। খুবই সুন্দর ছোট্ট একটি সাতু। ভিতরের পরিবেশ টা অসম্ভব সুন্দর। সাতু্র সামনে এবং পেছনে দুটো বড় আঙ্গুরের বাগান। 😊

এত সুন্দর একটা পরিবেশে গেলে মন একদম সতেজ হয়ে যায়। আমার যে কি পরিমাণ ভালো লেগেছে বলে বোঝানো যাবে না! আলহামদুলিল্লাহ 🥰

গাছে ছোট ছোট আঙ্গুর ধরেছে। আর এক থেকে দেড় মাস পরে গেলে গাছে গাছে পাকা আঙ্গুর দেখা যেত।😍

02/05/2023

এটা এমন একটা জায়গা যেখানে গেলে অবশ্যই আপনার ভালো লাগবে। মন ভালো হয়ে যাবে। 😘

❤️

আল্লাহর কাছে আমি কখনোই কোটি কোটি টাকা চাইনা যে টাকার মধ্যে হয়তো সুখ থাকবে না। আমি সবসময় দোয়া করি যেন তিনি আমাদের স্বচ...
01/01/2023

আল্লাহর কাছে আমি কখনোই কোটি কোটি টাকা চাইনা যে টাকার মধ্যে হয়তো সুখ থাকবে না। আমি সবসময় দোয়া করি যেন তিনি আমাদের স্বচ্ছল রাখেন।😊

যেন পরিবার-পরিজনদের প্রয়োজনে সাধ্যমত সাহায্য করতে পারি, নিজের একটা শখ হলে সেটা পূরণ করতে পারি, কিছু কিনতে মন চাইলে কিনতে পারি, কিছু খেতে মন চাইলে বা কোথাও যেতে মন চাইলে যেন যেতে পারি। এতোটুকুই আমি চাই সব সময়। 😍

আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালা আমার দোয়া কবুল করেছেন। অসংখ্য অসংখ্য অসংখ্য শুকরিয়া তার কাছে। 🥰

জীবনের বাকি দিন গুলোও পরিবার-পরিজনদের নিয়ে এভাবে সুখে শান্তিতে সচ্ছলভাবে কাটিয়ে দিতে চাই এতোটুকুই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা।🤲

আলহামদুলিল্লাহ ২০২২ সাল টি খুবই সুন্দর ভাবে কাটিয়েছে। ২০২৩ সাল টি ও আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সুখে-শান্তিতে ভালোভাবে কাটানো তৌফিক দান করুক (আমিন)।❤️

Happy new year everyone 🎆

21/12/2022

Beautiful city 🌹

Le havre beach is just 5mins away from city centre 🏖️⛵

Christmas market ❄️

13/10/2022

সমতল থেকে ১১০০ মিটার পাহাড়ের ওপরে ছোট্ট একটি ফরাসি গ্রাম। সেই গ্রামে সন্ধ্যার পরে বিনোদন বলতে শুধুমাত্র এই একটি মাত্র রেস্টুরেন্ট খোলা ছিল সাথে চলছিল লাইভ গান।😘

সারাদিন এদিক সেদিক ঘুরাঘুরি করে ক্লান্ত হয়ে যখন আমরা আমাদের হোটেলে ফিরে আসি, ফ্রেস হয়ে, খাওয়া-দাওয়া করে, সন্ধ্যায় চা কফি খেয়ে আমাদের দুই ছেলেকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। তখন দেখি এই রেস্টুরেন্টটিতে হাতে গোনা চার-পাঁচজন কাস্টমার ছিল আর শিল্পী ইংলিশ এবং ফরাসি গান গাচ্ছে।🥰

সন্ধ্যার পর ভালই লাগছিল। স্তব্ধ একটা গ্রাম আশেপাশের সবকিছুই অন্ধকার পাহাড়ে ঘেরা যদিও সেদিন আকাশে পূর্ণিমার চাঁদ ছিল। মানুষ যেন একেবারে নাই বললেই চলে। 😊

নভেম্বর, ডিসেম্বরে এই ছোট্ট পাহাড়ের ওপরে গ্রামটি একদম সাদা বরফে ঢেকে থাকবে। ইস দেখতে কি চমৎকার লাগবে তখন! আমার তো আবার যেতে মন চাচ্ছে সাদা বরফে ঢেকে থাকা সেই চমৎকার দৃশ্য দেখার জন্য। 😍

আমার মনে মনে খুব জানতে ইচ্ছে করছিলো প্যারিস থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে সুইজারল্যান্ড এর কোল ঘেঁষে ১১০০ মিটার পাহাড়ের উপরে এই ছোট্ট একটি গ্রামে আমাদের আগে অন্য কোন বাঙালি গিয়েছিল কিনা? নাকি আমরাই সবার প্রথমে গিয়েছি মনের মধ্যে শুধু এই কথাটি ঘুরপাক খাচ্ছিল।😅

02/09/2022

Alhamdulillah ❤️
Mashallah 😍
l will keep this memory forever In Shaa Allah 🥰

29/08/2022

😍 😍 😍

ফ্রান্সে যারা থাকেন আপনাদেরকে সস্তায় ঘুরাঘুরির কিছু টিপস দিয়ে দেই। যারা জানেন তারা তো জানেনই কিন্তু যারা জানেন না তাদে...
29/08/2022

ফ্রান্সে যারা থাকেন আপনাদেরকে সস্তায় ঘুরাঘুরির কিছু টিপস দিয়ে দেই। যারা জানেন তারা তো জানেনই কিন্তু যারা জানেন না তাদের কাজে লাগতে পারে। 😊

বিদেশের এই যান্ত্রিক জীবনে মাঝেমধ্যে ঘুরাঘুরি করলে নিজের মন ফ্রেশ থাকে। আপনি যদি ঘোরাঘুরি করতে ভালোবাসেন তাহলে এই কয়েকটা অ্যাপস মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন তাহলে কাজে দিবে।👇

FLIX BUS (এটা দিয়ে মাত্র 5/10/15 ইউরো দিয়ে আপনি ফ্রান্সের যে কোন মাথায় চলে যেতে পারবেন)।

OUI GO (আমার অনেক পছন্দের একটা ট্রেন, মাত্র 10/15ইউরো দিয়ে আপনি নিস, কান , মোনাকো, তুলস পর্যন্ত চলে যেতে পারবেন। ) কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে আপনাকে আগে থেকেই প্ল্যান করতে হবে মিনিমাম এক মাস আগে থেকে টিকিট কাটলে সাধারণত এই প্রাইসগুলো পাওয়া যায়।

সবচেয়ে প্রিয় এপ হচ্ছে AIRBNB । হোটেলের চেয়ে অর্ধেক খরচে এখানে বাসা পাওয়া যায়, সবচেয়ে বড় সুবিধা এখানে আপনি পুরো নিজের মনের মতো করে বাসায় থাকতে পারবেন , নিজের মত করে রান্না করে খেতে পারবেন, বাসায় অনেক সময় গার্ডেন থাকে, সুইমিংপুল থাকে, বিশাল বড় লিভিং রুম থাকে কিন্তু শর্ত একটাই বাসা যখন ছাড়বেন তখন একদম আগের মত করে রাখবেন পুরোপুরি ক্লিন করে।

যে জায়গায় যাবেন সেই জায়গা সম্বন্ধে আগে থেকে গুগল করে যাবেন তাহলে ঘুরতে সুবিধা হবে, এক্ষেত্রে TRIP ADVISOR অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।

এছাড়াও প্লেনে করে কোথাও ঘুরতে যাওয়ার জন্য SKYSCANNER, BOOKING.COM, এপ গুলোও অনেক কার্যকরী।

23/08/2022

Geneva lake 💦💙

অসম্ভব সুন্দর একটি জায়গা যেখান থেকে ট্রেনে করে ২০০০ মিটার উপরে নিয়ে যাবে। সেখান থেকে আবার ক্যাবল কারে করে অনেক খানি নি...
16/08/2022

অসম্ভব সুন্দর একটি জায়গা যেখান থেকে ট্রেনে করে ২০০০ মিটার উপরে নিয়ে যাবে। সেখান থেকে আবার ক্যাবল কারে করে অনেক খানি নিচে নেমে পায়ে হাঁটার জায়গা আছে এবং খুব সুন্দর একটি বরফের গুহা আছে।

ট্রেনের ভাড়ার সাথে ক্যাবল কার ইনক্লুড আলাদা করে আর টিকিট করতে হয় না।

ট্রেনে ওঠার সময় নিচের শহরের বাড়িঘর গুলো খুব ছোট ছোট দেখা যায়। উপর থেকে নিচে দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। ২০০০ মিটার উপর থেকে দেখা যায় অসংখ্য বড় বড় পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সোবাহান আল্লাহ কি চমৎকার আল্লাহ সৃষ্টি।

15/08/2022

Alhamdulillah for everything 😍❤️

প্রথম দিনই আমরা চলে গিয়েছিলাম এখানে। ক্যাবল কারে চড়ে ৮০০ মিটার পাহাড়ের ওপরে উঠে আবার সেখান থেকে স্লাইডারে বসে নিচে নে...
14/08/2022

প্রথম দিনই আমরা চলে গিয়েছিলাম এখানে। ক্যাবল কারে চড়ে ৮০০ মিটার পাহাড়ের ওপরে উঠে আবার সেখান থেকে স্লাইডারে বসে নিচে নেমে এসেছি।🤩

আমরা আমাদের ১০ মাস আর একজন ৩৩ মাস বয়সের দুই ছেলে কে নিয়ে ৮০০ মিটার উপর থেকে স্লাইডারে চড়ে নিচে নেমে গিয়েছি।😅

ওখানে আরো অনেক এডভেঞ্চার এক্টিভিটিস ছিল।😊

ভিডিও লিংকটা নিচে দেয়া হল দেখলে বুঝতে পারবেন যে কতটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে এখান থেকে নামতে গেলে।😜👇

https://youtu.be/eWPpEbnmp8U

13/08/2022

🤩 পাহাড়ের ওপরে অসম্ভব সুন্দর একটি জায়গা।🤩

La Giettaz দক্ষিণ-পূর্ব ফ্রান্সের Auvergne-Rhône-Alpes অঞ্চলের ভূপৃষ্ঠ থেকে ১১০০ মিটার ওপরে চতুরদিকে আল্পস পর্বতে ঘেরা ছ...
13/08/2022

La Giettaz দক্ষিণ-পূর্ব ফ্রান্সের Auvergne-Rhône-Alpes অঞ্চলের ভূপৃষ্ঠ থেকে ১১০০ মিটার ওপরে চতুরদিকে আল্পস পর্বতে ঘেরা ছোট একটি‌ গ্রাম। ❤️

আমরা এবার এআরবিএনবি থেকে যে ফ্ল্যাট টি ঠিক করেছিলাম সেটি ছিল এই ছবির মত সুন্দর গ্রামে। খুবই সাধারণ ভাবে কিছু কাঠের আসবাবপত্র দিয়ে আমাদের ফ্ল্যাটটি সাজানো ছিল। অথচ আধুনিকতার ছোঁয়া ছিল কিচেন, ড্রয়িং রুম, বাথরুম সব জায়গায়। 😍

জানালা দিয়ে তাকালেই সবুজ পাহাড়। পাশ দিয়ে বয়ে গেছে পাহাড়ি ঝর্ণার কল কল শব্দে বয়ে যাওয়া স্রোতের ছড়া। তীব্র শব্দে বারবারই মনে হচ্ছিল যেন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে।😄

সন্ধ্যাবেলা যখন আমরা হাঁটতে বের হয়েছিলাম ছোট একটি রেস্টুরেন্টে লাইভ গান হচ্ছিল। অনুভূতি লিখে প্রকাশ করা যাবে না পরিবেশটা কত ভালো লেগেছিল।🤩

রাতের বেলা জানালা দিয়ে পাহাড়ের ঠিক ওপরে পূর্ণিমার চাঁদটা উপভোগ করা ছিল অবিশ্বাস্য অনুভূতি। ১১০০ মিটার ওপর থেকে বেডরুমের জানালা দিয়ে সবুজ পাহাড়ের ওপর এই পূর্ণিমা উপভোগ করাটা আমার সারা জীবন মনে থাকবে।😘

আমরা সারাদিন ফ্রান্স আর সুইজারল্যান্ডের বর্ডারে এবং সুইজারল্যান্ড এর ভিতর ঘুরাঘুরি করে রাতে এসে আবার ফ্রেঞ্চ আল্পস পর্বতের কোলে ঘুমিয়েছি অসাধারণ ছিল সেই অনুভূতি। 😊

সৃষ্টিকর্তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জীবনে এত সুন্দর কিছু মুহূর্ত দান করার জন্য।🥰

Mont Blanc (White mountain) ফরাসি উচ্চারণ (মো ব্ল) যার বাংলা অর্থ সাদা পাহাড়। সারা বছরই এটার চূড়া বরফে ঢাকা থাকে তাই এ...
12/08/2022

Mont Blanc (White mountain) ফরাসি উচ্চারণ (মো ব্ল) যার বাংলা অর্থ সাদা পাহাড়। সারা বছরই এটার চূড়া বরফে ঢাকা থাকে তাই এটি সাদা পাহাড় নামে পরিচিত। ভূপৃষ্ঠ থেকে এটির উচ্চতা ৪৮০৯ মিটার।🏔️

Mont blanc খুব কাছ থেকে দেখার জন্য ফ্রান্সের Chamonix (সামোনি) যেতে হবে যা কিনা প্যারিস থেকে ৬৫৬ কিলোমিটার দূরে অবস্থিত। Chamonix ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইতালির সংযোগস্থলের কাছে একটি এলাকা। অসম্ভব সুন্দর ছবির মত একটি জায়গা।🏞️

Mont Blanc আল্পসের সর্বোচ্চ চূড়া, এটি স্কিই এর জন্য খুবই বিখ্যাত। ক্যাবল কার দিয়ে দর্শনার্থীদের কাছের বেশ কয়েকটি চূড়ায় নিয়ে যায় প্যানোরামিক দৃশ্য দেখার জন্য।
আমরা ট্রেন এবং ক্যাবল কারে করে প্রায় ২০০০ মিটার উপরে উঠে দেখেছি। 🥰

আশেপাশে এত বড় বড় পাহাড়ের মধ্যে সাদা উঁচু মাথা টুকু শহরের বিভিন্ন কোনা থেকে আপনার নজর কাড়বে।😍

যারা ফ্রান্সে আছেন প্রত্যেকেরই উচিত হবে একবারের জন্য হলেও এই অসম্ভব সুন্দর জায়গাগুলো ঘুরে আসা। বিনোদনের জন্য কি নেই সেখানে! বিশেষ করে যারা আমাদের মত এডভেঞ্চার পছন্দ করেন।🪂⛷️🎿

১. ক্যাবল কারে করে বিভিন্ন পাহাড়ের উঁচুতে উঠতে পারবেন।🚠
২. প্যারাসেলিং করতে পারবেন।🪂
৩. স্কাই ডাইভিং করতে পারবেন।🚁
৪. ক্যাবল কারে উচু পাহাড়ে উঠে স্লাইডার দিয়ে নিচে নামতে পারবেন।🛷
৫. জেট প্লেন বা হেলিকপ্টারে করে ওপর থেকে পাহাড় আর লেক দেখতে পারবেন।🚁
৬.পাহাড়ের ঘেরা অসংখ্য লেক পাবেন যেখানে পানিতে নামতে পারবেন।🏖️
৭. ভাড়া নিয়ে বিভিন্ন রকমের নৌকা চালাতে পারবেন।🛶
৮. স্কুবা ড্রাইভিং করতে পারবেন।🤿
৯. সাইকেল ভাড়া করে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে পারবেন।🚵‍♀️🚵‍♂️
১০. এয়ার বেলুনে চড়ে আকাশে উড়তে পারবে। 🎈
১১.বিভিন্ন ক্যাম্প সাইডে ক্যাম্পিং করতে পারবেন।⛺🔥

Money really can buy happiness there! 😄

আমাদের এই ট্যুরের প্রতিটি জায়গার বিস্তারিত ভিডিও সহ পরবর্তীতে পোস্ট দিচ্ছি। 😊

03/08/2022

ফ্রান্সে ট্রেনের ওয়াশরুমেও কত সুব্যবস্থা। 🤦

জেমস (নগর বাউল) এসেছিল আমাদের এই নগরীতে সাথে ছিল শিরোনামহীন ব্যান্ড। 🇧🇩🇫🇷
28/06/2022

জেমস (নগর বাউল) এসেছিল আমাদের এই নগরীতে সাথে ছিল শিরোনামহীন ব্যান্ড। 🇧🇩🇫🇷

আলহামদুলিল্লাহ দুই দিনের ছোট একটি চমৎকার ট্যুর ছিল। কিন্তু অল্প সময়ে এত সুন্দর সুন্দর দৃশ্য আল্লাহ তায়ালা দেখার তৌফিক ...
25/06/2022

আলহামদুলিল্লাহ দুই দিনের ছোট একটি চমৎকার ট্যুর ছিল। কিন্তু অল্প সময়ে এত সুন্দর সুন্দর দৃশ্য আল্লাহ তায়ালা দেখার তৌফিক দান করেছে বলে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।😇

প্যারিস থেকে যেতে আমাদের মাত্র সময় লেগেছিল আড়াই থেকে তিন ঘণ্টা। আমরা বিভিন্ন জায়গায় কফি ব্রেক নিয়েছিলাম। রাস্তার দু'পাশের দৃশ্য গুলো এত সুন্দর ছিলো যে বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে ফটোসেশনও করা হয়েছে। 😁

Airbnb থেকে ভাড়া নেয়া বিচ ভিউ তিন তলা বাড়িটা ছিল অসম্ভব সুন্দর। বাড়ির সামনে বড় খোলা বারান্দা ছিল। জানালা বা বারান্দা থেকে তাকালেই আটলান্টিক মহাসাগরের ঢেউ দেখা যায়। কি অপূর্ব দৃশ্য যা খালি চোখে না দেখলে বোঝা যাবে না।😍

ওখানে গিয়ে আমরা যা যা করেছি :-

১. 10 ইউরো দিয়ে বড় জাহাজে করে আটলান্টিক মহাসাগরে উপরে ইংলিশ চ্যানেল ভ্রমন করেছি।

২. লিফ্ট দিয়ে পাহাড়ের ওপরে ওঠে সমুদ্র দেখেছি।

৩. Le treport বিচে ঘুরে বেড়িয়েছি।

৪. লাইট হাউসের সামনে থেকে ডলফিন দেখেছি।

৫. ওখান থেকে কাছেই Dieppe নামে আরেকটা বিচে গিয়েছিলাম।

এছাড়া লোকাল এরিয়ায় পায়ে হেঁটে ঘুরে দেখার মত খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। 🥰

ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটি জায়গা প্যারিস থেকে খুব কাছেই।🤩

Le treport, Normandie, France.

24/06/2022

ভিডিও গুলো এডিট করে আপলোড দেওয়ার সময় পাচ্ছিনা। কতগুলো ভিডিও জমে গেছে! 🤦

20/06/2022

Isn't it like a dream??? Alhamdulillah my dream came true 🤩💝🥰❤️

14/06/2022

এই ট্যুরের যে কত হাজার হাজার ভিডিও জমা হয়েছে।🙈🙈🙈

Part - 1

Airbnb house tour inside & outside 🏫👇

Alhamdulillah 🥰
Alhamdulillah for everything 💝

, ,



&_Uk

I'm learning to make video everyday so if you like my videos please comment below 🤩

08/06/2022

সুবাহানআল্লাহ 🤩🤩🤩

গতকাল ফ্রান্সে সরকারি ছুটির দিন ছিল তো বাচ্চাদের নিয়ে চমৎকার এই অ্যামিউজমেন্ট পার্ক টিতে বেড়াতে গিয়েছিলাম। ৩৫০ টি রাই...
27/05/2022

গতকাল ফ্রান্সে সরকারি ছুটির দিন ছিল তো বাচ্চাদের নিয়ে চমৎকার এই অ্যামিউজমেন্ট পার্ক টিতে বেড়াতে গিয়েছিলাম। ৩৫০ টি রাইডজ আছে সাথে অনেক মজার মজার খাবারের দোকান। মেলায় এন্ট্রি ফ্রী শুধুমাত্র প্রতিটা রাইডের জন্য জনপ্রতি ৫ ইউরো করে টিকেট। আমরা তো স্কারি অনেকগুলো রাইডে চড়েছি। আলহামদুলিল্লাহ বাচ্চাদের নিয়ে খুব মজা করেছি এবং চমৎকার একটি বিকেল কাটিয়েছি।🥰

জুনের ৬ তারিখ পর্যন্ত থাকবে। যারা প্যারিস বা প্যারিস এর আশেপাশে আছেন আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন। ছোট বড় সবার জন্য মজার মজার সব রাইড আছে।👍

আমার তো আবার যেতে মন চাচ্ছে। 🙈🙉🙊

Vlog coming soon In Shaa Allah 😊

দুপুর ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত আর শুধুমাত্র শুক্রবার রাতে রাত ১ টা পর্যন্ত খোলা থাকে।

ঠিকানা 👇

Fire du Trone
Pelouse de Reuilly, 75012 Paris

02/05/2022

ঈদ মোবারক প্রবাসে এবং দেশের সবাইকে 🌙🌹❤️😘

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque From Paris With Jubi publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager


Autres Créateur de vidéos à Paris

Voir Toutes